26/10/2025
আস্থা ও বিশ্বাসের ফার্মেসি- সালাউদ্দিন ফার্মেসি
প্রতিদিন শত শত রোগী আসে এই হাসপাতাল প্রাঙ্গণে...
কেউ খোঁজে আরোগ্য, কেউ খোঁজে নিশ্চিন্ততা।
কিন্তু তাদের সুস্থতার পথে
এক নিঃশব্দ সহযোগী কাজ করে প্রতিদিন —
সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালের ফার্মেসি বিভাগ।
এখানে প্রতিটি প্রেসক্রিপশন যাচাই করেন অভিজ্ঞ ফার্মাসিস্টগণ,
যেন একটিও ভুল না হয়,
প্রতিটি ডোজ হয় একদম সঠিক।
Temperature-controlled স্টোরেজে
আমরা রাখি ওষুধের কার্যকারিতা সুরক্ষিত,
যাতে প্রতিটি ট্যাবলেট, প্রতিটি ইনজেকশন থাকে ১০০% নিরাপদ।
আমাদের কাছে নেই ভেজাল বা মেয়াদোত্তীর্ণ ওষুধের কোনো স্থান।
কারণ আমরা জানি —
রোগীর আস্থা, তার সুস্থতার মতোই অমূল্য।
২৪ ঘণ্টা খোলা আমাদের ফার্মেসি,
যাতে দিনের যে কোনো সময় আপনি পান নির্ভরযোগ্য সেবা।
সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালের ফার্মেসি —
শুধু ওষুধ নয়,
দিই যত্ন, নিরাপত্তা আর বিশ্বাসের নিশ্চয়তা।
প্রয়োজনে কল করুন: 09643252525
সালাউদ্দিন স্পেশালাইজ্ড হাসপাতাল লিঃ
৪৪/এ, হাটখোলা রোড, টিকাটুলি, ওয়ারী, ঢাকা-১২০৩
ফোনঃ ০২-৯৫১১৩৬১, ০১৮৩৬৮৭৭৫৭৭