Find Out Doctor

Find Out Doctor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Find Out Doctor, Hospital, Motijhil, Dhaka.

আমরা বাংলাদেশ জুড়ে নির্ভরযোগ্য ডাক্তার ও হাসপাতালের তালিকা প্রদান করি। সহজে খুঁজে নিন আপনার নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসক, হাসপাতাল ও ক্লিনিকের তথ্য, ঠিকানা ও যোগাযোগ নম্বর।

সম্মানিত ডা: মো: দুলাল হোসেন | হোমিও ডাক্তার ফরিদপুর –কে  findoutdoctor.com পরিবারে আমাদের নতুন সদস্য হিসেবে আন্তরিকভাবে...
03/01/2026

সম্মানিত ডা: মো: দুলাল হোসেন | হোমিও ডাক্তার ফরিদপুর –কে findoutdoctor.com পরিবারে আমাদের নতুন সদস্য হিসেবে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি।

বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার (হোমিও) হিসেবে এ কর্মরত আছেন।

findoutdoctor.com-এ যুক্ত হওয়ার মাধ্যমে রোগীরা অনলাইনে খুব সহজেই উনার প্রোফাইল, শিক্ষাগত যোগ্যতা, বিশেষত্ব এবং চেম্বারের ঠিকানা ও যোগাযোগের তথ্য জানতে পারবেন।

🔗 উনার প্রোফাইল দেখুন এখানে:
👉 https://www.findoutdoctor.com/2026/01/dr-md-dulal-hossain-homeopathy-faridpur.html

findoutdoctor.com –এ আস্থা রাখার জন্য ডা: মো: দুলাল হোসেন-এর প্রতি আমাদের পক্ষ থেকে রইলো আন্তরিক কৃতজ্ঞতা।

👩‍⚕️ আপনিও যদি একজন রেজিস্টার্ড ডাক্তার হয়ে আমাদের প্ল্যাটফর্মে প্রোফাইল তৈরি করতে চান, তাহলে আজই যুক্ত হন findoutdoctor.com –এর সঙ্গে।

📥 বিস্তারিত জানতে ভিজিট করুন:
👉 https://www.findoutdoctor.com/p/registration.html

সম্মানিত Dr. Syed Azmal Mahmood |   &   Specialist in Dhaka –কে  findoutdoctor.com পরিবারে আমাদের নতুন সদস্য হিসেবে আন্ত...
30/12/2025

সম্মানিত Dr. Syed Azmal Mahmood | & Specialist in Dhaka –কে findoutdoctor.com পরিবারে আমাদের নতুন সদস্য হিসেবে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি।

বর্তমানে তিনি Dhaka Medical College Hospital এ কর্মরত আছেন।

findoutdoctor.com-এ যুক্ত হওয়ার মাধ্যমে রোগীরা অনলাইনে খুব সহজেই উনার প্রোফাইল, শিক্ষাগত যোগ্যতা, বিশেষত্ব এবং চেম্বারের ঠিকানা ও যোগাযোগের তথ্য জানতে পারবেন।

🔗 উনার প্রোফাইল দেখুন এখানে:
👉 https://www.findoutdoctor.com/2025/12/dr-syed-azmal-mahmood-diabetes-hormone-specialist.html

findoutdoctor.com –এ আস্থা রাখার জন্য Dr. Syed Azmal Mahmood-এর প্রতি আমাদের পক্ষ থেকে রইলো আন্তরিক কৃতজ্ঞতা।

👩‍⚕️ আপনিও যদি একজন রেজিস্টার্ড ডাক্তার হয়ে আমাদের প্ল্যাটফর্মে প্রোফাইল তৈরি করতে চান, তাহলে আজই যুক্ত হন findoutdoctor.com –এর সঙ্গে।

📥 বিস্তারিত জানতে ভিজিট করুন:
👉 https://www.findoutdoctor.com/p/registration.html

      Private Chamber
27/12/2025

Private Chamber

Find Out A Doctor is an online platform that aims to provide doctor list, hospital address, chamber time and phone numbers for appointments.

বিদায় *বীর শহীদ ওসমান হাদি।*কোটি মানুষের ভালোবাসায়,দোয়ায় এমন বিদায় তোমার প্রাপ্য।ফী আমানিল্লাহ।।।।।
20/12/2025

বিদায় *বীর শহীদ ওসমান হাদি।*
কোটি মানুষের ভালোবাসায়,দোয়ায় এমন বিদায় তোমার প্রাপ্য।
ফী আমানিল্লাহ।।।।।

15/12/2025

শিশুকে প্লাস্টিক বা রাবার ক্লথে শোয়ানোর আগে পুরনো কাপড় ভাঁজ করে প্লাস্টিকের উপর বিছিয়ে দেবেন।

15/12/2025

মানুষের উপকার করেও দেখেছি, ভালোবেসেও দেখছি মানুষ কোনকিছুই মনে রাখে না! 😓

15/12/2025

একা তারাই থাকতে পছন্দ করে, যারা মানুষ চিনতে শিখে গেছে!

06/12/2025

সকাল-সন্ধ্যায় হালকা হাঁটা শুধু অভ্যাস নয় এটা আপনার শরীরের জন্য দৈনিক উপহার।

রক্ত সঞ্চালন বাড়ায়, স্ট্রেস কমায়, আর মন-মেজাজও ভালো রাখে।
আজই শুরু করুন ২০–৩০ মিনিটের হালকা হাঁটা।

📅 বৈকালিক স্পেশালাইজড আউটডোরে ডিসেম্বর-২০২৫ মাসে  #নিউরোলজি_বিভাগের  বিশেষজ্ঞ চিকিৎসকগণের পরামর্শ সূচি-🏥 বাংলাদেশ মেডিক্...
06/12/2025

📅 বৈকালিক স্পেশালাইজড আউটডোরে ডিসেম্বর-২০২৫ মাসে #নিউরোলজি_বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণের পরামর্শ সূচি-
🏥 বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংযুক্ত হাসপাতাল ( বর্হির্বিভাগ -০১ ও ০২ নং ভবন)
🕒 সময়: বিকেল ৩:০০ – সন্ধ্যা ৬:০০
💳 টিকিট মূল্য: ২০০ টাকা মাত্র ( পূবালী ব্যাংক কাউন্টার কর্তৃক বেলা ২ঃ৩০ ঘটিকায় টিকেট প্রদান করা হয়)
🔬 বিভাগ: নিউরোলজি ( Neurology Department )
🔴আউটডোর -০১ নং ভবন
🪧৩য় তলা, কক্ষ

👨‍⚕️ অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি পরামর্শ নিন – সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য চিকিৎসা সেবা।

👉 আপনার নির্ধারিত তারিখ ও বিশেষজ্ঞ ডাক্তার সম্পর্কে বিস্তারিত জানতে হাসপাতালের আউটডোরে যোগাযোগ করুন অথবা অফিসিয়াল নোটিশ বোর্ড দেখুন।

#বাংলাদেশ_মেডিক্যাল_বিশ্ববিদ্যালয়
#বিশেষজ্ঞ_পরামর্শ
#নিউরোলজি
#ফিজিক্যাল_মেডিসিন_বিভাগ
#ইউরোলজি

#স্পেশালাইজড_আউটডোর
#স্বাস্থ্যসেবা
#বিকালীন_চিকিৎসা



#সাশ্রয়ীচিকিৎসা

06/12/2025

অসুখ হলে চিকিৎসকের কাছে যেতে হবে কিন্তু কোন ধরনের সমস্যায় কোন বিশেষজ্ঞের কাছে যেতে হবে, তা নিয়ে দ্বিধায়ও পড়েন কেউ কেউ।

একজন মানুষের নানান রকম শারীরিক সমস্যা হতে পারে, আবার একই সময়ে শরীরের বিভিন্ন জায়গায় সমস্যা হতে পারে। আপনি জানেন না, আপনার কি রোগ হয়েছে, আপনি আপনার শারীরিক কষটগুলো চিকিৎসককে জানানোর পর আপনার রোগ নির্ণয় হবে। বুঝে উঠতে পারছেন না, কোন সমস্যা নিয়ে কার কাছে গেলে সমাধান পাবেন?

কারও মাথা ঘোরানোর কারণ হলো রক্তচাপ, কারও রক্তশূন্যতা আবার কানের সমস্যায়ও মাথা ঘোরায়। আপনি তাহলে যাবেন কার কাছে? মেডিসিন বিশেষজ্ঞ, রক্তরোগ বিশেষজ্ঞ না কি নাক-কান-গলা বিশেষজ্ঞ? আবার একজন রোগীর যে কেবল একটি উপসর্গই থাকে, তা–ও নয়। একাধিক উপসর্গের প্রতিটির জন্য কি তাহলে আলাদা আলাদা চিকিৎসকের কাছে যেতে হবে?

ঘাবড়াবেন না। সমস্যায় না পড়ে যেন সহজে বুঝতে পারেন, কোন চিকিৎসকের কাছে যেতে হবে, তার জন্যই এই লেখা।

১| হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক : যদি হঠাৎ করে প্রচণ্ড পেট ব্যথা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, জ্বরের সঙ্গে খিঁচুনি, হঠাৎ জ্ঞান হারানো, কোনও অঙ্গ অবশ হয়ে পড়া, মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, প্রস্রাব-পায়খানার নিয়ন্ত্রণ হারানো, প্রস্রাব আটকে যাওয়া, প্রচুর বমি বা ডায়রিয়া, আঘাত পাওয়া বা শরীরের হাড় ভাঙা, অস্বাভাবিক রক্তপাত,
রক্তবমি কিংবা আকস্মিক দুর্ঘটনা, বিষক্রিয়া ইত্যাদি হয়, তাহলে প্রাথমিক চিকিৎসা নিতে হবে শুরুতেই। এসব পরিস্থিতিতে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগের শরণাপন্ন হতে হবে। গভীর রাত কিংবা ছুটির দিনেও জরুরি সেবা অব্যাহত রাখেন চিকিৎসকেরা। পরবর্তীতে চেকআপের প্রয়োজন হলে নির্দিষ্ট বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া যেতে পারে।

২| মেডিসিন বিশেষজ্ঞ- মেডিসিন বিশেষজ্ঞ দেহের প্রতিটি অংশের চিকিৎসা দিতে পারেন (সার্জারি বা অপারেশন বিষয়াদি বাদে)। জ্বর, প্রস্রাবে জ্বালাপোড়া, কাশি, পেটব্যথা ইত্যাদি নানাবিধ উপসর্গ নিয়েই তাঁদের কাছে যাওয়া যেতে পারে। মেডিসিন বিশেষজ্ঞ হলেন একজন ডাক্তার যিনি যেকোনো রোগের প্রাথমিক অবস্থা নির্ণয় ও চিকিৎসা করে থাকেন। তবে প্রয়োজনে তাঁরা আপনাকে নির্দিষ্ট বিষয়ের বিশেষজ্ঞের কাছে পাঠিয়েও দিতে পারেন।

২| গ্যাস্ট্রোলজি, হেপাটোলজি বা লিভার বা যকৃৎ বিশেষজ্ঞ- জন্ডিস, গ্যাসের সমস্যা, পেট ফোলা, হেপাটাইটিস বি ও সি ভাইরাস, লিভার সিরোসিস, খাদ্যনালি/ পাকস্থলীতে ক্ষত বা ঘা, ক্ষুধামন্দা বা খাবারের অরুচি, লিভারে চর্বি ও পেটের সকল ধরনের পীড়াদায়ক রোগে যেমন- পেটব্যথা, অ্যাসিডিটি, বমি, পাতলা পায়খানা, রক্তবমি, পায়খানার সঙ্গে রক্ত যাওয়া কিংবা কালো পায়খানা হলে এই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন। কোনো কারণ না থাকা সত্ত্বেও যদি অস্বাভাবিকভাবে ওজন কমে, তাহলে এন্ডোস্কপি এবং কোলনস্কপি পরীক্ষার জন্যও আপনাকে পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের কাছে পাঠানো হতে পারে।

৩| বক্ষব্যাধি বিশেষজ্ঞ- অ্যাজমা বা হাঁপানি, শ্বাসকষ্টজনিত বুকে ব্যথা, নিউমোনিয়া ও দীর্ঘদিন যাবত কাশি, ফুসফুসে পানি জমা ইত্যাদি ছাড়াও ফুসফুসের সাথে সম্পর্কিত অন্যান্য রোগের জন্য এই ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাওয়া যেতে পারে।

কেবল ফুসফুস বা শ্বাসতন্ত্রের সমস্যাতেই শ্বাসকষ্ট হয় না। হৃৎপিণ্ডের সমস্যা বা রক্তশূন্যতার রোগীও একপর্যায়ে শ্বাসকষ্টে ভুগতে পারেন। তাই বক্ষব্যাধি চিকিৎসক আপনাকে প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষার পর প্রয়োজনে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ কিংবা রক্তরোগ বিশেষজ্ঞের কাছেও যেতে বলতে পারেন।

৪| কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ- হার্ট বা হৃৎপিণ্ডের যেকোনো সমস্যার জন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে। যেমন হার্ট অ্যাটাক, বুকে ব্যথা, উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন), হার্ট ফেইলিওর, বুক ধড়ফড় করা ইত্যাদি।

হৃদ্‌রোগের জন্য হৃদ্‌রোগ বিশেষজ্ঞ (কার্ডিওলজিস্ট) যেমন রয়েছেন, তেমনি হৃৎপিণ্ডের অস্ত্রোপচারের জন্য কার্ডিয়াক সার্জনও রয়েছেন।

৫| নিউরোলজিস্ট বা নিউরো মেডিসিন বিশেষজ্ঞ- স্ট্রোক, মাথা ব্যথা ও মাথা ঘোরা, মাইগ্রেন, মুখ বেঁকে যাওয়া, হাত-পা ঝিন ঝিন করা ও অবশ হয়ে যাওয়া, হাত-পা কাঁপা, ঘাড়, কোমর ও মেরুদণ্ডের ব্যথা, হাত ও পায়ের শক্তি কমে যাওয়া, খিঁচুনি/ মৃগী রোগ, হাত ও পা এর মাংসপেশী শুকিয়ে যাওয়া এবং শরীরের যেকোনো অঙ্গের প্যারালাইসিস ইত্যাদি সমস্যার জন্য এই ডাক্তারের কাছে যেতে পারেন।

৬| এন্ডোক্রিনোলজিস্ট- যদি কারোর ডায়াবেটিস, হরমোন সংক্রান্ত সমস্যা, মাসিক অনিয়মিত হলে, থাইরয়েড রোগ থাকে তবে একজন এন্ডোক্রিনোলজিস্ট ডাক্তারকে দেখাতে পারেন।

৭| হেমাটোলজিস্ট বা রক্ত বিশেষজ্ঞ- রক্ত ও অস্থিমজ্জা সম্পর্কিত রোগের জন্য এই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন।

৮| পেডিয়াট্রিশিয়ান বা শিশু বিশেষজ্ঞ- শিশুদের যেকোনো রোগের ক্ষেত্রে শিশু বিশেষজ্ঞের কাছে আপনার শিশুকে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারেন। শিশুদের কিডনির রোগ, স্নায়ুরোগ, রক্তরোগ, সার্জারি প্রভৃতির জন্যও বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।

৯| নিওনেটলজিস্ট- একজন বাচ্চার বয়স যদি ৪ সপ্তাহ অর্থাৎ ১ মাসের কম হয় তবে তাকে নবজাতক বলা হয়ে থাকে। এই অবস্থায় কোনো সমস্যা দেখা দিলে নবজাতক বিশেষজ্ঞের কাছে বাচ্চাকে নিয়ে যেতে পারেন।

১০| চর্ম ও যৌন বিশেষজ্ঞ- যাকে মেডিক্যালের ভাষায় বলা হয় ডার্মাটোলজিস্ট। মূলত চর্মরোগ বিশেষজ্ঞরা ত্বক, নখ এবং চুলের সমস্যার রোগীদের দেখে থাকেন। যেমন চুলকানি এক্সিমা, ব্রণ, মেসতাসহ ত্বকের কালো দাগ, সকল ধরনের অ্যালার্জি সমস্যা, মহিলাদের ত্বকে অস্বাভাবিক ছাপ (যেমন মুখে অবাঞ্ছিত লোম, দাগ)। এই সমস্যাগুলো ছাড়াও যদি চামড়া সম্পর্কিত কোন রোগ হয় অথবা যৌনাঙ্গে কোন রোগ হয়, তাহলে চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন।

১১| সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ- বিভিন্ন মানসিক সমস্যার চিকিৎসা ও পরামর্শ নেওয়্যার ক্ষেত্রে এই চিকিৎসকের কাছে যেতে পারেন।

১২| সার্জারি বিশেষজ্ঞ- যিনি অপারেশনের মাধ্যমে অস্ত্রোপচার করেন তাকে সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার বলা হয়। যেমন পিত্তথলির অপারেশন, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, পাইলস ও ফিস্টুলা অপারেশন, কিডনিতে পাথর এমন সকল সমস্যার জন্য সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হয়।পাঁজরে আঘাতের জন্য প্রয়োজন থোরাসিক সার্জন।

১৩| রিউমেটোলজিসট, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ- হাড় সম্পর্কিত রোগের জন্য যেমন পা ভাঙা, হাড় জোড়া, হাড় ক্ষয়, হাড় মচকানো, হাড়ে টিউমার, হাড়ের জয়েন্টে ব্যথা এছাড়াও হাঁটুতে ব্যথা, পঙ্গুত্ব, বাত ব্যথাসহ শরীরের হাড়ের সব ধরনের চিকিৎসার জন্য এই ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যেতে পারেন। জয়েন্ট আক্রান্ত হয়, এমন নির্দিষ্ট কিছু রোগের জন্য রিউমাটোলজিস্টের কাছেও যেতে হতে পারে।

১৪| ইউরোলজি ও কিডনি বিশেষজ্ঞ- একজন ইউরোলজি ও কিডনি বিশেষজ্ঞ ডাক্তার মানুষের মূত্র সংবহনতন্ত্রের বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকেন। যেমন- প্রস্রাবের পরিমাণ কমে গেলে বা বেড়ে গেলে, মুখ ফুলে গেলে, মূত্রনালীর রোগ, প্রসাবে ইনফেকশন, মূত্রথলি বা কিডনিতে পাথর, মূত্রনালী ও মূত্রথলিতে প্রদাহ, প্রসাবে জ্বালাপোড়া ইত্যাদি। এ সকল রোগের জন্য নেফ্রোলজিসট এবং ইউরোলজি বিশেষজ্ঞের কাছে চিকিৎসার জন্য যাওয়া যেতে পারে।

১৫| নাক, কান ও গলা বিশেষজ্ঞ- নাক, কান ও গলা বিশেষজ্ঞকে মেডিক্যালের ভাষায় ইএনটি স্পেশালিস্ট ডাক্তার বলা হয়। নাকের পলিপাস, নাকের মাংস বৃদ্ধি হওয়া, কানে কম শোনা, কান দিয়ে পানি পড়া, গলা ও মুখে ঘা ইত্যাদি অর্থাৎ নাক, কান ও গলা সম্পর্কিত রোগের জন্য এই বিভাগের ডাক্তারের কাছে যেতে পারেন।

১৬| স্ত্রী রোগ বা প্রসূতি বিশেষজ্ঞ- যাকে মেডিক্যালের ভাষায় গাইনোকোলজিস্ট বলা হয়ে থাকে। মেয়েদের সকল প্রকার রোগের চিকিৎসায় এ ডাক্তারের কাছে যেতে পারেন। যেমন অনিয়মিত ঋতুস্রাব, জরায়ু সমস্যা ও জরায়ু টিউমার, স্তনে সমস্যা, বন্ধ্যাত্ব ও বাচ্চা ধারণে অক্ষমতা, গর্ভবতী অবস্থায় সেবা ও ডেলিভারি, সিজারিয়ান সেকশন ইত্যাদির জন্য।

১৭| অনকোলজিস্ট- কারোর ক্যানসার ধরা পড়লে তাদের জন্য আলাদা বিশেষজ্ঞ রয়েছেন যাদের বলা হয়ে থাকে অনকোলজিস্ট বা ক্যানসার বিশেষজ্ঞ।

১৮| ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ- শরীরের বিভিন্ন অংশে ব্যথার জন্য যেতে পারেন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে (ফিজিওথেরাপিস্ট নয়)।

কোন বিশেষজ্ঞের কাছে যাবেন, তা বুঝতে না পারলে আপনার নিকটস্থ এমবিবিএস চিকিৎসকের পরামর্শ নিন। তিনি আপনাকে উপসর্গভিত্তিক চিকিৎসা দিয়ে বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দেবেন।

#স্বাস্থ্যটিপস

https://www.facebook.com/share/17pXrrDPwT/
25/11/2025

https://www.facebook.com/share/17pXrrDPwT/

ভিটামিন ডি এর অভাবই আমাদের বয়স্ক মা-বোন-খালা-নানী-দাদীদের শরীরে ব্যথার জন্য দায়ী, বিশেষ করে সকালে ঘুম থেকে উঠার পর মাটিতে পা ফেলার সময় তাদের খুব কষ্ট হয়। এর সমাধানের জন্য সকলের এই কালে সকাল ৯টা থেকে ১০ টার মধ্যের সূর্যের মিষ্টি রোদ লাগানো প্রয়োজন শরীরে। আর তার সাথে অবশ্যই রোজ এক গ্লাস দুধ ও একটা কলা খাওয়া অত্যন্ত প্রয়োজন।

প্রফেসর ডা: নাঈমা শারমিন হক।

সম্মানিত কুমিল্লা-এর 🩺 অর্থোপেডিকস বিশেষজ্ঞ ও সার্জনগণকে findoutdoctor.com পরিবারে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি।কুমিল্লা-...
22/11/2025

সম্মানিত কুমিল্লা-এর 🩺 অর্থোপেডিকস বিশেষজ্ঞ ও সার্জনগণকে findoutdoctor.com পরিবারে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি।

কুমিল্লা-এর অধিবাসীদের জন্য এখন findoutdoctor.com-এ যুক্ত হলেন একাধিক অভিজ্ঞ বিশেষজ্ঞ। উনাদের মধ্যে কয়েকজন হলেন:

Dr. Md. Mizanur Rahman Bhuiyan

Assistant Professor Dr. Md. Khorshedul Alam

Assistant Professor Dr. Mohammad Samiul Islam

findoutdoctor.com-এ যুক্ত হওয়ার মাধ্যমে রোগীরা অনলাইনে খুব সহজেই উনাদের প্রোফাইল, শিক্ষাগত যোগ্যতা, বিশেষত্ব, চেম্বারের ঠিকানা ও যোগাযোগের তথ্য জানতে পারবেন।

🔗 কুমিল্লা-এর সকল অর্থোপেডিকস বিশেষজ্ঞের বিস্তারিত প্রোফাইল দেখুন এখানে: 👉 [সন্দেহজনক লিঙ্ক সরানো হয়েছে]...

findoutdoctor.com –এ আস্থা রাখার জন্য কুমিল্লা শহরের সকল বিশেষজ্ঞ ডাক্তারদের প্রতি আমাদের পক্ষ থেকে রইলো আন্তরিক কৃতজ্ঞতা।

👩‍⚕️ আপনিও যদি একজন রেজিস্টার্ড ডাক্তার হয়ে আমাদের প্ল্যাটফর্মে প্রোফাইল তৈরি করতে চান, তাহলে আজই যুক্ত হন findoutdoctor.com –এর সঙ্গে।

📥 বিস্তারিত জানতে ভিজিট করুন: 👉 https://www.findoutdoctor.com/p/registration.html

#অর্থোপেডিকস #কুমিল্লা #স্বাস্থ্যসেবা

Address

Motijhil
Dhaka
1000

Telephone

+8801914804095

Website

https://www.findoutdoctor.com/

Alerts

Be the first to know and let us send you an email when Find Out Doctor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Find Out Doctor:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category