08/04/2024
আমাদের যে সকল সম্মানিত গ্রাহকরা আামাদের কোম্পানীর পাওনা টাকা বাদ দিয়ে যাকাত হিসাব করে গরীবদের ঠকাচ্ছেন, কিন্তু বছরের পর বছর ধরে আমাদের পাওনা টাকা দিচ্ছেন না, মহান আলাহ্ তায়ালা যেন তাদের যাকাত কবুল না করেন। আমীন। (মনে বহু দুঃখ নিয়ে লিখতে হল, কেউ কষ্ট পেলে আন্তরিকভাবে দুঃখিত)