
11/07/2025
"একই সাথে জরায়ুর ভেতরে এবং বাইরে গর্ভধারণ- হেটারোটপিক প্রেগনেন্সি"
এইটা টার্ম টার সাথে অনেকেই হয়তো পরিচিত নন। কারণ এটা বেশ রেয়ার একটা গর্ভাবস্থা। এক্ষেত্রে বিভিন্ন কারণে একই সাথে দুইটি ডিম্বাণু পরিপক্ক হয় এবং দুইটি শুক্রানু দ্বারা নিষিক্ত হয়ে একটা জরায়ুর ভিতরে স্বাভাবিক অবস্থানে পৌঁছাতে পারে, আর একটা পৌঁছাতে না পারার কারণে সাধারণত ফ্যালোপিয়ান টিউবের ভিতরে কিংবা ওভারিতেই বেড়ে উঠতে থাকে। যেহেতু জরায়ুর বাহিরে ভ্রূণের বেড়ে ওঠার মতো পর্যাপ্ত পরিবেশ নাই, তাই অল্পদিনের মধ্যেই ওই জায়গায় ফাটল ধরে এবং দ্রুত শনাক্ত না করা গেলে বাস্ট হয়ে ওই মায়ের জীবন বিপন্ন করে এমন কি মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে।
এমনই একটি ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে এসেছিল এই বোনটি। অতঃপর এটা ফাটল ধরার আগেই সনাক্ত করি এবং ল্যাপারোস্কপির সাহায্যে টিউব এর ভ্রুন টি রিমুভ করে ফেলি এবং পরবর্তীতে নিবিড় পরিচর্যার মাধ্যমে তার গর্ভের শিশু সফলভাবে পৃথিবীতে এসেছে আলহামদুলিল্লাহ! আল্লাহ যেন আমাকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করার জন্য দক্ষতা দান করেন এবং আপনাদের সুচিকিৎসায় সহায়তা করার তৌফিক দেন।
👩⚕️ ডাঃ_নার্গিস_সুলতানা_সুমি
এমবিবিএস,এমসিপিএস, এফসিপিএস (অবস্ এন্ড গাইনী), এফএসিএস (আমেরিকা)
ফেলোশিপ ইন ইনফার্টিলিটি এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন ( ইন্ডিয়া)
সিনিয়র কনসালটেন্ট, প্রসুতি ও স্ত্রীরোগ বিভাগ
মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা ।
এক্স-চিফ কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান (সিপিএইচ)
বন্ধ্যাত্ব প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও ল্যাপারস্কপিক_সার্জন
🎯 চেম্বার: পপুলার_ডায়াগনস্টিক_সেন্টার
শান্তিনগর, ইউনিট-৩, ঢাকা
⏰ রোগী_দেখার_সময়ঃ প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার (শুক্রবার বন্ধ)
⏱ সময়ঃ বিকাল ৫ টা থেকে রাত ৯ টা
☎ সিরিয়ালের_জন্য:+8801893245288, 09666787803