Central Hearing Care Center

Central Hearing Care Center Central Hearing Care Center
(2)

13/07/2025
06/06/2025

🌙 ঈদুল আজহার শুভেচ্ছা 🌙
اللّٰهُ أَكْبَر، اللّٰهُ أَكْبَر، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، وَاللّٰهُ أَكْبَر، اللّٰهُ أَكْبَر، وَلِلّٰهِ الْحَمْد

আসুন, আমরা সবাই একত্রে
ত্যাগের মহিমায় আল্লাহর নৈকট্য লাভ করি।

ঈদ মোবারক!

➡️ কেন কিছু শ্রবণযন্ত্র এত সস্তায় অনলাইন বিক্রি হয়.?🤔🤔⏭️ উত্তরঃ✅ 1. শ্রবণ যন্ত্র অবশ্যই আপনার কানের জন্য উপযুক্ত হতে হব...
30/05/2025

➡️ কেন কিছু শ্রবণযন্ত্র এত সস্তায় অনলাইন বিক্রি হয়.?🤔🤔

⏭️ উত্তরঃ

✅ 1. শ্রবণ যন্ত্র অবশ্যই আপনার কানের জন্য উপযুক্ত হতে হবে । পেশাদার হিয়ারিং এইড ডিসপেনসার বা একজন অডিওলজিস্ট হিয়ারিং এইড ফিটিং নিয়ম বা পদ্ধতি জানেন।অন লাইনের বিক্রেতা বিক্রি করার পরেই আপনি জানতে পারবেন যে এই লোক হিয়ারিং এইডের শব্দের ক্ষতিপূরণ নীতিটি জানেন না। তারা মনে করে যে তারা যেকোনো একটি কিনে পরলেই হবে, তবে আমাদের অবশ্যই জানা উচিত যে প্রতিটি কান অনন্য।আপনি কি অনলাইন থেকে কিনে চশমা পড়েন, তাহলে হিয়ারিং এইড কেন সস্তার জন্য অনলাইন থেকে কিনে পড়বেন? চশমা যেমন একজন ডাকতার প্রেস্ক্রাইব করেন তারপর একজন অপ্টোমেট্রিস্ট চোখ পরীক্ষা করে পাওয়ার বা মাত্রা নির্ণয় করেন, ঠিক একজন নাক কান গলার ডাকতার প্রেস্ক্রাইব করেন , এই ক্ষেত্রে ও একি অবস্থা একজন অডিওলজিস্ট বা অডিওমেট্রিশিয়ান কান পরীক্ষা করে মাত্রা নির্ণয় করে দেন, তারপর ডাকতার হিয়ারিং এইড লাগবে না অপারেশন লাগবে সেটা নিধার্রন করে দেন, পরে অডিওলজিসট হিয়ারিং এইড ফিটিং করে দেন।কান পঞ্চ ইন্দ্রিয় এর একটি, এটি ও অন্য চারটি ইন্দিয় এর মতো সমান গুরুত্ব বহন করে, ম্যাচিং হিয়ারিং এইড আপনার কানের অবস্থার ফলাফল অনুযায়ী মানিয়ে নিতে হবে এবং সামঞ্জস্য করে পড়তে হবে, এমনকি মূল্যায়নের জন্য একটি কানের ছাঁচও তৈরি করতে হবে৷ এই তথ্যগুলির কোনওটিই সঠিকভাবে অনলাইনে পাওয়া যাবে না৷ আপনি যদি এই তথ্য বিবেচনা না করেন, তাহলে আপনার যন্ত্রপাতি ভালোভাবে কাজ করবে না।

✅ 2. শ্রবণশক্তি হ্রাস একটি রোগ এবং এটি গুরুত্ব সহকারে নেওয়া প্রয়োজন। অনেকেই তাদের শ্রবণ জ্ঞানকে গুরুত্ব সহকারে বোঝেন না। সংক্ষেপে, তারা এটিকে গুরুত্ব সহকারে নেয় না এবং তারা এমনকি হাসপাতাল বা শ্রবণ কেন্দ্রেও যায়নি, তাই তারা সরাসরি ইন্টারনেট থেকে অর্ডার দেয়। যাইহোক, এটা হয়তো অল্প দামে পাওয়া যায় , তবে বড় কথা হল এর প্রভাব ভাল নয় । এখন আমি আপনাকে বলতে পারি যে আপনার শরীরের অন্যান্য রোগের মতো শ্রবণশক্তি হ্রাসকেও গুরুত্ব সহকারে নেওয়া উচিত। অন্ততপক্ষে, আপনাকে একজন ডাক্তার দেখাতে হবে।

✅ 3. শ্রবণযন্ত্রের সাহায্যে সমস্ত শ্রবণ সমস্যা সমাধান করা যায় না। অনেক লোক শ্রবণ যন্ত্র কেনার কথা ভাবেন শ্রবণশক্তি হ্রাস হওয়ার কয়েক বছর পরে, এমনকি কিছু লোকের শ্রবণশক্তি ইতিমধ্যেই খুব গুরুতর ভাবে হ্রাস পেয়েছে । এই সময়ে, শুধুমাত্র শ্রবণ যন্ত্রের উপর নির্ভর করা সমস্ত সমস্যার সমাধান করতে পারে না৷ আপনি যদি অনলাইনে শ্রবণ যন্ত্র কিনেন তবে শ্রবণযন্ত্রের ব্যবহারের সীমাবদ্ধতাগুলি বোঝা প্রায়শই অসম্ভব, বা পুনর্বাসন জ্ঞান সম্পর্কে আর কিছুই শিখতে পারে না ৷ একটি দীর্ঘস্থায়ী রোগ ব্যবস্থাপনাইয় কোনো ভাবেই শুধুমাত্র একটি শ্রবণযন্ত্র কিনলে হবে না.

✅ 4. পেশাদারদের শুধুমাত্র পণ্য প্রতিফলিত করা উচিত নয়. অনেকেই অনলাইনে শ্রবণযন্ত্র কিনে থাকেন কারণ সেগুলি সস্তা, সেগুলি সুবিধাজনক, এবং তাদের চেষ্টা করার মানসিকতা রয়েছে ৷ তবে আসুন এটি সম্পর্কে চিন্তা করা যাক, আপনি কি এমন অনলাইন দোকানকে বিশ্বাস করতে পারেন যা আপনি আগে কখনও পাননি এবং এখনও করতে পারেন না ।

➡️ শ্রবণ যন্ত্র একটি কার্যকরী যন্ত্র, এবং গুণমান পরিমাপের জন্য মূল্যই একমাত্র মানদণ্ড নয়। আরামদায়ক ভাবে পরা যায়, পরিষ্কার শব্দ, এবং নিখুঁত বিক্রয়োত্তর পরিষেবার মতো শর্তগুলি মূল্যায়নের মানদণ্ডে অন্তর্ভুক্ত করা উচিত। ব্যক্তিগত আর্থিক অবস্থার উপর নির্ভর করে, আপনার জন্য সবচেয়ে উপযুক্ত একটি শ্রবণ যন্ত্র বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ।

Radio Frequency  If you interested please call 01814847629
22/05/2025

Radio Frequency
If you interested please call 01814847629

If you interested please call01814847629
22/05/2025

If you interested please call
01814847629

21/05/2025

" আসসালামু আলাইকুম "

💚 🌹 শুভ সকাল 🌹💚
☘🍁💐 আজ বুধবার 💐🍁☘

#আজকের_তারিখ_আপটেড
" ২২ জিলকদ - ১৪৪৬, হিজরি
" ৭ জৈষ্ঠ - ১৪৩২, বঙ্গাব্দ
" ২১ মে- ২০২৫, খ্রিষ্টাব্দ

এখন গ্রীষ্মকাল।
আজকের দিনটি সবার আনন্দে ও নিরাপদে কাটুক।
#আজ যাদের জন্মদিন তাদের জন্য রইলো সেন্ট্রাল হিয়ারিং কেয়ার সেন্টার থেকে শুভেচ্ছা ও শুভ কামনা।
#ভালো_থাকুন_সুস্থ_থাকুন।

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
বিছমিল্লাহির রাহমানির রাহিম।

"(আরম্ভ করছি) পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে ৷

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُحِلُّوْا شَعَآئِرَ اللّٰهِ وَلَا الشَّهْرَ الْحَـرَا مَ وَلَا الْهَدْيَ وَلَا الْقَلَۤائِدَ وَلَاۤ آٰ مِّيْنَ الْبَيْتَ الْحَـرَا مَ يَبْـتَغُوْنَ فَضْلًا مِّنْ رَّبِّهِمْ وَرِضْوَا نًا ۗ وَاِ ذَا حَلَلْتُمْ فَا صْطَا دُوْا ۗ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰ نُ قَوْمٍ اَنْ صَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَـرَا مِ اَنْ تَعْتَدُوْا ۘ وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَا لتَّقْوٰى ۖ وَلَا تَعَاوَنُوْا عَلَى الْاِ ثْمِ وَا لْعُدْوَا نِ ۖ وَا تَّقُوا اللّٰهَ ۗ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَا بِ
ইয়া আইয়ূহাল্লাযীনা আ-মানূলা-তুহিললূশা‘আইরাল্লা-হি ওলাশশাহরাল হারা-মা ওয়ালাল হাদইয়া ওয়ালাল কালাইদা ওয়ালাআম্মীনাল বাইতাল হারা-মা ইয়াবতাগূনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানাওঁ ওয়া ইযা-হালালতুম ফাসতা-দূ ওয়ালা-ইয়াজরিমান্নাকুম শানাআ-নুকাওমিন আন সাদ্দূকুম ‘আনিল মাছজিদিল হারা-মি আন তা‘তাদূ । ওয়া তা‘আ-ওয়ানূ‘আলাল বিররি ওয়াত্তাকওয়া- ওয়ালা-তা‘আ-ওয়ানূ‘আলাল ইছমি ওয়াল ‘উদওয়া-নি ওয়াত্তাকুল্লা-হা ইন্নাল্লা-হা শাদীদুল ‘ইকা-ব।

"ওহে মু’মিনগণ! আল্লাহর নিদর্শনাবলীর, হারাম মাসের, কা‘বায় প্রেরিত কুরবানীর পশুর এবং গলদেশে মাল্য পরিহিত পশুর অসম্মান করো না, যারা নিজ প্রতিপালকের অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের উদ্দেশে পবিত্র গৃহের আশ্রয়ে চলেছে তাদেরও (অবমাননা) করো না। তোমরা যখন ইহরামমুক্ত হবে তখন শিকার করতে পার। তোমাদেরকে যারা মসজিদে হারাম থেকে বাধা প্রদান করেছিল, তাদের প্রতি শত্রুতা তোমাদেরকে যেন অবশ্যই সীমালঙ্ঘনে প্ররোচিত না করে। সৎকাজ ও তাক্বওয়ার ব্যাপারে তোমরা পরস্পরকে সহযোগিতা কর, পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। আল্লাহকে ভয় কর, আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর।"

(সুরায়ে মায়েদা ২)

#হাদীস
‎‎উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে, তোমরা যখন মৃত্যুমুখী মানুষের কাছে যাও তখন তার ভাল কর্মসমূহের আলোচনা করতে থাকো। কেননা ফেরেশতারা তোমাদের বলার উপর আমীন বলে থাকেন। যখন আবূ সালামা (রাঃ)-এর ইন্তিকাল হল, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আমি তাঁর সম্পর্কে কি রকম বাক্য ব্যবহার করব। তিনি বললেন, তুমি বলবেঃ (আরবী)
(“হে আল্লাহ, আপনি আমাদের এবং তাকে ক্ষমা করে দিন, এবং আপনি আমাকে তাঁর পরিবর্তে ভাল প্রতিদান দিন।”)। তাই, আল্লাহ তা’আলা আমাকে তাঁর পরিবর্তে রাসূলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে প্রতিদান স্বরুপ দিয়েছেন।

সুনানে আন-নাসায়ী, হাদিস নং ১৮২৫
আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে, কুরআন ও হাদীস অনুযায়ী বেশি বেশি আমল করার তৌফিক দান করুক
#সূর্যাস্ত
#পাঁচ_ওয়াক্ত_নামাজ_জামাতের_সহিত_আদায়_করার,সত্য কথা বলা ও মিথ্যা কথা বর্জন করার তৌফিক দান করুক
#আমিন। 💝

"💚🌹 জাযাকাল্লাহু খাইরান 🌹💚"

Address

Maghbazar

Telephone

+8801814847629

Website

Alerts

Be the first to know and let us send you an email when Central Hearing Care Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Central Hearing Care Center:

Share

Category

Tips for a Wise Buyer

Our main concern is to ease the process of getting used to with a hearing aid which can make change in their life style. The simplest sounds can be a great source of joy. We say "Why miss a decibel of life" , "Discover better sound, without compromising your style"