
18/06/2025
আসসালামু আলাইকুম। আসলে আমরা সবাই চাই সুন্দরবনের মধু খেতে ও পেতে। হাজার ব্যবসায়ীর ভিড়ে আসলে খুঁজে নেয়া কঠিন ও দুর্লভ এই সুন্দর বনের মধু। সুন্দরবনের মধু পেতে হলে আসলে ওই সিজনের জন্য তৈরি থাকতে হয়। ব্যাপারটা খুব কঠিন তাদের জন্য যারা সুন্দরবনের কাছাকাছি না থেকেও মধু সংগ্রহের চেষ্টা করে। কিন্তু যারা সুন্দরবনের কাছাকাছি থাকে তাদের জন্য মধু সংগ্রহ করা খুবই সহজ। সারা বছর এই মধু পাওয়া যায় না তবে মধু সারা বছর সংরক্ষণ করা যায়। কথা বাড়াবো না অরিজিনাল সুন্দরবনের মধু নিয়ে হাজির হচ্ছি। এর স্বাদ বলে দিবে সকল মধুর থেকে সুন্দরবনের মধু ভীষণ আলাদা। সুগন্ধ সুমিষ্ট সুদর্শনধারী এই মধু। সারাবছর হতো আমরা দিতে পারবো না কিন্তু মধুর যে সিজন এবং সিজনের পরবর্তী তিন মাস আমরা মধু দিতে পারব ইনশাল্লাহ।