28/09/2025
🧿 বিয়ে বন্ধের জাদু: পরিচয়, লক্ষণ ও চিকিৎসা
📌 ১. পরিচয়
বিয়ে বন্ধের জাদু হলো এমন এক ধরনের জাদু যা শয়তান ও জাদুকরের সহযোগিতায় করা হয়। এর মূল উদ্দেশ্য হলো—
👉 নারী বা পুরুষকে বিবাহ থেকে বিরত রাখা
👉 বিয়ের পথে অদৃশ্য বাধা সৃষ্টি করা
⚠ ইসলামে এই জাদু হারাম ও বড় কবিরা গুনাহ। কুরআন-হাদীসে এর কঠিন শাস্তি বর্ণিত আছে।
---
📌 ২. সাধারণ লক্ষণ / উপসর্গ
1️⃣ প্রস্তাব আসলেও পূর্ণতা না পাওয়া, বারবার ভেঙে যাওয়া।
2️⃣ উপযুক্ত ছেলে/মেয়েকে দেখে অকারণে বিরক্তি বা বিতৃষ্ণা।
3️⃣ বুকে চাপ, মাথা ব্যথা, হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, ভয় লাগা।
4️⃣ স্বপ্নে সাপ 🐍, কুকুর 🐕, কালো পোশাক পরা নারী 👤, কবরস্থান ⚰️ ইত্যাদি দেখা।
5️⃣ বিয়ে নিয়ে অনীহা, হঠাৎ মত পরিবর্তন, অতিরিক্ত দুশ্চিন্তা।
6️⃣ পরিবারের মধ্যে অকারণ ঝগড়া ও প্রস্তাব ভেঙে যাওয়া।
---
📌 ৩. চিকিৎসা (রুকইয়াহ শারইয়াহ)
✅ তাওহীদ ও ঈমান শক্ত করা – শুধু আল্লাহর ওপর ভরসা করা।
✅ নিয়মিত রুকইয়াহ পড়া –
সূরা ফাতিহা, আয়াতুল কুরসী
সূরা বাকারাহ (১০২, ২৫৫, ২৮৫-২৮৬)
সূরা ইখলাস, ফালাক, নাস
🔹 দো‘আ:
اللَّهُمَّ ابْطِلْ كُلَّ سِحْرٍ يُعَطِّلُ الزَّوَاج
(হে আল্লাহ! যে জাদু বিয়ে বন্ধ করে দেয় তা ধ্বংস করে দিন।)
✅ পানি ও তেল রুকইয়াহ – কুরআন পড়ে ফুঁ দিয়ে পানি পান করা, অলিভ অয়েল ব্যবহার।
✅ ইস্তিগফার, যিকর ও নফল সালাত বৃদ্ধি করা
✅ সদকা করা – রহমত কামনায়।
✅ অভিজ্ঞ রাকির কাছে রুকইয়াহ নেওয়া – সমস্যা জটিল হলে।
---
📌 ৪. প্রতিরোধমূলক ব্যবস্থা
🌅 সকাল-সন্ধ্যার আযকার পড়া
💧 বাসায় সপ্তাহে ২-৩ দিন রুকইয়াহ পানি স্প্রে করা
🚫 তাবিজ-কবজ পরিহার করা
🛑 শিরক ও কুফরি থেকে বেঁচে থাকা
---
👉 সারসংক্ষেপ:
বিয়ে বন্ধের জাদুর মূল উদ্দেশ্য হলো একজনকে বিবাহ থেকে বিরত রাখা। এতে মানসিক, শারীরিক ও সামাজিক সমস্যা দেখা দেয়। এর চিকিৎসা হলো রুকইয়াহ শারইয়াহ, আল্লাহর ওপর ভরসা, নিয়মিত যিকর-আজকার ও কুরআন তিলাওয়াত।
📞 রুকইয়াহ কনসালটেন্সি, ডায়াগনসিস ও চিকিৎসার জন্য যোগাযোগ করুন:
WhatsApp: 01617250893