03/01/2023
শিশুদের অসময়ে দাঁত পড়ার অপকারিতা
শিশুদের জন্মের পর ৬ মাস বয়স থেকে দাঁত উঠা শুরু করে যেটাকে দুধ দাঁত বলা হয়ে থাকে। এই দুধ দাঁত পড়ে গিয়ে স্থায়ী দাঁতের আগমন শুরু হয় শিশুর ৬ বৎসর বয়স থেকে। প্রত্যেকটি দুধ দাঁত পড়ার একটি নির্দিষ্ট সময় থাকে। যদি এই সময়ের আগে অথবা পরে দুধ দাঁত পড়ে যায় তবে শিশু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। আজকের এ পর্বে আমরা আলোচনা করবো শিশুর অসময়ে দুধ দাঁত পড়ার অপকারিতা সম্পর্কে-
১. শিশুর দাঁত নির্দিষ্ট সময়ের আগে পড়ে গেলে স্থায়ী দাঁতের গঠন অসম্পূর্ণ থেকে যায়, যার ফলে মাড়ির ঘনত্ব বেড়ে যায় এবং স্থায়ী দাঁত উঠতে অনেক বেশি সময় লেগে যায়। অনেক সময় স্থায়ী দাঁত না উঠলে সার্জারির মাধ্যমে মাড়ি কেটে দাঁত উঠতে সহায়তা করতে হয়।
২. চোয়াল একটি নির্দিষ্ট পরিমাপে বৃদ্ধি পায় সঠিক সময়ে দুধ দাঁত পড়ার মাধ্যমে। অসময়ে দুধ দাঁত পড়া এবং স্থায়ী দাঁত উঠার মাধ্যমে একটি অসামঞ্জস্য দেখা দেয়, যার ফলে পরবর্তীতে আঁকা বাঁকা দাঁতের গঠন দেখা দেয়।
৩. দুধ দাঁত দন্তক্ষয়জনিত কারণে বেশি আগে পড়ে গেলে মাড়ির দৈর্ঘ্য কমে যায়, যার ফলে অনেক সময় স্থায়ী দাঁত চোয়ালে আটকে থাকে এবং সার্জারির মাধ্যমে বের করে আনতে হয়।
৪. দুধ দাঁত নির্দিষ্ট সময়ে না পড়লে, দুধ দাঁতের পিছে স্থায়ী দাঁত উঠে যায় এবং দুধ দাঁতটি লক হয়ে যায়, যেটি পরবর্তীতে দন্তচিকিৎসকের মাধ্যমে ফেলতে হয়।
৫. অসময়ে বাচ্চাদের মাড়ির দাঁত পড়ার কারণে সঠিকভাবে খাবার চিবিয়ে খেতে পারে না, যার ফলে পুষ্টিতে একটি ব্যাপক ঘাটতি দেখা যায়।
৬. ব্যায়বহুল আঁকা বাঁকা দাঁতের চিকিৎসার অন্যতম প্রধান কারণ, অসময়ে দুধ দাঁত পড়া ও সঠিক সময়ে স্থায়ী দাঁত না উঠা।
এছাড়াও দুধ দাঁত অসময়ে পড়ার অনেক অপকারিতা রয়েছে। এ সকল সমস্যা সঠিক সময়ে দন্তচিকিৎসকের পরামর্শের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। প্রত্যেকটি দুধ দাঁত পড়ার এবং স্থায়ী দাঁত উঠার একটি নির্দিষ্ট সময় থাকে যা সম্পর্কে শিশুদন্ত বিশেষজ্ঞ এবং প্রত্যেকটি বিডিএস ডিগ্রিধারী দন্তচিকিৎসকের ধারণা থেকে থাকে। আপনার শিশুকে প্রতি ৬ মাস অন্তর দন্ত চিকিৎসক দ্বারা পরীক্ষা করুন এবং শিশু দন্তবিশেষজ্ঞের পরামর্শ নিন।
ডাঃ কে. এন. জামান কমল
বিডিএস, এমএসসি ইন পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি পি.জি.টি. ফেলোশিপ (কিউসনিচ- ব্যাংকক)
এক্স রিসার্চ ফেলো- তোকুশিমা ইউনিভার্সিটি (জাপান)
সহকারী অধ্যাপক, ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ
দন্তরোগ বিশেষজ্ঞ এবং শিশুদন্ত বিশেষজ্ঞ
ঠিকানা:
মর্ডাণ ডেন্টাল কেয়ার
ঠিকানা: ৩১, গ্রীন রোড, ম্যাক খান টাওয়ার (২য় তলা), গ্রীন লাইফ হাসপাতালের পাশে, ধানমন্ডি, ঢাকা ১২০৫
যোগাযোগ: 01913171524 (এপয়েন্টমেন্ট এর জন্য)