Medicine Palace - মেডিসিন প্যালেস

Medicine Palace - মেডিসিন প্যালেস Get Medicine at HOME! Fast • Simple • Reliable • Affordable •
Trusted Medicine Palace is an Online Pharmacy dedicated to deliver medicine to your door step.

Original, well stored medicine and the on time availability of medicine was always a concern for us. Medicine Palace is committed to solve that all. By this app you'll be able to:

1. Search and Order medicine the quantity you need.
2. Order by uploading prescription.
3. Order by uploading leaf or peal.
4. Create a monthly medicine list and order just by one click.
5. Order medicine by call or sm

s(Messenger, Whatsapp available)
6. Get offers and discounts.
7. Health articles and tips and tricks to follow
8. Tools for healthcare like: Medicine Reminder, Period tracker, BMI Calculator, etc.
9. Request medicine if it's not available.

12/05/2025
🔹 "রমজানের সিয়াম আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। আসুন, এই পবিত্র মাসে আল্লাহর রহমত অর্জনে মনোনিবেশ করি। রমজান মোব...
26/02/2025

🔹 "রমজানের সিয়াম আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। আসুন, এই পবিত্র মাসে আল্লাহর রহমত অর্জনে মনোনিবেশ করি। রমজান মোবারক! 🌙🤍"

🔹 "সবর, দোয়া ও ইবাদতের মাস—পবিত্র রমজান। আল্লাহ আমাদের সকলের রোজা ও আমল কবুল করুন। আমিন! 🤲✨"

🔹 "আসুন, এই রমজানে মন থেকে সব পাপ মোছি, দোয়া করি এবং আলোর পথে চলার সংকল্প করি। রমজান মোবারক! 🕋🌙"

🔹 "এই মাস রহমতের, মাগফিরাতের, নাজাতের। আসুন, একে সঠিকভাবে কাজে লাগাই। রমজানের শুভেচ্ছা! 💫🤍"

🔹 "তাকওয়ার আলোয় আলোকিত হোক আমাদের জীবন, বরকতপূর্ণ হোক এই রমজান। সকলকে রমজান মোবারক! 🌟🕌"

🔴 শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা 🔴"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারিআমি কি ভুলিতে পারি…"১৯৫২ সালের ২১ ফেব্রুয়ার...
20/02/2025

🔴 শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা 🔴

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি…"

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য রফিক, সালাম, বরকত, জব্বারসহ অনেক অকুতোভয় বীর তাদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের আত্মত্যাগের ফলেই আমরা আজ গর্বের সাথে বাংলা ভাষায় কথা বলতে পারি।

🌿 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🌿
শ্রদ্ধা সকল ভাষা শহীদদের প্রতি, যাদের ত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। আসুন, মাতৃভাষার মর্যাদা রক্ষা করি এবং সকল ভাষার প্রতি শ্রদ্ধাশীল হই।

🔹 ভাষা হোক চেতনা, ভাষা হোক গৌরব! 🔹
#একুশে_ফেব্রুয়ারি #ভাষাশহীদ #বাংলা_আমার_গর্ব

হে আল্লাহ! আমাদের ফিলিস্তিনি ভাইদের সাহায্য করুন। হে আল্লাহ! তাদের সম্মান-মর্যাদা, বিজয় ও সক্ষমতা দিন। হে আল্লাহ! তাদের ...
25/03/2024

হে আল্লাহ! আমাদের ফিলিস্তিনি ভাইদের সাহায্য করুন। হে আল্লাহ! তাদের সম্মান-মর্যাদা, বিজয় ও সক্ষমতা দিন। হে আল্লাহ! তাদের দুশ্চিন্তা দূর করুন, তাদের দুঃখ-কষ্ট লাঘব করুন, তাদের পাসমূহকে অটল রাখুন, তাদের মধ্যে অসুস্থ ব্যক্তিদের সুস্থ করে দিন, বিপদগ্রস্তদের নিরাপদ করুন, তাদের মৃতদের প্রতি রহম করুন, নিহতদের শহীদ হিসেবে কবুল করুন। হে আল্লাহ! আপনি তাদের জন্য পৃষ্ঠপোষক ও সাহায্য-সহযোগিতাকারী হয়ে যান।

হে আল্লাহ! ইসলাম ও মুসলমানদের সম্মানিত করুন, আর কুফরি ও কাফেরদের লাঞ্ছিত করুন। হে আল্লাহ! আমরা আপনার কাছে আমাদের দুর্বল ভাইদের জন্য, আপনার রাস্তায় জিহাদকারীদের জন্য এবং প্রত্যন্ত অঞ্চল ও সীমান্তে নিয়োজিত প্রহরীদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্য প্রার্থনা করছি।

হে আল্লাহ! আমাদের দেশ এবং অন্যান্য মুসলিম দেশকে নিরাপদ, শান্তিময়, সমৃদ্ধিশালী ও স্বাচ্ছন্দ্যময় করুন।

হে আল্লাহ! যে ব্যক্তি আমাদের এবং ইসলাম ও মুসলমানদের ক্ষতিগ্রস্ত করতে চায়, তার ওপর অনিষ্টের চক্র চালু করুন, তার ষড়যন্ত্র তার দিকেই ফিরিয়ে দিন, তার ষড়যন্ত্রকে তার নিজের ধ্বংসের কারণ বানিয়ে দিন।

হে দোয়া শ্রবণকারী দয়াময়! বিশ্বের সব মুসলমানকে দুষ্ট লোকদের অনিষ্টতা থেকে, পাপিষ্ঠদের চক্রান্ত থেকে, দিন ও রাতের দুর্যোগ-দুর্গতি থেকে, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে এবং সীমালঙ্ঘনকারীদের সীমালঙ্ঘন ও আগ্রাসন থেকে হেফাজত করুন।

হে আল্লাহ! আমাদের নেতৃবর্গ ও দায়িত্বশীলদের সংশোধন করুন।

হে আল্লাহ! আমাদের কাছে ইমানকে প্রিয় ও হৃদয়গ্রাহী করে দিন। আর কুফরি, পাপাচার ও অবাধ্যতাকে আমাদের কাছে অপ্রিয় বানিয়ে দিন এবং আমাদের সত্যপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন।

হে আল্লাহ! আমাদের মুসলিম অবস্থায় মৃত্যু দিন, মুসলিম অবস্থায় জীবিত রাখুন এবং অপমানিত ও ফেতনাগ্রস্ত না করে আমাদের সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন।

কবি ইমরোজ সোহেল’র নতুন কবিতার বই ‘‘ইনকিউবেটর’’। প্রকাশনায় : বিশ্বভরা প্রাণ এর সৃজনশীল উদ্যোগ ‘‘জ্ঞানসঙ্গী প্রকাশন’’। পাও...
26/02/2024

কবি ইমরোজ সোহেল’র নতুন কবিতার বই ‘‘ইনকিউবেটর’’। প্রকাশনায় : বিশ্বভরা প্রাণ এর সৃজনশীল উদ্যোগ ‘‘জ্ঞানসঙ্গী প্রকাশন’’। পাওয়া যাবে বিশ্বভরা প্রাণ এর ৮৭৩ নং স্টল এ। প্রচ্ছদ : চারু পিন্টু। প্রকাশক : জাহান বশীর।

22/12/2023

লোকমান হাকিমের নিজের ছেলেকে দেওয়া তার উপদেশবাণী বিশ্বখ্যাত, যা কোরআনে উদ্ধৃত করা হয়েছে । হে ভাই-বন্ধুগণ আপনারাও সন্তানদেরকে গুরুত্ব সহকারে কোরআনে নিম্নবর্নিত উপদেশ দিন।

“আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছিলাম। (তাকে বলেছিলাম) যে, তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ কর। যে কৃতজ্ঞতা প্রকাশ করে, সে তা নিজের কল্যাণেই করে। আর কেউ অকৃতজ্ঞ হলে (সে জেনে রাখুক যে) আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত। স্মরণ কর, যখন লুকমান তার ছেলেকে নসীহত ক’রে বলেছিল- হে বৎস! আল্লাহর সাথে কোন কিছুকে শিরক কর না, শিরক হচ্ছে অবশ্যই বিরাট যুলম।আমি মানুষকে তার পিতা-মাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে। তার দুধ ছাড়ানো হয় দু’বছরে, (নির্দেশ দিচ্ছি) যে, আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। (তোমাদের সকলের) প্রত্যাবর্তন তো আমারই কাছে।তোমার পিতামাতা যদি তোমাকে পীড়াপীড়ি করে আমার অংশীদার স্থির করার জন্য যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না। কিন্তু পৃথিবীতে তাদের সাথে সদ্ভাবে বসবাস করবে। যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে। অতঃপর আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন। তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমরা যা করছিলে।হে বৎস! কোন বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয় আর তা থাকে পাথরের ভিতরে অথবা আকাশে অথবা যমীনের নীচে, আল্লাহ তাকে এনে হাজির করবেন। আল্লাহ সূক্ষ্ণদর্শী, সব কিছুর খবর রাখেন।হে বৎস! তুমি নামায কায়িম কর, সৎ কাজের নির্দেশ দাও আর মন্দ কাজ হতে নিষেধ কর এবং বিপদাপদে ধৈর্যধারণ কর। নিশ্চয় এটা দৃঢ় সংকল্পের কাজ।অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা কর না, আর পৃথিবীতে গর্বভরে চলাফেরা কর না, নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।চলাফেরায় সংযত ভাব অবলম্বন কর এবং কণ্ঠস্বর নীচু কর। স্বরের মধ্যে নিশ্চয়ই গাধার স্বর সর্বাপেক্ষা শ্রুতিকটু। (৩১ঃ১২-১৯)

11/12/2023

পৃথিবীতে বিবাদ-বিশৃঙ্খলা সৃষ্টি করো না।
[২:৬০]

04/12/2023

ফাকীহ আবুল লাইস (র:) বলেন, মানুষের সৌভাগ্যের ১১টি
নিদর্শন রহিয়াছে এবং তাহাদের দুর্ভাগ্যের ও ১১টি নিদর্শন রহিয়াছে ।
সৌভাগ্যের নিদর্শন সমূহ হইতেছে: (১) দুনিয়ার প্রতি নিরাশক্ততা
আখেরাতের প্রতি আশক্তি (২) ইবাদত এবং কোরান তেলাওয়াতের
আধিক্য (৩) বাহুল্য কথা পরিত্যাগ করা (৪) সময়মত সুষ্ঠু ভাবে
নামাজ আদায় করা (৫) অবৈধ জিনিষ যতই ক্ষুদ্র হোক তাহা হইতে
আত্মরক্ষা করা (৬) পূণ্য শীল ব্যক্তিদের সান্নিধ্য গ্রহণ (৭) বিনয়ী থাকা
অহংকার না করা (৮) দানশীল এবং দয়ালু হওয়া (৯) আল্লাহর সৃষ্টির
প্রতি ভালোবাসা প্রদর্শন (১০) সৃষ্ট জীব সমূহের কল্যাণ সাধন
(১১) মৃত্যুর কথা সর্বধিক চিন্তা করা।

দুর্ভাগ্যের নিদর্শন সমূহ হইতেছে এইঃ (১) অর্থ সম্পদ সঞ্চয়ের লোভ (২) ছনিয়ার সাধ অহ্লাদএবং খাহেশাতে মনোনিবেশ (৩) অশ্লীল কথাবর্তা এবং বেশী কথা বলা (৪) নামাজ আদায়ে অলসতা (৫) অবৈধ এবং সন্দেহ মূলক জিনিস আহার করা, এবং পাপাসিক্ত লোকদের সহিত মেলা মেশা
(৬) দুশ্চরিত্র হওয়া (৭) অহংকারী হওয়া (৮) মানুষের কল্যাণ সাধনে বিরত থাক? (৮) মুসলমানদের প্রতি দয়া না করা (১০) কৃপণ হওয়া (১১) মৃত্যুকে ভূলিয়া থাকা ।

( তাম্বীহুল গাফেলীন )

07/09/2023

* ৯ টি ভয়াবহ বাতেনী রোগ, আসুন রোগের চিকিৎসা করি অন্তরকে সুস্থ রাখি!!
(১) আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি কিন্ত তাঁর আদেশ পালন করি না।
(২) মুখে বলি রাসুল (সা:)-কে ভালোবাসি, কিন্তু তাঁর সুন্নত অনুসরণ করি না।
(৩) কুরআন পড়ি, কিন্তু বুঝিনা; তাই বাস্তবায়নও করি না ।
(৪) আল্লাহর সকল নেয়ামত ভোগ করি, কিন্তু তাঁর শুকরিয়া আদায় করি না।
(৫) স্বীকার করি শয়তান আমাদের শত্রু, আমল করি না বরঞ্চ তাকে বন্ধু বানিয়ে চলি।
(৬) জান্নাত পেতে চাই, কিন্তু তার জন্য আমল করি না।
(৭) জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু সেখান থেকে পালানোর চেষ্টা করি না ।
(৮) বিশ্বাস করি মৃত্যুবরণ করতে হবে ও মৃত ব্যক্তিকে দাফনও করে আসি কিন্তু তার জন্য নিজে প্রস্তুত হই না এবং শিক্ষাও গ্রহণ করি না।
(৯) পরনিন্দা ও গীবত করি; কিন্তু নিজের দোষ-ত্রুটি ভুলে যাই।

ডেঙ্গুর কোন ঔষধ নাইজিনিসটা মাথায় ঢুকিয়ে ফেলুন।মূল চিকিৎসা হচ্ছে শরীরের ফ্লুইড ব্যালেন্স ঠিক রাখা।এইটা আপনি পারবেননা, কোন...
29/08/2023

ডেঙ্গুর কোন ঔষধ নাই
জিনিসটা মাথায় ঢুকিয়ে ফেলুন।
মূল চিকিৎসা হচ্ছে শরীরের ফ্লুইড ব্যালেন্স ঠিক রাখা।
এইটা আপনি পারবেননা, কোন ফার্মেসির দোকানদার, টেকনেশিয়ান, ভন্ড চিকিৎসক, আপনার মহা জ্ঞানী প্রতিবেশী কেউই পারবেন না।

সুতরাং কারো পরামর্শে কিচ্ছু করবেন না। কোন ঔষধ খাওয়াও নিষেধ।

ফ্লুইড খাবেন বেশি করে,
যেমন ডাবের পানি, বাসায় বানানো ফলের রস, লেবুর শরবত ইত্যাদি।

জ্বর এলেই Dengue Ns1 পরীক্ষাটা দ্রুত করে ফেলুন।
জ্বরের পাঁচ দিনের মধ্যেই এই টেস্ট করতে হয়, পাঁচদিন কেটে গেলে এই টেস্ট নেগেটিভ আসে। তখন ডেংগু কনফার্ম করার জন্য অন্য টেস্ট করতে হয়।
তাই জ্বর এলে দেরি না করে সেদিনই NS1 করে ফেলুন)
এবং অবশ্যই হেলাফেলা না করে ডাক্তার দেখান।
পরামর্শ নিন।
ফোনে ইনবক্সের চিকিৎসা না, সিরিয়াস রোগী হোন।
আর নিজের বাসার কোথাও পরিস্কার পানি জমে থাকছে কিনা খেয়াল রাখুন।
প্রতিবেশীদেরকেও সতর্ক করুন।
ছাদে কোথাও পানি জমে থাকছে কিনা খেয়াল করুন।
কারো উপর নির্ভর করে আসলে কোন লাভ নেই।
নিজেদের কাজ নিজেদেরই করতে হবে এখন।

রক্তে প্লাটিলেট বাড়াবেন যেভাবে
(ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারন রক্তে প্লাটিলেট কমে যাওয়া)

রক্তে প্লাটিলেট বা অণুচক্রিকা রক্তজমাটে সাহায্য করে। ২০ হাজারের নিচে প্লাটলেটের সংখ্যা নেমে আসলে কোনো প্রকার আঘাত ছাড়াই রক্তক্ষরণ হতে পারে। কোনো কারণে রক্তে প্লাটিলেট কমে গেলে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার মাধ্যমেই প্লাটিলেটের সংখ্যা আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। কিছু খাবার আছে যেগুলো প্লাটিলেট বৃদ্ধি করতে সহায়তা করে। আসুন জেনে নেই সেসব খাবারের নাম।

পেঁপে এবং পেঁপে পাতা

পেঁপে খুব দ্রুত রক্তের প্লাটিলেটের পরিমাণ বাড়াতে সক্ষম। মালয়েশিয়ার এশিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজির একটি গবেষণায় দেখা গেছে যে, ডেঙ্গু জ্বরের কারণে রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে গেলে পেঁপে পাতার রস তা দ্রুত বৃদ্ধি করে। রক্ত প্লাটিলেটের পরিমাণ কমে গেলে প্রতিদিন পেঁপে পাতার রস কিংবা পাকা পেঁপের জুস পান করুন।

মিষ্টি কুমড়া এবং কুমড়া বীজ

মিষ্টি কুমড়া রক্তের প্লাটিলেট তৈরি করতে বেশ কার্যকরী। এছাড়াও মিষ্টি কুমড়াতে আছে ভিটামিন ‘এ’ যা প্লাটিলেট তৈরি করতে সহায়তা করে। তাই রক্তের প্লাটিলেটের সংখ্যা বাড়াতে নিয়মিত মিষ্টি কুমড়া এবং এর বীজ খেলে উপকার পাওয়া যায়।

লেবুর রস

লেবুর রসে প্রচুর ভিটামিন ‘সি’ থাকে। ভিটামিন সি রক্তে প্লাটিলেট বাড়াতে সহায়তা করে। এছাড়াও ভিটামিন ‘সি’ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। ফলে প্লাটিলেট ধ্বংস হওয়া থেকেও রক্ষা পায়।

আমলকী

আমলকীতেও আছে প্রচুর ভিটামিন ‘সি’। এছাড়াও আমলকীতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে। ফলে আমলকী খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং প্লাটিলেট ধ্বংস হওয়া থেকে রক্ষা পায়।

অ্যালোভেরার রস

অ্যালোভেরা রক্তকে বিশুদ্ধ করে। রক্তের যেকোনো সংক্রমণ দূর করতেও অ্যালোভেরা উপকারী। তাই নিয়মিত অ্যালোভেরার জুস পান করলে রক্তের প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধি পায়।

ডালিম

ডালিম রক্তে প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে। এতে প্রচুর আয়রন রয়েছে যা প্লাটিলেট বৃদ্ধি করে। প্রতিদিন ১৫০ মিলিলিটার ডালিমের জুস দুই সপ্তাহ পান করুন। ডালিমের রসের ভিটামিন দুর্বলতা দূর করে কাজে শক্তি দেবে।

Address

Khagrachhari

Alerts

Be the first to know and let us send you an email when Medicine Palace - মেডিসিন প্যালেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medicine Palace - মেডিসিন প্যালেস:

Share