Aromabd.Com

Aromabd.Com Welcome !! ☞ অথনৈতিক উন্নয়ন, নিঃর্ঝঞ্জাট জীবন & স্বাস্থ সচেতন মানুষের জন্য… আমাদের এই পেইজ। লাইক দিন।

গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাবে জীবনের অনেক স্বপ্ন হারিয়ে যায় , অনেক আশা ভঙ্গ হয়ে যায় তার সঙ্গে আছে বাস্তু দোষ , ( বাড়ি , অফিস, কারখানা বা যে কোন নির্মাণ = বাস্তু ) প্রতিকার করতে চাই সঠিক ব্যবস্থা কিন্তু বর্তমান সময়ে সঠিক এবং কার্যকরী রত্ন- পাথর দুষ্প্রাপ্য দুর্লভ এবং গগণ চুম্বী মূল্য বিধায় সবার দ্বারা ক্রয় করা সম্ভব হয় না । বাজারে নকল পাথরের সয়লাভ বিধায় অধিকাংশ ব্যক্তি ঠকে যাচ্ছেন । আবার যাদু বান টোন

া , মানুষের কু- দৃষ্টি তথা প্রথাসিদ্ধ রীতি বিরুদ্ধ কর্ম প্রতিটি মানুষের জীবনকে দুঃসহ করে তুলছে । অতি প্রাচীন কাল থেকে এ্যারোমা থেরাপি এসেন্সিয়াল ওয়েল ব্যাবহার হয়ে আসছে । আমি এ্যারোমা থেরাপি এসেন্সিয়াল ওয়েল ‘’স্প্রে’’ হিসেবে আপনাদের কল্যাণ এর জন্য বাজার এনেছি যাতে করে অত্যন্ত কম টাকায় আপনাদের জীবনের সমস্যা সমূহ দূর করতে পারেন । বাস্তু দোষ , যাদু বান টোনা থেকে মুক্তি, মানুষ বা অন্য কিছুর কু- দৃষ্টি থেকে রক্ষা, সন্তানের সার্বিক উন্নতি, পুত্র – কন্যার বিবাহের বাধা অতিক্রান্তে সু-পাত্রের/ পাত্রীর সাথে শুভ বিবাহ , বাধাহীনভাবে প্রকৃতির কাছ থেকে সুনাম, সুখ্যাতি, যশ, গৌরব, অর্থ, প্রতিপত্তি, ব্যবসায় উন্নতি, নিরোগ দেহ, নিঃর্ঝঞ্জাট জীবন, অথনৈতিক উন্নয়ন , Commercial Important person সবই হতে পারে আপনার জীবনে শুধু প্রয়োজন এ্যারোমা স্প্রে ব্যাবহার করা যাহা খুবই সহজ। প্রয়োজন নেই কোন প্রকার রত্ন- পাথর, তাবিজ কবচের । আমাদের ওয়েব সাইট এ আপনি আপনার পছন্দনীয় স্প্রে নির্বাচন করে ব্যাবহার করে পেতে পারেন কাঙ্খিত শুভ ফল আর দাম আপনার হাতের নাগালে ।

17/10/2023

Homeopathy: #শীতকালে গা ,হাত -পা ফাটা :
-----------------------------------------

শীতকালে ঠান্ডা লেগে অনেকের হাত-পা , শরীর,পায়ের তলা ,ঠোঁট ,মুখ প্রভৃতি স্থান ফেটে যায় । ইহা টাটায় ,চুলকায় ,ব্যথা করে। বংশানুক্রমে এই রোগ হ‌তে পারে বা প্রতি শীতকালে এই রোগ হতে দেখা যায়।
চিকিৎসা:
-------------
মেজাজ খিটখিটে, শীতকাতর, পায়ের তলা ,বগলের দুর্গন্ধ ঘাম ,শীতকালে গা, হাত-ফাটা । গরম কালে কমে যায়।হোমিওপ্যাথিক ওষুধ ৩০ শক্তির ১ফোটা করে দিনে ২/৩ বার ক্রমান্বয়ে ৭দিন খেতে হবে। তারপর কিছু দিন অপেক্ষা করুন। । আশা করি আর দরকার হবে না ইনশাআল্লাহ, তবে ক্ষেত্র বিশেষে ২০০ শক্তির ঔষধ নির্বাচন করতে হোতে পারে। NOTE গর্ভাবস্থায়, ফিডিং এর সময় , যাহারা #মদ্যপান করে থাকেন তাহারা হোমিওপ্যাথিক ঔষধ সেবনের পুর্বে অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারের পরামর্শ নিবেন, অন্যথায় হিতে বিপরীত হবার সম্ভাবনা বিদ্যমান। ডা: হাসান কবির। হোমিওপ্যাথি চিকিৎসক। ঢাকা। জটিল, তরুণ পুরাতন রোগের বর্ণনা সহ লিখুন, আমি পরামর্শ দিব ইনশাআল্লাহ এবং প্রয়োজনে ওষুধ পাঠাবো ইনশাআল্লাহ,।

16/10/2023

Homeopathy #ঠান্ডা পানি পানে বমি হলে, বরফ, আইসক্রিম , পচা খাদ্য, পচা মাংস খেয়ে গ্যাস ও পাতলা পায়খানা হলে।এই সব ক্ষেত্রে #আর্সেনিক এলবাম ৩০ শক্তির ২/১ফোটা দুই/তিন বার খেলে দ্রুত আরোগ্য করে। ১৫ এর নিচে যাদের বয়স তারা ৬ শক্তির খাবেন। অন্যান্যরা ৩০ পাওয়ার ব্যবহার করবেন। এই ওষুধ আপনার ভ্রমণের সময় সাথে রাখতে পারেন। #বি: দ্র: -- যাহারা #মদ্যপান করে থাকেন তাহারা হোমিওপ্যাথিক ঔষধ সেবনের পুর্বে অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারের পরামর্শ নিবেন, অন্যথায় হিতে বিপরীত হবার সম্ভাবনা বিদ্যমান। ডা: হাসান কবির। হোমিওপ্যাথি চিকিৎসক। Note: মেসেঞ্জারে রোগ ভোগ সম্পর্কে লিখলে যথাযথ সু পরামর্শ দেয়া হয়।01720086000

Address

Dhaka

Telephone

01720086000

Alerts

Be the first to know and let us send you an email when Aromabd.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aromabd.Com:

Share

Category