লজ্জা নয় জানতে হবে » Medical Tips

লজ্জা নয় জানতে হবে » Medical Tips লজ্জা নয় জানতে হবে - Medical Sex একটি সেবামুলক পেজ যা সব বয়সী নারীপুরুষ এর জন্য উপকারী ।

27/05/2018

ডিবার্তা.কমঃ এই জুটিকে একসাথে – লক্ষ্মীপুরে আপত্তিকর অবস্থায় ছাত্রলীগ নেতা রাকিব হোসেন বিপ্লবকে আটক করে

27/04/2018

ডিবার্তা.কমঃ ১৪৩৯ হিজরি সনের (২০১৮) শাবান মাস ২৯ দিনে শেষ হয় তবে আগামী ১৭ মে

13/03/2018

সোবহান আল্লাহ্ 🕋 কতো সুন্দর পাখি আমাদের পেজটি SUBSCRIBED করুন।

  plz
19/02/2018

plz

সিরিয়ায় কেয়ামত বয়ে যাচ্ছে, অাল্লাহ তোমার অাছমানি সাহায্যের খুব প্রয়োজন। সবাই সিরিয়ার মুসলিমদের জন্য দোয়...

সিরিয়ায় কেয়ামত বয়ে যাচ্ছে, অাল্লাহ তোমার অাছমানি সাহায্যের খুব প্রয়োজন। সবাই সিরিয়ার মুসলিমদের জন্য দোয়া করুন।আমিন?
19/02/2018

সিরিয়ায় কেয়ামত বয়ে যাচ্ছে, অাল্লাহ তোমার অাছমানি সাহায্যের খুব প্রয়োজন। সবাই সিরিয়ার মুসলিমদের জন্য দোয়া করুন।আমিন?

19/02/2018
18/02/2018

কোনো অনুষ্ঠানে বা পার্টি তে #ফোম_স্প্রে ব্যবহার পরিত্যাগ করুণ। জেনে রাখুন এটি আগুন এ দাহ্য। তাই আপনার অতিরিক্ত উদ....

 #পোস্ট  #পড়ুন  #ভাল লাগবেকঠিন বাস্তব,,,,,,,,,,সবাই পড়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।সকলের উপর সম্মান রেখেই পোষ্টটি লেখা হ...
11/07/2017

#পোস্ট #পড়ুন #ভাল লাগবে
কঠিন বাস্তব,,,,,,,,,,
সবাই পড়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।
সকলের উপর সম্মান রেখেই পোষ্টটি লেখা হলো।

যে পুরুষ বেশ্যাকে ঘৃণা করে, রাতের আধারে
সেই পুরুষই তাকে বুকে জড়িয়ে নেয়!!
প্রেমে ছ্যাঁকা খেয়ে যে ছেলে কষ্ট ভুলতে
গাঁজা খায়,
সে ছেলে দুদিন পর আবার প্রেমে পড়ে!!
ফেসবুকে ভদ্র সাজলো যে মেয়ে, দুদিন পর
তার ভিডিও ফাঁস হয়৷
আমরাই গালি দেই শালা হারামজাদা বাস
থামালি কেন! সেই আমরাই আবার অন্য
কাউকে বাপ বাপ ডাকি!!
মাছ বিক্রিতার শরীর থেকে মাছের গন্ধে
নাক ছিঁটকাই, সেই লোক একটা পরিবারের অন্য
যোগায়!! মুচি, মেথর না থাকলে কি হতো
ভেবে দেখেছেন!!
ছোট বেলায় কারেন্ট ছিলো না
বলে মোমবাতি দিয়ে কত রাত পার করলাম,
সেই আমরা বড় বেলায় বাতি অফ করে মোমবাতি
দিয়ে ক্যান্ডেলাইট ডিনার করি!!
পৃথিবীর এক প্রান্তে কেউ ধর্ষিত হয়
বেশ্যালয়ে.....
অন্য প্রান্তে কেউ ধর্ষিত হয় প্রেম করে ....
এক পশলা বৃষ্টির আশায় বসে থাকি
ভিজবো বলে.... আবার কেউ আকাশে মুখ তুলে
থাকে
বৃষ্টি হলে আজ রোজগার বন্ধ!!
নারী ছলনাময়ী, নারী বেঈমান, পুরুষ কাপুরুষ,
পুরুষ বিশ্বাসঘাতক
অথচ দিনশেষে তাদের নিয়েই এক একটা
সংসার !!....!!

দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে।

আল্লাহ আমাদের সকলকে তার দীনের পথে চলার তৌফিক দান করেন।,,,,,,

08/06/2017

একজন নারীর সর্বশ্রেষ্ঠ গহনা হল তার
লজ্জা। লজ্জাবতী মেয়েরা কোন দিন,
শার্ট প্যান্ট পরতে পারেনা। রাস্তায় চলার
পথে ছেলেরা দেখে পাগল হবে, সেই ধরনের
পোশাক, বা সাজ সজ্জা করতে পারেনা।.

•••প্রশ্নঃ স্বাভাবিক ভাবে কয়দিন পর পর স্ত্রী সহবাস করতে হয়? •••পরামর্শঃদাম্পত্যে জীবনে সহবাস বা মিলনের গুরুত্ব অপরিসীম...
03/04/2017

•••প্রশ্নঃ স্বাভাবিক ভাবে কয়দিন পর পর স্ত্রী সহবাস করতে হয়?

•••পরামর্শঃ
দাম্পত্যে জীবনে সহবাস বা মিলনের গুরুত্ব অপরিসীম। বিয়ের পর সম্পর্কটাকে আরও জোরদার করে তুলতে এ ব্যাপারে দু’জনের বোঝাপড়াটা ঠিকঠাক হওয়া খুব দরকার।
কিন্তু তার ‘ফ্রিকোয়েন্সি’ ঠিক কতটা হওয়া উচিত? সাইকোথেরাপিস্ট এম গ্যারি নিউম্যান জানাচ্ছেন, মাসে অন্তত ১১ বার যৌন মিলন খুশি রাখবে সদ্য বিবাহিতদের।
তাঁর গবেষণায় উঠে এসেছে সদ্য বিবাহিত দম্পতিরা সাধারণত মাসে ৩ থেকে ৪ বার মিলিত হন। কিন্তু, যদি অন্তত পক্ষে ১১ বার মিলিত হওয়া যায় এক মাসে, তবে সদ্য বিয়ে করা দম্পতি মানসিক ভাবে অনেক বেশি সুস্থ থাকেন।

অতিরিক্ত স্বপ্নদোষ থেকে মুক্তির উপায়ঃস্বপ্নদোষকে অনেকে আবার "ভেজাস্বপ্ন" ও বলে থাকেন। স্বপ্নদোষ হলো একজন পুরুষ মানুষ...
02/04/2017

অতিরিক্ত স্বপ্নদোষ থেকে মুক্তির উপায়ঃ

স্বপ্নদোষকে অনেকে আবার "ভেজাস্বপ্ন" ও বলে থাকেন। স্বপ্নদোষ হলো একজন পুরুষ মানুষের ঘুমের মধ্যে বীর্যপাতের এক প্রকার অভিজ্ঞতা। গবেষনায় দেখা গেছে কিশোর বয়সে শারীরবৃত্তীয় হরমোনজনিত পরিবর্তনের কারনে স্বপ্নদোষের সমস্যাটি বেশি পরিলক্ষিত হয়ে থাকে। কিন্তু তের থেকে উনিশ বছর বয়সী ছেলেদের এবং প্রাপ্তবয়স্ক হওয়ার প্রাথমিক বছরগুলোতে স্বপ্নদোষ খুব সাধারণ একটা ব্যাপার।

স্বপ্নদোষের হওয়ার সাথে যৌন উত্তেজক কোনো স্বপ্নের সম্পর্ক থাকতে পারে অথবা নাও থাকতে পারে। আবার অনেক সময় পুরুষদের লিঙ্গ উত্থান ছাড়াই স্বপ্নদোষ ঘটে যেতে পারে। যদিও স্বপ্নদোষ হওয়াটা স্বাভাবিক ঘটনা কিন্তু এটি যখন অতিরিক্ত পরিমানে হতে থাকে তখন কিন্তু রোগেরই পূর্বাবাস দেয়। আর সেই সময় স্বপ্নদোষের কারনে পুরুষের নানা প্রকার শারীরিক এবং মানসিক সমস্যার সৃষ্টি হতে পারে।

অনেক ক্ষেত্রে দেখা যায় হস্তমৈথুন এবং স্বপ্নদোষ আনুপাতিক হারে বিপরীতমুখী। অর্থাৎ হস্তমৈথুন করলে কিছু কিছু পুরুষের স্বপ্নদোষ হ্রাস পায়। কিন্তু এটা করা আরো ক্ষতিকর। একসময় হস্তমৈথুন করার অভ্যাসটাই একজন পুরুষের যৌন জীবন বিপর্যস্থ করে তুলে। অতিরিক্ত হ্স্তমৈথুনের ফলেও কিছু শারীরিক, মানসিক এবং হরমোনজনিত সমস্যা সৃষ্টি হয়ে থাকে যা এই ধরনের স্বপ্নদোষকে পুরুষের স্থায়ী পুরুষত্বহীনতা এবং লিঙ্গত্থানহীনতার মত মারাত্মক জটিল রোগের সৃষ্টি করতে পারে।

পুরুষের শরীরে বীর্য প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয় যা পরবর্তীতে শারীরিক মিলন বা হস্তমৈথুনের সময় চরম তৃপ্তির পর্যায়ে পুরুষের শরীর থেকে নির্গত হয়ে থাকে। কিন্তু অতিরিক্ত হস্তমৈথুনের ফলে পুরুষের টেষ্টষ্টোরেন হরমোন অধিক পরিমান অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত বীর্য তৈরি করে এবং একই সাথে স্পিংটার পেশী এবং স্নায়ু দুর্বল করে দেয় যার ফলে বীর্য যৌনতন্ত্রে আটকে যায়। পরবর্তীতে আটকে থাকা বীর্য প্রস্রাবের সাথে কিংবা কোন রকম খারাপ স্বপ্ন ছাড়া ঘুমের মাঝে শুধুমাত্র বিছানার ঘর্ষনের ফলে নিজ থেকে বেরিয়ে যায়। বীর্য আটকে থাকার কারনে এবং তা থেকে স্বপ্নদেষের সৃষ্টির কারনে ক্রমশ বেশ কিছু সম্যসার জন্ম দেয়। যেমন :-
শারীরিক দুর্বলতা বৃদ্ধি
লিঙ্গত্থান সমস্যা
বীর্যের পরিমান হ্রাস
শুক্রানুর পরিমান কমে যাওয়া
হাটু, মাজা এবং শরীরের অন্যান্য জোড়ার ব্যাথা
অতিরিক্ত ঘুম ঘুম ভাব অনুভুতি ইত্যাদি।

স্বপ্নদোষ একেবারেই স্বাভবিক এবং শারীরবৃত্তীয় কারণে সংগঠিত একটি শারীরিক প্রক্রিয়া মাত্র। নির্দিষ্ট বয়সে যে কোন ছেলের ক্ষেত্রেই এটি ঘটতে পারে। এতে ভীতির কোনো কারন নেই। স্বপ্নদোষ থেকে মুক্তি পাওয়ার কয়েকটি উপায়:
ঘুমাতে যাবার আগে প্রস্রাব করে নিন। যদিও এটি স্বপ্নদোষের চিকিৎসা নয়। তবে এটি স্বপ্নদোষের চাপ কমাতে শরীরকে সাহায্য করে।
অশ্বগন্ধা স্বপ্নদোষে সৃষ্ট সমস্যায় উপকারসহ সর্বপোরী যৌন স্বাস্থ্য শুদ্ধি, হরমোন ব্যালেন্স এবং হস্তমৈথুনের ফলে দুর্বল হয়ে যাওয়া পেশীশক্তি ফিরে পাওয়া ও ভিতরগত ছোট-খাট ইনজুরি সারিয়ে তুলতে পারে।
ঘুমানোর আগে অতিরিক্ত পানি পান করবেন না। যদি সামান্য পরিমান প্রস্রাবের লক্ষনও থাকে, বিছানায় যাবার আগে প্রস্রাব করে নিন।
দিনের বেলায় অতিরিক্ত দুচিন্তা করবেন না।
অতিরিক্ত সেক্স এর বিষয় নিয়ে আলোচনা করবেন না।

রাতের খাবার খাওয়ার পর-পরই ঘুমাতে যাবেন না। কিছুক্ষন হাটা-হাটি করুন।পারলে ব্যায়াম করুন।
প্রতিদিন সামান্য করে হলেও পুদিনা পাতা অথবা মিছরী খাবার অভ্যাস করুন।
মনে মনে এমন কিছু ভাবুন যেটি আপনাকে মানসিক ভাবে শান্তি প্রদান করে।
যখন ঘুম আসবে শুধু মাত্র তখনি বিছানায় যাবেন। বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করবেন অযথা কল্পনা করবেন না।
নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
রাতে ঢিলাঢালা জামাকাপড় পরে ঘুমান
পর্ণ দেখা বন্ধ করুন
মাঝরাতে ঘুম থেকে উঠে আবার প্রস্রাব করুন
রাতে ঘুমানোর আগে কিছু বরফ নিয়ে অণ্ডকোষের চারপাশে কিছুক্ষন মালিশ করে তারপর ঘুমান ।
হস্তমৈথুন এবং যৌনমিলন নিয়মিত করলে এম্নিতেই স্বপ্নদোষ কম হবে ।
এরপরও যদি না কমে তবে দেরি না করে ডাক্তার দেখান ।.
আশাকরি ভালো ফলাফল পাবেন।

হোমিওপ্যাথি চিকিত্সা :-
স্বপ্নদোষ যখন সপ্তাহে ১ বারের বেশি এবং মাসে ৫ বারের বেশি হতে থাকে তখন এটাকে অতিরিক্ত স্বপ্নদোষ বলা হয়ে থাকে। তখন এটার পেছনে কোনো না কোন কারণ থাকে অর্থাৎ সেই সময় এটা রোগের পর্যায়ে পড়ে যায়। স্বপ্নদোষ যদিও ভয়াবহ কোনো বিষয় নয় কিন্তু এ অবস্থা চলতে থাকলে একসময় এটা নানা প্রকার শারীরিক, মানসিক সমস্যার জন্ম দিয়ে থাকে। তাই যখনই বুঝবেন স্বপ্নদোষ অতিরিক্ত পরিমানে হচ্ছে কাল বিলম্ব না করে আপনার হোমিওপ্যাথের সাথে যোগাযোগ করুন এবং চিকিত্সা নিন। খুব অল্প সময়ের মধ্যেই সেরে উঠবেন ইনশাল্লাহ। ঐ অবস্থায় চিকিত্সা না নিয়ে কেউ এর থেকে মুক্তির জন্য হাজার নিয়ম কানুন পালন করলেও কোনটাই সুফল বয়ে আনে না। এটাই বাস্তবের কথা, তথাকথিত বিশেষজ্ঞদের গাজাখুরি গল্প নয়।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when লজ্জা নয় জানতে হবে » Medical Tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to লজ্জা নয় জানতে হবে » Medical Tips:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram