01/08/2023
আপনি যখন যে কোন এয়ারলাইনের ফ্লাইটের টিকিট কাটবেন, সে সময়ে আপনার পাসপোর্ট অনুযায়ী নাম এবং পাসপোর্ট নাম্বার সঠিক ভাবে এসেছে কিনা চেক করে নিবেন। নিজের নাম ও পাসপোর্ট নাম্বার ভুল হলে আপনি নানা রকম জটিলতায় পড়বেন, এমনকি এয়ারলাইন আপনাকে বোর্ডিং নাও দিতে পারে।
একই সাথে টিকিট কাটার সময় নিজের ফোন নাম্বার ও ইমেইল অ্যাড্রেস দেবেন। বাংলাদেশে আসার সময় ২য় নাম্বার হিসেবে বাংলাদেশের নাম্বার দিন। কোন কারণে ফ্লাইটের সময় বা কোন পরিবর্তন ঘটলে আপনাকে ফোনে বা ইমেইল করে জানাবে এয়ারলাইন। আপনার নাম্বার না দিলে আপনি আপডেট তথ্য পাবেন না।
#বাংলা_এভিয়েশন
#বাংলা_প্রবাস