Ahmed Homoeo Pharmacy

Ahmed Homoeo Pharmacy আহমাদ হোমিও ফার্মেসী হোমিওজগতে একটি ?

Ahmed Homoeo Pharmacy 2nd Branch Section 12  Block-E, Road 33, House 36 Mirpur pallabi Dhaka 1216
23/11/2025

Ahmed Homoeo Pharmacy 2nd Branch Section 12 Block-E, Road 33, House 36 Mirpur pallabi Dhaka 1216

“হোমিও Slow নয়! এই ১০টা পয়েন্ট দেখলে বিশ্বাস পাল্টে যাবে!”‼️🌺               ✅ 👇👇👇✅1️⃣ “হোমিওপ্যাথি নাকি দেরিতে কাজ করে!...
23/11/2025

“হোমিও Slow নয়! এই ১০টা পয়েন্ট দেখলে বিশ্বাস পাল্টে যাবে!”‼️🌺
✅ 👇👇👇✅

1️⃣ “হোমিওপ্যাথি নাকি দেরিতে কাজ করে!” — এই ভুল ধারণা ভাঙুন

অনেকে ভাবে হোমিও Slow!
আসলে সঠিক ওষুধ + সঠিক ডোজ পড়লেই হোমিওপ্যাথি অনেক সময় অ্যালোপ্যাথির থেকেও দ্রুত রিলিফ দেয়।
---

2️⃣ “হোমিও খেলে নাকি কফি, মিন্ট, পেঁয়াজ, মশলা খাওয়া যাবে না!”

এটা পুরোপুরি সত্যি নয়।
শুধু ওষুধ খাওয়ার ১৫–২০ মিনিট আগে–পরে কিছু জিনিস এড়ালেই যথেষ্ট।
---

3️⃣ “একই রোগ মানেই একই ওষুধ!” — ভুল

হোমিওপ্যাথি রোগ নয়, রোগীর লক্ষণ দেখে কাজ করে।
১০ জনের গ্যাস হলে ১০ জনের ওষুধ আলাদা হতে পারে।
---

4️⃣ “শুধু চিনির লাড্ডু খাওয়াচ্ছে!”

অনেকে বিশ্বাস করে হোমিওতে কিছুই নেই!
আসলে ওষুধ অতি-সূক্ষ্ম পোটেন্সিতে থাকা Energy Pattern, যা শরীরের সিস্টেমকে ব্যালান্স করে।
---

5️⃣ “হোমিওতে পার্শ্বপ্রতিক্রিয়া নেই—মানে ইচ্ছে মতো খাব!”

না বস! হোমিও নিরাপদ হলেও ভুল ওষুধ ভুল পোটেন্সি সিস্টেমকে গুলিয়ে দিতে পারে।
---

6️⃣ “হোমিও খুব ধীরে Chronic রোগ সারায়!”

সত্যি কথা—Chronic রোগে root cause ধরতে সময় লাগে।
কিন্তু উন্নতি শুরু হয় খুব দ্রুত।

---

7️⃣ “হোমিওপ্যাথি শুধু বাচ্চাদের জন্য ভালো!”

পুরো ভুল!
হোমিও সব বয়সে সঠিক সিলেকশন হলে সমানভাবে কার্যকর।

---

8️⃣ “হোমিও খেলে আজীবন চালাতে হবে!”

না।
হোমিওপ্যাথি শরীরকে নিজে সেরে উঠতে শেখায়, তাই ধীরে ধীরে ওষুধের দরকার কমে।
---

9️⃣ “ওষুধ একটু বেশি খেলেও সমস্যা নেই!”

এটা ভুল ধারণা।
হোমিও পোটেন্সি-সেন্সিটিভ — বেশি খেলেও রিঅ্যাকশন হতে পারে।
---

🔟 “জ্বর–সর্দি–গ্যাস—একটাই ওষুধ দিলে সব সারবে!”

হোমিওপ্যাথি One Medicine Fix-All System নয়।
সঠিক ওষুধ বাছাই করতেই ফলাফল আসে।

 #একটি  #গুরুত্বপূর্ণ  #ভালো  #সংবাদ।এখন থেকে প্রতিদিন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা প্রাই...
18/07/2025

#একটি #গুরুত্বপূর্ণ #ভালো #সংবাদ।
এখন থেকে প্রতিদিন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা প্রাইমারি পিসিআই সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে হবে। শুধু তা-ই না, সরকারি টাকায় রিং দেওয়া হচ্ছে।

প্রাইমারি পিসিআই হলো হার্ট অ্যাটাকের (Acute STEMI) ১২ ঘন্টার মধ্যে ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে ব্লক হয়ে যাওয়া রক্তনালীর ব্লক খুলে দেওয়ার চিকিৎসা। সাধারণত রিং স্থাপনের মাধ্যমে এটি করা হয়।

শুধু হৃদরোগ চিকিৎসায় নয়, সামগ্রিকভাবে বাংলাদেশের স্বাস্থ্যখাতে এটি একটি চোখে পড়ার মতো পরিবর্তন।

অন্য সুপার স্পেশালিটির ব্যাপারে বলতে পারব না, তবে কার্ডিওলজির কথা বলতে পারব। হার্টের প্রায় সকল চিকিৎসা বাংলাদেশে হয়। বেশ মানসম্পন্নই হয়। অন্তত ইন্ডিয়ার সঙ্গে অবশ্যই তুলনীয়।

আমার অনুরোধ থাকবে, হৃদরোগ ইন্সটিটিউটের এই চমৎকার যুগোপযোগী কাজটি আপনারা সবাই প্রচার করবেন। অনেক মানুষজন শুধু না জানার কারণে এই আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত হবে। এবং কেউ কেউ মারা যাবে। যারা অসম্পূর্ণ চিকিৎসা পাবে তারা আজীবন ধুঁকবে নানা জটিলতায়। সবাই যেন জানে তাদের জন্য একটি ভরসার জায়গা রয়েছে। হার্ট অ্যাটাকের ১২ ঘন্টার মধ্যে যেন তারা আসতে পারে। ক্ষেত্রবিশেষে প্রাইমারি পিসিআই ২৪ ঘন্টার মধ্যে করা যায়।

সবচেয়ে বড়ো রিলিফ, টাকা পয়সার কোনো চিন্তা করতে হচ্ছে না। সবকিছুই বিনামূল্যে। প্রাইভেটে এই সার্ভিস নিতে ২-৪ লাখ টাকা খুব হরহামেশাই লাগে।

©ডা. মারুফ রায়হান খান
৩৯ তম বিসিএসের চিকিৎসক
হৃদরোগ বিশেষজ্ঞ

16/07/2025
16/07/2025
Wow nice
21/09/2024

Wow nice

নিজের অবস্থান নিয়ে কখনো অহংকার করতে নেই। মনে রাখা উচিত আল্লাহ উপরেও উঠাতে পারেন আবার নিচেও নামাতে পারেন।
06/03/2024

নিজের অবস্থান নিয়ে কখনো অহংকার করতে নেই। মনে রাখা উচিত আল্লাহ উপরেও উঠাতে পারেন আবার নিচেও নামাতে পারেন।

Alhamdulillah
31/01/2024

Alhamdulillah

07/12/2023

اَلسَّلَامُ عَلَیْکُمْ وَرَحْمَۃُ اللّٰہِ وَبَرَکَاتُہٗ

Address

Sec. 12, Block-D, Line-11, House/57
Dhaka
1216

Telephone

+8801916569579

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Homoeo Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ahmed Homoeo Pharmacy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram