Kazi International

Kazi International Make Smart Choices With Trust Partner

আপনি যখন যে কোন এয়ারলাইনের ফ্লাইটের টিকিট কাটবেন, সে সময়ে আপনার পাসপোর্ট অনুযায়ী নাম এবং পাসপোর্ট নাম্বার সঠিক ভাবে এসেছ...
01/08/2023

আপনি যখন যে কোন এয়ারলাইনের ফ্লাইটের টিকিট কাটবেন, সে সময়ে আপনার পাসপোর্ট অনুযায়ী নাম এবং পাসপোর্ট নাম্বার সঠিক ভাবে এসেছে কিনা চেক করে নিবেন। নিজের নাম ও পাসপোর্ট নাম্বার ভুল হলে আপনি নানা রকম জটিলতায় পড়বেন, এমনকি এয়ারলাইন আপনাকে বোর্ডিং নাও দিতে পারে।

একই সাথে টিকিট কাটার সময় নিজের ফোন নাম্বার ও ইমেইল অ্যাড্রেস দেবেন। বাংলাদেশে আসার সময় ২য় নাম্বার হিসেবে বাংলাদেশের নাম্বার দিন। কোন কারণে ফ্লাইটের সময় বা কোন পরিবর্তন ঘটলে আপনাকে ফোনে বা ইমেইল করে জানাবে এয়ারলাইন। আপনার নাম্বার না দিলে আপনি আপডেট তথ্য পাবেন না।

#বাংলা_এভিয়েশন
#বাংলা_প্রবাস

প্রতিটি এয়ারলাইন্সের টিকিট প্রতি যাত্রী কত কেজি ওজনের লাগজে সঙ্গে নিতে পারবেন, তা নির্ধারিত। কোন এয়ারলাইন্স ২০ কেজি আব...
30/07/2023

প্রতিটি এয়ারলাইন্সের টিকিট প্রতি যাত্রী কত কেজি ওজনের লাগজে সঙ্গে নিতে পারবেন, তা নির্ধারিত। কোন এয়ারলাইন্স ২০ কেজি আবার কোন এয়ারলাইন্স ৪০ কেজি পর্যন্ত লাগেজ বহনের সুবিধা দেয়।

একটি উড়োজাহাজ আকাশে উড়ার জন্য ওজনের ক্যালকুলেশন খুবই গুরুত্বপূর্ণ। যাত্রী ওজন, লাগেজের ওজন, জ্বালানী তেলের ওজন এসব হিসেব করে ফ্লাইট পরিচালিত হয়। অতিরিক্ত জ্বালানী তেল পুড়িয়ে এয়ারলাইন আপনার অতিরিক্ত লাগেজ বিনা খরচে বহন করবে না এটাই স্বাভাবিক।

তাই টিকিট কাটার সময় জেনে নিন, আপনি কতটুকু ওজনের কয়টি লাগেজ সাথে নিতে পারবেন। বাসা থেকে ঠিকমতো মেপে সেই পরিমানে লাগেজ নিয়ে বিমানবন্দরে আসুন। নির্ধারিত ওজনের অতিরিক্ত ব্যাগ নিলে আপনাকে কেজি প্রতি অতিরিক্ত চার্জ দিতে হবে অথবা লাগেজে থেকে অতিরিক্ত ওজন কমিয়ে ফ্লাইটে উঠতে হবে।

ভরা পূর্ণিমাতে সাজেক ভ্রমণ💥💥💥৪-৫ আগস্ট সাজেকে থাকছে আমাদের স্পেশাল কাপল প্যাকেজ🥰🥰🥰৩ রাত ২ দিনের প্যাকেজে থাকছে প্রিমিয়াম...
23/07/2023

ভরা পূর্ণিমাতে সাজেক ভ্রমণ💥💥💥
৪-৫ আগস্ট সাজেকে থাকছে আমাদের স্পেশাল কাপল প্যাকেজ🥰🥰🥰
৩ রাত ২ দিনের প্যাকেজে থাকছে প্রিমিয়াম সব রিসোর্ট।
#মেঘ_মাচাং_রিসোর্ট ১৬০০০(২ জন)
#মেঘ_বাতায়ন_ইকো_রিসোর্ট ১৫০০০(২জন)
#গসপেল_রিসোর্ট_সাজেক ১৫০০০(২জন)
#নগরায়_নক_রিসোর্ট ১৫০০০ (২ জন)
প্রতিটি রুমের সাথে থাকবে প্রশস্ত বারান্দা এবং মেঘের ভিউ।
💌প্যাকেজে যা যা থাকছে
👉 ঢাকা টু ঢাকা নন এসি বাস (শ্যামলি,হানিফ,সৌদিয়া)
👉 ৬ বেলা মুল খাবার ২ টি স্ন্যাক্স
👉 সকল এন্ট্রি ফি
👉 সাদা চাঁদের গাড়ি
👉 আসার দিন খাগড়াছড়িতে ফ্রেশ রুম
👉 অভিজ্ঞ গাইড
📞বুকিং এবং বিস্তারিত: 01847151111

100% Original export quality T-ShirtQuantity: 32,544 pcsCall for price: 01911207449Mobile & What's app: 01911207449     ...
18/07/2023

100% Original export quality T-Shirt
Quantity: 32,544 pcs
Call for price: 01911207449
Mobile & What's app: 01911207449

100% Original export quality Polo-Shirt Quantity: 82,380PcsCall for price: 01911207449Mobile & What's app: 01911207449  ...
18/07/2023

100% Original export quality Polo-Shirt
Quantity: 82,380Pcs
Call for price: 01911207449
Mobile & What's app: 01911207449

Original export quality boys & girls T-Shirt  : 23600 Pcs (per style & colour 800-1000Pcs) : 11875 pcs (per style & colo...
13/07/2023

Original export quality boys & girls T-Shirt
: 23600 Pcs (per style & colour 800-1000Pcs)
: 11875 pcs (per style & colour 800-1000Pcs)
: 35475 ps
: 2-3 years to 12-13 years
: 160
: fox & fantasy
goods
Mobile & What's app: 01911207449

ভারতে যাওয়ার পরে পাসপোর্ট হারিয়ে গেলে আপনার করণীয়। সমাধান খুব সহজ একটু পরিশ্রম করা লাগে।  প্রথম ধাপ: প্রথমেই আপনি ভার...
11/06/2023

ভারতে যাওয়ার পরে পাসপোর্ট হারিয়ে গেলে আপনার করণীয়। সমাধান খুব সহজ একটু পরিশ্রম করা লাগে।

প্রথম ধাপ: প্রথমেই আপনি ভারতের যেই হোটেলে অবস্থান করছেন আপনার পুরো বিষয়টি খুলে বলবেন তারা একটি লেটার দিবে যেখানে আপনার পাসপোর্ট এর নাম্বার আপনি যে এই হোটেলে আছেন তার প্রমাণ পত্র সহ আপনাকে একটি লেটার হাতে দিবে।
দ্বিতীয় ধাপ : আপনি ভারতের আছেন সেই এরিয়ার সংশ্লিষ্ট থানায় গিয়ে একটি সাধারণ জিডি করতে হবে। অবশ্যই আপনার পাসপোর্টের এবং আপনার ভিসার একটি করে কপি সেখানে লাগবে।

তৃতীয় ধাপ : জিডি করার পরে সেখানকার পুলিশ কর্মকর্তারা আপনাকে জানিয়ে দিবে পরবর্তীতে আপনার লোকেশন হচ্ছে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ দূতাবাসে যাওয়ার সময় আপনার একটি পাসপোর্ট কপি একটি ভিসার কপি এবং আপনার দুই কপি ছবি এবং সাথে ইন্ডিয়ান রুপিতে দুই হাজার রুপি বা এর কিছু বেশি রুপি আপনার লাগবে। সেখানে তারা আপনার আবেদনটি গ্রহণ করবে এবং আপনাকে কয়েক ঘণ্টা অপেক্ষা করার জন্য বলবে। এ সময়কালে আপনার পাসপোর্ট যে হারিয়েছে এই বিষয়টি তারা বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অফিসে কন্টাক করে জানিয়ে দিবে। অতঃপর আপনার হাতে একটি লেটার ধরিয়ে দিবে। লেটারটিতে আপনার যাবতীয় পরিচয় পত্র কলকাতার এবং ইন্ডিয়ার সমস্ত কিছু উল্লেখ থাকবে এবং এই লেটারটি নিয়ে আপনার একটি কম্পিউটারের দোকানে যেতে হবে।

তৃতীয় ধাপ : লেটারটি নিয়ে কম্পিউটারের দোকানে গিয়ে আপনাকে এফ আর ও অফিসের উদ্দেশ্যে একটি অনলাইন আবেদন করতে হবে।
এ আবেদনে আপনাকে উল্লেখ করতে হবে আপনি কেন পাসপোর্ট রিনিউ না করে আপনি ইমারজেন্সি বাংলাদেশে যেতে যাচ্ছেন এবং কতদিনের ভিতরে যেতে যাচ্ছেন।

চতুর্থ ধাপ : অনলাইন আবেদন পেপারটি সংগ্রহ করে আপনাকে এফ আর ও অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হবে এবং সেই অফিসে আপনার একটি সাধারণ জিজ্ঞাসাবাদ হবে।কিভাবে পাসপোর্ট হারালো আপনি কেন ইন্ডিয়া এসেছিলেন।
(ভুল করেও বলবেন না আমি কোন দালালের চক্রান্তে পড়েছি বা আমি বিদেশে যাওয়ার জন্য এদেশে আসছিলাম এখন দালাল আমার সাথে দুই নাম্বারি করতেছে। সে ক্ষেত্রে তারা তাদের দেশের মানুষকে বেশি প্রাধান্য দিবে)

পঞ্চম ধাপ : এপার অফিস থেকে আপনার জিজ্ঞাসাবাদ এবং আপনার অনলাইন আবেদনটি সংগ্রহ করে তারা একটি সময় নির্ধারণ করে দিবে সেই সময় আপনি আপনার জিমেইলে এক্সিট পারমিট পেয়ে যাবেন। এবং সেখানে উল্লেখ থাকবে যে এই কয়েক দিনের ভেতরে তোমার ইন্ডিয়া ছেড়ে বাংলাদেশে চলে যেতে হবে। আপনি জিমেইলে মেসেজ পাওয়ার পরে দেখবেন সেখানে একটি ছবি আসছে সেটি হচ্ছে আপনার এক্সিট পারমিট।

ষষ্ঠ ধাপ : এক্সিট পারমিট পাওয়ার পরেও শান্তি নেই আপনি যেভাবেই যান বাসে করে অথবা বিমানে করে। প্রত্যেকটা ধাপে ধাপে আপনাকে প্রশ্ন করা হবে। কেন পাসপোর্ট হারালেন কেন এসেছিলেন ইন্ডিয়া।

( তবে এফ আরো অফিসের এক্সিট পারমিট পেয়ে গেলে আর পরবর্তীতে কোন সমস্যা হবে না -( শুধু বুদ্ধিমত্তার সাথে তাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারলেই হবে)

সপ্তম ধাপ : ইন্ডিয়া থেকে আপনার জিডি করার কাগজটা সাথে নিয়ে আসবেন অবশ্যই। সেই জিডির কাগজটি নিয়ে আপনার এলাকার সংশ্লিষ্ট থানায় গিয়ে আরো একটি জিডি করবেন সেই জিডির কাগজটি নিয়ে পরবর্তীতে আপনার নতুন করে পাসপোর্ট রিইস্যু করে নেবেন।

সংগৃহীত

( রিজু আহম্মেদ) 🤍

If you have any BMT pediatric case plz inform
08/06/2023

If you have any BMT pediatric case plz inform

MediAider is a health assistance and medical tourism company based in Bangladesh, established to provide the healthcare ...
06/06/2023

MediAider is a health assistance and medical tourism company based in Bangladesh, established to provide the healthcare services to local individuals, their family as well as their friends who need health assistance at any healthcare institutions in abroad.

যারা নির্জনতা পছন্দ করেন তাদের জন্য খুব ভাল একটা ঘুরার জায়গা।  জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, কিছু পুরানো সিঁড়ি, সিঁড়ি বেয়ে উ...
04/06/2023

যারা নির্জনতা পছন্দ করেন তাদের জন্য খুব ভাল একটা ঘুরার জায়গা। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, কিছু পুরানো সিঁড়ি, সিঁড়ি বেয়ে উঠে ভাঙাচুরা অনির্মিত ঘর ছাড়াও রয়েছে বিশাল পাহাড়। যেটার উপড়ে উঠে হালকা করে রাঙামাটির আভাস পেয়ে যাবেন। তবে সবচেয়ে সুন্দর লেগেছে সেই সিড়ি ও ভাঙা বাড়িঘর পাড় হয়েই সমতল একটা জায়গা, যেখানে গাছের সাড়ি দিয়ে দুইটা পাশাপাশি পথ গেছে।
যেভাবে যাবেনঃ
চট্টগ্রামের নতুন ব্রিজ এসে আনোয়ারা চৌমুহনীর বাসে করে জনপ্রতি ৩৫ টাকায় সোজা নিয়ে যাবে মহসেন আউলিয়া কলেজ গেটের সামনে। কলেজ গেটের ভিতর দিয়েই হিলটপ পার্ক।
সচেতনতাঃ
১. ভেতরে কবর রয়েছে। পবিত্রতা রক্ষা করবেন।
২. পার্কের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বজায় রাখবেন। গাছের ডালপালা বা ফুল ছিঁড়বেন না।
৩. কিছুটা বড় গ্রুপের (কমপক্ষে ৫+ জন) সাথে যাবেন। (নিরাপত্তার জন্যে)

Address

380, Jurain, Khandokar Road
Dhaka
1204

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801991993333

Alerts

Be the first to know and let us send you an email when Kazi International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kazi International:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram