জীন ও যাদুর, কুরআনী চিকিৎসা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জীন ও যাদুর, কুরআনী চিকিৎসা

জীন ও যাদুর, কুরআনী চিকিৎসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জীন ও যাদুর, কুরআনী চিকিৎসা, Astrologist & Psychic, কুতুবখালী, যাত্রাবাড়ী, Dhaka.

🕋 কুরআন ও সুন্নাহর আলোকে রুহানী সমাধান
জীন, জাদু, ব্ল্যাক ম্যাজিক, বদনজর, বিবাহ বন্ধ থাকা, স্বামী-স্ত্রীর অমিল, অবৈধ সম্পর্ক, বিচ্ছেদ, প্যারালাইসিসসহ সব ধরনের মানসিক, পারিবারিক ও আধ্যাত্মিক সমস্যার কুরআন ও সহীহ সুন্নাহভিত্তিক নিরাপদ চিকিৎসা। 🕋 কুরআন ও সুন্নাহর আলোকে রুহানী সমাধান
জীন, জাদু, ব্ল্যাক ম্যাজিক, বদনজর, বিবাহ বন্ধ থাকা, স্বামী-স্ত্রীর অমিল, অবৈধ সম্পর্ক, বিচ্ছেদ, প্যারালাইসিসসহ সব ধরনের মানসিক, পারিবারিক ও আধ্যাত্মিক সমস্যার কুরআন ও সহীহ সুন্নাহভিত্তিক নিরাপদ চিকিৎসা।

📖 আমরা আল্লাহর কালামের মাধ্যমে রুহানী শিফা দিয়ে থাকি—যেখানে আছে হিদায়াত, সুরক্ষা ও প্রশান্তি।

🕌 রুহানী চিকিৎসা | কুরআনী শিফা | জীন ও জাদুর প্রতিকার | হালাল চিকিৎসা পদ্ধতি

🧿 বিয়ে বন্ধের জাদু: পরিচয়, লক্ষণ ও চিকিৎসা📌 ১. পরিচয়বিয়ে বন্ধের জাদু হলো এমন এক ধরনের জাদু যা শয়তান ও জাদুকরের সহযো...
28/09/2025

🧿 বিয়ে বন্ধের জাদু: পরিচয়, লক্ষণ ও চিকিৎসা

📌 ১. পরিচয়
বিয়ে বন্ধের জাদু হলো এমন এক ধরনের জাদু যা শয়তান ও জাদুকরের সহযোগিতায় করা হয়। এর মূল উদ্দেশ্য হলো—
👉 নারী বা পুরুষকে বিবাহ থেকে বিরত রাখা
👉 বিয়ের পথে অদৃশ্য বাধা সৃষ্টি করা

⚠ ইসলামে এই জাদু হারাম ও বড় কবিরা গুনাহ। কুরআন-হাদীসে এর কঠিন শাস্তি বর্ণিত আছে।

---

📌 ২. সাধারণ লক্ষণ / উপসর্গ

1️⃣ প্রস্তাব আসলেও পূর্ণতা না পাওয়া, বারবার ভেঙে যাওয়া।
2️⃣ উপযুক্ত ছেলে/মেয়েকে দেখে অকারণে বিরক্তি বা বিতৃষ্ণা।
3️⃣ বুকে চাপ, মাথা ব্যথা, হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, ভয় লাগা।
4️⃣ স্বপ্নে সাপ 🐍, কুকুর 🐕, কালো পোশাক পরা নারী 👤, কবরস্থান ⚰️ ইত্যাদি দেখা।
5️⃣ বিয়ে নিয়ে অনীহা, হঠাৎ মত পরিবর্তন, অতিরিক্ত দুশ্চিন্তা।
6️⃣ পরিবারের মধ্যে অকারণ ঝগড়া ও প্রস্তাব ভেঙে যাওয়া।

---

📌 ৩. চিকিৎসা (রুকইয়াহ শারইয়াহ)

✅ তাওহীদ ও ঈমান শক্ত করা – শুধু আল্লাহর ওপর ভরসা করা।
✅ নিয়মিত রুকইয়াহ পড়া –

সূরা ফাতিহা, আয়াতুল কুরসী

সূরা বাকারাহ (১০২, ২৫৫, ২৮৫-২৮৬)

সূরা ইখলাস, ফালাক, নাস

🔹 দো‘আ:
اللَّهُمَّ ابْطِلْ كُلَّ سِحْرٍ يُعَطِّلُ الزَّوَاج
(হে আল্লাহ! যে জাদু বিয়ে বন্ধ করে দেয় তা ধ্বংস করে দিন।)

✅ পানি ও তেল রুকইয়াহ – কুরআন পড়ে ফুঁ দিয়ে পানি পান করা, অলিভ অয়েল ব্যবহার।
✅ ইস্তিগফার, যিকর ও নফল সালাত বৃদ্ধি করা
✅ সদকা করা – রহমত কামনায়।
✅ অভিজ্ঞ রাকির কাছে রুকইয়াহ নেওয়া – সমস্যা জটিল হলে।

---

📌 ৪. প্রতিরোধমূলক ব্যবস্থা

🌅 সকাল-সন্ধ্যার আযকার পড়া
💧 বাসায় সপ্তাহে ২-৩ দিন রুকইয়াহ পানি স্প্রে করা
🚫 তাবিজ-কবজ পরিহার করা
🛑 শিরক ও কুফরি থেকে বেঁচে থাকা

---

👉 সারসংক্ষেপ:
বিয়ে বন্ধের জাদুর মূল উদ্দেশ্য হলো একজনকে বিবাহ থেকে বিরত রাখা। এতে মানসিক, শারীরিক ও সামাজিক সমস্যা দেখা দেয়। এর চিকিৎসা হলো রুকইয়াহ শারইয়াহ, আল্লাহর ওপর ভরসা, নিয়মিত যিকর-আজকার ও কুরআন তিলাওয়াত।

📞 রুকইয়াহ কনসালটেন্সি, ডায়াগনসিস ও চিকিৎসার জন্য যোগাযোগ করুন:
WhatsApp: 01617250893

🔴 স্বামী–স্ত্রীকে আলাদা করার যাদু (سحر التفريق) হচ্ছে সবচেয়ে ভয়ংকর যাদুর একটি ধরন।👉 কুরআনে আল্লাহ্ তা‘আলা বলেছেন:> "তা...
28/09/2025

🔴 স্বামী–স্ত্রীকে আলাদা করার যাদু (سحر التفريق) হচ্ছে সবচেয়ে ভয়ংকর যাদুর একটি ধরন।
👉 কুরআনে আল্লাহ্ তা‘আলা বলেছেন:

> "তারা শিখত যা দ্বারা তারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়।"
(সূরা বাকারা ২:১০২)

✨ কেন এ যাদু করা হয়?

হিংসা ও হিংসুটে আত্মীয়/শত্রুর কারণে

স্বামী–স্ত্রীর সুখের প্রতি বিদ্বেষ

পারিবারিক অশান্তি তৈরি করা

⚡ লক্ষণসমূহ

স্বামী–স্ত্রীর মধ্যে হঠাৎ অযৌক্তিক ঝগড়া

পারস্পরিক আকর্ষণ কমে যাওয়া

সামান্য ব্যাপারেও বড় সমস্যার সৃষ্টি হওয়া

বাড়িতে অশান্তি, অস্বস্তি

🛡 করণীয় (ইসলামী উপায়ে প্রতিকার)

১️⃣ পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করা।
২️⃣ সুরা আল-বাকারাহ ঘরে নিয়মিত চালানো।
৩️⃣ সুরা ফালাক, সুরা নাস, সুরা ইখলাস প্রতিদিন সকাল-সন্ধ্যা ৩ বার করে পড়ে গায়ে ও ফুঁ দিয়ে দেয়া।
৪️⃣ আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পড়া।
৫️⃣ পানি, তেল বা খাবারের উপর রুকইয়া শারইয়াহ (কুরআন-দোয়া) পড়ে স্বামী–স্ত্রীকে খাওয়ানো/মাখানো।

---

📌 মনে রাখবেন, যাদুর প্রতিকার শুধুমাত্র আল্লাহর কালামে রয়েছে। তাবিজ-কবজ, জ্বীনের সাহায্য বা কোরবানির নামে দেওয়া কোন বস্তু ইসলামে হারাম।

🩺 মেডিক্যাল সায়েন্স & 👻 জ্বীনের চিকিৎসা — দুটোই সত্য🧠 অসুস্থতা ২ ধরনের হতে পারে:1️⃣ শারীরিক রোগ (ডায়াবেটিস, টিউমার, ইনফে...
27/09/2025

🩺 মেডিক্যাল সায়েন্স & 👻 জ্বীনের চিকিৎসা — দুটোই সত্য

🧠 অসুস্থতা ২ ধরনের হতে পারে:
1️⃣ শারীরিক রোগ (ডায়াবেটিস, টিউমার, ইনফেকশন ইত্যাদি)
2️⃣ আধ্যাত্মিক রোগ (জ্বীনের আসর, কালো যাদু, নজর লাগা)

⚠️ চরমপন্থা এড়িয়ে চলুন:
❌ শুধু ঝাড়ফুঁক করলে শারীরিক রোগ বাড়ে
❌ শুধু মেডিসিনে জ্বীনের প্রভাব সারে না

✅ সমাধান: দুটোই একসাথে

🏥 ডাক্তারি চিকিৎসা

🕌 কুরআন-সুন্নাহ অনুযায়ী রুকইয়াহ

📚 প্রমাণ:
🔹 “তোমরা চিকিৎসা নাও, কারণ আল্লাহ এমন কোনো রোগ দেননি যার জন্য চিকিৎসা রাখেননি।” (আবু দাউদ, তিরমিযি)
🔹 রাসূল ﷺ নিজেও রুকইয়াহ করেছেন ও উৎসাহ দিয়েছেন

🚫 সাবধান:
❌ জাদুকর, তান্ত্রিক, ওঝা = প্রতারণা
✅ সহীহ আকীদার রুকইয়াহকারীর সাহায্য নিন

🕊️ শেষ কথা:
⚖️ ইমান + চিকিৎসা = আরোগ্য ও বরকত

🔁 শেয়ার করুন, যাতে অন্যের উপকার হয়।

✍️ Raqi Mawlana Esa Ahmad
📞 01617250893

⚠️ জ্বীনের নামে ছাগল, মোরগ, মিষ্টি দেওয়া — ভয়ংকর ভুল ⚠️আমাদের সমাজে অনেক কবিরাজ দেখা যায় যারা রোগীকে সুস্থ করার নামে জ্...
27/09/2025

⚠️ জ্বীনের নামে ছাগল, মোরগ, মিষ্টি দেওয়া — ভয়ংকর ভুল ⚠️

আমাদের সমাজে অনেক কবিরাজ দেখা যায় যারা রোগীকে সুস্থ করার নামে জ্বীনকে বলে —
👉 “তুই কি চাইলে চলে যাবি?”
তখন জ্বীন বলে — 🐐 ছাগল দে, 🐓 মোরগ দে, 🍬 মিষ্টি দে!

❌ অনেকে ভেবে নেয়, এসব দিলে জ্বীন চলে যাবে আর সমস্যা মিটে যাবে।
কিন্তু আসল সত্য হলো 👇

🔴 এতে সমস্যার সমাধান হয় না
▫️জ্বীন সাময়িকভাবে চুপ থাকতে পারে, কিন্তু পুরোপুরি যায় না।
▫️উল্টো তার লোভ আরও বেড়ে যায়। আজ ছাগল চাইবে, কাল টাকা চাইবে, পরশু আরও বড় দাবি করবে।
▫️ফলে রোগীর সমস্যা আরও জটিল হয়ে যায়।

☠️ ইমানের ক্ষতি হয়
📖 রাসূল ﷺ বলেছেন:
“যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে যবেহ করে, সে আল্লাহর সাথে শিরক করলো।”
(সহীহ মুসলিম)

➡️ তাই জ্বীনের নামে ছাগল বা মোরগ জবাই করা = সরাসরি শিরক 🚫

📖 কুরআনের সতর্কবার্তা
﴿وَأَنَّهُۥ كَانَ رِجَالٌۭ مِّنَ ٱلۡإِنسِ یَعُوذُونَ بِرِجَالٍۢ مِّنَ ٱلۡجِنِّ فَزَادُوهُمۡ رَهَقࣰا﴾
মানুষের কিছু লোক জ্বীনের কাছে আশ্রয় চাইতো
ফলে তারা তাদেরকে আরও বিপদে ফেলে দিত।
(সূরা জ্বীন ৬)

---

🖊️ আলেমদের বাণী:

🔹 ইবনে তাইমিয়া (রহ.):
“যারা জ্বীনের জন্য কোরবানি করে বা তাদের খুশি করার জন্য কিছু দেয়, তারা আসলে শয়তানের দাসত্ব করছে।”
(মাজমুআ আল-ফাতাওয়া 19/52, 27/69)

🔹 হাফিজ ইবনে কাসীর (রহ.):
“মানুষ যখন জ্বীনের সাহায্য নেয় বা তাদের খুশি করতে কিছু দেয়, তখন জ্বীন তাদের আরও ভয় ও বিপদে ফেলে।”

🔹 ইবনে তাইমিয়া (রহ.):
“জ্বীনদের জন্য রক্ত ঢেলে দেওয়া বা যবেহ করা হলো শয়তানের ইবাদত।”
(মাজমুআ আল-ফাতাওয়া 27/69)

---

🩸 কেন জ্বীন রক্ত চায়?
▪️ রক্ত তাদের শক্তি ও খাদ্যের উৎস।
▪️ রক্ত দিলে তারা আরও শক্তিশালী হয়।
▪️ রোগীকে ছাড়ার বদলে আরও আঁকড়ে ধরে।

⚠️ তাই রোগীকে সুস্থ করার নামে জ্বীনকে রক্ত দেওয়া মানে হলো নিজের ইমান ধ্বংস করা ❌

---

✒️ রাক্বী: Mawlana Esa Ahmad
📞 01617250893

✨ আমরা মানুষ ফেরেশতা নই!পাপ হবে, গুনাহ হবে, শয়তানের ধোঁকায় প্রতারিত হবো – এটাই সত্য।🔹 ফেরেশতা: কামনা-বাসনা নেই, শয়তানের ...
25/09/2025

✨ আমরা মানুষ ফেরেশতা নই!
পাপ হবে, গুনাহ হবে, শয়তানের ধোঁকায় প্রতারিত হবো – এটাই সত্য।

🔹 ফেরেশতা: কামনা-বাসনা নেই, শয়তানের প্রভাব নেই।
🔹 মানুষ: প্রবৃত্তি আছে, শয়তানের প্ররোচনা আছে।

🕋 আল্লাহ জানেন মানুষ পাপ করবে, তাই তিনি তাওবার দরজা সবসময় খোলা রেখেছেন।

---

📖 সহিহ মুসলিমে রাসূল ﷺ বলেন:
"যদি তোমরা পাপ না করতে তবে আল্লাহ এমন মাখলুক বানাতেন যারা পাপ করতো, আর আল্লাহ তাদের ক্ষমা করতেন।"

---

🔥 মনে রাখবেন:

আদম আ. জান্নাতে থেকেও শয়তানের প্ররোচনায় পড়েছিলেন।

দুনিয়াতে নিষ্কলুষ থাকা সম্ভব নয়।

কিন্তু প্রতিবার পাপ করলে আন্তরিক তাওবা করতে হবে।

---

🕊️ তাওবার শর্ত তিনটি:
1️⃣ গুনাহের জন্য গভীর অনুশোচনা
2️⃣ আযাবের ভয় হৃদয়ে জাগানো
3️⃣ অসহায়ভাবে আল্লাহর কাছে ফিরে আসা

---

💧 ইমাম ইবনে আল জাওযি (রহ) বলেন:
"তোমার করা ভুল কাজগুলোর জন্য রাতের অন্ধকারে ঝরে যাওয়া অশ্রুরাশিকে সুপারিশ করতে চেষ্টা করো।"

---

🌿 কুরআনের দরদ মাখা আহ্বান:
🔹 “তারা কেন আল্লাহর কাছে তাওবা করে না, ক্ষমা প্রার্থনা করে না? আল্লাহ তো ক্ষমাশীল, দয়ালু।” (সূরা মায়িদা: ৭৪)
🔹 “তিনি তাঁর বান্দাদের তাওবা কবুল করেন, গুনাহসমূহ মার্জনা করেন।” (সূরা আশ-শূরা: ২৫)

---

🌅 রাসূল ﷺ বলেন:
"আল্লাহ রাতের বেলায় দিনের গুনাহগারদের জন্য রহমতের হাত প্রসারিত করেন, আর দিনের বেলায় রাতের গুনাহগারদের জন্য। এভাবে তিনি ক্ষমা করে যেতে থাকবেন যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়।" [সহিহ মুসলিম]

---

💖 সুবহানআল্লাহ!
বান্দার জন্য এর চাইতে বড় সুসংবাদ আর কী হতে পারে?
তাহলে আসুন— আন্তরিকভাবে তাওবা করি, আল্লাহর কাছে ফিরে যাই।

#তাওবা #আল্লাহরদয়া

🌑 ইবলিশ ও শয়তানের ফাঁদ 🌑🛑 শয়তান আল্লাহর কাছে কিছু দাবি করেছিল বলে প্রচলিত আছে। যদিও বর্ণনাটি সহীহ নয়, তবে শয়তানের চাওয়া ...
23/09/2025

🌑 ইবলিশ ও শয়তানের ফাঁদ 🌑

🛑 শয়তান আল্লাহর কাছে কিছু দাবি করেছিল বলে প্রচলিত আছে। যদিও বর্ণনাটি সহীহ নয়, তবে শয়তানের চাওয়া গুলোর সাথে আজকের দুনিয়ার বাস্তবতা ভয়াবহভাবে মিলে যায়—

🏚️ ঘর → নোংরা জায়গা (হাম্মাম/টয়লেট)
🏬 বসার স্থান → বাজার ও রাস্তা
🍽️ খাদ্য → আল্লাহর নাম ছাড়া জবাই করা জিনিস
🍷 পানীয় → নেশাজাতীয় বস্তু
🎶 আহ্বানের মাধ্যম → গান, নাচ, বাদ্য
✒️ লেখা → শরীরে উল্কি/ট্যাটু
❌ কথা → মিথ্যা
🕸️ ফাঁদ → বেপর্দা নারী

📖 আল্লাহ বলেছেনঃ
“নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাই তোমরা তাকে শত্রুই মনে কর।”
(সূরা ফাতির ৩৫:৬)

✨ মূল শিক্ষা
👉 শয়তান আমাদেরকে ইবাদত থেকে সরাতে এসব পথ ব্যবহার করে।
👉 তাই নেশা, মিথ্যা, বেপর্দা, গান-বাজনা, ট্যাটু, ও বাজারের অশ্লীলতা থেকে দূরে থাকা ঈমান রক্ষার জন্য অপরিহার্য।

🤲 দু’আ:
আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ফাঁদ থেকে হেফাজত করুন এবং সঠিক পথে পরিচালিত করুন। আমীন।

✒️ Raqi Mawlana Esa Ahmad
📞 01617250893

⛔ ভালবাসার যাদু (আত্ব/তিওয়ালা)✨ এটি হলো শয়তানের সাহায্যে করা এমন যাদু যা মানুষকে জোর করে ভালবাসায় বশ করে ফেলে। ইসলামে...
20/09/2025

⛔ ভালবাসার যাদু (আত্ব/তিওয়ালা)

✨ এটি হলো শয়তানের সাহায্যে করা এমন যাদু যা মানুষকে জোর করে ভালবাসায় বশ করে ফেলে। ইসলামে এটি শিরক ও মারাত্মক গুনাহ।



📖 হাদীসের সতর্কবাণী

➡️ রাসূল ﷺ বলেছেন:
“রুকইয়া, তাবিজ ও তিওয়ালা — এগুলো শিরক।”
📗 (সহিহ জামে, সহিহাহ: ৩৩১)

➡️ আরেক হাদীসে:
“সাতটি ধ্বংসাত্মক পাপ থেকে বাঁচো— (১) আল্লাহর সাথে শিরক, (২) যাদু করা…”
📘 (বুখারী ও মুসলিম)



💔 প্রেমের যাদুর পরিণতি

🔹 স্বামী/স্ত্রী অস্বাভাবিকভাবে একে অপরের প্রতি মোহগ্রস্ত হয়।
🔹 স্বাভাবিক ভালোবাসার পরিবর্তে আসে জোরপূর্বক টান।
🔹 পরিবার-আত্মীয়দের ভুলে গিয়ে শুধু এক ব্যক্তির প্রতি আসক্তি।
🔹 স্বামীর সিদ্ধান্তে স্ত্রীর অযৌক্তিক প্রভাব, বা উল্টো।
🔹 যৌন উত্তেজনা কেবল যাদুর টার্গেট ব্যক্তির প্রতিই সীমাবদ্ধ।
🔹 শেষে আসে ঘৃণা, কলহ ও বিবাহ বিচ্ছেদ।



⚠️ সামাজিক বিপর্যয়

🚫 অবৈধ সম্পর্ক প্রতিষ্ঠা
🚫 প্রতিশোধমূলক যাদু
🚫 শিশু ও নারীদের উপর জুলুম



✅ মুক্তির উপায়

🔵 আল্লাহর কাছে তাওবা ও তাওহিদের উপর অটল থাকা
🔵 ৫ ওয়াক্ত সালাত জামাতে পড়া
🔵 প্রতিদিন কুরআন তিলাওয়াত (বিশেষত সূরা বাকারা)
🔵 রুকইয়া করা/করানো
🔵 অলিভ অয়েল ও কালোজিরা ব্যবহার
🔵 হিজামা (প্রতি ১–২ মাসে একবার)
🔵 দোয়া:
“হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনে স্থির রাখো।” 🤲
📘 (তিরমিজি)



🌿 আল্লাহর প্রতিশ্রুতি

وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَهُ مَخْرَجاً
“যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন।”
📘 (সূরা তালাক: ২)



✒️ Raqi Mawla Esa Ahmad
📞 01617250893

❓ তাবিজ ঝুলানোর হুকুম কী?🔹 তাবিজ দুই রকম হয়1️⃣ কুরআন দিয়ে লেখা2️⃣ কুরআন ছাড়া অন্য কিছু দিয়ে লেখা⸻1️⃣ কুরআন দিয়ে লেখা তাব...
17/09/2025

❓ তাবিজ ঝুলানোর হুকুম কী?

🔹 তাবিজ দুই রকম হয়
1️⃣ কুরআন দিয়ে লেখা
2️⃣ কুরআন ছাড়া অন্য কিছু দিয়ে লেখা



1️⃣ কুরআন দিয়ে লেখা তাবিজ
• কিছু আলিম বলেছেন: বৈধ হতে পারে।
• তবে অধিকাংশ আলিম বলেছেন: ❌ বৈধ নয়।
📖 কারণ, কুরআনের বরকত আসবে পড়া, বুঝা ও দোয়া করার মাধ্যমে, ঝুলিয়ে রাখলে নয়।



2️⃣ কুরআন ছাড়া অন্য কিছু দিয়ে লেখা তাবিজ
• যেমন: তলাসিম, অচেনা লেখা, গাছের ছাল, পশুর হাড়, রক্তমাখা কাপড়, জ্বীনের নাম ইত্যাদি।
• এগুলো নিশ্চিতভাবে হারাম 🚫
• বরং এতে মানুষ শির্কে লিপ্ত হয়ে যায়।



📌 বাস্তবতা

আজ সমাজে প্রচলিত অধিকাংশ তাবিজেই কুরআন থাকে না, বরং শয়তানদের নাম লেখা থাকে।
এগুলো ঈমানের জন্য মারাত্মক ক্ষতিকর ⚠️



✅ সমাধান

👉 কুরআন-সুন্নাহ অনুযায়ী রুকইয়াহ শরঈয়াহ-ই হলো হালাল ও নিরাপদ চিকিৎসা।



🕌 আল্লাহ আমাদের সবাইকে শির্ক থেকে বাঁচিয়ে শুদ্ধ ঈমান ও আমল করার তাওফিক দিন।
🤲 আমীন

✒️ Raqi Esa Ahmad
📞 01617250893

🌙✨ বদ নজরের ৬টি লক্ষণ ✨🌙1️⃣ 💇‍♀️ চুল পড়া2️⃣ 😴 অলসতা3️⃣ 🥱 বারবার হাই ওঠা4️⃣ 😡 সব সময় রাগান্বিত থাকা5️⃣ 🍽️ সবসময় ক্ষুধা...
16/09/2025

🌙✨ বদ নজরের ৬টি লক্ষণ ✨🌙

1️⃣ 💇‍♀️ চুল পড়া
2️⃣ 😴 অলসতা
3️⃣ 🥱 বারবার হাই ওঠা
4️⃣ 😡 সব সময় রাগান্বিত থাকা
5️⃣ 🍽️ সবসময় ক্ষুধার্ত থাকা
6️⃣ 😢 অকারণে কান্না করা



🕋 বদ নজর থেকে সুরক্ষার দোয়া:

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক

অর্থ: আল্লাহর পরিপূর্ণ কালিমার মাধ্যমে আমি তাঁর সৃষ্ট জিনিসের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি।



🤲 আল্লাহ আমাদের সবাইকে বদ নজর থেকে হেফাজত করুন।

✨ যাদুগ্রস্থ হওয়া: কেন ও কিভাবে? ✨🕌 যখন কোনো পেশেন্টকে বলা হয় “আপনার লক্ষণসমূহ বলে দিচ্ছে আপনি যাদুগ্রস্থ” — তখন তাদের প...
16/09/2025

✨ যাদুগ্রস্থ হওয়া: কেন ও কিভাবে? ✨

🕌 যখন কোনো পেশেন্টকে বলা হয় “আপনার লক্ষণসমূহ বলে দিচ্ছে আপনি যাদুগ্রস্থ” — তখন তাদের প্রথম প্রশ্নই হয় 👉
“ভাই, আমাকে কে যাদু করবে?”

🔹 তার আগে বুঝে নেওয়া দরকার যাদু কী?
যাদু হলো কিছু নিয়মতান্ত্রিক কুফরি কাজ, যার মাধ্যমে জ্বিনের সাহায্যে কাউকে নির্দিষ্ট উদ্দেশ্যে (বিচ্ছেদ, অসুস্থতা, পাগলামি ইত্যাদি) ক্ষতি করা হয়। এতে শয়তান ভিকটিমের শরীরে প্রবেশ করে এবং কাজ সম্পাদন করে।



🔥 যাদুগ্রস্থ হওয়ার দুইটি উপায়:

১️⃣ মানুষের পক্ষ থেকে যাদু

মানুষ সাধারণত ৫ কারণে যাদু করে থাকে:
1. হিংসা ও লোভ 😡
• পরিবারের ভেতরে বা আশপাশে যারা অন্যের সুখ-শান্তি সহ্য করতে পারে না।
2. শত্রুতা ⚔️
• ঘনিষ্ঠ প্রতিবেশী বা আশেপাশের লোকজন শত্রুতার কারণে যাদু করে।
3. প্রতিশোধ 🩸
• আগে আঘাত বা অপমান পাওয়ার প্রতিশোধ নিতে যাদুকরের কাছে যাওয়া।
4. বংশপরম্পরা 🧬
• পূর্বপুরুষের যাদু ধ্বংস না হলে পরবর্তী প্রজন্মও আক্রান্ত হয়। (যেমন জেনেটিক রোগের মতো)
5. ভালো উদ্দেশ্য, খারাপ পন্থা ⚠️
• পরিবার থেকেই হয়; যেমন সন্তানকে বাধ্য করতে, স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে, ভাই-বোনের মিল বাড়াতে ইত্যাদি কারণে।
• সাময়িকভাবে কিছু উপকার মিললেও পরিণামে বড় ক্ষতি হয়।



২️⃣ শয়তানের পক্ষ থেকে যাদু
1. তান্ত্রিকের চালান দেওয়া জ্বিন 👹
• তান্ত্রিক জ্বিনকে চালান দেয় সক্রিয় রাখার জন্য, সেই জ্বিনই পরে বারবার ভিকটিমকে আক্রমণ করে।
2. আইন (বদনজর/হাসাদ) 👁️‍🗨️
• প্রচুর বদনজর বা হিংসা পড়লে শয়তান সেই সুযোগ নিয়ে ভিকটিমের শরীরে প্রবেশ করে।
• এতে শয়তান সেই বদনজর/হাসাদের খাদেম হয়ে যায় এবং ভিকটিমকে নিরন্তর কষ্ট দেয়।
• বিশেষ করে তালিবুল ইলম (জ্ঞান অন্বেষণকারী) দের ওপর এ আক্রমণ বেশি হয়।



🛡️ চূড়ান্ত সত্য:

যাদু বা জ্বিন যতই ক্ষতি করতে চায় না কেন, আল্লাহর ইচ্ছা ছাড়া তারা কিছুই করতে পারে না।

🤲 আল্লাহ আমাদের সবাইকে যাদুর ক্ষতি থেকে হেফাজত করুন।

✍️ Miracle Healing

📢 নিজে জানুন, অন্যকে জানানোর জন্য শেয়ার করুন।
Raqi.mawlana.esa.ahmad
01617250893

🌟✨ দু’আ কবুল হওয়ার ২৯টি স্থান, ক্ষেত্র ও সময় ✨🌟🛑 ১) 📖 সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষ দুই আয়াতের পর🛑 ২) 🙏 অগোচরে অন্য মুস...
13/09/2025

🌟✨ দু’আ কবুল হওয়ার ২৯টি স্থান, ক্ষেত্র ও সময় ✨🌟

🛑 ১) 📖 সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষ দুই আয়াতের পর
🛑 ২) 🙏 অগোচরে অন্য মুসলিমের জন্য দু’আ
🛑 ৩) ⚖️ জালিমের বিরুদ্ধে মাজলুমের দু’আ
🛑 ৪) 👩‍👧 মা-বাবার সন্তানের জন্য দু’আ
🛑 ৫) 👦 নেককার সন্তানের দু’আ (বাবা-মায়ের জন্য)
🛑 ৬) 🕋 আরাফাতের ময়দানে দু’আ
🛑 ৭) 😢 বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দু’আ
🛑 ৮) 🤲 সেজদার মধ্যে দু’আ
🛑 ৯) 🕋 হজের বিশেষ স্থানগুলোতে (আরাফাহ, মুজদালিফা, মিনা)
🛑 ১০) 🕋 হাজ্জীর দু’আ

🛑 ১১) 🕋 উমরাহকারীর দু’আ
🛑 ১২) 📢 আযানের পর দু’আ
🛑 ১৩) ⚔️ যুদ্ধক্ষেত্রে দু’আ
🛑 ১৪) 🌧️ বৃষ্টির সময় দু’আ
🛑 ১৫) 🌙 তাহাজ্জুদের সময় শেষ রাতে দু’আ
🛑 ১৬) 🕌 জুমার দিন আসরের পরবর্তী সময়
🛑 ১৭) ✨ লাইলাতুল কদরের রাতের দু’আ
🛑 ১৮) ⏳ আযান ও ইকামতের মধ্যবর্তী সময়
🛑 ১৯) 🙏 ফরজ সালাতের শেষ অংশে (সালামের আগে)
🛑 ২০) ✈️ সফরকালে মুসাফিরের দু’আ

🛑 ২১) 🌙 রোজাদারের দু’আ
🛑 ২২) 👑 ন্যায়পরায়ণ শাসকের দু’আ
🛑 ২৩) 🐳 ইউনুস (আ.) এর দোয়া পড়ে করা দু’আ
🛑 ২৪) 🕊️ ইসমে আযম পড়ে করা দু’আ
🛑 ২৫) 😔 বিপদের সময় পড়া দু’আ (ইন্না লিল্লাহ…)
🛑 ২৬) 💧 জমজম পান করার পর দু’আ
🛑 ২৭) 😭 নির্যাতিত ব্যক্তির দু’আ
🛑 ২৮) 🐓 মোরগের ডাক শুনে করা দু’আ
🛑 ২৯) 🙌 দুই হাত তুলে দু’আ



🌺 আল্লাহ আমাদের সকলকে এই স্থান, সময় ও অবস্থায় দোয়া করার তাওফিক দান করুন এবং দোয়া কবুল করুন 🤲

🧿 যাদুকর কিভাবে ভিক্টিমকে টার্গেট করে?🔸 যখন কেউ যাদুকরের কাছে গিয়ে বলে — “অমুক ব্যক্তির সম্পর্ক নষ্ট করে দিন, তাদের মধ্য...
10/09/2025

🧿 যাদুকর কিভাবে ভিক্টিমকে টার্গেট করে?

🔸 যখন কেউ যাদুকরের কাছে গিয়ে বলে — “অমুক ব্যক্তির সম্পর্ক নষ্ট করে দিন, তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিন” — তখন যাদুকর ভিক্টিমকে লক্ষ্যবস্তু বানাতে কিছু কৌশল ব্যবহার করে।

🪄 যাদুকরের কৌশলসমূহঃ

1️⃣ নাম ও মায়ের নাম সংগ্রহ
👉 ভিক্টিমের নাম ও মায়ের নাম জেনে টার্গেট করা হয়।

2️⃣ ব্যক্তিগত জিনিস ব্যবহার
👉 কাপড়, টুপি, রুমাল, চুল, নখ ইত্যাদি সংগ্রহ করে যাদু প্রয়োগ।

3️⃣ রাস্তা দিয়ে আক্রমণ
👉 ভিক্টিমের চলার পথে যাদুকৃত পানি ঢেলে দেওয়া হয়।
👉 সে যখন অতিক্রম করে, তখন যাদু তার শরীরে প্রভাব ফেলে।

4️⃣ খাদ্য বা পানীয়ের মাধ্যমে
👉 খাবার বা পানীয়তে যাদু করে খাইয়ে দেওয়া হয়।
👉 শরীরে প্রবেশ করার সাথে সাথে যাদু ভেতর থেকে কাজ করে।



⚠️ যাদুর ভয়ঙ্কর ফলাফলঃ

✦ স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি
✦ পরিবারে কলহ-বিচ্ছেদ
✦ ঘনিষ্ঠ সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া

📖 আল্লাহ তাআলা বলেন:
“তারা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে শিখত।”
(সূরা আল-বাকারাহ 2:102)



🛡️ বাঁচার উপায়ঃ

✅ আল্লাহর কাছে আশ্রয় চাওয়া
✅ সকাল-সন্ধ্যার আমল করা
✅ নিয়মিত রুকইয়াহ করা

📖 রাসূল ﷺ বলেছেন:
“যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় তিনবার ‘বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মা’আ স্মিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস্সামা, ওয়াহুয়াস সামিইউল আলীম’ পড়বে, তাকে কোনো অনিষ্ট স্পর্শ করতে পারবে না।”
(আবু দাউদ, তিরমিজি)



💐 আল্লাহ তাআলা উম্মাহকে যাদু ও জ্বীনের ভয়ঙ্কর থাবা থেকে হিফাজত করুন।

📌 লেখাটি ভালো লাগলে সাদকায়ে জারিয়ার নিয়তে শেয়ার করুন, অন্যরা উপকৃত হবে ইনশাআল্লাহ।



✍️ Raqi MD ESA Ahmad
📖 Ruqyah Consultant & Raqi
🌿 Nabawi Life – Healing by Sunnah
📞 01617250893

Address

কুতুবখালী, যাত্রাবাড়ী
Dhaka
1232

Website

Alerts

Be the first to know and let us send you an email when জীন ও যাদুর, কুরআনী চিকিৎসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram