Salauddin Specialized Hospital Ltd.

Salauddin Specialized Hospital Ltd. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Salauddin Specialized Hospital Ltd., Hospital, 44/A, Hatkhola Road, Wari, Dhaka.

26/10/2025

আস্থা ও বিশ্বাসের ফার্মেসি- সালাউদ্দিন ফার্মেসি

প্রতিদিন শত শত রোগী আসে এই হাসপাতাল প্রাঙ্গণে...
কেউ খোঁজে আরোগ্য, কেউ খোঁজে নিশ্চিন্ততা।
কিন্তু তাদের সুস্থতার পথে
এক নিঃশব্দ সহযোগী কাজ করে প্রতিদিন —
সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালের ফার্মেসি বিভাগ।

এখানে প্রতিটি প্রেসক্রিপশন যাচাই করেন অভিজ্ঞ ফার্মাসিস্টগণ,
যেন একটিও ভুল না হয়,
প্রতিটি ডোজ হয় একদম সঠিক।

Temperature-controlled স্টোরেজে
আমরা রাখি ওষুধের কার্যকারিতা সুরক্ষিত,
যাতে প্রতিটি ট্যাবলেট, প্রতিটি ইনজেকশন থাকে ১০০% নিরাপদ।

আমাদের কাছে নেই ভেজাল বা মেয়াদোত্তীর্ণ ওষুধের কোনো স্থান।
কারণ আমরা জানি —
রোগীর আস্থা, তার সুস্থতার মতোই অমূল্য।

২৪ ঘণ্টা খোলা আমাদের ফার্মেসি,
যাতে দিনের যে কোনো সময় আপনি পান নির্ভরযোগ্য সেবা।

সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালের ফার্মেসি —
শুধু ওষুধ নয়,
দিই যত্ন, নিরাপত্তা আর বিশ্বাসের নিশ্চয়তা।

প্রয়োজনে কল করুন: 09643252525
সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ
৪৪/এ, হাটখোলা রোড, টিকাটুলি, ওয়ারী, ঢাকা-১২০৩
ফোনঃ ০২-৯৫১১৩৬১, ০১৮৩৬৮৭৭৫৭৭

অনাকাঙ্ক্ষিত সমস্যা এড়াতে পাত্র-পাত্রী উভয়ের সম্মতিতে বিয়ের আগেই অনাগত ভবিষ্যতের কথা চিন্তুা করে রক্ত পরীক্ষা করা জরু...
26/10/2025

অনাকাঙ্ক্ষিত সমস্যা এড়াতে পাত্র-পাত্রী উভয়ের সম্মতিতে বিয়ের আগেই অনাগত ভবিষ্যতের কথা চিন্তুা করে রক্ত পরীক্ষা করা জরুরি। পাত্র-পাত্রীর থ্যালাসেমিয়া থাকলে তাদের সন্তানও এ রোগে আক্রান্ত হতে পারে। পাত্র বা পাত্রী যেকোনো একজনের দেহে হেপাটাইটিস-বি ভাইরাস থাকলে অন্য জনের আক্রান্ত হবার শঙ্কা থাকে। সেই সাথে অনাগত সন্তানের মধ্যেও রোগটি সংক্রমিত হতে পারে। রক্তের পরীক্ষা করলেই জানা যাবে পাত্র-পাত্রী কেউ সিফিলিসের জীবাণু বহন করছে কি না। ভিডিআরএল পরীক্ষায় যৌনরোগ আছে কি না, দেখা যাবে। সিফিলিসে আক্রান্ত বাবা-মায়ের সন্তান বিকলাঙ্গও হতে পারে। এছাড়া রক্ত পরীক্ষার মাধ্যমেই ধরা পড়বে এইডসের জীবাণু। তাই বিয়ের আগেই রক্ত পরীক্ষা করিয়ে নিশ্চিত হওয়া উচিত পাত্র কিংবা পাত্রীর কোনো সমস্যা আছে কি না।

সিরিয়ালের জন্য কল করুন: 09643252525

সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ
৪৪/এ, হাটখোলা রোড, টিকাটুলি, ওয়ারী, ঢাকা-১২০৩
ফোনঃ ০২-৯৫১১৩৬১, ০১৮৩৬৮৭৭৫৭৭

25/10/2025

হাড় ক্ষয় জয় করে নতুন জীবনের পথে মৌ

অনেকদিন ধরেই মৌ হাড় ক্ষয় রোগে (Osteoporosis) ভুগছিলেন। ব্যথা, দুর্বলতা আর চলাফেরায় কষ্ট—সব মিলিয়ে স্কুলের প্রিয় চাকরিটাও নিয়মিত করা সম্ভব হচ্ছিল না। ধীরে ধীরে জীবন থেমে যাচ্ছিল এক অদৃশ্য যন্ত্রণার কাছে।

কিন্তু হাল ছাড়েননি মৌ। চিকিৎসার পাশাপাশি সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট মুসা কালিমুল্লাহ সাহেবের তত্ত্বাবধানে নিয়মিত ফিজিওথেরাপি নিতে শুরু করেন তিনি। ধীরে ধীরে ব্যথা কমেছে, শরীরে ফিরেছে শক্তি ও আত্মবিশ্বাস।

এখন মৌ অনেকটাই সুস্থ, হাসিমুখে বললেন—
“আগে মনে হতো আমি আর হয়তো দাঁড়াতে পারব না, কিন্তু এখন আবার স্কুলের চাকরিতে ফিরতে পারবো। নিয়মিত থেরাপিই আমাকে নতুন জীবন দিয়েছে।”

সিরিয়ালের জন্য কল করুন: 09643252525
সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ
৪৪/এ, হাটখোলা রোড, টিকাটুলি, ওয়ারী, ঢাকা-১২০৩
ফোনঃ ০২-৯৫১১৩৬১, ০১৮৩৬৮৭৭৫৭৭

সালাউদ্দিন ফার্মেসী গুণগত মানসম্পন্ন সকল ধরনের ঔষধ সরবরাহ করে আসছে সুনামের সহিত। এখন আর ঔষধের জন্য যেতে হবে না দূরে। গুণ...
25/10/2025

সালাউদ্দিন ফার্মেসী গুণগত মানসম্পন্ন সকল ধরনের ঔষধ সরবরাহ করে আসছে সুনামের সহিত। এখন আর ঔষধের জন্য যেতে হবে না দূরে। গুণগত মানসম্পন্ন ঔষধ নিয়ে ২৪/৭ ঘণ্টা খোলা আছে আমাদের সালাউদ্দিন ফার্মেসী। এখান থেকেই আপনি পাবেন প্রয়োজনীয় সকল ঔষধ, হেলথ কেয়ার ইকুইপমেন্টসহ উন্নত মানের চিকিৎসা সরঞ্জাম।

প্রয়োজনে কল করুন: 09643252525

সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ
৪৪/এ, হাটখোলা রোড, টিকাটুলি, ওয়ারী, ঢাকা-১২০৩
ফোনঃ ০২-৯৫১১৩৬১, ০১৮৩৬৮৭৭৫৭৭

রোগীর সংকটাপন্ন মুহূর্তে তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিয়ে সারাদিন/রাত রোগীর পাশে আছে সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতালের জরুর...
25/10/2025

রোগীর সংকটাপন্ন মুহূর্তে তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিয়ে সারাদিন/রাত রোগীর পাশে আছে সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতালের জরুরি বিভাগ। সার্বক্ষণিক সেবা প্রদানকারী আমাদের জরুরি বিভাগে দক্ষ চিকিৎসক ও অভিজ্ঞ নার্সিং টিমের মাধ্যমে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান নিশ্চিত করা হয়। যে কোনো দুর্ঘটনা বা জরুরি অবস্থায় আমরা সদা প্রস্তুত।

সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ
৪৪/এ, হাটখোলা রোড, টিকাটুলি, ওয়ারী, ঢাকা-১২০৩
ফোনঃ ০২-৯৫১১৩৬১, ০১৮৩৬৮৭৭৫৭৭

আপনার স্বাস্থ্য সুরক্ষায় ডায়াবেটিসের লক্ষণগুলো দেখা দিলে অবহেলা না করে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা...
25/10/2025

আপনার স্বাস্থ্য সুরক্ষায় ডায়াবেটিসের লক্ষণগুলো দেখা দিলে অবহেলা না করে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে নিশ্চিন্তে চলে আসুন সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতালে।

সিরিয়ালের জন্য কল করুন: 09643252525

সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ
৪৪/এ, হাটখোলা রোড, টিকাটুলি, ওয়ারী, ঢাকা-১২০৩
ফোনঃ ০২-৯৫১১৩৬১, ০১৮৩৬৮৭৭৫৭৭

সুস্থ কিডনি আপনার স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিডনি রোগের লক্ষণগুলো বুঝে নেফ্রোলজিস্টের...
23/10/2025

সুস্থ কিডনি আপনার স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিডনি রোগের লক্ষণগুলো বুঝে নেফ্রোলজিস্টের চিকিৎসা নিলে কিডনি রোগের গুরুতর জটিলতা প্রতিরোধ করা সম্ভব।

সিরিয়ালের জন্য কল করুন: 09643252525

সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ
৪৪/এ, হাটখোলা রোড, টিকাটুলি, ওয়ারী, ঢাকা-১২০৩
ফোনঃ ০২-৯৫১১৩৬১, ০১৮৩৬৮৭৭৫৭৭

🎉 অভিনন্দন ও শুভেচ্ছা 🎉বিশিষ্ট হেমাটোলজিস্ট ডাঃ নুরুল ফরহাদ স্যারকেসহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্তির জন্য আন্তরিক অভ...
22/10/2025

🎉 অভিনন্দন ও শুভেচ্ছা 🎉
বিশিষ্ট হেমাটোলজিস্ট ডাঃ নুরুল ফরহাদ স্যারকে
সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্তির জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌸

রক্তরোগ চিকিৎসায় আপনার নিষ্ঠা, গবেষণামূলক কাজ এবং শিক্ষাক্ষেত্রে অবদান সত্যিই অনুকরণীয়।
আপনার এই পদোন্নতি শুধু একটি ব্যক্তিগত অর্জন নয়, বরং চিকিৎসা সমাজের জন্যও এক গর্বের বিষয়।

আপনার ভবিষ্যৎ পথ আরও সাফল্যে ও অবদানে সমৃদ্ধ হোক—এই কামনা করি। 💐

29/09/2025

“স্থূলতা বা Obesity—একটি নীরব মহামারী”
বিশিষ্ট এন্ডোক্রাইনোলজিস্ট ডা. বিমল কুমার আগরওয়ালা স্যার বলেন—
বর্তমান সময়ে স্থূলতা শুধু সৌন্দর্যের সমস্যা নয়, বরং এটি একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি। অতিরিক্ত ওজন আমাদের শরীরের ভেতরে নানা ধরনের জটিলতা তৈরি করে, যেমন – ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হরমোনের ভারসাম্যহীনতা ও কিছু ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

অস্বাস্থ্যকর খাবার, কম শারীরিক পরিশ্রম, অনিয়মিত ঘুম ও মানসিক চাপ স্থূলতার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম। ডা. আগরওয়ালা স্যারের মতে—“জীবনযাত্রায় ছোট ছোট পরিবর্তনই পারে বড় বিপদ ঠেকাতে।” নিয়মিত হাঁটা, সুষম খাদ্যাভ্যাস, চিনি ও ফাস্ট ফুড কম খাওয়া, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে স্থূলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

তিনি আরও বলেন—“স্থূলতা শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি পারিবারিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বের সঙ্গে দেখা উচিত। সচেতনতা ও সময়মতো চিকিৎসা গ্রহণ করলে সুস্থ ও পরিপূর্ণ জীবন পাওয়া সম্ভব।”

29/09/2025

আজ ২৯ সেপ্টেম্বর, বিশ্ব হার্ট দিবস।
আমাদের শরীরকে সুস্থ রাখতে সবচেয়ে জরুরি হলো একটি সুস্থ হৃদপিণ্ড। আর সুস্থ হৃদয়ের জন্য প্রয়োজন নিয়মিত ব্যায়াম, পরিমিত ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান পরিহার এবং সঠিক জীবনযাত্রা।

যদি আপনার হৃদপিণ্ডের স্বাস্থ্য নিয়ে কোনো প্রশ্ন থাকে বা আরও সচেতন হতে চান, তবে শুনতে পারেন সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. চয়ন সিংহের মূল্যবান আলোচনা।

সুস্থ হৃদয়, সুস্থ জীবন। ❤️

আজ ২৯ সেপ্টেম্বর, বিশ্ব হার্ট দিবস।শরীর সুস্থ রাখতে হার্টের সুস্থতা অনেক বেশি দরকার। আর সে জন্য দরকার স্বাস্থ্যকর জীবনযা...
29/09/2025

আজ ২৯ সেপ্টেম্বর, বিশ্ব হার্ট দিবস।
শরীর সুস্থ রাখতে হার্টের সুস্থতা অনেক বেশি দরকার। আর সে জন্য দরকার স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা। যদি আপনার হৃৎপিণ্ডের স্বাস্থ্য সম্পর্কে প্রশ্ন থাকে তাহলে দ্রুত একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

28/09/2025

🫀 বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বার্তা

প্রতিবছর ২৯শে সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব হার্ট দিবস। এ দিনটি আমাদের মনে করিয়ে দেয়— হৃদযন্ত্রের সুরক্ষার জন্য সচেতনতা গড়ে তোলা কতটা জরুরি। বর্তমানে হৃদরোগ বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ। অনিয়মিত জীবনযাপন, ধূমপান, স্থূলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং মানসিক চাপ হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ আবু সেলিম বলেন—
👉 নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা,
👉 সুষম খাদ্য গ্রহণ,
👉 দৈনিক কমপক্ষে ৩০ মিনিট হাঁটা বা ব্যায়াম,
👉 ধূমপান ও অ্যালকোহল থেকে বিরত থাকা,
👉 মানসিক চাপ নিয়ন্ত্রণ—
এসব অভ্যাস আমাদের হৃদযন্ত্রকে দীর্ঘদিন সুস্থ রাখতে সাহায্য করে।

আমরা সবাই যদি নিজের ও পরিবারের হৃদয়ের যত্নে সচেতন হই, তবে একটি সুস্থ হৃদয়, সুন্দর জীবন গড়ে তোলা সম্ভব।

28/09/2025

সেপ্টেম্বর মাস হলো বিশ্বব্যাপী পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS) সচেতনতার মাস।
নারীদের মধ্যে সবচেয়ে সাধারণ হরমোনজনিত সমস্যাগুলোর মধ্যে একটি হলো PCOS। অনিয়মিত মাসিক, ওজন বৃদ্ধি, ব্রণ, চুল পড়া কিংবা ভবিষ্যতে গর্ভধারণে জটিলতা—এসবই হতে পারে এর লক্ষণ।

সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালের প্রসূতী ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শামসুন নাহার স্বপ্না ম্যাম বলেন—
👉 সময়মতো রোগ নির্ণয়, জীবনধারায় পরিবর্তন এবং সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমেই PCOS নিয়ন্ত্রণ করা সম্ভব।

🌸 নারীদের সুস্থ জীবন ও ভবিষ্যতের জন্য সচেতন হোন, নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন।

Scientific Seminar on Update Management of Essential Newborn CareChairperson: Prof. Dr. M.R. KHANKeynote Speakers: Dr. M...
28/09/2025

Scientific Seminar on Update Management of
Essential Newborn Care

Chairperson: Prof. Dr. M.R. KHAN
Keynote Speakers: Dr. Md. Al Mamun Hossain
Dr. Rezaul Hasan Khan

Organized by: Salauddin Specialized Hospital Ltd.

27/09/2025

চোখের ছানি নিয়ে অবহেলা করলে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা বাড়ে।
দেশসেরা চক্ষু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে উন্নত ফ্যাকো মেশিনে সার্জারি করে চোখের ছানি সমস্যা দূর করতে আজই চলে আসুন সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতালে।

সিরিয়ালের জন্য এখনই কল করুন: 09643252525

সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ
৪৪/এ, হাটখোলা রোড, টিকাটুলি, ওয়ারী, ঢাকা-১২০৩
ফোনঃ ০২-৯৫১১৩৬১, ০১৮৩৬৮৭৭৫৭৭

দাঁত আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। দাঁতের সমসাকে ছোট মনে করে অবহেলা করলে ভবিষ্যতে সেটা খারাপ রোগ বা প্রাণঘাতি...
27/09/2025

দাঁত আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। দাঁতের সমসাকে ছোট মনে করে অবহেলা করলে ভবিষ্যতে সেটা খারাপ রোগ বা প্রাণঘাতি ক্যান্সারের দিকেও যেতে পারে। তাই, দাঁতের যেকোনো সমস্যার সমাধানে দক্ষ ডেন্টিস্টের মাধ্যমে প্রযুক্তিনির্ভর উন্নত চিকিৎসা সেবা পেতে আজই চলে আসুন সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতালের ডেন্টাল বিভাগে।

সিরিয়ালের জন্য এখনই কল করুন: 09643252525

সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ
৪৪/এ, হাটখোলা রোড, টিকাটুলি, ওয়ারী, ঢাকা-১২০৩
ফোনঃ ০২-৯৫১১৩৬১, ০১৮৩৬৮৭৭৫৭৭

24/09/2025

মোটা শরীর লিভারের জন্য ঝুঁকিপূর্ণ,
ওজন নিয়ন্ত্রণ করুন সঠিক নিয়মে।
হাঁটা, জগিং, সাইক্লিং অভ্যাস করুন,
লিভার হবে আরও শক্তিশালী।

23/09/2025
22/09/2025

স্ট্রোক পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা
কুমিল্লার মুদি ব্যবসায়ী ৬০ বছরের আব্দুল মান্নান সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত ঘাম ও মুখ দিয়ে লালা বের হওয়ার মতো গুরুতর উপসর্গ দেখা দিলে দ্রুত নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. আনোয়ার ইস্‌রাইল স্যারের শরণাপন্ন হন তিনি। পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, তিনি স্ট্রোক করেছেন। পরবর্তীতে ডা. আনোয়ার ইস্‌রাইল স্যারের পরামর্শে তিনি সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগে মুসা কালিমুল্লাহ স্যারের তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছেন। কেমন আছেন এখন মান্নান সাহেব—চলুন শুনে নেই তাঁর মেয়ের মুখ থেকেই।

সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন বাংলাদেশে।গাইনী, মেডিসিন, চাইল্ড, চক্ষু, ডেন্টাল - সহ যেকোনো সমস...
22/09/2025

সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন বাংলাদেশে।
গাইনী, মেডিসিন, চাইল্ড, চক্ষু, ডেন্টাল - সহ যেকোনো সমস্যায় নিশ্চিন্তে চলে আসুন সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতালে। যেকোনো অসুস্থতায় বিশ্বমানের চিকিৎসা সেবা নিয়ে আমাদের দেশসেরা বিশেষজ্ঞ ডাক্তাররা আছে আপনার পাশে। আপনার সুস্থতাই আমাদের অগ্রাধিকার।

সিরিয়ালের জন্য এখনই কল করুন: 09643252525

সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ
৪৪/এ, হাটখোলা রোড, টিকাটুলি, ওয়ারী, ঢাকা-১২০৩
ফোনঃ ০২-৯৫১১৩৬১, ০১৮৩৬৮৭৭৫৭৭

Address

44/A, Hatkhola Road, Wari
Dhaka
1203

Alerts

Be the first to know and let us send you an email when Salauddin Specialized Hospital Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Salauddin Specialized Hospital Ltd.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram