03/03/2023
[কেন ১০ বছর শেয়ার বাজার নিয়ে গবেষণা করেছিলাম?]..
কারও পকেটে ১০ টাকা থাকলেও, অনেকের ব্যাংকে ১০ কোটি টাকা আছে।..
কেউ ১ বেলা খেতে পেলেও, অনেকের কোটি লোককে খাওয়ানোর সামর্থ আছে।..
আশেপাশে অন্য অনেক প্রাণী থাকলেও, তারা কোন না কোনভাবে খেতে পায়। কুকুর তা পারে না। তার পক্ষে তা সম্ভব হয় না। কারণ, ভাত-রুটি জাতীয় কিছু খাবার আছে যা তারা খেতে পারে। আপনি দিলেই কেবল সে খেতে পায়।..
ল্যাংড়া, বিকলঙ্গ, অচল, বয়স্ক অসংখ্য মানুষ আছে যারা নিজেরা অর্থনৈতিকভাবে চলতে পারে না। অপরের মূখাপেক্ষী হয়ে বেঁচে থাকে।..
তাই..
শেয়ার বাজারে প্রতি ১০০ দিনে টাকা দ্বিগুণ করার কৌশল রপ্ত করেছিলাম। তবে, নিম্ন-পক্ষে ৫ কোটি টাকা বিনিয়োগ করতে হতো। যার ৩০০ কোটি টাকা আছে, সেও আমাকে দিয়ে লেনদেন করাতে বিশ্বাস পায়নি।..
শেয়ার বাজারে ৪ লক্ষ কোটি থাকা মজুত আছে। শুধুমাত্র প্রতি ১০০ জনে ২ জন লাভ করে, আর বাকী ৯৮ জন টাকা হারাতে থাকে। আমি হতে পেরেছি ঐ ২ জনে ১ জন। তবে কাউকে বিশ্বাস করাতে পারিনি।..
[ওহিদুর]