MH khan physiotherapy

MH khan physiotherapy First-Ever Physiotherapy Center in Hazaribagh.

Mahmudul Hasan Khan holds the following qualifications:​BPT (Bachelor in Physiotherapy) from the University of Dhaka (DU...
23/09/2025

Mahmudul Hasan Khan holds the following qualifications:
​BPT (Bachelor in Physiotherapy) from the University of Dhaka (DU), Bangladesh Medical College
​MPH (Epidemiology)
​PGT from the National Institute of Traumatology and Orthopaedic Rehabilitation (NITOR)
​He works as a Consultant and Senior Physiotherapist.

08/09/2025
বাসায় ফিজিওথেরাপি চিকিৎসা। বর্তমানে অনেকেই ভাবেন বাসা বাড়িতে বসেই ফিজিওথেরাপি চিকিৎসা দেয়া সম্ভব, আসলে তা নয়। একমাত্র চল...
02/09/2025

বাসায় ফিজিওথেরাপি চিকিৎসা।
বর্তমানে অনেকেই ভাবেন বাসা বাড়িতে বসেই ফিজিওথেরাপি চিকিৎসা দেয়া সম্ভব, আসলে তা নয়। একমাত্র চলাচলে অক্ষম একদম বেড রিডেন রোগী কেই না পারতে বাসায় ফিজিওথেরাপি চিকিৎসা দেয়া হয়। এই পুরা বিষয় টি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক ব্যবস্থা এর উপর নির্ভরশীল। ধরা যাক একজন স্ট্রোক করে প্যারালাইজড আক্রান্ত রোগী সে কোনোভাবেই ফিজিওথেরাপি সেন্টার এ আসতে পারছেনা আবার হাসপাতালে ভর্তি থেকে দীর্ঘদিন ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারছেনা কারন সেটা অত্যান্ত ব্যয়বহুল এবং বাংলাদেশ এ ফিজিওথেরাপি হাসপাতালের সংখ্যা ও অত্যান্ত সীমিত সেই ক্ষেত্রে বাসায় ফিজিওথেরাপি চিকিৎসা দেয়া হয়। বেশির ভাগ ক্ষেত্রেই এই চিকিৎসা একজন ফিজিওথেরাপিস্ট এর তত্ত্বাবধানে একজন ফিজিওথেরাপি টেকনিশিয়ান দিয়ে থাকে। বাসায় কখোনও পরিপূর্ণ ফিজিওথেরাপি চিকিৎসা দেয়া সম্ভব নয়, কারন এই চিকিৎসা এবং রিহ্যাবিলিটেশন এর জন্য যে সব বেড,ইন্সট্রুমেন্ট, স্পেস দরকার তা বাসায় অসম্ভব। শুধুমাত্র রোগী দের কথা চিন্তা করেই বাসায় ফিজিওথেরাপি চিকিৎসা দেয়া হয় যাতে মুটামুটি চলাচলের শক্তি আসলেই যাতে সেন্টার এ আনা যায়। এক্ষেত্রে অনেক রোগী ই ভাবে এই চিকিৎসা বাসায় দিলেই হয়, নিজে নিজে হাত পা টানলেই হয় বা রোগী কে যত ব্যায়াম দিবে রোগী নিয়ে যতক্ষন বসে থাকবে তত ভালো৷ যখন মন চাইবে ফিজিওথেরাপি নিজে নিজেই বন্ধ করে দেয়া যায় বা চালু করা যায়। আসলে এ সকল ই ভুল। রোগী কে এক্সারসাইজ দিতে হয় তার শরীরের সক্ষমতা যাচাই করে না হলে হিতে বিপরীত। উলটা পালটা ব্যায়াম দিতে যেয়ে জয়েন্ট ডিসলোকেশন করে সেই দোষ ফিজিওথেরাপিস্ট এর উপর চাপানো কমন কেস। ৮/১০ দিন চিকিৎসা করলো তারপর কোনো একজন ফিজিশিয়ান বল্লো থেরাপি বন্ধ!!! ব্যাস বন্ধ করলেন তো মরলেন, আসলে ফিজিওথেরাপিস্ট এর পরামর্শ ছাড়া ফিজিওথেরাপি বন্ধ করলে লাভ তো দূর উলটা ক্ষতি। সুতরাং বাসায় ফিজিওথেরাপি চিকিৎসা নেবার ক্ষেত্রে সকলেই সাবধান হোন আর যিনি বাসায় এই চিকিৎসা প্রদান করেন তাকে প্রপার সম্মান করুন, কারন যেই কায়িক পরিশ্রম এবং ফল্টি পজিশন এ বাসায় এই চিকিৎসা দেয়া হয় তা খুবই কষ্টকর।

মাহমুদুল হাসান খান
বিপিটি (ঢাকা বিশ্ববিদ্যালয়) বাংলাদেশ মেডিকেল কলেজ
এম পি এইচ ( এপিডেমিওলজি)
পিজিটি ( নিটোর)।
কনসালট্যান্ট ও সিনিয়র ফিজিওথেরাপিস্ট

🚫 আপনি কি সেরাজম কে ফিজিওথেরাপি ভেবে প্রতারিত হচ্ছেন? 👉 মনে রাখবেন – সেরাজম/ডুডুমস কোনো ফিজিওথেরাপি নয়।এটি কেবলমাত্র একট...
27/08/2025

🚫 আপনি কি সেরাজম কে ফিজিওথেরাপি ভেবে প্রতারিত হচ্ছেন?

👉 মনে রাখবেন – সেরাজম/ডুডুমস কোনো ফিজিওথেরাপি নয়।
এটি কেবলমাত্র একটি যন্ত্রের ব্যবসা, যার বৈজ্ঞানিক ভিত্তি নেই।

🧑‍⚕️ ফিজিওথেরাপি কী?
ফিজিওথেরাপি হলো একজন প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্ট কর্তৃক প্রদানকৃত শতভাগ বৈজ্ঞানিক ও প্রমাণভিত্তিক চিকিৎসা পদ্ধতি।
যেখানে রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী ইলেক্ট্রোথেরাপি, এক্সারসাইজ, ম্যানুয়াল থেরাপি, ও রিহ্যাবিলিটেশন প্ল্যান দেওয়া হয়।

⚠️ সেরাজম = ব্যবসা
✅ ফিজিওথেরাপি = চিকিৎসা

👉 তাই সচেতন হোন, প্রতারিত হবেন না।
আপনার সমস্যা থাকলে সঠিক পরামর্শ ও চিকিৎসার জন্য ফিজিওথেরাপিস্টের কাছে যান।




আপনি যেই ডাক্তার ই দেখান না কেন, যত বড় হাসপাতালেই যান না কেন যদি আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা নিতেই হয় তাহলে ফিজিওথেরাপিস্...
03/08/2025

আপনি যেই ডাক্তার ই দেখান না কেন, যত বড় হাসপাতালেই যান না কেন যদি আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা নিতেই হয় তাহলে ফিজিওথেরাপিস্ট এর প্রেসক্রিপশন এই নিতে হবে। যদি না নেন বা অন্য চিকিৎসক দের প্রেসক্রিপশন এনে ফার্মেসির মেডিসিন বা ডায়াগনস্টিক সেন্টার এর মত জিজ্ঞেস করেন যে এই থেরাপি গুলো আছে কি না বা দিয়ে দেন তাহলে শুধু টাকা ই পানিতে ফেলবেন, সঠিক চিকিৎসা আর পাবেন না।। এটা বাংলাদেশ নিজের বুঝ নিজেকেই বুঝতে হবে।। এখন তথ্য প্রযুক্তি যুগ ভালো ভাবে জেনে বুঝে চিকিৎসা নিন।।

29/07/2025

কনসালটেন্ট না অধ্যাপক???

অধ্যাপকদের ( চিকিৎসা) কাজ অধ্যাপনা / গবেষণা করা। জটিল এবং বিশেষ প্রয়োজনে সীমিত আকারে রোগী দেখা। অথচ আমাদের দেশের অধ্যাপক স্যারেরা গভীর রাতঅব্দি চেম্বার প্রেক্টিস করেন, রোগী দেখেন।
সকালে আবার মেডিক্যাল কলেজ বা হাসপাতালে ডিউটি করেন।

অনেকেই জিজ্ঞাস করেন তাহলে তারা গবেষণা বা অধ্যাপনা কখন করেন??

আর আপর দিকে কনসালটেন্টদের ( ক্লিনিসিয়ান) কাজ রোগীর চিকিৎসা দেওয়া। জটিল অবস্থায় বা প্রয়োজনে অধ্যাপকদের পরামর্শ নেওয়া। কারণ অধ্যাপক ও কনসালট্যান্ট বা পরামর্শ দিতে পারেন। কিন্তু আমাদের দেশের কনসালটেন্টরা খুব একটা রোগী দেখতে পারেন না। কারন তাদের নামের অগে অধ্যাপক নাই।

কারণ সবাই শুধু নামের আগে অধ্যাপক খুজেন। অধ্যাপক ছাড়া জেনো রোগ ভালো হয় না।

বর্তমান চিকিৎসা ব্যবস্থায় "অধ্যাপক" নামটিই যেন একমাত্র আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অথচ অধ্যাপকের মূল কাজ হলো শিক্ষা ও গবেষণা, রোগী দেখা নয়। অন্যদিকে, কনসালট্যান্টরাই মূলত চিকিৎসা সেবার ফ্রন্টলাইনে থাকার কথা। কিন্তু আমাদের সমাজে যোগ্য কনসালট্যান্টদের মূল্যায়ন কম — কারণ নামের আগে “অধ্যাপক” লেখা নেই!
এই মানসিকতার পরিবর্তন দরকার। গুণ দেখে চিকিৎসক বেছে নেওয়া সময়ের দাবি।।

সারা বিশ্ব সামনে আগাচ্ছে আর আমরা শুধু পিছনেই যাচ্ছি।৷
16/07/2025

সারা বিশ্ব সামনে আগাচ্ছে আর আমরা শুধু পিছনেই যাচ্ছি।৷

12/07/2025

সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ বা স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ হতে ফিজিওথেরাপি প্রফেশনাল বিষয়ে পাঁচ বছর মেয়াদি প্রফেশনাল ব্যাচেলর ডিগ্রিধারী গনই ফিজিওথেরাপি চিকিৎসক।
সুত্রঃ বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮

Address

48/5 Ka Bhagolpur Lane, Company Ghat, Near Hazaribagh Park
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 13:00
16:00 - 21:30
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801644390989

Website

Alerts

Be the first to know and let us send you an email when MH khan physiotherapy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MH khan physiotherapy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram