মেডিকেল স্বাস্থ্য সেবা

মেডিকেল স্বাস্থ্য সেবা আপনার শারিরীক সুস্থতাই আমাদের কাম্য।

13/04/2025
02/07/2024

লজ্জা নয় জানতে হবে ও জানাতে হবে। শেষ পর্যন্ত শুনুন লাভ হবে

tips
25/06/2017

tips

প্রত্যেকের জেনে রাখা দরকার, যেসব কারণে শরীর নাপাক হয় এবং গোসল ফারয হয়ঃ১) সহবাস করলে,২) স্বপ্নদোষ হলে,৩) স্বপ্নের কথা স...
20/07/2016

প্রত্যেকের জেনে রাখা দরকার, যেসব কারণে শরীর নাপাক হয় এবং গোসল ফারয হয়ঃ
১) সহবাস করলে,
২) স্বপ্নদোষ হলে,
৩) স্বপ্নের কথা স্মরণ থাকুক বা না থাকুক শরীরে, কাপড়ে বা বিছানায় বীর্যের চিহ্ন দেখতে পেলে,
৪) স্বামী-স্ত্রীর মিলন হলে বীর্যপাত হোক বা না হোক,
৫) এছাড়া মহিলাদের মাসিক বা ঋতুস্রাব (হায়িয) বন্ধ হলে,
৬) নিফাস ( সন্তান প্রসবের পর যে রক্তস্রাব হয় ) বন্ধ হলে,
৭) স্ত্রী-পুরুষ কারও উত্তেজনার সাথে বীর্য বের হলে ফরয গোসল ছাড়া সলাত হবে না।
উল্লেখ্য কেউ ইসলাম গ্রহণ করলে, মুর্দাকে গোসল দিলে এবং জুমু'আর সলাতের জন্য গোসল করা সুন্নাত।
পোষ্ট টা কেমন লেগেছে কমেন্টে জানাবেন ।
আপনার যদি
কমেন্ট করতে কষ্ট হয়,
তাহলে সংক্ষেপে কমেন্ট করুন..
T= (Thanks)
N= (Nice)
E= (Excellent)
V= (very fine)
B= (Bad)
O= (Osthir)..
আপনাদের কমেন্ট দেখলে আমরা
ভাল ভাল পোষ্ট দিতে সাহস পাই ।........ধন্যবাদ

আজকাল অধিকাংশ পুরুষ দীর্ঘক্ষণ যৌন মিলন করা তো দুরের কথা যেটুকু সময় তার স্ত্রীকে আনন্দ দিতে প্রয়োজন সে সময়টুকুও তারা মিলন...
28/06/2016

আজকাল অধিকাংশ পুরুষ দীর্ঘক্ষণ যৌন মিলন করা তো দুরের কথা যেটুকু সময় তার স্ত্রীকে আনন্দ দিতে প্রয়োজন সে সময়টুকুও তারা মিলনে স্থায়ী করতে পারেন না। যদিও এর পেছনে রয়েছে বহুবিধ কারণ। তবে যৌন মিলন নিয়ে যারা মানসিক ভাবে দুর্বলতায় ভুগেন তারা নিম্নলিখিত টিপসগুলো অনুসরন করে লাভবান হতে পারেন যদি অন্য কোন যৌন সমস্যায় আক্রান্ত না হয়ে থাকেন।

সহবাস বা যৌন মিলনের আগে করণীয় :-
যৌন মিলন শুরু করার আগে মন শান্ত করতে হবে৷ মনে কোন প্রকার নেগেটিভ ভাবনা আনা যাবে না৷ একটি বিষয় অনেকের ক্ষেত্রেই ঘটে - স্বল্পস্থায়ী যৌনতার একমাত্র কারণ হল তাদের শারীরিক ও মানসিক অস্থিরতা৷
নিজেকে শারীরিক মিলেনর জন্য শারীরিক এবং মানসিক ভাবে তৈরি করুন৷ সকল প্রকার মানসিক চাপ, উদ্বেগ কমিয়ে আনুন৷
স্ত্রী ছাড়া অন্য কারো সাথে যৌন মিলন থেকে বিরত থাকুন৷ স্ত্রী সাথে আপনার মনের ভাবনা গুলি শেয়ার করুন - যে আপনার শারীরিক ও মানসিক পরিস্থিতি সরল করতে সাহায্য করবে৷
কনডম ব্যবহার করতে পারেন৷তবে অনেক পুরুষরাই অভিযোগ করছেন যে -কনডম ব্যবহারের ফলে তাদের যৌন আকাঙ্খা হ্রাস হচ্ছে৷ তবে এটি মনের ভুল ছাড়া আর কিছুই নয়৷
তামাক, মদ ও অন্যান্য ওষুধের অতিরিক্ত সেবন দীর্ঘস্থায়ী যৌনতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে৷ এইগুলি পরিহার করে চলা উচিত।
সহবাস বা যৌনমিলনের সময় করণীয় :-
যৌনমিলনের আগে কোন মতেই ফোর প্লে বাদ দেবেন না৷ দরকার হলে অধিক সময় নিয়ে ফোর প্লে করুন।
আসন পরিবর্তন করুন৷ নতুন কিছু আপনার মনোযোগকে আরও রোমাঞ্চিত করে তুলতে পারে৷ সঙ্গীর চাহিদার দিকেও নজর দিন৷
সহবাসের সময় সঙ্গীর আধিপত্যে লজ্জাবোধ করার কোন কারণ নেই৷
ধীরে ধীরে শ্বাসপ্রশ্বাস নিলে পরিশ্রম কম অনুভব হবে ফলে শরীর দীর্ঘক্ষণ যৌনমিলনের জন্য উপযুক্ত থাকবে৷

13/05/2015

ভূমিকম্পের হলে যে দোয়া পড়বেন
----
নেপালে ভূমিকম্পের পর থেকেই বিশ্বজুড়ে
বেড়েছে ভূমিকম্পের প্রবণতা। ভূমিকম্প থেকে রক্ষা
পেতে নিচের দোয়াটি পড়তে পারেন...
বিসমিল্লাহিল লাজি লা ইয়াদূর`রু মা`আস মিহি শাইয়ুন
ফিল আরদি ওয়ালা ফিস সামি`ই ওয়াহুয়া সামি`য়ুল
আলিম
রাসূল (সাঃ) বলেছেন ----admin.....

02/05/2015

সময়ের সাথে অনেক কিছু বদলে যায়,
তুমি ও বদলে যাবে একদিন।
ভুলে যাবে আমার ভালাবাসা। আমার
স্বপ্ন ধূসর হয়ে রবে।
আমি রবো আমার মত
যেমনটি আমি ছিলাম।
আমার ভালোবাসা আমার
কাছে থেকে যাবে।
থেকে যাবে তোমার ছবি আর কিছু
স্মৃতি আমার হৃদয়ের ক্যানভাসে...

25/03/2015

সবাইকে স্বাধীনতা দিবসের
শুভেচ্ছা ।

11/03/2015

জেনে নিন ভার্জিন ছেলে চেনার
লক্ষণঃ
সাধারণত ভার্জিন ছেলে চেনার কোন
লক্ষণ নেই। একটি ছেলে বিয়ের
আগে যতই সেক্স করুক না কেন, সেই
ছেলে ভার্জিন কিনা তা বোঝার
উপায় নেই। তাই সমাজে কখনোই
ছেলেদের ভার্জিনিটি নিয়ে কোন
প্রশ্ন ওঠে না। তবুও নিম্নে ভার্জিন
ছেলে চেনার কয়েকটি উপায়
দেয়া হলোঃ
১) ছেলেটি অল্পতেই প্রচন্ড উত্তেজিত
হয়ে যাবে।
২) সেক্স করার জন্য অনেক
তাড়া থাকবে।
৩) দ্রুত বীর্যপাত হবে, এমন
কি যোনীতে পুরুষাঙ্গ ঢুকানোর আগেই
বীর্যপাত হতে পারে।
৪) কিস করা, ব্রেস্ট নিয়ে খেলা করার
দিকে নজর না দিয়ে যোনীতে পুরুষাঙ্গ
ঢুকানোর জন্য পাগল থাকবে।
৫) ছেলেটি মেয়েটির শরীর স্পর্শ
করতে লজ্জা পাবে।
যদি ছেলেটি মেয়েটিকে একবার স্পর্শ
করে, তাহলে পাগলের মতো স্পর্শ
করতে থাকবে।
৬) ছেলেটি মেয়েটির
সাথে শারীরিক সম্পর্ক শুরু করার
আগে মেয়েটির অনুমতি নিবে।
উপরোক্ত বিষয়গুলো যদি কোন ছেলের
মধ্যে শারীরিক সম্পর্ক শুরু করার
ক্ষেত্রে দেখা যায়,
তাহলে ছেলেটিকে আপাতদৃষ্টিতে ভার্জিন
বলা যায়। তবে কোন ছেলের
ভার্জিনিটি আছে নাকি নেই,
তা বোঝার কোন উপায় নেই।
পোস্টটি আপনাদের
উপকারে এলে লাইক ও শেয়ার করুন

Address

New Airport Road
Dhaka
1213

Telephone

+8801945748793

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেডিকেল স্বাস্থ্য সেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category