সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, Health/Medical/ Pharmaceuticals, Dhaka.

03/12/2017

****২০১৭-২০১৮ সেশনে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৭-১১-১৭ থেকে ০৭-১২-১৭ পর্যন্ত চলবে,পরিক্ষা ১৫ ডিসেম্বর ২০১৭.....

মেডিকেল শিক্ষার ভিন্ন জগত।

সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিক্যাল
কলেজ দেশের অন্যান্য সকল সরকারি মেডিক্যাল
কলেজের মতোই একটি মেডিক্যাল কলেজ যা ঢাকা
বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধিভুক্ত।
কলেজটি ঢাকার মিরপুরে অত্যন্ত মনোরম পরিবেশে
অবস্থিত। এখানে পাঁচ বছর মেয়াদি
অ্যাকাডেমিক কোর্স সমাপ্ত করে অত্র
মেডিক্যাল কলেজ হাসপাতালে এক বছর
ইন্টার্নিশিপ করতে হয়। অতঃপর বিশ্ববিদ্যালয়
কর্তৃক সনদ প্রদান করা হয়।
W.H.O সারা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাপনা
পর্যালোচনা করে ন্যাচারাল চিকিৎসা তথা
হাজার বছরের ঐতিহ্যবহী ইউনানী ও
আয়ুর্বেদিক চিকিৎসাবিজ্ঞানকে স্বীকৃতি দান
করে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও
১৯৯০ সালে ইউনানী, আয়ুর্বেদ এবং আধুনিক
জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে এই
ব্যতিক্রমধর্মী মেডিক্যাল কলেজটি প্রতিষ্ঠা
লাভ করে। এই কলেজে ইউনানী ও আয়ুর্বেদিক
দু’টি বিভাগ রয়েছে। ইউনানী বিভাগে
আসনসংখ্যা ২৫ এবং আয়ুর্বেদিক বিভাগে
আসনসংখ্যা ২৫।
কোর্স (Course) :
BUMS (Bachelor of Unani Medicine &
Surgery)
BAMS (Bachelor of Ayurvedic Medicine &
Surgery)
(M.B.B.S এর অনুরুপ সমৃদ্ধ কারিকুলাম)

প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য (Characteristics of this
Institution)ঃ
বাংলাদেশে ন্যাচারাল মেডিসিনের উপর একমাত্র
একমাত্র সর্বোচ্চ বিদ্যাপীঠ
সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিক্যাল
কলেজ।
W.H.O (World Health Organization) কর্তৃক
স্বীকৃত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের
অন্তর্ভুক্ত।
সুবিশাল ক্যাম্পাস।
অ্যাকাডেমিক ভবন ১টি।
হাসপাতাল (২৫০ বেড)
ছাত্র হোস্টেল ১টি।
ছাত্রী হোস্টেল ১টি (অস্থায়ী)
সমৃদ্ধ পাঠাগার।
নিজস্ব গবেষণাগার।
ঔষধি বাগান-৬টি।
পঠিত বিষয়সমূহ (Academic Subject)ঃ
1st Prof : Anatomy, Physiology,
Biochemistry, Traditional subject
2nd Prof : Pathology & Microbiology,
Community Medicine, Forensic Medicine &
Toxicology, Traditional subject
3rd Prof : Surgery, Obstetrics & Gynecology,
EENT, Natural medicine.
উচ্চশিক্ষাঃ

অস্ট্রেলিয়া, জার্মানি, আমেরিকা, চীন,
রাশিয়া, কানাডসহ প্রভৃতি দেশে ন্যাচারাল
মেডিসিনের ওপর MD এবং বিভিন্ন চিকিৎসা
সম্পর্কীয় বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রি অর্জনের
সুযোগ রয়েছে। এ ছাড়াও ভারতের বিভিন্ন
বিশ্ববিদ্যালয় যেমন- বেনারস হিন্দু ইউনিভার্সিটি,
গুটরাট আয়ুর্বেদিক ইউনিভার্সিটি, আলীগড়
মুসলিম ইউনিভার্সিটি সাজার্রিসহ
চিকিৎসাবিজ্ঞানের সকল বিষয়ের ওপর
উচ্চশিক্ষা এবং প্র্যাকটিসের সুযোগ রয়েছে।
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল ও ননক্লিনিক্যাল সাবজেক্টে Masters, MPhil, PhD করা
যায়।
চাকরির সুযোগ (Job Opportunity)ঃ
★সব সরকারি হাসপাতালে মেডিক্যাল
অফিসার হিসেবে।
★Dghs -তথা স্বাস্থ্য অধিদফতর
★ঔষুধ অধিদফতর
★দেশী-বিদেশী, সরকারী বেসরকারী বিভিন্ন এনজিও তে মেডিকেল প্রতিনিধি হিসেবে
★প্রথিতযশা ফার্মাসিউটিক্যাল গুলোতে
এক্সিকিউটিভ অফিসার হিসেবে।
★ব্যক্তিগত চেম্বার।
★সর্বপরি হালাল রিজিকের পূর্ন নিশ্চয়তা

ভর্তির প্রয়োজনীয় তথ্য (Information of
Admission):
ভর্তি যোগ্যতা (Job Qualification) :

বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞানসহ SSC
ও HSC (অথবা সমমান) উভয় পরীক্ষায় মোট
জিপিএ ৮.০০ পেলে আবেদন করা যাবে। SSC
ও HSC উভয় পরীক্ষায় কোনটিতে জিপিএ
৩.৫০ এর কম পেলে আবেদন করা যাবে না।
Biology-তে অবশ্যই ৩.৫০ থাকতে হবে।
পরীক্ষা পদ্ধতি : (MCQ) পদার্থ-২০
রসায়ন-২৫ জীববিজ্ঞান-৩০ সাধারণ-১০
ও ইংরেজি-১৫=১০০
SSC×8=40,
HSC×12=60,
এখানে ভর্তিচ্ছুদের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য
কলেজের ওয়েব সাইটঃwww.guamc.edu.bd

www.dghs.bd

বিঃদ্র: ২০১৭-২০১৮ সেশনে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৭-১১-১৭ থেকে ০৭-১২-১৭ পর্যন্ত চলবে,পরিক্ষা ১৫ ডিসেম্বর ২০১৭।

11/10/2017
10/06/2017

আমরা করব জয় একদিন......

09/06/2017

Ayub chowdhury
যারা উচ্চশিক্ষা বা নিজেকে একজন ডা হিসেবে কোন জায়গায় অবস্থান তৈরি করার সুযোগ পায় তাদের প্রথম ধাক্কা খেতে হয় বিএমডিসি স্বীকৃতি অার যারা ফেস করে নাই তাদের কোন না কোন সময় ফেস করতে হবে অার তখন বুজবেন কত যন্ত্রনা, তাই অামি যতই অালাদা কাউনন্সিল বলি সেটায় কখনোই অাপনার সে অবস্থান দেয়ার ক্ষমতা রাখবে না, ১/২ হাজার লোকের একটি অাইসোলেট সমিতি অাপনার জন্য কখনোই অতদূর করতে পারবে না।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram