Salauddin Specialized Hospital Ltd.

Salauddin Specialized Hospital Ltd. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Salauddin Specialized Hospital Ltd., Hospital, 44/A, Hatkhola Road, Wari, Dhaka.

10/12/2025

কোমড় ব্যথা থেকে মুক্ত হওয়ার গল্প।
দীর্ঘদিন ধরে অফিসে বসে কাজ করার কারণে তীব্র কোমরব্যথায় ভুগছিলেন আমাদের রোগী। হাঁটাচলা, কাজ–কর্ম—সবই যেন ধীরে ধীরে কষ্টকর হয়ে উঠছিল। অবশেষে তিনি ফিজিওথেরাপি নেওয়ার সিদ্ধান্ত নেন।

নিয়মিত সেশন, সঠিক ব্যায়াম আর বিশেষজ্ঞ থেরাপিস্টদের যত্নে—আজ তিনি পুরোপুরি সুস্থ। ব্যথামুক্ত জীবনে ফিরে এসে তিনি নিজের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেছেন এই ভিডিওতে।

আপনিও যদি দীর্ঘসময় বসে কাজের কারণে কোমর, ঘাড় বা পিঠের ব্যথায় ভুগে থাকেন—তাহলে এই ভিডিওটি আপনার জন্যই।
স্বাস্থ্যই আসল সম্পদ—সময়মতো সঠিক থেরাপি নিন, সুস্থ থাকুন।

09/12/2025

ডায়াবেটিস—নীরব ঘাতক।
সময়মতো নিয়ন্ত্রণ না করলে চোখ, কিডনি, স্নায়ু, হার্ট—সবকিছুতেই আঘাত হানতে পারে।

এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই আজ মূল্যবান মতামত দিচ্ছেন
বিশিষ্ট এন্ডোক্রাইনোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট
ডাঃ বিমল কুমার আগরওয়ালা স্যার।

ডায়াবেটিসের জটিলতা কীভাবে শুরু হয়, কোন লক্ষণগুলো অবহেলা করা বিপজ্জনক, এবং সঠিক সময়ে চিকিৎসা নিলে কীভাবে এসব জটিলতা প্রতিরোধ করা যায়—সবকিছু সহজভাবে তুলে ধরেছেন তিনি।

👉 নিয়মিত ফলো-আপ
👉 সঠিক ডায়েট
👉 মনিটরিং
👉 লাইফস্টাইল ম্যানেজমেন্ট

প্রতিটি ধাপ কেন এত গুরুত্বপূর্ণ—তা জানতেও সম্পূর্ণ ভিডিওটি দেখুন।

সুস্থ থাকুন, সচেতন থাকুন।

শীতের সময়টায় প্রায় সবার ক্ষেত্রেই নিউমোনিয়া, সর্দি-কাশি, ফ্লু এবং বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগের ঝুঁকি বেড়ে যায়। তাপম...
09/12/2025

শীতের সময়টায় প্রায় সবার ক্ষেত্রেই নিউমোনিয়া, সর্দি-কাশি, ফ্লু এবং বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগের ঝুঁকি বেড়ে যায়। তাপমাত্রার পরিবর্তন ও শুষ্ক বাতাস সব মিলিয়ে এই মৌসুমে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তাই, সিজনাল রোগ থেকে নিরাপদ থাকতে আমাদের দেশসেরা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ ও চিকিৎসা সেবা গ্রহণ করুন। সুরক্ষিত থাকুন, সুস্থভাবে বাঁচুন।

সিরিয়ালের জন্য কল করুন: 09643252525

সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ
৪৪/এ, হাটখোলা রোড, টিকাটুলি, ওয়ারী, ঢাকা-১২০৩
ফোনঃ ০২-৯৫১১৩৬১, ০১৮৩৬৮৭৭৫৭৭

রক্তে উচ্চ মাত্রায় কোলেস্টেরল থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। উচ্চ কোলেস্টেরল হার্টের ধমনীতে প্লাক জমে ...
09/12/2025

রক্তে উচ্চ মাত্রায় কোলেস্টেরল থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। উচ্চ কোলেস্টেরল হার্টের ধমনীতে প্লাক জমে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত করে, যা হার্টের স্বাভাবিক কার্যকারিতা ক্ষতিগ্রস্ত করে। ফলে হতে পারে হার্ট অ্যাটাক। তাই, জীবন রক্ষায় কোলেস্টেরল নিয়ন্ত্রিত রাখতে আমাদের দেশসেরা কার্ডিওলজিস্টের পরামর্শ ও চিকিৎসা নিতে চলে আসুন সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতালে।

সিরিয়ালের জন্য কল করুন: 09643252525

সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ
৪৪/এ, হাটখোলা রোড, টিকাটুলি, ওয়ারী, ঢাকা-১২০৩
ফোনঃ ০২-৯৫১১৩৬১, ০১৮৩৬৮৭৭৫৭৭

জীবন অনেক মূল্যবান। হঠাৎ করেই যেন সেই মূল্যবান জীবন থেমে না যায় সেই দিকে খেয়াল রাখার দায়িত্বটাও আপনার। তাই স্ট্রোকের ...
09/12/2025

জীবন অনেক মূল্যবান। হঠাৎ করেই যেন সেই মূল্যবান জীবন থেমে না যায় সেই দিকে খেয়াল রাখার দায়িত্বটাও আপনার। তাই স্ট্রোকের লক্ষণগুলো বোঝা মাত্রই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও উন্নত চিকিৎসা নিতে দ্রুত চলে আসুন সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতালে।

সিরিয়ালের জন্য কল করুন: 09643252525

সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ
৪৪/এ, হাটখোলা রোড, টিকাটুলি, ওয়ারী, ঢাকা-১২০৩
ফোনঃ ০২-৯৫১১৩৬১, ০১৮৩৬৮৭৭৫৭৭

বিশ্বব্যাপী হার্ট ফেইলিউর মানুষের মৃত্যুর প্রধানতম কারণ। এটি একটি জটিল সমস্যা, যা হলে হার্টের রক্ত পাম্প করার ক্ষমতা কমে...
09/12/2025

বিশ্বব্যাপী হার্ট ফেইলিউর মানুষের মৃত্যুর প্রধানতম কারণ। এটি একটি জটিল সমস্যা, যা হলে হার্টের রক্ত পাম্প করার ক্ষমতা কমে যায়। তাই, এর লক্ষণ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা নিতে চলে আসুন আমাদের কাছে।
সিরিয়ালের জন্য কল করুন: 09643252525

সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ
৪৪/এ, হাটখোলা রোড, টিকাটুলি, ওয়ারী, ঢাকা-১২০৩
ফোনঃ ০২-৯৫১১৩৬১, ০১৮৩৬৮৭৭৫৭৭

দাঁত আপনার সৌন্দর্যের প্রতীক তাই দাঁত থাকতে দাঁতের মর্ম অনুধাবন করা উচিৎ। দাঁতের যেকোনো সমস্যায় সালাউদ্দিন স্পেশালাইজ্ড...
09/12/2025

দাঁত আপনার সৌন্দর্যের প্রতীক তাই দাঁত থাকতে দাঁতের মর্ম অনুধাবন করা উচিৎ। দাঁতের যেকোনো সমস্যায় সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতালের ডেন্টাল বিভাগের দেশসেরা অভিজ্ঞ ডেন্টিস্ট আছে দাঁতের যত্ন, চিকিৎসা ও প্রয়োজনীয় টিপস নিয়ে আপনার পাশে।

সিরিয়ালের জন্য কল করুন: 09643252525

সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ
৪৪/এ, হাটখোলা রোড, টিকাটুলি, ওয়ারী, ঢাকা-১২০৩
ফোনঃ ০২-৯৫১১৩৬১, ০১৮৩৬৮৭৭৫৭৭

সালাউদ্দিন স্পেশালাইজ্‌ড হাসপাতাল লিঃ এর মেডিসিন বিভাগের কনসালটেন্টডাঃ ফয়সাল খান স্যারের বাবা মোঃ শাহ আলম খান সাহেব গত ৫...
08/12/2025

সালাউদ্দিন স্পেশালাইজ্‌ড হাসপাতাল লিঃ এর মেডিসিন বিভাগের কনসালটেন্ট
ডাঃ ফয়সাল খান স্যারের বাবা মোঃ শাহ আলম খান সাহেব গত ৫/১২/২০২৫ ইং দুপুর ১২.৪৫ মিনিটে ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের মৃত্যুতে সালাউদ্দিন হাসপাতাল পরিবার গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

08/12/2025

মানসিক চাপ থেকে মুক্তি হওয়ার উপায়।
মানসিক চাপ— আজকের ব্যস্ত জীবনের এক নীরব শত্রু।
এই চাপ দীর্ঘদিন ধরে থাকলে শুধু মনের উপরই নয়, হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতার ঝুঁকি বাড়ায়।

👉 ঠিক এমনই গুরুত্বপূর্ণ বিষয়— “মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায়” নিয়ে আজ মূল্যবান মতামত দিচ্ছেন দেশের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. চয়ন সিংহ।

এপিসোডটিতে তিনি ব্যাখ্যা করছেন—

মানসিক চাপ কিভাবে হৃদপিণ্ডে প্রভাব ফেলে

দৈনন্দিন জীবনে কোন অভ্যাসগুলো স্ট্রেস কমাতে সাহায্য করে

ঘুম, ব্যায়াম, খাদ্যাভ্যাস ও মাইন্ডফুলনেসের বাস্তব টিপস

হঠাৎ মানসিক চাপ বেড়ে গেলে কী করবেন

মানসিক সুস্থতা রক্ষা করলে হৃদয়ও থাকে সুস্থ।
ডা. চয়ন সিংহের পরামর্শ আপনাকে নিজের জীবনযাপনে ছোট কিছু পরিবর্তনের মাধ্যমে বড় উন্নতি আনতে অনুপ্রাণিত করবে।

06/12/2025

যে ভুলগুলো গর্ভাবস্থায় করা উচিত নয়
গর্ভাবস্থা একটি সংবেদনশীল সময়—একটি ছোট ভুলও বড় জটিলতার কারণ হতে পারে।
ঠিক কোন ভুলগুলো এড়িয়ে চললে মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করা যায়,
সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই আজ বিস্তারিত আলোচনা করছেন
বিশিষ্ট গাইনি ও অবস্টেট্রিক্স বিশেষজ্ঞ
ডা. শামসুন নাহার স্বপ্না ম্যাডাম।

এই আলোচনায় থাকছে—
🔹 গর্ভধারণের সঠিক গ্যাপ
🔹 অপ্রয়োজনীয় সিজারিয়ানের ঝুঁকি
🔹 টুইন প্রেগন্যান্সির বিশেষ সতর্কতা
🔹 নিয়মিত চেকআপ ও কাউন্সেলিংয়ের গুরুত্ব
🔹 হাই-রিস্ক প্রেগন্যান্সিতে করণীয়

মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনি জানতে পারবেন
কোন ভুলগুলো গর্ভাবস্থায় কখনই করা উচিত নয়—এবং কেন।

সালাউদ্দিন স্পেশালাইজড্ হাসপাতালে লিঃ -এর  আল্ট্রাসনোগ্রাফী বিভাগের সনোলজিস্ট ডাঃ নুভিয়া নূরাইন শহিদ-এর বাবা মোঃ শহিদ হো...
06/12/2025

সালাউদ্দিন স্পেশালাইজড্ হাসপাতালে লিঃ -এর আল্ট্রাসনোগ্রাফী বিভাগের সনোলজিস্ট ডাঃ নুভিয়া নূরাইন শহিদ-এর বাবা মোঃ শহিদ হোসেন সাহেব গত ৫/১২/২০২৫ রাত ১১:০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন।
মরহুমের মৃত্যুতে সালাউদ্দিন হাসপাতাল পরিবার গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

30/11/2025

লিভোথাইরক্সিন সেবনের নিয়ম।
“থাইরয়েড রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ ‘লিভোথাইরক্সিন’—কিভাবে, কখন এবং কতটা সেবন করলে সর্বোচ্চ উপকার পাওয়া যায়, সে বিষয়ে আজ বিস্তারিত দিকনির্দেশনা দিয়েছেন বিশিষ্ট এন্ডোক্রিনোলজিস্ট ডাঃ বিমল কুমার আগরওয়ালা স্যার।
সঠিক নিয়ম মেনে ওষুধ সেবনই সুস্থতার প্রথম ধাপ—জেনে নিন প্রয়োজনীয় সতর্কতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ।”

Address

44/A, Hatkhola Road, Wari
Dhaka
1203

Alerts

Be the first to know and let us send you an email when Salauddin Specialized Hospital Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Salauddin Specialized Hospital Ltd.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram