27/10/2025
🧿 োখ
"অলস চোখ" (Lazy eye) Amblyopia অল্প বয়স থেকে দৃষ্টি শক্তি সঠিকভাবে বিকশিত হয় না, ডাক্তারের ভাষায় Amblyopia নামে পরিচিত। এটা হওয়ার অন্যতম প্রধান কারণ হলো এক বা উভয় চোখ মস্তিষ্কের সাথে চোখের একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করতে অক্ষম, এক কথায় বলা যায় চোখের সাথে মস্তিষ্কের সম্পর্ক নেই বা অল্প।
🧿কারণ
অলস চোখের সবচেয়ে সাধারণ কারণ হল পেশীতে (imbalance in the muscle that position the eye) ভারসাম্যহীনতা যা চোখের সাথে সম্পর্কিত, এই ভারসাম্যহীনতার কারণে কোন আলো, ছবি চোখে প্রবেশ করে নার্ভ হয়ে মস্তিষ্ককে প্রবেশ করতে পারে না, তাতে আমরা ভালো দেখতে পারিনা।
🕛🕛চিকিৎসা ⤵️
🧿 #ভিশন_থেরাপি 🔻চোখের সাথে মস্তিকের একটা সমন্বয় তৈরি করে, হাসপাতালে এবং বাসায় বসে নিদিষ্ট কিছু ব্যায়ামের মাধ্যমে (সিরিজ আকারে) শিশু ও বড়দের দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। চোখ ও মস্তিষ্কের মধ্যে সম্পর্ক উন্নতি করে স্থায়ীভাবে চোখের দৃষ্টি শক্তিকে ভালো রাখে, অন্যদিকে থেরাপি না দেওয়ার ফলে মস্তিষ্ক চোখকে ভালো দেখতে সম্পূর্ণরূপে বাধা দেয় (ব্যবহার বন্ধ করে দেয়) যার ফলে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হ্রাস পায়।।
🧿
"ভিশন থেরাপি" শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা, Amblyopia, Strabismus, Diplopia( ডাবল ভিশন) চোখের Muscle দুর্বলতা অত্যন্ত কার্যকর নন-সার্জিক্যাল চিকিৎসা।
🖋️Mohammad Abdul Auwal Rasel
Consultant Optometrist & Ocularist
Expert in Vision Therapy & Contact lens
'ভিশন আই হসপিটাল চোখের ভাষা বোঝে।'
𝐕𝐢𝐬𝐢𝐨𝐧 𝐄𝐲𝐞 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥
📞 𝐀𝐩𝐩𝐨𝐢𝐧𝐭𝐦𝐞𝐧𝐭&&☎️𝐇𝐨𝐭𝐥𝐢𝐧𝐞:09610244123.
www.visioneyebd.org
https://twitter.com/visioneyebd
infovisioneyebd.com