Sumona Hospital Ltd.

Sumona Hospital Ltd. Established in 1989, Sumona Hospital is one of the oldest hospitals in Puran Dhaka City.

'মরহুম ডাঃ সিরাজুল ইসলাম' স্যারের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ছিন্নমূল মাদ্রাসায় দোয়া ও মিলাদের একাংশ। উক্ত দোয়ায় আর...
15/09/2025

'মরহুম ডাঃ সিরাজুল ইসলাম' স্যারের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ছিন্নমূল মাদ্রাসায় দোয়া ও মিলাদের একাংশ।
উক্ত দোয়ায় আরও উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত ডিরেক্টর এডমিন, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

সুমনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিঃ এবং পুরান ঢাকায় অবস্থিত ঐতিহ্যবাহী স...
12/09/2025

সুমনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিঃ এবং পুরান ঢাকায় অবস্থিত ঐতিহ্যবাহী সুমনা হাসপাতাল লিঃ- এর প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় মরহুম ডাঃ সিরাজুল ইসলাম স্যারের ১০ম মৃত্যুবার্ষিকী।

১৩ সেপ্টেম্বর ২০১৫ সালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি 'শহিদ' হন।

ইসলামে শাহাদাতের মৃত্যু সব থেকে মর্যাদার। আল্লাহ্ তায়ালা যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন, সকলের কাছে দোয়া প্রার্থনা,
আমিন 🤲

27/08/2025

𝐀𝐧𝐧𝐮𝐚𝐥 𝐌𝐞𝐞𝐭𝐢𝐧𝐠 2025
MD, Clinical Director, Admin & HR and our All Consultants Sumona Hospital Ltd. ✨

13/08/2025

স্বাস্থ্যই সকল সুখের মূল—এই বিশ্বাসকে সামনে রেখে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সুমনা হাসপাতাল শুরু থেকেই রোগীদের সেবা দিয়ে আসছে আন্তরিকতা, দক্ষতা ও সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তির সমন্বয়ে। আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা নয়, বরং রোগীর সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করা।

💠 আমাদের বিশেষত্ব:

🏥 আধুনিক ও সজ্জিত হাসপাতাল পরিবেশ

👩‍⚕️ দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দল

💉 উন্নত ল্যাব ও ডায়াগনস্টিক সেবা

🚑 জরুরি সেবা (২৪/৭ অ্যাম্বুলেন্স সুবিধা)

🛌 ICU/ HDU সেবা।

🛏️ আরামদায়ক ও নিরাপদ রোগী থাকার ব্যবস্থা

💠 আমরা যেসব সেবা প্রদান করি:

সাধারণ ও বিশেষায়িত চিকিৎসা

গাইনোকোলজি, পেডিয়াট্রিক্স, মেডিসিন, সার্জারি

ডেন্টাল কেয়ার

রক্ত পরীক্ষা, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি

ভ্যাকসিনেশন ও স্বাস্থ্য সচেতনতা প্রোগ্রাম

💠 আমাদের প্রতিশ্রুতি:
রোগীর প্রতি ভালোবাসা, চিকিৎসায় স্বচ্ছতা, এবং প্রতিটি মুহূর্তে মানবিক আচরণ—এই তিনটি নীতিকে আমরা প্রতিদিনের কাজে ধারণ করি।

☎️ সকল অ্যাপয়েন্টমেন্ট নিতে কল করুন:
০২৪৭১১২৫৮৩
০২৪৭১১৫৫৩১
০১৯৭৭৭৮৭০৪৪
০১৯৭৭৭৮৭০৩৩
ঠিকানা: ৩-৪ পাটুয়াটুলি, সদরঘাট ,ঢাকা।

"আপনার স্বাস্থ্য, আমাদের অঙ্গীকার।"
- Sumona Hospital Ltd. 🩺

👉  ৪০ ঊর্ধ্ব ব্যক্তিদের নিউরো স্ট্রোকের কারণে হঠাৎ মুখ বেঁকে যাওয়া , হাত অবশ হয়ে যাওয়া ,শরীরে এক পাশ অবশ হয়ে যাওয়া ...
02/08/2025

👉 ৪০ ঊর্ধ্ব ব্যক্তিদের নিউরো স্ট্রোকের কারণে হঠাৎ মুখ বেঁকে যাওয়া , হাত অবশ হয়ে যাওয়া ,শরীরে এক পাশ অবশ হয়ে যাওয়া দিন দিন বেড়েই চলেছে। নিউরো স্ট্রোক রিহ্যাবিটেশনের মাধ্যমে আক্রান্ত ব্যক্তিকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব । এছাড়াও ৪০ ঊর্ধ্ব ব্যক্তিদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথা পা ও গোড়ালি ব্যথা , কাধ ব্যথা, পা ঝিনঝিন করা মতো কষ্টদায়ক রোগ গুলো দিন দিন বেড়েই চলেছে।

একজন অভিজ্ঞ ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা,নিয়মিত ব্যায়াম ও নিয়ন্ত্রিত খাদ্যাভাসের মাধ্যমে পুনরায় সুস্থ জীবন যাপন করা সম্ভব।

✅ ডাঃ মোঃ রাশিদ-আল-মাহমুদ
এমবিবিএস, এমডি, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন ( ফিজিয়াট্রিস্ট)
( বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়)
সহকারি অধ্যাপক, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, ঢাকা।
বাত-ব্যথা মেডিসিন, নিউরো স্ট্রোক রিহাব ও অর্থপেডিক রিহাব বিশেষজ্ঞ
মেম্বার অফ- ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ফিজিক্যাল এন্ড রিহাব মেডিসিন (ISPRM)
মেম্বার অফ-কানাডিয়ান এসোসিয়েশন অফ ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহাবিলিটেশন (CAPRM)

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে কল করুন:
০২৪৭১১২৫৮৩
০২৪৭১১৫৫৩১
০১৯৭৭৭৮৭০৪৪
০১৯৭৭৭৮৭০৩৩
ঠিকানা: ৩-৪ পাটুয়াটুলি, সদরঘাট ,ঢাকা
"আপনার স্বাস্থ্য, আমাদের অঙ্গীকার।"
—𝐒𝐮𝐦𝐨𝐧𝐚 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥 𝐋𝐭𝐝.🩺

🩺 বাত ব্যথা, প্যারালাইসিস, হাড়ভাঙ্গা ও জয়েন্ট সমস্যায় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এখন হাতের মুঠোয়!বর্তমানে অনেকে...
31/07/2025

🩺 বাত ব্যথা, প্যারালাইসিস, হাড়ভাঙ্গা ও জয়েন্ট সমস্যায় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এখন হাতের মুঠোয়!

বর্তমানে অনেকেই হাঁটু, কোমর, পিঠ কিংবা কাঁধের বাত ব্যথা, প্যারালাইসিস (পক্ষাঘাত), হাড়ভাঙ্গা বা জয়েন্টের সমস্যা নিয়ে ভুগছেন। সময়মতো সঠিক চিকিৎসা না হলে এসব সমস্যা স্থায়ী রূপ নিতে পারে, এমনকি দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটে।

এইসব জটিল ও গুরুত্বপূর্ণ রোগের আধুনিক ও কার্যকর চিকিৎসা দিতে এগিয়ে এসেছেন বাংলাদেশের একজন দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক:

👨‍⚕️ ডা. খান রিয়াজ মাহমুদ জিকো

বাত ব্যথা, প্যারালাইসিস, হাড়ভাঙ্গা ও জয়েন্ট বিশেষজ্ঞ ও
অর্থোপেডিক সার্জন।

✔ এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ)
✔ বিসিএস (স্বাস্থ্য)
✔ সিসিডি (বারডেম – ডায়াবেটিস চিকিৎসায় প্রশিক্ষণ)
✔ ডি-অর্থো (অর্থোপেডিক ডিপ্লোমা – ঢামেক)
✔ এফসিপিএস (অর্থোপেডিক সার্জারি)
✔ এও ট্রমা (সুইজারল্যান্ড)
✔ রেজিস্ট্রার, অর্থোপেডিক সার্জারি – ঢাকা মেডিকেল কলেজ

🏥 তিনি বিশেষজ্ঞ যেসব রোগে:

✅ বাত ব্যথা, ঘাড়-কোমর-পিঠের ব্যথা
✅ জয়েন্টের সমস্যা (হাঁটু, কাঁধ, কনুই, গোড়ালি)
✅ পক্ষাঘাত বা স্ট্রোক পরবর্তী সমস্যা
✅ হাড় ভাঙ্গা, হাড় বসে যাওয়া বা ফ্র্যাকচার
✅ প্যারালাইসিস ও স্নায়ুবিক চিকিৎসা
✅ ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে কল করুন:
০২৪৭১১২৫৮৩
০২৪৭১১৫৫৩১
০১৯৭৭৭৮৭০৪৪
০১৯৭৭৭৮৭০৩৩
ঠিকানা: ৩-৪ পাটুয়াটুলি, সদরঘাট ,ঢাকা
"আপনার স্বাস্থ্য, আমাদের অঙ্গীকার।"
—𝐒𝐮𝐦𝐨𝐧𝐚 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥 𝐋𝐭𝐝.🩺

আপনি কি মানসিক সমস্যায় ভুগছেন! 🩺➡️ ডিপ্রেশন, উদ্বেগ, বাইপোলার ডিজঅর্ডার, স্কিজোফ্রেনিয়া, ফোবিয়া ইত্যাদি মানসিক রোগের ...
29/07/2025

আপনি কি মানসিক সমস্যায় ভুগছেন! 🩺

➡️ ডিপ্রেশন, উদ্বেগ, বাইপোলার ডিজঅর্ডার, স্কিজোফ্রেনিয়া, ফোবিয়া ইত্যাদি মানসিক রোগের নির্ণয় ও চিকিৎসা

➡️ অটিজম, এডিএইচডি, লার্নিং ডিজঅর্ডার-এর মতো শিশু-কিশোর মানসিক সমস্যায় সহায়তা

➡️ নেশা বা আসক্তি জনিত সমস্যা যেমন মাদক, অ্যালকোহল ইত্যাদির চিকিৎসা

➡️ ঘুমের সমস্যা, খাওয়া-দাওয়ার ব্যাধি ইত্যাদির সুনির্দিষ্ট থেরাপি ও ওষুধপ্রয়োগ

➡️ কাউন্সেলিং ও সাইকোথেরাপি, যেখানে প্রয়োজনে পরিবারের সদস্যদেরও যুক্ত করা হয়

🩺 কেন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি?

🆗 মানসিক সমস্যাগুলি চোখে দেখা যায় না বলে অনেকেই এগুলিকে গুরুত্ব দেন না। তবে মানসিক রোগগুলো ধীরে ধীরে একজন ব্যক্তির জীবনযাপন, কাজের সামর্থ্য ও সম্পর্কের উপর গভীর নেতিবাচক প্রভাব ফেলে। একজন প্রশিক্ষিত মনোরোগ বিশেষজ্ঞ সঠিক ও দ্রুত চিকিৎসা দিয়ে রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ডাঃ অনন্যা কর
এমবিবিএস, এমডি (সাইকিয়াট্রি) পিজি হসপিটাল।
মনোরোগ বিশেষজ্ঞ
এডভান্সড ট্রেনিং ইন সেক্সুয়াল মেডিসিন‌
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে কল করুন:
০২৪৭১১২৫৮৩
০২৪৭১১৫৫৩১
০১৯৭৭৭৮৭০৪৪
০১৯৭৭৭৮৭০৩৩
ঠিকানা: ৩-৪ পাটুয়াটুলি, সদরঘাট ,ঢাকা
"আপনার স্বাস্থ্য, আমাদের অঙ্গীকার।"
—𝐒𝐮𝐦𝐨𝐧𝐚 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥 𝐋𝐭𝐝.🩺

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায়, সুমনা হাসপাতালের পক্ষ থেকে আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের রুহের মাগফিরাত ও আ...
21/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায়, সুমনা হাসপাতালের পক্ষ থেকে আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। Sumona Hospital Ltd.
06/06/2025

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। Sumona Hospital Ltd.

30/05/2025

ব্রেইন ও স্নায়ুরোগ নিয়ে সমস্যা হলে আজই যোগাযোগ করুন।

ডাঃ মোঃ নাজমুল হাসান
এমবিবিএস (ঢাকা), এমডি (নিউরোলজি)
এফসিপিএস (মেডিসিন) শেষ পর্ব, সিসিডি (বারডেম)
ব্রেইন ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক, নিউরোলজি বিভাগ
ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিঃ

অ্যাপয়েন্টমেন্ট নিতে কল করুনঃ
০২৪৭১১২৫৮৩, ০২৪৭১১৫৫৩১,
০১৯৭৭৭৮৭০৪৪, ০১৯৭৭৭৮৭০৩৩

ঠিকানাঃ
৩,৪ পাটুয়াটুলি, সদরঘাট, ঢাকা-১১০০

#মাথাব্যথা #টেনশন

কিডনী রোগ ও মেডিসিন বিশেষজ্ঞডাঃ মোঃ ওমর ফারুকএমবিবিএস, এমডি (নেফ্রোলজী)কিডনী রোগ ও মেডিসিন বিশেষজ্ঞসহযোগী অধ্যাপক (নেফ্র...
04/05/2025

কিডনী রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ

ডাঃ মোঃ ওমর ফারুক
এমবিবিএস, এমডি (নেফ্রোলজী)
কিডনী রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক (নেফ্রোলজী বিভাগ)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, (পিজি হাসপাতাল), শাহবাগ, ঢাকা।

🟢অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুন:

০২৪৭১১২৫৮৩
০২৪৭১১৫৫৩১
০১৯৭৭৭৮৭০৪৪
০১৯৭৭৭৮৭০৩৩
—-------------------
—-------------------
ঠিকানা: ৩-৪ পাটুয়াটুলি, সদরঘাট ,ঢাকা

*আপনার সুস্থতাই, আমাদের সাফল্য।*
𝐒𝐮𝐦𝐨𝐧𝐚 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥 𝐋𝐭𝐝.🩺

আমাদের হাসপাতালের অত্যন্ত শ্রদ্ধেয় ও দক্ষ সোনোগ্রাফার ডাঃ জি এম জাহাঙ্গীর আব্বাস স্যারের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শো...
04/05/2025

আমাদের হাসপাতালের অত্যন্ত শ্রদ্ধেয় ও দক্ষ সোনোগ্রাফার ডাঃ জি এম জাহাঙ্গীর আব্বাস স্যারের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

০৪/০৫/২০২৫ সকাল ০৬ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

" ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।"

সুমনা হাসপাতালে স্যার দীর্ঘ ২০ বছর কর্মরত ছিলেন। তাঁর মেধা, দক্ষতা, অমায়িক ব্যবহার এবং রোগীদের প্রতি অকৃত্রিম যত্নের জন্য তিনি চিরকাল আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবেন।

আমরা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।

আমরা গভীরভাবে শোকাহত।
𝐒𝐮𝐦𝐨𝐧𝐚 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥 𝐋𝐭𝐝.🩺

Address

3, 4, Patuatuli, Sadarghat
Dhaka
1100

Telephone

+880247115531

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumona Hospital Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sumona Hospital Ltd.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram