11/03/2024
সবাইকে রমাজান মোবারক,
সব জিনিসের একটা মৌসুম থাকে। রমজানুল মোবারক হলো ইবাদত -বন্দেগির উত্তম মৌসুম। এই সময়ে দানে বরকত ৭০ গুন। নফল নামাজ, অন্য মাসের ফরজের সমান। ফরজ নামাজ, অন্য মাসের ৭০ টি ফরজের সমান। এইমাসে দোজখের দরজাগুলো বন্ধ থাকে, আর জান্নাতের দরজাগুলো খোলা থাকে, তাই শান্তির সুবাতাস চারিদিকে বইতে থাকে। আল্লাহ, সবাইকে এইমাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। আমিন।