06/08/2025
মেনোপজ পর্বঃ ০৩
মেনোপজে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি Hormone Replacement Therapy Explained
হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা HRT হলো এক ধরনের চিকিৎসা যেখানে শরীরের কমে যাওয়া হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনা হয়।
বিশেষ করে নারীদের মেনোপজের পর এই থেরাপি দেওয়া হয়।
কিন্তু কাদের জন্য এই থেরাপি উপযুক্ত? কী ঝুঁকি ও উপকারিতা রয়েছে এই চিকিৎসার? সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।
ডাঃ_নার্গিস_সুলতানা_সুমি
এমবিবিএস, এমসিপিএস, এফসিপিএস (অবস্ এন্ড গাইনী)
ফেলোশিপ ইন ইনফার্টিলিটি এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন
সিনিয়র কনসালটেন্ট, প্রসুতি ও স্ত্রীরোগ বিভাগ
মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা ।
এক্স-চিফ কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান (সিপিএইচ)
বন্ধ্যাত্ব প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও ল্যাপারস্কপিক_সার্জন
🎯 চেম্বার: পপুলার_ডায়াগনস্টিক_সেন্টার
শান্তিনগর, ইউনিট-৩, ঢাকা
⏰ রোগী_দেখার_সময়ঃ প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার (শুক্রবার বন্ধ)
⏱ সময়ঃ বিকাল ৫ টা থেকে রাত ৯ টা
☎ সিরিয়ালের_জন্য:+8801893245288, 09666787803