অনেক সময় মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন তার অন্য মানুষের উপরে নির্ভর করে চলতে হয় । আমরা বলছি আপনার পরিবারের সেই সব মানুষদের কথা যারা বয়সের ভারে নত হয়ে খুব একা হয়ে রয় । তার হয়ত দরকার হয় একজন মানুষের যে সার্বক্ষণিক তার পাশে থেকে তাকে মানসিক ও শারীরিক সাপোর্ট করে ।
এই সাপোর্ট সবসময় যদি পরিবার থেকে পাওয়া যায় তাহলে সেই বৃদ্ধ বা অসুস্থ মানুষটি স্বর্গের প্রশান্তি লাভ করে । কিন্তু বাস্তবতা ভিন্ন । এই ব্যাস্ততার জীবনে আপন মানুষের জন্য সামান্য সময় টুকু বের করাও অনেক সময় অসম্ভব হয়ে পরে ।
কতটুকু সময় দিতে পারছেন ?
নাকি আপনার ইচ্ছার অভাব ?
নাকি কাজের ব্যাস্ততা আর ভালবাসার দুইয়ের মাঝে কাজকেই বড় মনে করতে বাধ্য হচ্ছেন।
আমরা জানি, আপনার প্রিয়জন, আপনার কাছে আপনার জীবনের থেকেও বেশি মূল্যবান । সেই মানবিক মূল্যবোধ থেকে, আমরা “হোম এইড কেয়ার” সার্ভিস সার্বক্ষণিক আপনাদের পাশে আছি । আমাদের সার্ভিস আপনার প্রিয়জন, বয়বৃদ্ধ ও অসুস্থ মানুষদের দেখাশুনা করা ।
আপনি আপনার কাজের ব্যাস্ততা নিয়ে ব্যাস্ত থাকুন, আর আপনার প্রিয় মানুষটির সেবা করার ভার ছেড়ে দিন আমাদের হাতে ।
বাংলাদেশে একমাত্র আমারাই আপনাকে আপনার বাসায় আপনার প্রিয়জনের সার্বক্ষণিক দেখাশুনা করে থাকি । আমরা পরম মমতায়, অনেক যত্নে আপনার মত করে ভালবাসেই আগলে রাখি আপনার ভালবাসার মানুষকে ।
সেবাই আমাদের ধর্ম, সেবাই আমদের কর্ম ।
সেবা লাগবে ডটকম এর নার্সিং হোম সার্ভিসের সার্বক্ষণিক সেবার মান নিয়ন্ত্রণের জন্য রয়েছে বিশেষজ্ঞ টিম !!
নিম্ন লিখিত কার্যাবলী গুলো করতে “সেবা লাগবে’’ এর কর্মরত নার্স/ব্রাদার, কেয়ারগিভার, বেবি সিটার বাধ্য থাকিব।
১। যথা সময়ে কর্মস্থলে উপস্থিত থাকব।
২। ব্লাড প্রেসার, পালস,জ্বর, গ্লুকোজ , শ্বাস-প্রশ্বাস ইত্যাদি সঠিক সময়ে পরিমাপ করব।
৩। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে, পরিমানমত, নির্ভুল ঔষধ সেবন করাব। (মুখে/
ইনঞ্জেকশন/এন জি টিউব/পায়খানার রাস্তার মাধ্যমে)।
৪। ঘুম থেকে তুলে মুখ মন্ডল সুন্দর করে পরিস্কার এবং অবশ্যই চোখের যত্ন নিব।
৫। সঠিক সময়ে গোসল করাব। হাত, পা এবং পিঠের যত্ন নিব।
৬। ২/৩ দিন পর পর সেভ ক্লীন করাব এবং সময় মত হাত ও পায়ের নখ কাটব।
৭। রোগী যে ভাবে থাকতে সাচ্ছন্দবোধ করে তাকে সে ভাবেই বসিয়ে বা শুইয়ে রাখব।
৮। চলা ফেরায় সাহায্য করব এবং অতি সতর্কতার সাথে সর্বদা পাশে থাকব।
৯। সঠিক সময়ে পরিমান মতো খাবার খাওয়াব। মুখে খাবার খেতে না পারলে এন জি টিউব বা যে কোন
উপায়ে বার বার খাবার খাওয়ানোর চেষ্টা করব।
১০। রোগীর শারীরে কোন প্রকার বেডসোর বা ক্ষত থকলে অবশ্যই সব সময় নজর রাখব, প্রয়োজনে
২/৩ ঘন্টা পর পর পাশ পরিবর্তন করব এবং অবস্থা বুঝে ড্রের্সিং করব।
১১। রোগীকে টয়লেটে নিয়ে যেতে সাহায্য করবে। বিছানায় পায়খানা, প্রসাব হলে অবশ্যই পরিস্কার
করব। পায়খানা প্রসাব ঠিকমত হয় কিনা তা লক্ষ্য রাখব।
১২। এন জি টিউব, ক্যাথেটার থাকলে অবশ্যই যত্ন সহকারে খেয়াল রাখব।
১৩। প্রত্যেক দিন ২/৩ বার হাটাব এবং রোগীর চাহিদানুযায়ী শরীর, হাত, পা ম্যাসাজ বা ব্যায়াম করাব।
১৪। রোগীকে পত্রিকা, গল্পের বই ইত্যাদি পড়ে শোনাব এবং রোগীর সাথে সুন্দর করে কথা/গল্প করব।
১৫। রোগীর ব্যবহৃত কাপর, বিছানাপত্র গুছিয়ে রাখব।
১৬। প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম অবশ্যই যত্ন সহকারে পরিস্কার পরিচ্ছন্ন রাখব।
১৭। রোগীর অভিবাভকদের সাথে সম্মানজনক ব্যবহার করব। তাদের পরামর্শ অনুযায়ী সেবা প্রদান
করব।
বিঃ দ্রঃ নার্সিং কাঠামোগত শিক্ষা অনুযায়ী সার্বিকভাবে সর্ব প্রকার নার্সিং প্রদান করিব।