আমিন ফার্মা Amin pharma

আমিন ফার্মা Amin pharma Amin Pharma is a model medicine shop. We are highly committed to provide quality service to our community at affordable price.

আমিন ফার্মা
সুজাত প্লাজা,২নং সুজাত নগর,
পল্লবী,মিরপুর১২,ঢাকা১২১৬
(বাইতুল জান্নাত মোল্লা জামে
মসজিদের বিপরীতে)
মোবাইলঃ 01708302088

12/10/2025

ইনফ্লুয়েঞ্জা বা মৌসুমি ফ্লু সাধারণ সর্দি-কাশির মতো হলেও এটি দ্রুত ছড়ায় এবং শিশু, বয়স্ক ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন ব্যক্তিদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।

⚠️ ঝুঁকি বাড়ানোর কারণসমূহ:

মৌসুমি পরিবর্তন

ভিড় জমে থাকা স্থান

মাস্ক ব্যবহার না করা

স্বাস্থ্যবিধি না মানা

✅ প্রতিরোধে করণীয়:

ভিড় এড়িয়ে চলুন

নিয়মিত মাস্ক ব্যবহার করুন

ঘন ঘন হাত ধুয়ে নিন

পর্যাপ্ত বিশ্রাম ও সুষম খাদ্য গ্রহণ করুন

উপসর্গ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন

👉 সচেতনতা ও প্রতিরোধই ইনফ্লুয়েঞ্জা থেকে সুরক্ষার প্রধান উপায়।

05/10/2025

kinder baby wipes 190/-
আমিন ফার্মা স্পেশাল অফার
fans

05/10/2025

Senora confidence heavy flow
buy 15 pads get 5 pads free
fans

05/10/2025

freedom super dry senatory napkin
buy one get one free

05/10/2025

clopirox shampoo
মাত্র ৩৫০ টাকায় আমিন ফার্মায় পাওয়া যাচ্ছে। @ [1016972030233353:49210: fans] Square Pharmaceuticals PLC. Bangladesh

04/10/2025

Syp.BECONEX মাত্র ৬২ টাকায় খাবারের রুচি বাড়ায়
কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই

04/10/2025

Combo 4 দাদ,জটিল ফাঙ্গাল ও ব্যাকটেরিয়াল ইনফেকশন
ডার্মাটাইটিস একজিমা এর
জন্য অত্যন্ত কার্যকারী একটি ক্রিম।
রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন।

28/09/2025

Betaburn ointment
নিম্নলিখিত ক্ষতের চিকিৎসায় β-সিটোস্টেরল সফলভাবে ব্যবহার করা হয়েছে:
পোড়া
পায়ের আলসার
অস্ত্রোপচারের ক্ষত
প্রসূতি ক্ষত
ফাটা স্তনবৃন্ত
* রেজিস্টার্ড চিকিৎস্কারের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন'
রচনা
β-সিটোস্টেরল ২.৫ মিলিগ্রাম/গ্রাম প্রধান সক্রিয় উপাদান। মলমের ভিত্তি তিলের তেল, মধু এবং প্যারাফিন দিয়ে তৈরি। এতে অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এবং পলিস্যাকারাইডও রয়েছে।
মাত্রা এবং প্রয়োগ
β-সিটোস্টেরল মলমের একটি পাতলা স্তর পুরো পোড়া/আক্রান্ত স্থানে দিনে ৩-৪ বার প্রয়োগ করা উচিত।

* রেজিস্টার্ড চিকিৎসার পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন'
পার্শ্ব প্রতিক্রিয়া
তিলের তেলের বিরল অ্যালার্জি প্রতিক্রিয়া ছাড়া পণ্যটির কোনও পার্শ্ব প্রতিক্রিয়া এখনও পর্যন্ত রিপোর্ট করা হয়নি।
সতর্কতা ও সতর্কতা
চোখ বা শ্লেষ্মা ঝিল্লির সংস্পর্শ এড়িয়ে চলুন। দুর্ঘটনাক্রমে গ্রহণ এড়িয়ে চলুন। যদি গিলে ফেলা হয়, তাহলে চিকিৎসা নিন। β-সিটোস্টেরল মলম সংরক্ষণের সময় তার শারীরিক চেহারা পরিবর্তন করতে পারে, বিশেষ করে গরম ঋতুতে। তবে এটি তার কার্যকারিতা হারায় না।
Square Pharmaceuticals PLC. Bangladesh

28/09/2025

সানস্ক্রিন ক্রিম অতিবেগুনী রোশ্নি প্রতিহত করে spf 60 Pa++ Pharmaceuticals PLC. Bangladesh

25/09/2025

বৃষ্টির দিনেও ত্বককে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনী রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করা গুরুত্বপূর্ণ, কারণ মেঘের মধ্য দিয়েও প্রায় ৮০% UV রশ্মি ত্বকে পৌঁছাতে পারে।

Sunmask Cream হচ্ছে SPF 60 এবং PA+++ সমৃদ্ধ সানস্ক্রিন, যা আপনার ত্বককে রক্ষা করে সূর্যের ক্ষতিকর UVA ও UVB রশ্মি থেকে এবং ত্বককে রাখে সুরক্ষিত ও সতেজ।

মুল্য- মাত্র ২৫০ টাকা

23/09/2025

এই সংমিশ্রণটি নিম্নোক্ত ক্ষেত্রে নির্দেশিত-
- অস্টিওপরোসিসের জন্য নির্দিষ্ট থেরাপির সংযোজন
হিসাবে
| ক্যালসিয়াম, ভিটামিন-সি এবং ভিটামিন-ডি-র বর্ধিত চাহিদায় যেমন গৰ্ভাবস্থা, স্তন্যদান, দ্রুত বর্ধনের
সময়কাল শৈশবকালে, অ্যাডলোসেন্স) এবং বৃদ্ধ বয়সে → অস্টিওম্যালাসিয়াতে
| ক্যালসিয়ামের ঘাটতি/ভিটামিন-ডি-এর ঘাটতি প্রতিরোধ ও চিকিত্সায় বিশেষত গৃহবন্দী এবং হাসপাতালে ভর্তি বয়স্ক ব্যক্তিদের
* ঠান্ডা এবং ইনফ্লুয়েঞ্জায় সহায়ক হিসাবে
| পোস্টমেনোপজাল সিন্ড্রোমে
| মাসিকের পূর্ব লক্ষণে
→ শরীরের উচ্চ তাপমাত্রায়
| সিস্টেমিক অ্যাসিডোসিস অবস্থায় অ্যালকালাইজিং
এজেন্ট হিসাবে|
* রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন
মাত্রা ও সেবনবিধি
বয়ঃসন্ধিকালের এবং প্রাপ্তবয়স্কদের: প্রতিদিন ১ টি ইফারভেসেন্ট ট্যাবলেট|
শিশু: প্রতিদিন ১/২ ইফারভেসেন্ট ট্যাবলেট|
শিশু: চিকিত্সকের পরামর্শ োতাবেক গ্রহণযোগ্যা
এক গ্লাস পানিতে একটি ট্যাবলেট দ্রবীভূত করে সেবন করুন|
পার্শ্ব প্রতিক্রিয়া
ক্যালসিয়াম সাপ্লিমেন্টের ব্যবহারে হালকা
গ্যাস্ট্রোাইনটেস্টাইনাল সমস্যা হয়েছে, যেমন কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বমি বমি ভাব, গ্যাস্ট্রিক ব্যথা এবং ডায়রিয়া| ভিটামিন-ডি সম্পূরক গ্ৰহণের পরে মাঝে মাঝে ত্বকে ফুসকুড়ি দেখা যায়| উচ্চ মাত্রায় ভিটামিন-ডি দিয়ে দীর্ঘমেয়াদী চিকিৎসায় হাইপারক্যালসিউরিয়া এবং বিরল ক্ষেত্রে হাইপারক্যালসেমিয়া দেখা গেছে|

Address

Sujat Plaza, Sujat Nogor, Pallabi, Mirpur 12
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when আমিন ফার্মা Amin pharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আমিন ফার্মা Amin pharma:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram