Bangladesh Graduate Medical Laboratory Technologist Association - BGMLTA

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Bangladesh Graduate Medical Laboratory Technologist Association - BGMLTA

Bangladesh Graduate Medical Laboratory Technologist Association - BGMLTA our page help to improve Graduate Medical Laboratory science profession life.

দেখতে পারেন।
17/06/2022

দেখতে পারেন।

কমদামে বিক্রি হয়।কম সময়ে নির্ভূল রিপোর্ট।
15/09/2021

কমদামে বিক্রি হয়।কম সময়ে নির্ভূল রিপোর্ট।

স্বল্প মূল্যে বিক্রি করা হয়।সহজ হরমোন টেস্ট পদ্ধতি। অন্যান্য মেশিন থেকে রিপোর্ট এর মান ভালো। লাইফটাইম ফ্রি সার্ভিস। ২৪ ঘন্টা ফ্রি সার্ভিস।

24/08/2021
28/02/2021

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্যে পাবো নাকো একটু সহানুভূতি।।
আমি আপনার সহযোগিতায় কিছু কিডনি রুগে আক্রান্ত এবং মরণব্যধি ক্যান্সার রুগীকে সাহায্য করতে চাই। কেউ চাইলে ইনবক্সে যোগাযোগ করুন দয়া করে।।

মানুষ মানুষের জন্য।জীবন জীবনের জন্য পাবো নাকো একটু সহানুভূতি। আমি সবার সহযোগিতায় কিছু অসহায় গরীব কিডনি রুগি এবং ক্যান্সা...
28/02/2021

মানুষ মানুষের জন্য।জীবন জীবনের জন্য পাবো নাকো একটু সহানুভূতি।
আমি সবার সহযোগিতায় কিছু অসহায় গরীব কিডনি রুগি এবং ক্যান্সার রোগিদের সাহায্য করতে চাই। কেউ চাইলে ইনবক্সে যোগাযোগ করুন তাড়াতাড়ি।

আসল ইউরোপীয়ান অরিজিন এর বায়োকেমিস্টি মেশিন কমদামে কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন।আপনি মনে রাখবেন আসল যে কোন ইউরোপীয়ান  অ...
08/12/2020

আসল ইউরোপীয়ান অরিজিন এর বায়োকেমিস্টি মেশিন কমদামে কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন।আপনি মনে রাখবেন আসল যে কোন ইউরোপীয়ান অরিজিন বায়োকেমিস্টি সেমি অটো মেশিন ২০০০০০/- নিচে কেউ সেল করতে পারবে না।এখন অনেক চায়না মেশিনে ইউরোপীয় কোন দেশের স্টিকার মেরে ১০০০০০-১২০০০০/- টাকায় বিক্রি করে যা মোটেও ভালমানের না।আবার অনেক কোম্পানি বলে,তাদের কোম্পানি অামেরিকা কিন্তু কারখানা চায়না। কিন্তু এটা কোনদিন ইউরোপীয় দেশের মত মানসম্মত হয় না।আপনি দেখে শুনে কোম্পানির নাম ওয়েবসাইট দেখে কনর্ফাম হয়ে তবেই মেশিন কিনুন।কারণ মনে রাখবেন আপনার একটা রিপোর্ট এর উপর একটা রোগীর জীবন নির্ভর করে। হয়ত ঐ রোগীটি আপনার অনেক কাছের লোক।
Mobile -- 01303536115
AMP(Austria).

কমদামে ডিবাইস হরমোন মেশিন(POCT)। রিপোর্ট মান ভাল,সহজ পদ্ধতি, কম সময়ে রিপোর্ট প্রদান,কম খরচমোবাইলঃ01303536115.
01/12/2020

কমদামে ডিবাইস হরমোন মেশিন(POCT)। রিপোর্ট মান ভাল,সহজ পদ্ধতি, কম সময়ে রিপোর্ট প্রদান,কম খরচ
মোবাইলঃ01303536115.

09/07/2020

আগামীকাল করোনা রিপোর্টে ই বুঝা যাবে এটা আসলে কর্মবিরতি নাকি ফটোসেশন।আশাবাদী ভাল কিছুর জন্য।।

28/06/2020

কে শুনে কার কথা।নিজেদের অধিকার নিজেকেই আদায় করে নিতে হবে।ঠেলা ধাক্কার ঘর খোদায় রক্ষা কর এখন হল আমাদের টেকনোলজি জাতির অবস্থা। আমাদের নেতার কোন অভাব নাই কাজের কোন খবর নাই।কোন নেতা কারি গরু কে নিয়ে ব্যস্ত,কোন নেতা নিজের ইনকাম ধান্দায় ব্যস্ত,আবার কোন নেতা নিজেকে বাঁচানোর জন্য তটস্থ।

04/06/2020

মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কে কি বুঝালো এটা যেমন আমার জানার বিষয় না।কিন্তু আমি কিভাবে এদেশে বেচে আছি এটা আপনার জানার বিষয় কারন আপনি দেশের প্রধান মন্ত্রী, দেশের সমস্ত কিছুই আপনার উপর বর্তায়।আজ আমার পরিবার খুশিতে আটখানা হয়ে আমাকে ফোনে বলতেছে তোমাদের নিয়োগ তো হয়ে যাবে কিন্তু আমি বললাম ওটা আমাদের না ওটা অন্যদের মূহুর্তে তাদের খুশির উপলক্ষটা চলে গেল।মাননীয় প্রধান মন্ত্রী আমরা গ্রাজুয়েট মেডিকেল টেকনলোজিরা ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি অর্জন করে এখন সরকারি চাকুরির বয়স চলে যাচ্ছে। আমরা কারোর কাছে দান দক্ষিণা,ভিক্ষা চাই না,চাই একটা বৈধ নিয়োগ যেখানে আমরা অন্যান্য পেশার ন্যায় মেধার বৃত্তিতে চাকুরীর জন্য পরীক্ষা দিব।কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই সৌভাগ্য আর হল না মনে হয়।তাই আমি বলতে চাই একটা পরিবার কে ধ্বংস করতে পারেন না। এর জন্য আপনি,আপনার স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য মন্রণালয় এর কিছু লোকজন আজীবন দায়ী থাকবে।আমার অপরাধ আমি কেন এই বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করলাম, আমি কেন এই পেশায় আসলাম।।

25/05/2020

আমাদের ঈদ কি?।আমাদের সংস্কৃতির সাথে ঈদের সম্পর্ক কি?।মায়া,মমতা, ভালবাসার কাছে আসার উপলক্ষ। মা সন্তানের,সন্তান তার বাপের, বন্ধু তার বন্ধুর জন্য অপেক্ষার প্রহর গোনা।সব সমাপ্তির শেষ উপলক্ষ এই পবিত্র ঈদ।মহামারীর কারণে অনেকে এই ঈদটা তার পরিবারের সাথে কাটানো হয় নাই।মনে লোকায়ত কষ্ট হয়ত কেউ দেখতে পারে না।তবুও ঈদ বয়ে আনুক সবার মাঝে আনন্দের বার্তা,খুশির উপলক্ষ এই দোয়া করি।সবাই কে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশাকরি এই মহামারী কেটে আবারও খুশিতে ভরে উঠুক আমাদের চারপাশ।। আল্লাহ সবাইকে ক্ষমা কর।আমিন।।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Graduate Medical Laboratory Technologist Association - BGMLTA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram