
12/07/2025
☔ বর্ষায় চুল পড়া বা নষ্ট হওয়া? জেনে নিন এর কারণ ও সমাধান! 🌧️💇♀️
বর্ষাকালে প্রকৃতি যেমন সজীব হয়, তেমনি আমাদের চুলের জন্য হয়ে ওঠে এক কঠিন সময়! এই সময়ে হঠাৎ চুল পড়ে যাচ্ছে, চুল হয়ে যাচ্ছে রুক্ষ ও নিস্তেজ? আসুন জেনে নিই এর পেছনের কারণ ও করণীয়:
🔍 বর্ষায় চুলের সমস্যার কারণগুলো:
✅ আর্দ্রতা ও ঘাম: অতিরিক্ত আর্দ্রতার কারণে স্ক্যাল্পে ফাংগাল ইনফেকশন হয়, যার ফলে চুল পড়ে যেতে পারে।
✅ বৃষ্টির পানি: বৃষ্টির পানিতে থাকে অ্যাসিডিক উপাদান ও দূষিত কেমিক্যাল, যা চুলের ক্ষতি করে।
✅ ধুলা ও দূষণ: বর্ষাকালে পরিবেশে ভেজা ধুলা ও ময়লা চুলে জমে গিয়ে স্ক্যাল্প বন্ধ করে দেয়।
✅ অতিরিক্ত শ্যাম্পু করা: বর্ষায় অনেকেই বেশি শ্যাম্পু করেন, এতে প্রাকৃতিক তেল উঠে গিয়ে চুল হয় শুষ্ক।
🌿 সমাধান ও যত্নের উপায়:
✨ ১. নিয়মিত হালকা ও মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন – সপ্তাহে ২–৩ বার।
✨ ২. বৃষ্টির পানিতে ভিজলে চুল ভালোভাবে শুকিয়ে নিন ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।
✨ ৩. স্ক্যাল্প পরিষ্কার রাখুন এবং প্রতি সপ্তাহে ১–২ বার অয়েল ম্যাসাজ করুন।
✨ ৪. ডায়েটে রাখুন ভিটামিন A, C, E ও আয়রনযুক্ত খাবার।
✨ ৫. চুল আঁচড়ানোর সময় সাবধান হোন, ভেজা চুলে টান পড়লে তা বেশি ঝরে।
💡 ছোট একটু যত্নই পারে বর্ষাকালেও আপনার চুলকে রাখতে উজ্জ্বল, স্বাস্থ্যবান ও ঝরঝরে!
❤️ আপনার পরিচর্যা শুরু হোক আজ থেকেই!
👇 নিচে কমেন্টে লিখে জানান – বর্ষায় আপনার চুলের সমস্যাটা কী?
ডাঃ মোঃ রাশিদুল হাসান স্যার এর সাথে কথা বলতে কল করুন এই নাম্বারে 01794247899 📞
🏥 চেম্বার ০১ঃ ফরাজী হাসপাতাল (রামপুরা)
📌 বাড়ি নং #১৫, ১৯ বনশ্রী মেইন রোড, ঢাকা ১২১৯
⌚ রোগী দেখার সময়ঃ শনি হতে বৃহস্পতিবার (সন্ধ্যা ৭টা-৯টা),
শুক্রবার (সকাল ৯ টা- ১২ টা)
📞 সিরিয়ালের জন্য কল করুনঃ 01766111137
🏥 চেম্বার ০২ঃইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, বাড্ডা
বাড়ি - চ/৭৩/২, প্রগতী সরণী, উত্তর বাড্ডা, ঢাকা ১২১২
শুক্রবার (সন্ধ্যা ৬ টা- রাত ৮.৩০ পর্যন্ত)
📞 সিরিয়ালের জন্য কল করুনঃ 09610009614