ACME's Aqua Care

ACME's Aqua Care In the growing world of aquaculture, ACME is the name to watch.

The ACME Laboratories is a rising star in Bangladesh’s aqua industry, earning nationwide trust with cutting-edge solutions and a deep commitment to fish and shrimp health.

26/09/2025
23/09/2025

পুকুরে অক্সিজেনের ঘাটতি মূলত মাছের আচরণ ও পানির অবস্থান থেকে বোঝা যায়। মাছ যদি পুকুরের উপরের স্তরে বেশি সময় কাটায়, দ্রুত শ্বাস নেয় বা অস্থিরভাবে ঘোরাফেরা করে, তাহলে অক্সিজেন কম। হঠাৎ অনেক মাছ মারা যাওয়া, পানি দুর্গন্ধযুক্ত হওয়া এবং শৈবাল ও অণুজীবের অতিরিক্ত বৃদ্ধি এই সমস্যার লক্ষণ। এমন লক্ষণ থাকলে মাছের মৃত্যু কমাতে নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।

মাছ ও চিংড়ির বিজ্ঞানসম্মত ও নিরাপদ উপায়ে ফ্যাটেনিং নিশ্চিত করতে এক্‌মি বাজারজাত করছে Zymofish.
17/09/2025

মাছ ও চিংড়ির বিজ্ঞানসম্মত ও নিরাপদ উপায়ে ফ্যাটেনিং নিশ্চিত করতে এক্‌মি বাজারজাত করছে Zymofish.

মাছের সঠিক খাদ্য তার স্বাস্থ্য ও দ্রুত বৃদ্ধির জন্য অপরিহার্য। একটি আদর্শ মাছের খাবারে পরিমাণমতো প্রোটিন, শর্করা, চর্বি,...
08/09/2025

মাছের সঠিক খাদ্য তার স্বাস্থ্য ও দ্রুত বৃদ্ধির জন্য অপরিহার্য। একটি আদর্শ মাছের খাবারে পরিমাণমতো প্রোটিন, শর্করা, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ থাকা আবশ্যক। খাবারটি মাছের বয়স ও মুখের আকার অনুযায়ী সঠিক আকারের এবং সহজপাচ্য হওয়া উচিত। মাছের খাদ্যাভ্যাস অনুযায়ী ভাসমান বা ডুবন্ত খাবার নির্বাচন করতে হয়। সর্বদা টাটকা, ছত্রাকমুক্ত এবং পরিমিত পরিমাণে খাবার দেওয়া উচিত। যাতে অতিরিক্ত খাবার পুকুরের পানি দূষিত না করে এবং মাছ সুস্থ থাকে।

পুকুরের শৈবাল ও প্লাঙ্কটনের মধ্যে কিছু শৈবাল মাছের জন্য উপকারী আবার কিছু ক্ষতিকর। উপকারী শৈবালে স্পাইরুলিনা, ক্লোরেলা, স...
04/09/2025

পুকুরের শৈবাল ও প্লাঙ্কটনের মধ্যে কিছু শৈবাল মাছের জন্য উপকারী আবার কিছু ক্ষতিকর। উপকারী শৈবালে স্পাইরুলিনা, ক্লোরেলা, স্কায়োকোকাস ও ডায়াটোম রয়েছে যা প্রোটিন সমৃদ্ধ ও মাছের খাদ্য বাড়ায় এবং অক্সিজেন উৎপাদনে সহায়ক। ক্ষতিকর শৈবালে সায়ানোব্যাকটেরিয়া এবং লাল শৈবাল অন্তর্ভুক্ত। যা বিষাক্ত, অক্সিজেন হ্রাস করে এবং মাছের রোগ সৃষ্টি করে। সুতরাং, পুকুরে স্বাস্থ্যকর শৈবাল বৃদ্ধি ও ক্ষতিকর শৈবাল নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ।

The ACME Laboratories Ltd বাজারজাত করছে ট্যাবলেট ডোজেস ফর্মে পুকুর ব্যবস্থাপনার সর্বোত্তম প্রোবায়োটিক – একমি’স অ্যাকুয়া...
02/09/2025

The ACME Laboratories Ltd বাজারজাত করছে ট্যাবলেট ডোজেস ফর্মে পুকুর ব্যবস্থাপনার সর্বোত্তম প্রোবায়োটিক – একমি’স অ্যাকুয়া কেয়ার। এটি পুকুরের পানির গুণমান বজায় রাখতে বিশেষভাবে কার্যকর। একমি’স অ্যাকুয়া কেয়ার ব্যবহার করুন এবং আপনার পুকুরের পরিবেশকে রাখুন স্বাস্থ্যকর।

পুকুরে অক্সিজেনের ঘাটতি হলে মাছ শ্বাস নিতে কষ্ট পায় এবং সহজেই মারা যেতে পারে। অক্সিজেনের অভাবে মাছেদের বৃদ্ধির হার ধীর হ...
28/08/2025

পুকুরে অক্সিজেনের ঘাটতি হলে মাছ শ্বাস নিতে কষ্ট পায় এবং সহজেই মারা যেতে পারে। অক্সিজেনের অভাবে মাছেদের বৃদ্ধির হার ধীর হয়ে যায়। খাদ্য গ্রহণ কমে যায়। দুর্বল হওয়ায় রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। পাশাপাশি পানিতে জমে থাকা বর্জ্য ও অণুজীব সঠিকভাবে নষ্ট হয় না ফলে পানি দূষিত হয়। মাছ অস্বাভাবিক আচরণ দেখাতে শুরু করে যেমন পানির উপরে বা ধারে জমে থাকা। তাই পুকুরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ অত্যন্ত জরুরি।

প্রোবায়োটিক মাছের পরিপাকতন্ত্রে উপকারী জীবাণুর সংখ্যা বৃদ্ধি করে যা হজম ও পুষ্টি শোষণ প্রক্রিয়াকে উন্নত করে। এটি মাছের র...
20/08/2025

প্রোবায়োটিক মাছের পরিপাকতন্ত্রে উপকারী জীবাণুর সংখ্যা বৃদ্ধি করে যা হজম ও পুষ্টি শোষণ প্রক্রিয়াকে উন্নত করে। এটি মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। পাশাপাশি পুকুরের পানিতে ক্ষতিকর জীবাণু ও অ্যামোনিয়ার পরিমাণ কমায় ফলে পানির গুণগত মান উন্নত হয়। প্রোবায়োটিক ব্যবহারে পানির স্বচ্ছতা বজায় থাকে এবং অক্সিজেনের মাত্রা সঠিক থাকে। এর ফলে মাছের বৃদ্ধি, সুস্থতা ও উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

18/08/2025

মাছের খাবার নিয়ে অনেকের মাঝে কিছু প্রচলিত ভুল ধারণা রয়েছে যা মাছের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। যেমন বেশি খাবার দিলে মাছ দ্রুত বড় হবে এই ধারণা ভুল বরং এতে পানি দূষিত হয়। অনেকেই মানুষের খাবার মাছকে দেন যা হজমে সমস্যা সৃষ্টি করে। সব মাছের খাবার এক নয় এবং সঠিক সময় ও পরিমাণে খাবার না দিলে মাছের বৃদ্ধি ব্যাহত হয়। এসব ভুল এড়িয়ে চলাই সফল মাছচাষের অন্যতম শর্ত।

নতুন পুকুর তৈরি মাছ চাষে জরুরি কারণ এতে পানির গুণমান, তলদেশের অবস্থা ও পরিবেশ নিয়ন্ত্রণ করা সহজ হয়। পুরনো পুকুরে রোগজীবা...
11/08/2025

নতুন পুকুর তৈরি মাছ চাষে জরুরি কারণ এতে পানির গুণমান, তলদেশের অবস্থা ও পরিবেশ নিয়ন্ত্রণ করা সহজ হয়। পুরনো পুকুরে রোগজীবাণু, অবাঞ্ছিত প্রজাতি বা দূষণের সম্ভাবনা থাকে যা মাছের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। নতুন পুকুরে প্রয়োজন অনুযায়ী গভীরতা, পানি প্রবাহ ও সার প্রয়োগ নিয়ন্ত্রণ করা যায় ফলে মাছ দ্রুত বৃদ্ধি পায় ও উৎপাদন বৃদ্ধি হয়। তাই পরিকল্পিত নতুন পুকুর সফল মাছ চাষের মূল ভিত্তি।

পুকুরে মাছ চাষে ভালো ফল পেতে হলে নিয়মিত কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। পানির রঙ, গন্ধ ও স্বচ্ছতা দেখে পানির গুণমান বুঝতে হব...
04/08/2025

পুকুরে মাছ চাষে ভালো ফল পেতে হলে নিয়মিত কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। পানির রঙ, গন্ধ ও স্বচ্ছতা দেখে পানির গুণমান বুঝতে হবে। মাছ খাবার ঠিকমতো খাচ্ছে কি না ও পানির ওপর উঠে হাঁসফাঁস করছে কি না তা পর্যবেক্ষণ জরুরি। পানির pH ও তাপমাত্রা নিয়মিত পরীক্ষা করা উচিত। তলদেশে পচা খাবার বা গ্যাসের লক্ষণ থাকলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এভাবে নিয়মিত পরিদর্শনে মাছের স্বাস্থ্য ভালো থাকে এবং উৎপাদনও বাড়ে।

মাছের রোগ প্রতিরোধ অত্যন্ত জরুরি কারণ তা মাছের বৃদ্ধি, বেঁচে থাকা ও উৎপাদনশীলতা নিশ্চিত করে। ফিন রট, গিল রট বা পপ আই-এর ...
29/07/2025

মাছের রোগ প্রতিরোধ অত্যন্ত জরুরি কারণ তা মাছের বৃদ্ধি, বেঁচে থাকা ও উৎপাদনশীলতা নিশ্চিত করে। ফিন রট, গিল রট বা পপ আই-এর মতো রোগ মাছের শরীর দুর্বল করে তোলে এবং মৃত্যুর ঝুঁকি বাড়ায়। এসব রোগে আক্রান্ত হলে মাছের খাবার গ্রহণের প্রবণতা কমে যায় ফলে ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনাও বাড়ে। নিয়মিত পানি পরিষ্কার রাখা মানসম্মত খাবার দেওয়া এবং পর্যবেক্ষণের মাধ্যমে সহজেই এসব রোগ প্রতিরোধ করা সম্ভব যা দীর্ঘমেয়াদে লাভজনক।

Address

Court De La ACME 1/4, Kallayanpur, Mirpur Road
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when ACME's Aqua Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram