Salauddin Specialized Hospital Ltd.

Salauddin Specialized Hospital Ltd. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Salauddin Specialized Hospital Ltd., Hospital, 44/A, Hatkhola Road, Wari, Dhaka.

03/09/2025

২০ সপ্তাহের গর্ভাবস্থা মানে অর্ধেক পথ অতিক্রম। এ সময় মায়ের শরীরে বেশ কিছু লক্ষণ দেখা যায়—
পেট বড় হতে শুরু করে, শিশুর নড়াচড়া অনুভূত হয়, ক্ষুধা বেড়ে যায়, মাঝে মাঝে বদহজম, কোমর-পিঠে ব্যথা ও হালকা ফোলা হতে পারে।

এ সময়ে করণীয় কী?
নিয়মিত ডাক্তার দেখানো ও আলট্রাসনোগ্রাম করা খুব জরুরি। খাবারে রাখতে হবে দুধ, ফল, সবজি, মাছ, মাংস ও ডাল। আয়রন, ক্যালসিয়াম ও ফোলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট অবশ্যই খাবেন। প্রতিদিন হালকা হাঁটা বা ব্যায়াম করুন, আর পর্যাপ্ত বিশ্রাম ও ৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন। বাম পাশ হয়ে শোয়া সবচেয়ে ভালো।

যা যা এড়িয়ে চলতে হবে?
নিজের ইচ্ছায় কোনো ওষুধ নয়। ধূমপান, অ্যালকোহল, অতিরিক্ত জাঙ্ক ফুড ও ক্যাফেইন থেকে দূরে থাকুন। ভারী কাজ বা বেশি সময় দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলুন। আর সবচেয়ে জরুরি—চাপমুক্ত ও আনন্দে থাকার চেষ্টা করুন।

মনে রাখবেন—২০ সপ্তাহে সঠিক যত্নই নিশ্চিত করবে মা ও শিশুর সুস্থ ভবিষ্যৎ।

01/09/2025

চাঁদপুরের সালেহা বেগমের জটিল সমস্যার সমাধান করলেন ডাঃ শামসুর নাহার ম্যাম।

চাঁদপুরের সালেহা বেগম (বয়স ৪৫) দীর্ঘ এক বছর ধরে মাসিকের জটিল সমস্যায় ভুগছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণ, টিউমার (মায়োমা) ও সিস্ট ধরা পড়লেও সঠিক রোগ নির্ণয় হয়নি। বারবার চিকিৎসা নিয়েও আরোগ্য লাভ না করায় তিনি হতাশ হয়ে পড়েছিলেন। অবশেষে ডাঃ শামসুর নাহার ম্যাম সমস্যার মূল কারণ নির্ণয় করেন এবং অপারেশনের সিদ্ধান্ত নেন। সালেহা বেগমের চিকিৎসা যাত্রার বিস্তারিত আমরা শুনব সরাসরি ডাঃ শামসুর নাহার ম্যামের মুখ থেকে।

স্ত্রীরোগ, প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ লিপি সুলতানা ম্যাম সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় সালাউদ্দিন স্পেশাল...
01/09/2025

স্ত্রীরোগ, প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ লিপি সুলতানা ম্যাম
সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায়
সালাউদ্দিন স্পেশালাইজ্‌ড হাসপাতালের
পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

31/08/2025

| | ডায়ালাইসিস নিয়ে যতো ভুল ধারণা | |

আমাদের সমাজে ডায়ালাইসিস নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। অনেকে মনে করেন—ডায়ালাইসিস শুরু করলে আর কখনো বন্ধ করা যায় না, অথবা এতে জীবন দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু আসলে তা নয়। ডায়ালাইসিস হলো কিডনি বিকল রোগীদের জন্য একটি জীবনরক্ষাকারী চিকিৎসা।

অনেকে আবার ভাবে—ডায়ালাইসিস করলে শরীর দুর্বল হয়ে যায়, রক্ত নষ্ট হয়ে যায়, কিংবা সবসময় অসহ্য যন্ত্রণা পেতে হয়। কিন্তু সত্য হলো—ডায়ালাইসিস শরীর থেকে বিষাক্ত পদার্থ ও অতিরিক্ত পানি বের করে রোগীকে সতেজ রাখে। শুধু সূঁচ ঢোকানোর সময় সামান্য ব্যথা হয়, আর রক্তও শরীরে ফেরত দেওয়া হয়, নষ্ট হয় না।

আরেকটি প্রচলিত ভুল ধারণা হলো—ডায়ালাইসিস খুব ব্যয়বহুল এবং শুধু ধনী মানুষের পক্ষে করা সম্ভব। বাস্তবে এখন বাংলাদেশে অনেক সাশ্রয়ী মূল্যে সরকারি ও বেসরকারি হাসপাতালে নিয়মিত ডায়ালাইসিস সেবা পাওয়া যাচ্ছে।

তাই ভয় নয়—সঠিক তথ্য জানুন, চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। ডায়ালাইসিস রোগীদের জন্য জীবন থেমে যায় না, বরং নতুনভাবে বেঁচে থাকার সুযোগ তৈরি হয়।”

#ডায়ালাইসিস #ডায়ালাইসিস_সচেতনতা #কিডনি_চিকিৎসা #কিডনি_স্বাস্থ্য #কিডনি_রোগী #স্বাস্থ্য_সচেতনতা #কিডনি_চিকিৎসা_বাংলাদেশ

27/08/2025

| | সালাউদ্দিন স্পেশালাইজ্‌ড হাসপাতালের ফিজিওথেরাপী ডিপার্মেন্ট | |
স্ট্রোক বা প্যারালাইসের রোগী, কোমর ব্যথা, হাঁটু ব্যথা কিংবা জয়েন্টের দীর্ঘদিনের সমস্যায় যারা ভুগছেন—তাদের জন্য নির্ভরযোগ্য সমাধান দিচ্ছে সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালের ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট।

এখানে রয়েছে আধুনিক ফিজিওথেরাপি মেশিন, ট্র্যাকশন, আল্ট্রাসাউন্ড থেরাপি, ইলেক্ট্রোথেরাপি, হিট ও কোল্ড থেরাপি সহ বিভিন্ন আন্তর্জাতিক মানের ট্রিটমেন্ট সুবিধা।

প্রতিটি রোগীর জন্য করা হয় আলাদা অ্যাসেসমেন্ট, এবং অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধানে তৈরি হয় কাস্টমাইজড ট্রিটমেন্ট প্ল্যান। ফলে শুধু ব্যথা কমানোই নয়, বরং সমস্যার মূল কারণ নির্ণয় করে রোগীকে ফিরিয়ে আনা হয় স্বাভাবিক জীবনে।

রোগীর সেফটি ও কমফোর্টকে সর্বাধিক গুরুত্ব দিয়ে, এখানে প্রতিটি থেরাপি সেশন পরিচালনা করা হয় সায়েন্টিফিক এবং এভিডেন্স-বেইজড প্রটোকল মেনে।

আপনার বা আপনার প্রিয়জনের যদি থাকে কোমর, হাঁটু বা জয়েন্টের যেকোনো সমস্যা—তাহলে আজই যোগাযোগ করুন সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালের ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে। ব্যথামুক্ত জীবন শুরু হোক এখান থেকেই।"*

#ফিজিওথেরাপি #কোমরব্যথা #হাঁটুব্যথা #জয়েন্টব্যথা #ফিজিওথেরাপিচিকিৎসা #ব্যথামুক্তজীবন #পেইনরিলিফ #আধুনিকচিকিৎসা

25/08/2025

নব বিবাহিতদের জন্য জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।

নব বিবাহিতদের জন্য জন্মনিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ বিষয়।
বিশিষ্ট গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ শিরিন পারভীন আলম ম্যাম বলছেন—
প্রথম জীবনে সঠিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি মা ও সন্তানের ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি।
পিল, কনডম, ইঞ্জেকশন কিংবা দীর্ঘমেয়াদী পদ্ধতি—যেটাই হোক, সঠিকটি বেছে নিতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
কারণ প্রত্যেকের শারীরিক অবস্থা ভিন্ন, তাই জন্মনিয়ন্ত্রণের সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে।

#জন্মনিয়ন্ত্রণ #নবদম্পতি #প্রসূতিচিকিৎসা #সুস্থপরিবার

25/08/2025

“মাত্র ৫০ টাকায় চোখের সম্পূর্ণ পরীক্ষা – আজই আসুন!”

👁️ চোখের যত্ন এখন সহজ ও সাশ্রয়ী 👁️
প্রতিদিনের কাজের চাপে চোখে ঝাপসা দেখা, অস্বস্তি কিংবা দীর্ঘদিন চোখ পরীক্ষা না করানো—এসব ছোট সমস্যা বড় বিপদের কারণ হতে পারে।

✨ এখন আর চিন্তা নয়! সালাউদ্দিন স্পেশালাইজ্‌ড হাসপাতাল দিচ্ছে মাত্র ৫০ টাকায় চোখের চিকিৎসা সেবা।
👉 শুধুমাত্র অভিজ্ঞ ওপিডি ডাক্তারদের সরাসরি পরামর্শ
👉 আধুনিক যন্ত্রপাতি দিয়ে চোখের সম্পূর্ণ পরীক্ষা
👉 সর্বনিম্ন খরচে আন্তর্জাতিক মানের সেবা

আমরা বিশ্বাস করি—চোখ সুস্থ থাকলেই জীবন হবে সুন্দর।
তাই আজই চলে আসুন সালাউদ্দিন স্পেশালাইজ্‌ড হাসপাতালে।

👨‍⚕️ আপনার চোখের সমস্যার সমাধান এখানেই।
সালাউদ্দিন স্পেশালাইজ্‌ড হাসপাতাল – "আপনার বিশ্বাস, আমাদের দায়িত্ব।"

20/08/2025

🦴 সুস্থ জয়েন্ট, সুস্থ জীবন 🦴
আর্থ্রাইটিস একটি সাধারণ কিন্তু নীরব শত্রু, যা ধীরে ধীরে জয়েন্টকে ক্ষতিগ্রস্ত করে। সময়মতো সনাক্ত করতে না পারলে এটি দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলতে পারে।

👉 দ্রুত সনাক্তকরণই রোগ নিরাময়ের প্রথম ধাপ।
👉 জয়েন্টে ব্যথা, ফুলে যাওয়া বা নড়াচড়া করতে অসুবিধা হলে অবহেলা করবেন না।
👉 প্রাথমিক পর্যায়ে সঠিক চিকিৎসা নিলে জয়েন্টকে দীর্ঘ সময় সুস্থ রাখা সম্ভব।

🌿 সুস্থ জয়েন্ট মানেই সুস্থ জীবন — সচেতন থাকুন, সক্রিয় থাকুন।

19/08/2025

🦟 চিকুনগুনিয়া: করণীয় ও প্রতিকার 🦟
চিকুনগুনিয়া একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ, যা হঠাৎ জ্বর, তীব্র জয়েন্ট পেইন, মাথাব্যথা, ত্বকে লাল দাগ এবং প্রচণ্ড দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়। বেশিরভাগ ক্ষেত্রেই এটি প্রাণঘাতী নয়, তবে সময়মতো যত্ন না নিলে দীর্ঘমেয়াদী জয়েন্ট ব্যথায় ভুগতে হতে পারে।

এই ভিডিওতে আলোচনা করা হয়েছে—
✅ চিকুনগুনিয়ার প্রধান লক্ষণ
✅ রোগ হলে করণীয়
✅ চিকিৎসকের পরামর্শে কীভাবে ওষুধ গ্রহণ করবেন
✅ মশার কামড় থেকে বাঁচার উপায়

👉 মনে রাখবেন, প্রতিরোধই সবচেয়ে বড় সুরক্ষা। তাই মশার বংশবিস্তার রোধ করুন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখুন।

#চিকুনগুনিয়া

18/08/2025

চোখ—মানুষের দেহের সবচেয়ে সংবেদনশীল ও মূল্যবান অঙ্গগুলোর একটি। পৃথিবীর সব সৌন্দর্য, রঙ, আলো আর প্রিয়জনের মুখ আমরা দেখি চোখের মাধ্যমে। অথচ এই অমূল্য সম্পদটিকে আমরা অনেক সময় অবহেলা করি।

আজকের আধুনিক জীবনে দীর্ঘ সময় মোবাইল, কম্পিউটার ও টেলিভিশনের দিকে তাকিয়ে থাকার কারণে চোখের উপর অস্বাভাবিক চাপ পড়ে। এর ফলে দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখ শুষ্ক হওয়া, মাথাব্যথা বা ঝাপসা দেখা—এসব সমস্যা ক্রমেই বাড়ছে। আবার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা বয়সজনিত কারণে ছানি, গ্লকোমা, রেটিনার সমস্যা ইত্যাদি চোখের স্থায়ী ক্ষতি করতে পারে। মনে রাখতে হবে, চোখের ক্ষতি একবার হলে তা ফিরিয়ে আনা প্রায় অসম্ভব।

তাই চোখের প্রতি যত্নশীল হওয়া মানেই নিজের জীবনকে সুন্দর রাখা।"

18/08/2025

আন্তর্জাতিকমানের স্বাস্থ্যসেবা এখন হাতের নাগালে!
উন্নত প্রযুক্তি, আধুনিক অবকাঠামো এবং দক্ষ চিকিৎসক টিমের সমন্বয়ে আপনার ও আপনার পরিবারের আন্তর্জাতিকমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সালাউদ্দিন স্পেশালাইজ্‌ড হাসপাতাল সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। দেশসেরা বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ ও চিকিৎসা পেতে নিশ্চিন্তে চলে আসুন সালাউদ্দিন স্পেশালাইজ্‌ড হাসপাতালে।

সিরিয়ালের জন্য এখনই কল করুন: 09643252525

সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ
৪৪/এ, হাটখোলা রোড, টিকাটুলি, ওয়ারী, ঢাকা-১২০৩
ফোনঃ ০২-৯৫১১৩৬১, ০১৮৩৬৮৭৭৫৭৭

Address

44/A, Hatkhola Road, Wari
Dhaka
1203

Alerts

Be the first to know and let us send you an email when Salauddin Specialized Hospital Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Salauddin Specialized Hospital Ltd.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram