Salauddin Specialized Hospital Ltd.

Salauddin Specialized Hospital Ltd. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Salauddin Specialized Hospital Ltd., Hospital, Dhaka.

মাত্র ৫০ টাকায় চোখের ডাক্তার!আপনার দৃষ্টিই আপনার শক্তি - আপনার চোখের যত্ন নিন আজই!মাত্র ৫০ টাকায় চোখের ডাক্তার দেখিয়ে চ...
12/07/2025

মাত্র ৫০ টাকায় চোখের ডাক্তার!
আপনার দৃষ্টিই আপনার শক্তি - আপনার চোখের যত্ন নিন আজই!

মাত্র ৫০ টাকায় চোখের ডাক্তার দেখিয়ে চোখের সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা গ্রহণ করুন আমাদের দেশসেরা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে। চোখের ভিতরে প্রদাহ বা যেকোনো সমস্যা নিয়ে আর দেরি না করে চলে আসুন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা নিতে।

প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
সিরিয়ালের জন্য কল করুন: 09643252525

সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ
৪৪/এ, হাটখোলা রোড, টিকাটুলি, ওয়ারী, ঢাকা-১২০৩
ফোনঃ ০২-৯৫১১৩৬১, ০১৮৩৬৮৭৭৫৭৭

আজ বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতিবছর ১১ জুলাই দিবসটি বিশ্বব্যাপী উদযাপিত হয়। অধিক হারে জনসংখ্যা বৃদ্ধি একটি দেশের দারিদ্র্য...
10/07/2025

আজ বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতিবছর ১১ জুলাই দিবসটি বিশ্বব্যাপী উদযাপিত হয়। অধিক হারে জনসংখ্যা বৃদ্ধি একটি দেশের দারিদ্র্য, খাদ্য সঙ্কট, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার নিম্নমান, নিম্ন সঞ্চয় তথা মূলধন গঠন, অপুষ্টি তথা নিম্ন কর্মদক্ষতা ইত্যাদিকে মারাত্মকভাবে প্রভাবিত করে। যদি এই জনসংখ্যাকেই শিক্ষা-দীক্ষা, কর্মদক্ষতা ও প্রযুক্তিগতভাবে সহায়তা করা যায় তাহলে এই জনসংখ্যাই একদিন রূপান্তরিত হতে পারে জনসম্পদে।

ডাঃ মোঃ হারুন-অর-রশিদএমবিবিএস, এমডি (ফিজিক্যাল মেডিসিন-বিএসএমএমইউ)এফসিপিএস (ফিজিক্যাল মেডিসিন)ইডিসি (বারডেম), ডি.অ্যাজমা...
10/07/2025

ডাঃ মোঃ হারুন-অর-রশিদ
এমবিবিএস, এমডি (ফিজিক্যাল মেডিসিন-বিএসএমএমইউ)
এফসিপিএস (ফিজিক্যাল মেডিসিন)
ইডিসি (বারডেম), ডি.অ্যাজমা (ইংল্যান্ড)
ফেলোশিপ ইন ইন্টারভেনসনাল পেইন ম্যানেজমেন্ট (ইন্ডিয়া)
ফেলোশিপ অন পালমোনারি রিহ্যাবেলিটেশন (দক্ষিন কোরিয়া)
রোগী দেখার সময়সূচিঃ
প্রতি রবি থেকে বৃহস্পতিবার
বিকাল ৫.৩০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত
৫ম তলা, রুম নং-৫০৫

10/07/2025

আমাদের অত্যাধুনিক গাইনী ডিপার্টমেন্ট থেকে পিরিয়ড থেকে শুরু করে প্রেগন্যান্সি সমস্যাসহ নারীদের সকল গাইনী সমস্যার সমাধানে সবসময় নিয়োজিত আছে দেশসেরা গাইনোকলজিস্ট ডাক্তারগণ। গাইনী সমস্যার সমাধানে বিশ্বমানের চিকিৎসা পেতে নিশ্চিন্তে চলে আসুন সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতালে।
সিরিয়ালের জন্য এখনই কল করুন: 09643252525
সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ
৪৪/এ, হাটখোলা রোড, টিকাটুলি, ওয়ারী, ঢাকা-১২০৩
ফোনঃ ০২-৯৫১১৩৬১, ০১৮৩৬৮৭৭৫৭৭

ইসিজি (ECG) বা ইলেক্ট্রোকার্ডিওগ্রাম এমন একটি পরীক্ষা, যা হৃদপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ পরীক্ষা করা হয়। এটি বিশেষ করে ...
10/07/2025

ইসিজি (ECG) বা ইলেক্ট্রোকার্ডিওগ্রাম এমন একটি পরীক্ষা, যা হৃদপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ পরীক্ষা করা হয়। এটি বিশেষ করে হৃদরোগ নির্ণয়ের জন্য খুবই সহায়ক। এটি হৃদস্পন্দনের গতি এবং খুব দ্রুত বা অনিয়মিত স্পন্দন শনাক্ত করতে সাহায্য করে। হার্ট অ্যাটাকের সময় হৃদপেশীতে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, তা নির্ণয়ের জন্য ইসিজি পরীক্ষার মাধ্যমে দ্রুত ফলাফল পাওয়া যায়। ইসিজি হৃদপেশীর বিভিন্ন সমস্যা নির্ণয় করতে সহায়তা করে। বিশেষ করে পূর্বে হার্ট অ্যাটাকের কারণে হওয়া ক্ষতি শনাক্ত করতে পারে। উল্লেখিত লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে ইসিজি পরীক্ষা করতে চলে আসুন সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতালে।
এখনই কল করুন: 01329732983
সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ
৪৪/এ, হাটখোলা রোড, টিকাটুলি, ওয়ারী, ঢাকা-১২০৩
ফোনঃ ০২-৯৫১১৩৬১, ০১৮৩৬৮৭৭৫৭৭

09/07/2025

🧬 হরমোন ও হরমোনজনিত সমস্যা:
হরমোন হলো দেহের রাসায়নিক বার্তাবাহক, যা শরীরের নানা অঙ্গ-প্রত্যঙ্গে গুরুত্বপূর্ণ সংকেত পৌঁছে দেয়। এগুলো মূলত অন্তঃস্রাবী গ্রন্থি থেকে নিঃসৃত হয় যেমন থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনাল, ওভারিজ ও প্যানক্রিয়াস।

🔍 সাধারণ হরমোনজনিত সমস্যা:

📉 থাইরয়েড সমস্যা (হাইপো/হাইপারথাইরয়েডিজম)

♀️ পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (PCOS)

😰 হরমোনজনিত উদ্বেগ, হতাশা

🩸 অনিয়মিত পিরিয়ড

⚖️ ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া

😓 অল্প পরিশ্রমে ক্লান্তি

🔥 হট ফ্ল্যাশ বা রাত্রে ঘাম হওয়া (মেনোপজ/পেরিমেনোপজ)

💡 উপায় কী?
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস, মানসিক প্রশান্তি ও চিকিৎসকের পরামর্শ হরমোন ব্যালেন্স রাখার মূল চাবিকাঠি।

📌 বিশেষ দ্রষ্টব্য:
কোনো লক্ষণ উপেক্ষা না করে দ্রুত একজন এন্ডোক্রিনোলজিস্ট চিকিৎসকের পরামর্শ নিন।

সিরিয়ালের জন্য এখনই কল করুন: 09643 25 25 25

সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ
৪৪/এ, হাটখোলা রোড, টিকাটুলি, ওয়ারী, ঢাকা-১২০৩
ফোনঃ ০২-৯৫১১৩৬১, ০১৮৩৬৮৭৭৫৭৭

ঐতিহাসিক বার্ষিক ইনক্রিমেন্ট ঘোষণায় আমরা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত। এই অনন্য উদ্যোগ শুধু আমাদের জীবনে আশার আলো জ্বাল...
09/07/2025

ঐতিহাসিক বার্ষিক ইনক্রিমেন্ট ঘোষণায় আমরা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত। এই অনন্য উদ্যোগ শুধু আমাদের জীবনে আশার আলো জ্বালালো না, বরং কর্মের প্রতি দায়বদ্ধতাকেও আরও দৃঢ় করলো।
চীফ এডভাইজার প্রফেসর ডাঃ এম.আর. খান স্যার এবং জি.এম স্যার, আপনাদের দৃষ্টিভঙ্গি ও মানবিক নেতৃত্বে আমরা গর্বিত। ফুলেল শুভেচ্ছা ও নিরন্তর শ্রদ্ধা আপনাদের প্রতি।

এখন আর নমুনা পরীক্ষা করানোর জন্য হাসপাতালে যেতে হবে না। একটি মাত্র ফোন কলেই আমাদের ইজি প্যাথের দক্ষ কর্মীরা নমুনা সংগ্রহ...
09/07/2025

এখন আর নমুনা পরীক্ষা করানোর জন্য হাসপাতালে যেতে হবে না। একটি মাত্র ফোন কলেই আমাদের ইজি প্যাথের দক্ষ কর্মীরা নমুনা সংগ্রহ করতে দ্রুত সময়ে পৌঁছে যাবে আপনার ঠিকানায়।
এখনই কল করুন: 01329732983
সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ
৪৪/এ, হাটখোলা রোড, টিকাটুলি, ওয়ারী, ঢাকা-১২০৩
ফোনঃ ০২-৯৫১১৩৬১, ০১৮৩৬৮৭৭৫৭৭

ডায়াবেটিস, থাইরয়েড, স্থূলতা, ও অন্যান্য হরমোনজনিত সমস্যায়নিয়মিত এন্ডোক্রাইনোলজিস্ট চিকিৎসকের পরামর্শ নিলে হৃদরোগ, স্ট্রো...
08/07/2025

ডায়াবেটিস, থাইরয়েড, স্থূলতা, ও অন্যান্য হরমোনজনিত সমস্যায়
নিয়মিত এন্ডোক্রাইনোলজিস্ট চিকিৎসকের পরামর্শ নিলে হৃদরোগ, স্ট্রোক,নানাবিধ সংক্রমণ,কিডনি-লিভারের সমস্যা, চর্মরোগসহ, বহু জটিল রোগ পরিহার করা সম্ভব।
হরমোনজনিত যেকোন সমস্যায় অত্র হাসপাতালে রয়েছেন
বিশিষ্ট এন্ডোক্রাইনোলজিস্ট

ডাঃ বিমল কুমার আগরওয়ালা
এমবিবিএস, ডিএএম (বারডেম)
ডায়াবেটিস, থাইরয়েড, স্থুলতা ও হরমোন বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল।

সিরিয়ালের জন্য যোগাযোগ করুনঃ ৯৪৬৩ ২৫ ২৫ ২৫
Salauddin Specialized Ltd.
44/A, Hatkhola Road, Tikatuli, Wari, Dhaka-1203

08/07/2025

সুস্থ জীবনধারা ও দীর্ঘায়ুর জন্য নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা এবং সময়মতো মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে জ্বর, দুর্বলতা বা ক্লান্তি, শ্বাসকষ্ট বা বুকের ব্যথা, নিয়মিত মাথা ব্যথা, হাড়ব্যথা, গ্যাস্ট্রিক সমস্যা, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, সংক্রমণ এবং ইনফেকশনজনিত রোগসহ যেকোনো শারীরিক সমস্যা বা উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চলে আসুন আমাদের দেশসেরা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে।
সিরিয়ালের জন্য এখনই কল করুন: 09643252525
সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ
৪৪/এ, হাটখোলা রোড, টিকাটুলি, ওয়ারী, ঢাকা-১২০৩
ফোনঃ ০২-৯৫১১৩৬১, ০১৮৩৬৮৭৭৫৭৭

07/07/2025

একজন O (-) নেগেটিভ রক্তের গ্রুপের মায়ের লড়াই।

"একজন O (-) নেগেটিভ রক্তের গ্রুপের মা। আগেও একটি মেয়েকে পৃথিবীর আলো দেখিয়েছেন। এবার আবারও তিনি গর্ভবতী, কিন্তু চ্যালেঞ্জটা বিশাল। রক্তের গ্রুপের জটিলতা, সিজারের প্রস্তুতি—সবকিছুই যেন এক অদৃশ্য ভয় ডেকে আনে। রক্তের ডোনার খুঁজেও পাওয়া গেল না! কিন্তু ডাক্তার লিপি সুলতানা আর তাঁর দক্ষ টিম হাল ছাড়লেন না।

সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালের অপারেশন থিয়েটারে শুরু হলো এক অসাধারণ লড়াই। ডাঃ লিপির নির্দেশে অ্যানেস্থেশিয়া, সার্জারি, নার্সিং—সবই চলল পুঙ্খানুপুঙ্খ সমন্বয়ে। রক্তের অভাব? না, তা তাঁদের দমাতে পারেনি! দক্ষ হাতে, নিখুঁত পরিকল্পনায় অপারেশন চলল—এক ফোঁটা রক্তের অপচয় না করে।

আর শেষে... সেই স্বপ্নীল মুহূর্ত! অপারেশন সফল। একটি সুস্থ শিশুর কান্নায় ভেসে গেল পুরো রুম। মা নিরাপদ, শিশু সুস্থ। আজই বাড়ি ফিরছেন উভয়ে। ডাঃ লিপি ও তাঁর টিম প্রমাণ করলেন—আধুনিক চিকিৎসাবিজ্ঞান আর মানবিক দক্ষতা যখন এক হয়, অসম্ভবও সম্ভব হয়। এই গল্প শুধু একটি সফল ডেলিভারির নয়, এ এক সাহস, আত্মবিশ্বাস আর মানবতার জয়ের গল্প!"_ ✨

06/07/2025

⚠️ ফ্যাটি লিভার: নীরব ঘাতক – সচেতনতা আর পুষ্টি হোক বাঁচার উপায়!

ফ্যাটি লিভার, বা লিভারে চর্বি জমা হওয়া, বর্তমানে এক ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন, যার বেশিরভাগই জানেন না যে তারা এতে ভুগছেন। সময়মতো চিকিৎসা না নিলে এটি সিরোসিস, লিভার ফেইলিওর এমনকি লিভার ক্যান্সারের মতো মরণব্যাধিতে রূপ নিতে পারে।

👉 ফ্যাটি লিভার নিরাময়ে শুধুমাত্র ওষুধ নয়, দরকার সঠিক খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রম।
👉 কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো – পরিমিত ও পুষ্টিকর খাবার নির্বাচন।

আজ আমাদের সঙ্গে আছেন পুষ্টিবিদ শাইমা জাহান, যিনি আলোচনা করবেন –
✅ কোন খাবারগুলো ফ্যাটি লিভারের জন্য ক্ষতিকর,
✅ কোন খাবারগুলো লিভারের চর্বি কমাতে সহায়ক,
✅ কীভাবে দিনের খাবার পরিকল্পনা করলে লিভার থাকবে সুস্থ।

🟢 স্বাস্থ্যই সম্পদ। নিজের ও প্রিয়জনের জীবনকে ঝুঁকিমুক্ত রাখতে জেনে নিন ফ্যাটি লিভারের পুষ্টি-ভিত্তিক সমাধান।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Salauddin Specialized Hospital Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Salauddin Specialized Hospital Ltd.:

Share