23/11/2025
“হোমিও Slow নয়! এই ১০টা পয়েন্ট দেখলে বিশ্বাস পাল্টে যাবে!”‼️🌺
✅ 👇👇👇✅
1️⃣ “হোমিওপ্যাথি নাকি দেরিতে কাজ করে!” — এই ভুল ধারণা ভাঙুন
অনেকে ভাবে হোমিও Slow!
আসলে সঠিক ওষুধ + সঠিক ডোজ পড়লেই হোমিওপ্যাথি অনেক সময় অ্যালোপ্যাথির থেকেও দ্রুত রিলিফ দেয়।
---
2️⃣ “হোমিও খেলে নাকি কফি, মিন্ট, পেঁয়াজ, মশলা খাওয়া যাবে না!”
এটা পুরোপুরি সত্যি নয়।
শুধু ওষুধ খাওয়ার ১৫–২০ মিনিট আগে–পরে কিছু জিনিস এড়ালেই যথেষ্ট।
---
3️⃣ “একই রোগ মানেই একই ওষুধ!” — ভুল
হোমিওপ্যাথি রোগ নয়, রোগীর লক্ষণ দেখে কাজ করে।
১০ জনের গ্যাস হলে ১০ জনের ওষুধ আলাদা হতে পারে।
---
4️⃣ “শুধু চিনির লাড্ডু খাওয়াচ্ছে!”
অনেকে বিশ্বাস করে হোমিওতে কিছুই নেই!
আসলে ওষুধ অতি-সূক্ষ্ম পোটেন্সিতে থাকা Energy Pattern, যা শরীরের সিস্টেমকে ব্যালান্স করে।
---
5️⃣ “হোমিওতে পার্শ্বপ্রতিক্রিয়া নেই—মানে ইচ্ছে মতো খাব!”
না বস! হোমিও নিরাপদ হলেও ভুল ওষুধ ভুল পোটেন্সি সিস্টেমকে গুলিয়ে দিতে পারে।
---
6️⃣ “হোমিও খুব ধীরে Chronic রোগ সারায়!”
সত্যি কথা—Chronic রোগে root cause ধরতে সময় লাগে।
কিন্তু উন্নতি শুরু হয় খুব দ্রুত।
---
7️⃣ “হোমিওপ্যাথি শুধু বাচ্চাদের জন্য ভালো!”
পুরো ভুল!
হোমিও সব বয়সে সঠিক সিলেকশন হলে সমানভাবে কার্যকর।
---
8️⃣ “হোমিও খেলে আজীবন চালাতে হবে!”
না।
হোমিওপ্যাথি শরীরকে নিজে সেরে উঠতে শেখায়, তাই ধীরে ধীরে ওষুধের দরকার কমে।
---
9️⃣ “ওষুধ একটু বেশি খেলেও সমস্যা নেই!”
এটা ভুল ধারণা।
হোমিও পোটেন্সি-সেন্সিটিভ — বেশি খেলেও রিঅ্যাকশন হতে পারে।
---
🔟 “জ্বর–সর্দি–গ্যাস—একটাই ওষুধ দিলে সব সারবে!”
হোমিওপ্যাথি One Medicine Fix-All System নয়।
সঠিক ওষুধ বাছাই করতেই ফলাফল আসে।