15/01/2026
স্কুল থেকে ফিরে ইভা খুব চুপচাপ। মা ব্যাগ খুলে দেখেন একটা ছোট খেলনা গাড়ি। মা জানতেন, আজ ইভাকে কোনো খেলনা কিনে দেওয়া হয়নি।
মা রেগে বললেন, “চুরি করেছ কেন? এটা খুব খারাপ কাজ!”
কিন্তু প্রশ্ন হলো—
"ইভা কি সত্যিই জানত ‘চুরি’ মানে কী?"
🔹 শিশুরা কেন চুরি করে?
সব চুরি কিন্তু খারাপ মনোভাব থেকে আসে না।
শিশুর চুরি করার পেছনে থাকতে পারে—
✔ খুব পছন্দ হওয়া কিছু চাইতে না পারা
✔ অনুকরণ (দেখে শেখা)
✔ impulse control-এর দুর্বলতা
✔ মনোযোগ পাওয়ার চেষ্টা
✔ নিয়ম না বোঝা
🧒 ছোট শিশুদের কাছে নৈতিকতা শেখা একটা ধাপে ধাপে শেখার প্রক্রিয়া।
👨👩👧 Parents কী করতে পারেন-
✔শান্তভাবে জিজ্ঞেস করা
✔ কেন নিয়েছে সেটা শুনা
✔ জিনিসটা ফেরত দিতে শেখানো
✔ ভবিষ্যতে কীভাবে চাইবে তা শেখানো
🧠 Behavior Therapist-এর ভূমিকা
Behavior therapist দেখেন—
🔍 শিশুর চুরি করার আচরণের পেছনের কারণ
🔍 শিশুর self-control ও emotional skills
🔍 বাবা-মায়ের response আচরণটা বাড়াচ্ছে কিনা
তারপর শিশুকে শেখানো হয়—
✨ নিজের আবেগ ও চাওয়া প্রকাশ করা
✨ নিয়ম মানার দক্ষতা শেখানো
✨ বিকল্প পজিটিভ আচরণ শেখানো ( চাওয়া, অপেক্ষা করা)
✨ Parent training
যদি শিশুর চুরি করা আচরণ—
❗ বারবার হয়
❗ বয়স অনুযায়ী অস্বাভাবিক মনে হয়
❗ মিথ্যা বলা আচরণের সাথে যুক্ত হয়
তাহলে পেশাদারের সহায়তা নেওয়া জরুরি।
তাসনিম আলম
বি.এস.সি., সাইকোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়
এম.এস.সি., এডুকেশনাল সাইকোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়
এবিএ প্র্যাক্টিশনার
সাইকোলজিস্ট
🩺 আকিদাহ লিমিটেড
📍 ফিরোজ টাওয়ার (১৩ তলা), ১৫২/৩বি, বীর উত্তম নূরুজ্জামান সড়ক, পান্থপথ, ঢাকা-১২১৫
🌐 www.theaqidah.com
📞 01339-570424