We Are One Blood Donation Service BD

We Are One  Blood Donation Service BD We Are One Is A Blood Donate Group In Bangladesh
Contact Number: 01949752003, 01780445888, 01625124124.

We Are One Blood Donet Service And Sajib Smrity Foundation Is A Social Work In Bangladesh.

রক্ত জীবনের প্রতিশব্দ ,

কিছু কনিকা সমন্বয়ে গঠিত এ অমূল্য তরল সচল রাখে প্রান , সচল রাখে মানব শরীরের গতিপ্রকৃতি । সব ধর্মে নির্দেশনা পরোপকারের , নিজের শরীরের অমূল্য কনিকা দানের মাধ্যমে যে যে সেবা তার তুলনার এ পৃথিবীতে মেলা ভার । সে সেবার পথে সুগম রাখতেই আমাদের পথচলা

মিশনঃ- যোগাযোগের নানা মাধ্যম মানুষকে নিয়ে এসেছে মানুষের কাছাকাছি । যোগাযোগের ক্ষেত্রে অনন্য বিপ্লব নিয়ে এসেছে ফেসবুক , একত্রিত করেছে বিশাল জনগোষ্ঠী ।

আমাদের জীবন বাঁচাতে রক্ত দিন পেজের মাধ্যমে ফেসবুকের সাহায্যে রক্তদাতা ও গ্রহীতাদের নিয়ে আসতে চাচ্ছি নিকট থেকে নিকটতর

মহানুভব রক্তদাতাদের আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সংযুক্ত থাকার আহব্বান জানাচ্ছি যেন রক্তের আহ্বান সহজেই আপনাদের কান পর্যন্ত পৌছে দেয়া যায়

রক্তের প্রয়োজনে আমাদের সহায়তার জন্যঃ-
রোগীর বর্ণনা , অসুখের ধরন , রক্তের গ্রুপ এবং কবে কোথায় প্রয়োজন তার বিস্তারিত বিবরণ এবং ফোন নাম্বারসহ আমাদের পেজে মেসেজ করুন অথবা ফোন করুন নিম্মোক্ত নাম্বার নাম্বারে

রক্ত বিষয়ক প্রয়োজনেঃ-
01949752003, 01780445888, 01678811113, 01675889885.

যেকোন অভিযোগ ও সাজেশন থাকলে যোগাযোগ করুনঃ 01949752003

27/01/2021

এক গর্ভবতী মায়ের জন্য রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ- (নেগেটিভ)
রোগীর সমস্যাঃ সিজার
ব্লাড গ্রুপঃ "এ-" (নেগেটিভ)
রক্ত লাগবেঃ ১ ব্যাগ।
সময়ঃ ২৮/০১/২০২১
স্থানঃ রেনেসা হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।
মোবাইলঃ ০১৫৭৫-০৯০৯৮৫
দয়াকরে কেউ এগিয়ে আসুন, মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচান।

রক্ত দিলে, জীবন মিলে
(বিঃদ্রঃ ডোনার করোনা পজেটিভ হওয়ায় রক্তের প্রয়োজন)

04/01/2021

রক্ত দিলে, জীবন মিলে

রোগীর সমস্যাঃ সিজার অপারেশন
ব্লাড গ্রুপঃ (বি+) পজিটিভ
রক্ত লাগবেঃ ১ ব্যাগ।
সময়ঃ 04/01/2021
স্থানঃ বার্ডেম জেনারেল হাসপাতাল, ঢাকা।
মোবাইলঃ 01740-627295
রেফারেন্সঃ Apurbo Ahmed Jewel
দয়াকরে কেউ এগিয়ে আসুন, মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচান।

15/12/2020

অতি জরুরী ভিত্তিতে ১ ব্যাগ "এবি+" পজেটিভ রক্তের প্রয়োজন।
রোগীর সমস্যা: এপেন্ডিসাইড অপারেশন
রক্তের গ্রুপ: "এবি+" পজেটিভ
রক্তের পরিমান: ১ ব্যাগ
রক্তদানের স্থান: ফরাজি হাসপাতাল, বনশ্রী, রামপুরা, ঢাকা।
রক্তদানের সময়: অতি জরুরী
যোগাযোগ: 01777546160 (রোগীর ভাই)

গতকাল বিজয়ের মাসে পবিত্র জুম'আর দিনে সকল শহিদের উৎসর্গ করেনিউ লাইফ হসপিটালে মোঃ কামরুল ইসলাম আপন ১ রোগীকে বি (+) পজিটিভ ...
12/12/2020

গতকাল বিজয়ের মাসে পবিত্র জুম'আর দিনে সকল শহিদের উৎসর্গ করে
নিউ লাইফ হসপিটালে মোঃ কামরুল ইসলাম আপন ১ রোগীকে বি (+) পজিটিভ প্লাটিলেট দান করলেন।
সবাই মোঃ কামরুল ইসলাম আপন ও রোগীর জন্য দোয়া করবেন ।

অভিনন্দন ও শুভ কামনা

11/12/2020

অতি জরুরী ভিত্তিতে ১ ব্যাগ "এবি+" পজেটিভ রক্তের প্রয়োজন।
রোগীর সমস্যা: সিজারের রোগী
রক্তের গ্রুপ: "এবি+" পজেটিভ
রক্তের পরিমান: ১ ব্যাগ
রক্তদানের স্থান: মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতাল, মোহাম্মদপুর
রক্তদানের সময়: অতি জরুরী
যোগাযোগ: 01918-300395

08/12/2020

অতি জরুরী ভিত্তিতে ১ ব্যাগ "এবি+" পজেটিভ রক্তের প্রয়োজন।

রোগীর সমস্যা: জরায়ু অপারেশন
রক্তের গ্রুপ: "এবি+" পজেটিভ
রক্তের পরিমান: ১ ব্যাগ
রক্তদানের স্থান: মোহাম্মদপুর ফার্টিলি হাসপাতাল, মোহাম্মদপুর
রক্তদানের সময়: অতি জরুরী
যোগাযোগ: ০১৭২৯-১০৯১৫৭

"রক্ত দিলে, জীবন মিলে।" "সুঁই ফুটিয়ে কস্ট নিন,জীবন বাঁচাতে রক্তদিন।একের রক্ত অন্যের জীবন,রক্তই হোক আত্নার বাঁধন।"প্রিয় ব...
07/12/2020

"রক্ত দিলে, জীবন মিলে।"

"সুঁই ফুটিয়ে কস্ট নিন,
জীবন বাঁচাতে রক্তদিন।

একের রক্ত অন্যের জীবন,
রক্তই হোক আত্নার বাঁধন।"

প্রিয় বড় ভাই কবির ভাই ও এনি ভাবী "ও+" পজেটিভ লাল ভালোবাসা উপহার দিলেন।
ভাই+ভাবীর জন্য শুভ কামনা
নতুন জীবনের জন্যে শুভকামনা।
শুভ কাজ দিয়ে শুরু হোক আগামী দিন গুলো।

ভালোবাসা অবিরাম।

 #কালেক্টেড গতকাল সকালে আমার বড় বোনের ছেলে জারান কানের দুল গিলে ফেলে। সাথে সাথে ইসলামি ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ও...
06/12/2020

#কালেক্টেড
গতকাল সকালে আমার বড় বোনের ছেলে জারান কানের দুল গিলে ফেলে। সাথে সাথে ইসলামি ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে আগারগাঁও শিশু হাসপাতালে রেফার করে।ওখানে ডক্টর দেখে। ততক্ষণে জানা যায় যে কানের দুলটা গলায় গেঁথে আছে। এবং অবস্থা খারাপ। তাই ওখান থেকে ও ফেরত দেয়।এরপর ল্যাবেইড এ নিয়ে যাওয়া হয় ওকে ওখানে ও রাখেনি।তারপর পপুলার এ নিয়ে যায়। সেখানে ও একই অবস্থা। পপুলার থেকে বলেন ঢাকা মেডিকেল নিয়ে যেতে। ততক্ষণে দুল ওর গলা থেকে বুকে নেমে গিয়েছে। তাই ঢাকা মেডিকেল থেকে মহাখালী বক্ষবৃধি তে নিয়ে যেতে বলেন।ওখানে নিয়ে যাওয়ার পর ভর্তি করার জন্য বলেন। আজকে সকালে ওকে অপারেশনের জন্য নেয়। এবং গলা দিয়ে নলের মাধ্যমে বের করেন।আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত।এখন বাবাটা সুস্থ। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে করে আমাদের জারান বাবা পুরোপুরি সুস্থ হয়ে উঠে।
কপি পোস্ট
বাচ্চার মায়েরা সতর্ক থাকবেন

30/11/2020

আই.সি.ইউ তে থাকা মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন।
রক্তের গ্রুপ: A+(এ পজিটিভ)
রোগীর অবস্থান:রাশমনো স্পেশালাইজড হসপিটাল। ওয়ারলেইস, মগবাজার, ঢাকা।
যোগাযোগ:01733143032, 01824661290

29/11/2020

জরুরী ও+ পজেটিভ রক্তের প্রয়োজন
💁 রোগীর সমস্যা: সিজারের পর ব্লাডিং
🔴রক্তের গ্রুপ: ও+(পজেটিভ)
💉রক্তের পরিমাণ: ২ ব্যাগ (১ ব্যাগ ম্যানেজ)
📆রক্তদানের তারিখ:২৯/১১/২০
⌚রক্তদানের সময়: সারাদিন
🏥রক্তদানের স্থান:সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হসপিটাল
☎যোগাযোগ: ০১৯৩২-৮৫৫৫২০

26/11/2020

একজন মায়ের জন্য রক্ত প্রয়োজন
রোগীর সমস্যা: কিডনি জনিত সমস্যা
রক্তের গ্রুপ : বি- নেগেটিভ
স্থান : ইনসাফ বারাকা কিডনি হাসপাতাল, মগবাজার
সময় : আগামীকাল সকাল ১০টায়
যোগাযোগঃ ০১৯৩৫-৭৩৬৯৪৯ (রোগীর ছেলে)

Address

North Badda, Gulshan
Dhaka
1212

Telephone

+8801949752003

Website

Alerts

Be the first to know and let us send you an email when We Are One Blood Donation Service BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to We Are One Blood Donation Service BD:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram