মাদকাসক্ত ও মানসিকভাবে অসুস্থ রোগীদের অত্যাধুনিক চিকিৎসার ঠিকানা ঢাকা লাইফ কেয়ার হাসপাতাল
আমরা এই সেবাদান কেন্দ্রটি চালু করেছি এক মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখা আমাদের অন্যতম উদ্দেশ্য। প্রত্যেক সমাজ ও দেশের অন্যতম চালিকা শক্তি হচ্ছে, তরুন ও যুব সমাজ। অথচ আমাদের সমাজের তরুন ও যুবকরা আজ মাদক নামক ভয়ানক শত্রুর শিকার। এই মাদক শুধু সেবনকারীকেই ধ্বংস করে না, ধ্বংস করে মাদকাসক্ত ব্যক্তির সমগ্র পরিবারকে। জন্ম দেয় ভয়ঙ্কর সব অপরাধের। নেশার টাকার জন্য নানারকম সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে মাদকাসক্ত ব্যক্তি, হয়ে ওঠে ভয়ঙ্কর অপরাধী, আর সাধারণ মানুষ হয় অপরাধের শিকার।
দেশে কোন ভাবেই মাদকসেবীর সংখ্যা নিয়ন্ত্রন করা যাচ্ছেনা বরং তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরে আনতে প্রয়োজন যথাযথ চিকিৎসা ও পারিবারিক সহযোগিতা। যদি উন্নত সেবা, যথাযথ চিকিৎসা এবং উপযুক্ত পরিবেশ দেয়া যায় তবে বেশীরভাগ মাদকাসেবীই সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসে। এইসব সেবা নিশ্চিত করতেই আমরা প্রতিষ্ঠা করেছি “ঢাকা লাইফ কেয়ার হসপিটাল ” যেখানে উন্নত সেবা ও যথাযথ চিকিৎসার শতভাগ নিশ্চয়তা দিচ্ছে। রোগীদের জন্য আছে বিশেষজ্ঞ চিকিৎসক এবং অভিজ্ঞ পরামর্শক বা কাউন্সিলর, মনোরম পরিবেশ, উন্নত খাবার। এছাড়া হসপিটালের রোগীদের চাহিদা অনুযায়ী রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, ওয়ার্ড সেমি-কেবিন ও কেবিনের সুবিধা। যথাযথ প্রশিক্ষণ প্রাপ্ত সার্বক্ষনিক নার্স, রোগীদের বিনোদনের জন্য টেলিভিশনসহ ইনডোর গেমসের সুবিধা।
আপনার বন্ধুবান্ধব বা পরিবারের যদি কেউ মাদকাসক্ত বা মানসিকভাবে অসুস্থ থাকে তাহলে চিন্তা না করে আজ-ই চলে আসুন ঢাকা লাইফ কেয়ার হসপিটালে। আমাদের ঠিকানাঃ 123/7, Tejkuni Para, Bijoy Sharani Link Road, Tejgaon Dhaka, Bangladesh 1215। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01766-675434 এ। আমরা সবসময় আছি আপনার পাশে।