Modern Dental Care

Modern Dental Care Dental Treatment And Consultation

21/10/2023
শিশুদের অসময়ে দাঁত পড়ার অপকারিতা শিশুদের জন্মের পর ৬ মাস বয়স থেকে দাঁত উঠা শুরু করে যেটাকে দুধ দাঁত বলা হয়ে থাকে। এই দুধ...
03/01/2023

শিশুদের অসময়ে দাঁত পড়ার অপকারিতা

শিশুদের জন্মের পর ৬ মাস বয়স থেকে দাঁত উঠা শুরু করে যেটাকে দুধ দাঁত বলা হয়ে থাকে। এই দুধ দাঁত পড়ে গিয়ে স্থায়ী দাঁতের আগমন শুরু হয় শিশুর ৬ বৎসর বয়স থেকে। প্রত্যেকটি দুধ দাঁত পড়ার একটি নির্দিষ্ট সময় থাকে। যদি এই সময়ের আগে অথবা পরে দুধ দাঁত পড়ে যায় তবে শিশু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। আজকের এ পর্বে আমরা আলোচনা করবো শিশুর অসময়ে দুধ দাঁত পড়ার অপকারিতা সম্পর্কে-

১. শিশুর দাঁত নির্দিষ্ট সময়ের আগে পড়ে গেলে স্থায়ী দাঁতের গঠন অসম্পূর্ণ থেকে যায়, যার ফলে মাড়ির ঘনত্ব বেড়ে যায় এবং স্থায়ী দাঁত উঠতে অনেক বেশি সময় লেগে যায়। অনেক সময় স্থায়ী দাঁত না উঠলে সার্জারির মাধ্যমে মাড়ি কেটে দাঁত উঠতে সহায়তা করতে হয়।
২. চোয়াল একটি নির্দিষ্ট পরিমাপে বৃদ্ধি পায় সঠিক সময়ে দুধ দাঁত পড়ার মাধ্যমে। অসময়ে দুধ দাঁত পড়া এবং স্থায়ী দাঁত উঠার মাধ্যমে একটি অসামঞ্জস্য দেখা দেয়, যার ফলে পরবর্তীতে আঁকা বাঁকা দাঁতের গঠন দেখা দেয়।
৩. দুধ দাঁত দন্তক্ষয়জনিত কারণে বেশি আগে পড়ে গেলে মাড়ির দৈর্ঘ্য কমে যায়, যার ফলে অনেক সময় স্থায়ী দাঁত চোয়ালে আটকে থাকে এবং সার্জারির মাধ্যমে বের করে আনতে হয়।
৪. দুধ দাঁত নির্দিষ্ট সময়ে না পড়লে, দুধ দাঁতের পিছে স্থায়ী দাঁত উঠে যায় এবং দুধ দাঁতটি লক হয়ে যায়, যেটি পরবর্তীতে দন্তচিকিৎসকের মাধ্যমে ফেলতে হয়।
৫. অসময়ে বাচ্চাদের মাড়ির দাঁত পড়ার কারণে সঠিকভাবে খাবার চিবিয়ে খেতে পারে না, যার ফলে পুষ্টিতে একটি ব্যাপক ঘাটতি দেখা যায়।
৬. ব্যায়বহুল আঁকা বাঁকা দাঁতের চিকিৎসার অন্যতম প্রধান কারণ, অসময়ে দুধ দাঁত পড়া ও সঠিক সময়ে স্থায়ী দাঁত না উঠা।

এছাড়াও দুধ দাঁত অসময়ে পড়ার অনেক অপকারিতা রয়েছে। এ সকল সমস্যা সঠিক সময়ে দন্তচিকিৎসকের পরামর্শের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। প্রত্যেকটি দুধ দাঁত পড়ার এবং স্থায়ী দাঁত উঠার একটি নির্দিষ্ট সময় থাকে যা সম্পর্কে শিশুদন্ত বিশেষজ্ঞ এবং প্রত্যেকটি বিডিএস ডিগ্রিধারী দন্তচিকিৎসকের ধারণা থেকে থাকে। আপনার শিশুকে প্রতি ৬ মাস অন্তর দন্ত চিকিৎসক দ্বারা পরীক্ষা করুন এবং শিশু দন্তবিশেষজ্ঞের পরামর্শ নিন।

ডাঃ কে. এন. জামান কমল
বিডিএস, এমএসসি ইন পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি পি.জি.টি. ফেলোশিপ (কিউসনিচ- ব্যাংকক)
এক্স রিসার্চ ফেলো- তোকুশিমা ইউনিভার্সিটি (জাপান)
সহকারী অধ্যাপক, ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ
দন্তরোগ বিশেষজ্ঞ এবং শিশুদন্ত বিশেষজ্ঞ

ঠিকানা:

মর্ডাণ ডেন্টাল কেয়ার
ঠিকানা: ৩১, গ্রীন রোড, ম্যাক খান টাওয়ার (২য় তলা), গ্রীন লাইফ হাসপাতালের পাশে, ধানমন্ডি, ঢাকা ১২০৫

যোগাযোগ: 01913171524 (এপয়েন্টমেন্ট এর জন্য)

27/03/2020

শিশুর দাঁত ব্যাথা এবং বাচ্চাদের দাঁতের ক্ষয় রোধে করণীয়

11/01/2020
19/09/2019

স্টেইনলেস স্টিল ক্রাউন

বাচ্চাদের দন্তক্ষয় একটি দ্রুত বৃদ্ধিশীল ব্যাকটেরিয়াজনিত রোগ, যা প্রাথমিক অবস্থায় নিবারণ করা না গেলে সম্পূর্ণ দাঁতটি ক্ষয় হয়ে যায়। এ সময় খাবার সম্পূর্ণ রূপ এ চিবিয়ে খেতে না পারায় অপুষ্টিজনিত রোগ দেখা দেয়। এতে বাচ্চাদের শরীরের ওজন দিন দিন কমতে থাকে এবং বাচ্চারা দীর্ঘকালস্থায়ী রোগ আক্রান্ত হয়।

বাচ্চাদের মাড়ির দুধ দাঁত সাধারণত ১০-১২ বৎসর বয়সে পড়া আরম্ভ করে এবং স্থায়ী দাঁতের আগমন ঘটে। কিন্তু অনেক সময় দেখা যায় যে ৪-৫ বৎসর বয়সে বাচ্চাদের দাঁত দন্তক্ষয় দ্বারা আক্রান্ত হয়ে ক্ষয় হয়ে যায় এবং দাঁত ও মুখগহবরে ইনফেকশন দেখা যায়। এসময় শিশুদের সুস্থ শরীরের জন্য দন্তক্ষয় এর চিকিৎসা করা জরুরি হয়ে পরে। যেহেতু দাঁতগুলো ৭-৮ বৎসর মুখগহবরে থাকবে তাই দাঁতগুলোকে সম্পূর্ণরূপে পুনর্গঠন করা জরুরি হয়ে পরে।

স্টেইনলেস স্টিল ক্রাউন এমন একটি চিকিৎসা প্রক্রিয়া যা দিয়ে বাচ্চাদের দাঁত পুনর্গঠন করা সম্ভব। এটি সম্পূর্ণ ব্যথামুক্ত একটি প্রক্রিয়া যা দ্বারা অল্প সময়ের মধ্যে দাঁতটিকে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। এটি সর্বপ্রথম আবিষ্কার হয় ১৯৫০ সালে আমেরিকাতে। বর্তমান বিশ্বে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অত্যন্ত জনপ্রিয় চিকিৎসা প্রক্রিয়া এটি। বর্তমানে বাংলাদেশে কিছু শিশু দন্তরোগ বিশেষজ্ঞ এ প্রক্রিয়াটি অবলম্বন করে থাকেন। এটি দীর্ঘস্হায়ী প্রক্রিয়া যা দাঁত পরে যাওয়া না পর্যন্ত মুখগহবরে নিখুঁত অবস্থায় থাকে এবং শিশুদের মুখের ইনফেকশন প্রতিরোধ করে ও খাবার সম্পূর্ণরূপে এ চিবিয়ে খেতে সহায়তা করে।

ডা. কে. এন. জামান কমল
বিডিএস(ডি.ইউ), এমএসসি ইন ক্লিনিকাল পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি (মাহিদুল ইউনিভার্সিটি, থাইল্যান্ড)
পোস্ট গ্রাডুয়েশন ট্রেনিং ইন পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি (বিএসএমএমইউ), ফেলোশিপ ( কিউসনিচ- ব্যাংকক)
দন্তচিকিৎসক এবং শিশুদন্ত বিশেষজ্ঞ
প্রভাষক, ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ
মর্ডাণ ডেন্টাল কেয়ার
যোগাযোগ: 01675212991

12/09/2019

শিশুদের দন্তক্ষয়: সচেতনতা ও প্রতিরোধ

শিশুদের দন্তক্ষয় কি?

শিশুদের দন্তক্ষয় একটি ব্যাকটেরিয়াজনিত রোগ যার কারণে দাঁতের শক্ত আবরণ এনামেল ও ডেনটিন ক্ষয় হয়ে যায় এবং দন্তমজ্জা উন্মুক্ত হয়ে পরে। দন্তমজ্জা দাঁতের একটি অত্যন্ত সংবেদনশীল অংশ যা উন্মুক্ত হয়ে গেলে অত্যাধিক ব্যথা অনুভূত হয়।
বর্তমান বিশ্বে দন্তক্ষয় শিশুদের অন্যতম প্রধান সমস্যার মধ্যে একটি, যা নিবারণ করা অত্যন্ত জরুরি।

দন্তক্ষয় এর কারণ:

বৈজ্ঞানিকভাবে দন্তক্ষয় এর কারণ এখনো সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি তবে দন্তক্ষয়মূলত ৪টি কারণে হতে পারে তথা-
১) চিনিযুক্ত মিষ্টি খাবার ( যেমন: চকলেট, মিষ্টি, পেস্ট্রি, বিস্কিট ইত্যাদি )
২) ব্যাকটেরিয়া এর উপস্থিতি
৩) দুর্বল দাঁতের গঠন
৪) দন্তক্ষয় শুরু হবার জন্য পর্যাপ্ত সময়।

দন্তক্ষয় এর লক্ষণসমূহ:

প্রাথমিক পর্যায়ে দন্তক্ষয় একটি গর্তের মাধ্যমে সনাক্ত করা যেতে পারে যেটি সাধারণত খাবার দ্বারা আবৃত থাকে। এ সময় শুধু মাত্র খাবার জমে থাকা ব্যাতিত অন্য কোনো উপসর্গ দেখা যায় না।
সময়মতো দন্তক্ষয়ের চিকিৎসা না করলে এটি ক্রমাগত ভেতরের দিকে অগ্রসর হয়ে দন্তমজ্জা কে উন্মুক্ত করে দেয়। দন্তমজ্জা উন্মুক্ত হলে ব্যথা অনুভূত হতে শুরু করে। এ সময় শিশুদের খাদ্যাভ্যাসে অনিয়ম দেখা দেয় এবং অনেক সময় ব্যথার কারণে শিশু রাতে ঘুমাতে পারে না। এ সময় দন্তক্ষয় এর চিকিৎসা করা অত্যাবশ্যক হয়ে পরে। অতঃপর চিকিৎসা না নিলে দাঁতটি সম্পূর্ণরুপে ক্ষয় হয়ে যায়।

সচেতনতা এবং প্রতিরোধ:

যথাসময়ে পর্যাপ্ত পরিমাণ সচেতনতা অবলম্বন করে শিশুদের দন্তক্ষয় অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। শিশুদের সঠিক মুখগহ্ববরের যত্ন এবং পরিচর্যা দন্তক্ষয় এর প্রতিরোধক হিসেবে কাজ করে।
১) দৈনিক ২ বার সকালে খাবার পরে এবং রাতে ঘুমানোর পূর্বে সঠিক পরিমান টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করাতে হবে।
২) প্রত্যহ খাবার পরে বাচ্চাদের জোরে জোরে কুলি করতে উৎসাহিত করতে হবে।
৩) দৈনিক ডেন্টাল ফ্লস ব্যবহারের অভ্যাস করাতে হবে।
৪) প্রতি ৬ মাস অন্তর শিশু দন্ত বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।


ডা. কে. এন. জামান কমল
বিডিএস(ডি.ইউ), এমএসসি ইন ক্লিনিকাল পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি (মাহিদুল ইউনিভার্সিটি, থাইল্যান্ড)
দন্তচিকিৎসক এবং শিশুদন্ত বিশেষজ্ঞ
প্রভাষক, ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ
মর্ডাণ ডেন্টাল কেয়ার
যোগাযোগ: 01675212991

05/09/2019

ডেন্টাল সিলেন্ট কি?
শিশুদের মাড়ীর স্থায়ী দাঁত উঠতে শুরু করে ৬-৭ বছর বয়স থেকে। বাচ্চাদের মাড়ীর দাঁতে সরু এবং চিকন গর্ত থাকে যা অত্যন্ত সংবেদনশীল হয়। গর্ত গুলো এতই সরু হয়ে থাকে যে টুথব্রাশের ব্রিসল পৌছাতে পারে না। যার ফলে খাদ্যকনা জমে থেকে দন্তক্ষয় হতে শুরু করে এবং এক পর্যায়ে ব্যথা করতে আরম্ভ করে। উল্লেখ্য যে, শিশুদের এই দাঁতটি মাড়ীর প্রধান দাঁত হয়ে থাকে এবং খাদ্যকনা চিবানোতে অনেক বড় ভুমিকা পালন করে থাকে। ডেন্টাল সিলেন্ট একটি বিদেশী অত্যাধুনিক উপাদান যা দারা দাঁতের সকল গর্ত সমুহ বন্ধ করে দেয়া হয়। এটি একটি ব্যথামুক্ত প্রক্রিয়া যা অতি কম সময়ে এবং কম খরচে করা যায় ।

ডেন্টাল সিলেন্ট এর উপকারিতা:
ডেন্টাল সিলেন্ট এমন একটি প্রক্রিয়া যা দিয়ে শিশুদের স্থায়ী দাঁত গুলোকে দন্তক্ষয় হতে সুরক্ষিত করা যায়। দন্তক্ষয় একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ যা সঠিক চিকিৎসা না করালে দাঁত সম্পুর্নরুপে ক্ষয় হয়ে যায় এবং যার চিকিৎসা ব্যয়বহুল। ডেন্টাল সিলেন্ট একটি প্রক্রিয়া, যা একদিকে সময় এবং অন্যদিকে মূল্য সাশ্রয়ী। ডেন্টাল সিলেন্ট খাদ্যকনা জমে থাকতে বাধা দেয়, যার ফলে নতুন করে দন্তরোগ সুচনা হওয়ার অবকাশ থাকে না। শিশুদের স্থায়ী দাঁত উঠার সাথে সাথে শিশু দন্ত বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং ডেন্টাল সিলেন্ট ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতের অনাকাঙ্খিত দন্তক্ষয় প্রতিরোধ করুন।

ডা. কে. এন. জামান কমল
বিডিএস(ডি.ইউ), এমএসসি ইন ক্লিনিকাল পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি (মাহিদুল ইউনিভার্সিটি, থাইল্যান্ড)
দন্তচিকিৎসক এবং শিশুদন্ত বিশেষজ্ঞ
প্রভাষক, ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ
মর্ডাণ ডেন্টাল কেয়ার
যোগাযোগ: 01675212991

03/09/2019
শিশুদের দাঁতের যত্নে টুথপেস্টের ব্যবহার
28/08/2019

শিশুদের দাঁতের যত্নে টুথপেস্টের ব্যবহার

Address

31 & 33 Green Road
Manda
1205

Opening Hours

Monday 16:00 - 20:30
Tuesday 16:00 - 20:30
Wednesday 16:00 - 20:30
Thursday 16:00 - 20:30
Friday 09:00 - 12:00
Saturday 16:00 - 20:30
Sunday 16:00 - 20:30

Telephone

+8801675212991

Website

Alerts

Be the first to know and let us send you an email when Modern Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Modern Dental Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram