08/10/2024
চুলকানি/ফাঙ্গাল ইনফেকশন??? ভুলেও নিজে নিজে ঔষধ খাবেন না। নইলে হতে পারে জটিলতর অসুখ।
অনেক সময় দীর্ঘদিন যাবত এন্টিফাংগাল মেডিসিন খেয়েও কাজ হয়না,,যতদিন পর্যন্ত মেডিসিন খাচ্ছেন ভালো থাকেন আবার ছেড়ে দিলে যেন এটি মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে।এটি থেকে চিরতরে মুক্তি পেতে প্রয়োজনে ন্যাচারাল মেডিসিন এর সরনাপন্য হোন.. দাউদ/চুলকানি/স্কিনের যেকোনো ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে রোগ ও উপশর্গ অনুযায়ী চিকিৎসা নিন।
"ন্যাচারাল মেডিসিন কনসালটেন্ট,
ডায়েটিশিয়ান ও পুষ্টিবিশেষজ্ঞ"
ডাঃ জান্নাতুর রাফা
বি. ইউ. এম. এস. ( হামদর্দ বিশ্ববিদ্যালয়)
মাস্টার্স ইন নিউট্রিশন এ্যান্ড ফুড সাইন্স (ঢাকা)
সি.এন.ডি (ক্লিনিক্যাল নিউট্রিশন এ্যান্ড ডায়টেটিক্স) বারডেম, ঢাকা।
এই বিষয়ে প্রয়োজনে অনলাইন পরামর্শ বা চিকিৎসার জন্য আমাদের পেজ এ মেসেজ দিন অথবা ০১৮১৮৪০৬০৯৮ নম্বরে কল করে এপয়ন্টমেন্ট নিন।
#ডায়টেশিয়ান
#চুলকানি