12/07/2023
১.প্রশ্ন : দ্রুত বী-র্য-পা-তের চিকিৎসা কি?
উ: দ্রুত বী-র্য-পাত হলো পার্টনারের অ-র্গাজ-মের আগেই পুরুষের বী-র্য বেরিয়ে আসা যা চেষ্টা করেও নিয়ন্ত্রণে রাখা যায়না।
সচারাচর দেখা যায় কয়েক সেকেন্ডের মধ্যেই বী-র্য বেরিয়ে আসে।একমিনিট এর কম সময় দীর্ঘদিন চলতে থাকলে তাকে দ্রুত বী-র্যপা-ত বলে।
৩-৫ মিনিট সময় কেও মোটামুটি নরমাল ধরা হয় এবং নারীর অ-র্গাজ-মের জন্য ১০-২০ মিনিট সময় প্রয়োজন হয় আবার কখনো এর বেশি সময় ও প্রয়োজন হয় তবে কিছু নারীর উত্তেজনা অধিক থাকলে অল্প সময়ে অ-র্গা-জম হয়ে যায়।
অল্প সময়ে অ-র্গা-জম হওয়ানোর জন্য সঠিকভাবে ফো-রপ্লে এবং সহবাসের আসনের ভূমিকা রয়েছে।
এর বাইরেঃ-
১.চিকিৎসা হিসাবে ঔষধের পাশাপাশি ( ভিটামিন, সাপ্লিমেন্ট হিসাবে জিনসেং, স্প্রে, এনজিওলাইটিক, এন্টিডিপ্রেশান্ট জাতীয় ঔষধ, অবশকারক জেল বা কন-ডম ব্যবহার করা হয়) কাউন্সিলিং ও প্রয়োজন।
২.নিয়মিত কেগেল এক্সারসাইজ, ইড়া পিঙ্গলা ব্যায়াম করলেও উপকৃত হওয়া যায়।
৩.নিয়মিত খেজুর, মিল্ক শেক, তালমাখনা, শিলাযিতেও উপকার রয়েছে।
৪.বর্তমানে কিছু পদ্ধতি স্টপ এন্ড স্টার্ট মেথড,পিকিং মেথড, একের অধিক সহবাস বেশ কার্যকরি ভূমিকা রয়েছে।
নিয়মিত সহবাসে ঔষধ ছাড়াই আপনাআপনি ভালো হয়ে যায়।