Institute of Epidemiology Disease Control & Research - IEDCR

Institute of Epidemiology Disease Control & Research - IEDCR Institute for epidemiological and communicable disease research. IEDCR stands for Institute of Epidemiology, Disease Control and Research.
(1)

The present Institute of Epidemiology, Disease Control and Research (IEDCR) was established in 1976 through a bill approved in the Parliament which called for the establishment of an institute for epidemiological and communicable disease research as well as functioning of disease control programs mainly in the form of parasitic and entomological containment of vector borne diseases through applica

tion of epidemiological principles. At that time, Malaria Eradication Programme (MEP) was in its death throes and a much weaker Malaria control Programme (MCP) was established along the lines of the lessons learnt from the vicissitudes of an ambitious global programme that swept the world throughout much of the sixties and seventies.

২০১৮ সালের এপ্রিল থেকে আইইডিসিআর দ্বারা পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়/অধিদপ্তরের অনুমোদনক্রমে ব্লুমবার্গ ফিলানথ্রপিজ, ইউ...
01/07/2025

২০১৮ সালের এপ্রিল থেকে আইইডিসিআর দ্বারা পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়/অধিদপ্তরের অনুমোদনক্রমে ব্লুমবার্গ ফিলানথ্রপিজ, ইউএস-সিডিসি, এবং সিডিসি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় "ন্যাশনাল বুলেটিন অফ পাবলিক হেলথ, বাংলাদেশ" প্রকাশ হয়েছে। এই বুলেটিনের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সাম্প্রতিক জনস্বাস্থ্য সমস্যা তুলে ধরা, দেশের বিভিন্ন রোগ নজরদারি সম্পর্কে অবহিত করা, জনস্বাস্থ্যের উন্নতির জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী/নীতিনির্ধারকদের কাছে বিশ্বস্ত স্বাস্থ্য সম্পর্কিত বার্তা প্রদান করা। এছাড়াও, এর মাধ্যমে দেশের জনগণকে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, মহামারী বা অতিমারী সম্পর্কে আগাম সতর্ক করা।

এই বুলেটিন ডিজি হেলথ (রিসোর্স মেনুতে) এবং আইইডিসিআর এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

বুলেটিন লিংকঃ https://iedcr.portal.gov.bd/site/page/b318c820-7846-4b2f-9213-663fd859b55e/-

এনবিপিএইচ এর আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত থাকুনঃ https://whatsapp.com/channel/0029Vb5QxHo7DAWpGznQjc2x

We are delighted to announce that the finalized printed version of the AMR Surveillance Report 2024 is now in our hands....
23/06/2025

We are delighted to announce that the finalized printed version of the AMR Surveillance Report 2024 is now in our hands. The full report is also accessible on the IEDCR website via the following link.

The compilation of this report was a monumental task, accomplished through the dedicated efforts of the entire team, with the unwavering support of our esteemed Director.

This comprehensive document presents consolidated data from 11 case-based sentinel sites across the country, along with 22 laboratory-based surveillance sites—an exemplary model of public-private collaboration. In addition to the 11 public medical colleges and institutes, several renowned private laboratories—Popular, Ibn Sina, EPIC, Square, and NINS (the sole public institute among the lab-based sites)—generously contributed their data. We extend our sincere gratitude to all participating institutions.

This edition encompasses data collected between July 2023 and June 2024, representing findings from 84,098 patients and 71,269 isolates.

In addition to aggregated national data, the report features site-specific analyses and antibiograms from the 11 case-based sentinel locations. It also highlights key national and international updates on antimicrobial resistance, outlines government-led initiatives, and showcases the contributions of various development partners committed to AMR containment in Bangladesh. Embracing a One Health perspective, the report further includes recent data and activities from the Department of Livestock and the Department of Fisheries.

We acknowledge with appreciation the generous support from our development partners, including WHO, the Fleming Fund Country Grant, and US-CDC. We also recognize the invaluable role played by the national focal agency for AMR containment—CDC, DGHS.

We warmly invite you to download, review, and share your feedback on the report.

Save Antibiotics, Save Yourself

Antibiograms are essential reports produced by clinical microbiology laboratories, summarizing the antimicrobial suscept...
27/05/2025

Antibiograms are essential reports produced by clinical microbiology laboratories, summarizing the antimicrobial susceptibility patterns of local bacterial isolates. These reports guide clinicians in selecting empiric antibiotic therapy, monitoring resistance trends, and comparing susceptibility rates across institutions. As part of our commitment to ensuring quality laboratory practices, it is mandatory for each laboratory to prepare and disseminate an antibiogram annually.
We are pleased to announce that the Institute of Epidemiology, Disease Control and Research (IEDCR) is going to conduct training sessions for microbiologists on antibiogram preparation thhis year. The training will be held in three batches on the following dates:
1. 23–25 June 2025
2. 1–3 July 2025
3. 14–16 July 2025
Interested participants are encouraged to register at their earliest convenience.
The deadline for registration is 14 June, 2025
Registration link:

Antibiograms are essential reports produced by clinical microbiology laboratories, summarizing the antimicrobial susceptibility patterns of local bacterial isolates. These reports guide clinicians in selecting empiric antibiotic therapy, monitoring resistance trends, and comparing susceptibility rat...

first, do no harm" (or "primum non nocere,"                                    -HippocratesHealthcare Associated Infecti...
03/03/2025

first, do no harm" (or "primum non nocere,"

-Hippocrates

Healthcare Associated Infections ( HAIs)বা স্বাস্থ্যসেবাকেন্দ্রজনিত সংক্রমন surveillance এর কার্যক্রম এগিয়ে চলেছে:

গত ২৫-২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়ে গেল HAI surveillance এর দুটি স্থান রাজশাহী ও খুলনা মেডিকেল কলেজের সার্ভিলেন্স ডাক্তার ও নার্সদের তিনদিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠান আই ই ডি সি আর এর নতুন ভবনের সাত তলায় শহীদ শামসুজ্জামান তোষার প্রশিক্ষণ কেন্দ্রে বিপুল উতসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে।
বাংলাদেশে সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবাকেন্দ্র জনিত সংক্রমন বা HAI এর সুসংগঠিত সার্ভিলেন্স কার্যক্রম আমার জানামতে এটাই প্রথম। আমরা রাজশাহী এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এটা শুরু করতে যাচ্ছি। পরবর্তীতে সুযোগ হলে অন্যান্য মেডিকেল কলেজেও শুরু করার ইচ্ছা আছে। সংগে রয়েছে আই সি ডি ডি আর বি ও।

উল্লেখ্য এই সার্ভিলেন্স প্রোটকল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউ এস সিডিসি থেকে ধারণা নিয়ে করা হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে কার্যকরভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন বিশেষজ্ঞের ( ল্যাব বিশেষজ্ঞ, এপিডেমিওলজিস্ট, ক্লিনিশিয়ান, আই টি বিশেষজ্ঞ, ডাটা এনালিস্ট) পরামর্শক্রমে তৈরি করা হয়েছে যাতে করে দাতা সংস্থা চলে গেলেও কাজটা হাসপাতাল কতৃপক্ষ চালিয়ে নিতে পারেন। ডেটা এন্ট্রির জন্য আমরা নিজস্ব আই টি বিশেষজ্ঞের সহায়তায় ইতিমধ্যেই একটি সফটঅয়ার তৈরি করেছি। পুরো তথ্যই সরাসরি ট্যাবে তোলা হবে। এই সফট অয়ার আমরা অন্যান্য উতসাহী পাবলিক হাসপাতালকেও তাদের উতসাহের ভিত্তিতে সরবরাহ করবো।

আগামী পরশু আমরা রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তারদের জন্য একটি প্রশিক্ষন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। সেখানে নবীন ডাক্তারদের এ এম আর কন্টেইনমেন্ট বিষয়ে ধারণা দেবার চেষ্টা করবো এবং তাদের সক্রিয় অংশগ্রহনে অনুপ্রানীত করার চেষ্টা করবো।

এই দুই হাসপাতালের সংশ্লিষ্ট সবার ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া কখনোই আমাদের এই পর্যন্ত আসা সম্ভব ছিল না। তাদের সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

আমরা স্বপ্ন দেখি অদূর ভবিষ্যতে দেশের প্রতিটি হাসপাতালে এই সার্ভিলেন্স কার্যক্রম চালু হবে।

18/11/2024

বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহ উদযাপন ২০২৪, উপলক্ষে এই সচেতনতামূলক ভিডিওটি বের করতে পেরে এ এম আর সার্ভিলেন্স সেক্টোরাল কো-অর্ডিনেশন সেন্টার (মানব স্বাস্থ্য) খুবই আনন্দিত।

কেমন লাগলো জানাবেন।

ভাল লাগলে শেয়ার করতে পারেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এই এনিমেশন ভিডিওটি সেক্টোরাল কো-অর্ডিনেশন সেন্টার (মানব স্বাস্থ্য) এর পরামর্শক্রমে তৈরি করেছে এশিয়াটিক।

Give the lady a chocolateএঞ্জেলা আবার আসছে। পাচ দিনের সকাল সন্ধ্যা ট্রেনিং এর মেন্টর হিসেবে।খবরটা শুনে মিশ্র অনুভূতি হয়ে...
24/05/2024

Give the lady a chocolate

এঞ্জেলা আবার আসছে। পাচ দিনের সকাল সন্ধ্যা ট্রেনিং এর মেন্টর হিসেবে।

খবরটা শুনে মিশ্র অনুভূতি হয়েছিল। বুঝেছিলাম সামনে কঠিন সময়। এই পঞ্চাশ উত্তর বয়সে পুরোপুরি ছাত্র বনে যাওয়া সহজ ব্যাপার নয়। অন্যদিকে এটাও বুঝতে পারছিলাম ল্যাব এক্রেডিটেশনের বন্ধুর ও খটমট পথে যেতে হলে প্রয়োজন শক্ত দাওয়াই।যেটা এঞ্জেলার ঝুড়িতেই আছে।

না: একটু বোধহয় বেশি হয়ে যাচ্ছে।
আমার দেখা একজন অন্যতম শ্রেষ্ঠ শিক্ষককে বোধহয় ভিলেন বানিয়ে ফেলছি।

আমরা যারা ল্যাবে কাজ করি তাদের কাছে ল্যাব এক্রেডিটেশন একটা স্বপ্নের মত ব্যাপার। বিশেষ করে আই ই ডিসি আর যখন বিভিন্ন ক্ষেত্রে রেফারেন্স ল্যাবরেটরী হিসেবে দ্বায়িত্ব পালন করছে সেখানে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে আস্থা অর্জনে এক্রেডিটেশন হওয়াটা বেশ জরুরী বিষয়।
আমাদের AMR surveillance Reference laboratory ও এর ব্যতিক্রম নয়। রয়েছে ইনফ্লুয়েঞ্জা ল্যাব।

যাইহোক ইউএসএআইডি( USAID) এর পি কিউ এম প্লাস ( PQM Plus)এর সহায়তায় আমরা এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যদিও দৈনন্দিন অন্যান্য কাজের ভীড়ে এই বিশাল ব্যপ্তির কাজ এগিয়ে নিয়ে যাওয়া সহজ নয়।

আর তাই তারকা হোটেল গোল্ডেন টিউলিপ এ পাচ দিনের এই সশ্রম কারাদন্ড হাসিমুখেই মেনে নিয়েছিলাম। তবে সন্দেহ ছিল অন্য কোন জরুরী কজের ডাকে এই প্রশিক্ষনযজ্ঞে পাছে বাধা না পড়ে।

তবে ডিরেক্টর ম্যাডামের দৃঢ় ইচ্ছায় সে বাধা কাটিয়ে ওঠা গেছে।

যাই হোক এঞ্জেলার সাথে প্রায় এক বছর পরে দেখা। কোন পরিবর্তন লক্ষ্য করলাম না চেহারা বা স্বভাবে। ভাল লাগলো যে প্রথম দেখাতেই চিনে ফেললো এবং স্বভাবসুলভ ভংগীতে প্রানখোলা হাসিতে আপন করে নিল।

বেশ কয়েক বছর শিক্ষকতা করেছি, এখনো মাঝে মাঝে ক্লাশ নিতে হয়। তাই এঞ্জেলার পড়ানোর বিষয়বস্তুই শুধু নয়, শিক্ষার্থীদের ধরে রাখা, এক্টিভ ও পার্টিসিপেটরী হওয়ার কৌশলগুলোও মনযোগের বিষয়।পুরো ক্লাশজুড়েই একটা হাসি আনন্দের ছোয়া, যেন পিকনিকে এসেছি। এর মাঝে মাঝেই এঞ্জেলার অট্রহাসি আর নাচের ভংগীতে একপাক ঘুরে আসা। প্রতিমুহূর্তে আমাদের প্রশ্নবানে জর্জরিত, কিন্ত বিরক্তির কোন আভাষ নেই। বরং সকৌতুকে উত্তর দেয়ার চেষ্টা আর প্রশ্নকর্তার সাথে বহাস।

একটু স্বস্তিতে বসার উপায় নেই। একটার পর একটা এসাইনমেন্ট।
পড়াশুনার মাঝে মাঝে একটু যে ঝিমাবো তার যো নেই।

দুপুরে খাওয়ার পর এসির বাতাসে সবারই একটু আরামে চোখ বুজে আসার আভাষ।
চোখ এড়ায় না এঞ্জেলার।
সবাইকে দাড় করিয়ে অভিনব খেলায় ব্যস্ত করে ফেলে। ঘুম পালিয়ে কুল পায় না। ওদিকে মোবাইল ফোনের ব্যাপারে প্রথম দিনেই কড়া নির্দেশ দিয়েছিল। কারো সাহস নেই তা অমান্য করার।
বেচারা বেকার পড়ে রইলো।

সবচেয়ে মজার ব্যাপার হলো কেউ কোন প্রশ্নের ঝটপট উত্তর দিলেই উল্লাসে ফেটে পড়ে সজোরে নির্দেশ দেয়
-Give the man a chocolate.
সাথে সাথে চকোলেট হাজির।
আমার মত ব্যাকবেঞ্চার ও গুটিকয়েক চকোলেট পেয়ে গেলাম মুফতে।

তবে সবচেয়ে চমকপ্রদ অংশটি বোধহয় ছিল শেষ দিন যখন Role play হলো। এঞ্জেলা Auditee আর প্রশিক্ষনার্থীরা Auditor হয়ে প্রশ্নকর্তা অথবা এর উলটো টা। দারুন প্রানবন্ত একটা আইটেম। অনেক কিছু জানা ও প্র‍্যাকটিসের পাশাপাশি অডিট চলাকালীন সিচুয়েশনের একটা আভাষ পাওয়া গেল। আর যে দারুণ ফান হলো এর মধ্য দিয়ে তা তো বলাই বাহুল্য।
অসাধারণ!

মনে ভাবছিলাম এই অসামান্য নিবেদিতপ্রান প্রশিক্ষককে কিভাবে সম্মানিত করা যায়। আজ শেষদিনে আই ই ডিসি আর এর সবার পক্ষ থেকে একটা উপহার তুলে দেয়া হলো।
দারুন খুশি এঞ্জেলা। স্বভাবসুলোভ স্ফূর্তিতে উচ্চস্বরে বলে উঠলো

I... like it.

আজ পোস্ট টেস্ট এর পর বুকটা একটু ফাকা ফাকা লাগছিল।
বিদায় মুহূর্ত ঘনিয়ে আসছে।কেন যেন সাত সমুদ্র তের নদী পাড়ের কোন সুদূর থেকে আসা এক নিবেদিতপ্রান শিক্ষকের জন্য মনটা কেমন যেন বিষন্ন হয়ে উঠলো।
মনে মনে বললাম-

Give the lady a chocolate

( পাঁচ দিনব্যাপী এই Internal Auditor Training Program টির আয়োজনে ছিলেন USAID এর PQM Plus( Promoting the Quality of Medicine plus)

আই ইডিসি আর এর ৬ জন ছাড়াও Chattogram Drug Testing Laboratory থেকে ২ জন, Plasma Plus Resesrch and testing Laboratory থেকে ২ জন এবং National Drug Control Laboratory থেকে ১০ জন অর্থাৎ মোট ২০ জন অংশগ্রহন করেন।
প্রশিক্ষক ছিলেন:
Angela Oliver,
Senior Technical Advisor Laboratory QMS, QA/ QC
USAID's PQM+ Program led by USP)

20/02/2024
AMR surveillance report এর হার্ড কপি এসে গেছে। আজ ডিরেক্টর আই ই ডি সি আর প্রফেসর ডা: তাহমিনা শিরীন ম্যাডামের কাছে এর হার...
16/01/2024

AMR surveillance report এর হার্ড কপি এসে গেছে। আজ ডিরেক্টর আই ই ডি সি আর প্রফেসর ডা: তাহমিনা শিরীন ম্যাডামের কাছে এর হার্ড কপি হস্তান্তরের মাধ্যমে বিতরণের সূচনা করা হলো।

রিপোর্টের কপি পেতে নীচের লিংকে যান-
https://dashboard.iedcr.gov.bd/amr/report2016-23.php

31/12/2023

অত্যন্ত আনন্দ ও কিছুটা উতকন্ঠার সংগে সবাকে জানাতে চাই যে বছরের শেষ দিনে আমরা আই ই ডি সি আর এর ওয়েবসাইটে AMR Surveillance report টি আপলোড করেছি।
এই কাজটি একটা স্বপ্নের প্রজেক্ট ছিল আমার কাছে। কাজটা করে মনে হয়েছে কিছুটা হলেও দেশের জন্য একটা ভাল কাজ করতে পেরেছি।
২০১৬ সাল থেকে শুরু হয়ে এই Surveillance চলছে।
এ ধরণের কাজ এটাই প্রথম এদেশে।
অনেক চেষ্টার পরেও কিছু ভুল ত্রুটি রয়ে গেছে হয়তো।
তা থাক।
কাজ হলে ভুল ত্রুটি থাকবে, সমালোচনা এবং প্রশংসাও থাকবে। এটাই বাস্তবতা।
সবাইকে পড়ে দেখবার আমন্ত্রন জানাচ্ছি।

World Antimicrobial Resistance Awareness Week 2023 উপলক্ষে এ বছর রচনা, চিত্রাংকন ও ভিডিও কন্টেন্ট তৈরি প্রতিযোগিতার আয়োজ...
15/10/2023

World Antimicrobial Resistance Awareness Week 2023 উপলক্ষে এ বছর রচনা, চিত্রাংকন ও ভিডিও কন্টেন্ট তৈরি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই সকলের অংশগ্রহনের সুবিধার্থে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
আরেকটি ইন্টারেস্টিং প্রতিযোগিতা রয়েছে ছাত্র ছাত্রীদের জন্য যার ঘোষণা আজ দেয়া হচ্ছে- অনলাইন কুইজ প্রতিযোগিতা
http://119.40.84.186:8011/QuizLogin.aspx

এই লিংকে গিয়ে সেই প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে।
আগ্রহী সবাইকে অংশগ্রহনের আহবান জানাচ্ছি।

Antimicrobial Resistance (AMR) stands as a formidable global health challenge, rendering conventional treatments less effective and infections more tenacious. In response, AMR Awareness Week galvanizes collective action, and at its heart lies the AMR Awareness Week Quiz Competition.

প্রতি বছরের মত এবারো Antimicrobial Resistance Awareness week 2023 উপলক্ষে  আই ইডি সি আর এর Antimicrobial Resistance surv...
14/09/2023

প্রতি বছরের মত এবারো Antimicrobial Resistance Awareness week 2023 উপলক্ষে আই ইডি সি আর এর Antimicrobial Resistance surveillance Co ordination Subcommittee রচনা, চিত্রাংকন ও ভিডিও কন্টেন্ট তৈরির প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।

সবাইকে অংশগ্রহনের আমন্ত্রন রইলো।

শুরু হলো   AMR Awareness Week এর কাউন্টডাউন' Stop referring to a coming post- antibiofic era--- it's already here'- U.S....
17/08/2023

শুরু হলো AMR Awareness Week এর কাউন্টডাউন

' Stop referring to a coming post- antibiofic era--- it's already here'

- U.S. Center for Disease Control.

বর্তমান বিশ্বে প্রথম ১০ টি স্বাস্থ্য ঝুঁকির একটি হচ্ছে এ এম আর বা Antimicrobial Resistance

২০১৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সমস্যা সমধানের লক্ষ্যে গ্লোবাল একশন প্ল্যান প্রনয়ন করে। এর ৫ টি স্ট্র‍্যাটেজিক অবজেকটিভ এর প্রথমটিই হচ্ছে- জনসচেতনতা বৃদ্ধি।

এই লক্ষ্যে প্রতি নভেম্বর মাসের ১৮ -২৪ তারিখ বিশ্বব্যাপী এ এম আর সচেতনতা দিবস পালিত হয়।
এ এম আর সার্রভিলেন্স এর সেক্টোরাল কোওর্ডিনেশন সেন্টার হিসেবে প্রতি বছর আই ই ডি সি আর তার সেন্টিনেল সাইটগুলোকে নিয়ে আনুষ্ঠানিকভাবে এই দিনটি পালন করে।
এবারও করার পরিকল্পনা রয়েছে।

আজ আই ই ডি সি আর এর সম্মানিত পরিচালকের নেতৃত্বে এই দিবসটি পালনের জন্য গঠিত কমিটির পথম সভাটি বা কিক অফ মিটিং অত্যন্ত উতসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কেক কেটে উদবোধন করা হলো।

এবার অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে-
- মেডিকেল ও নন মেডিকেল ছত্রছাত্রীদের মধ্যে রচনা, চিত্রাংকন, ভিডিও কন্টেন্ট ও কুইজ প্রতিযোগীতা,
- প্রতিটি সাইটে পোস্টার পদর্শনী, র‍্যালি, এন্টিবায়োগ্রাম প্রস্তুতকরণ
-সেন্ট্রালী বিজয়ীদের মধ্যে পুরস্ক্আর বিতরণ, পোস্টার প্রদর্শনী
এবং এ এম আর রিপোর্ট প্রস্তুত ও বিতরন।

এই রচনা প্রতিয্যগীতা সবার জন্য উন্মুক্ত।

খুব শীঘ্রই এ সম্পর্কে প্রচার প্রচারণা শুরু হবে।

আমরা চাই প্রতিটি মেডিকেল কলেজ ও অন্যান্য কলেজের ছাত্রছাত্রীরা, মেডিকেল ডাক্তারেরা এবং অন্যান্য পেশাজীবীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহন করুক।

AMR surveillance report ডাউনলোড করতে নীচের লিংকে যান-

https://dashboard.iedcr.gov.bd/amr/report2016-23.php

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Institute of Epidemiology Disease Control & Research - IEDCR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Institute of Epidemiology Disease Control & Research - IEDCR:

Share

Category