17/10/2023
Homeopathy: #শীতকালে গা ,হাত -পা ফাটা :
-----------------------------------------
শীতকালে ঠান্ডা লেগে অনেকের হাত-পা , শরীর,পায়ের তলা ,ঠোঁট ,মুখ প্রভৃতি স্থান ফেটে যায় । ইহা টাটায় ,চুলকায় ,ব্যথা করে। বংশানুক্রমে এই রোগ হতে পারে বা প্রতি শীতকালে এই রোগ হতে দেখা যায়।
চিকিৎসা:
-------------
মেজাজ খিটখিটে, শীতকাতর, পায়ের তলা ,বগলের দুর্গন্ধ ঘাম ,শীতকালে গা, হাত-ফাটা । গরম কালে কমে যায়।হোমিওপ্যাথিক ওষুধ ৩০ শক্তির ১ফোটা করে দিনে ২/৩ বার ক্রমান্বয়ে ৭দিন খেতে হবে। তারপর কিছু দিন অপেক্ষা করুন। । আশা করি আর দরকার হবে না ইনশাআল্লাহ, তবে ক্ষেত্র বিশেষে ২০০ শক্তির ঔষধ নির্বাচন করতে হোতে পারে। NOTE গর্ভাবস্থায়, ফিডিং এর সময় , যাহারা #মদ্যপান করে থাকেন তাহারা হোমিওপ্যাথিক ঔষধ সেবনের পুর্বে অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারের পরামর্শ নিবেন, অন্যথায় হিতে বিপরীত হবার সম্ভাবনা বিদ্যমান। ডা: হাসান কবির। হোমিওপ্যাথি চিকিৎসক। ঢাকা। জটিল, তরুণ পুরাতন রোগের বর্ণনা সহ লিখুন, আমি পরামর্শ দিব ইনশাআল্লাহ এবং প্রয়োজনে ওষুধ পাঠাবো ইনশাআল্লাহ,।