05/09/2021
নভেল করোনা ভাইরাস (Covid-19) এর উপসর্গ গুলো নিম্নে দেওয়া হলো -
সচরাচর যেসব উপসর্গ দেখা দেয় -
১. জ্বর
২. শুষ্ক কাশি
৩. দুর্বলতা
নিচের উপসর্গ গুলোর এর মাঝে এক বা একাধিক উপসর্গ থাকতেও পারে আবার নাও থাকতে পারে -
৪। শরীর অথবা যে কোন অংগে ব্যথা
৫. মাথা ব্যথা
৬। ডায়রিয়া
৭। মুখের স্বাদ কমে যাওয়া বা অরুচি
৮। ঘ্রাণ শক্তি কমে যাওয়া
৯। চোখ উঠা
১০। গলা ব্যথা
১১। শরীরে র্যাশ উঠা
১২। আংগুল এর রঙ বদলে যাওয়া। লালচে বা ফ্যাকাশে হয়ে যাওয়া।
১৩। জিহ্বা ফুলে যাওয়া
১৪। চোখ জ্বালাপোড়া করা
১৫। হাতের তালুতে জ্বালাপোড়া করা
১৭। মুখে ঘা হওয়া
মারাত্মক উপসর্গ -
(যেসব উপসর্গ দেখা দিলে রোগীকে অনতিবিলম্বে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে)
১৮। শ্বাস কষ্ট
১৯। বুকে ব্যথা অনুভব করা
২০। কথা বলতে না পারা অথবা চলাচল করতে না পারা
উপরে উল্লেখিত যে কোন উপসর্গ কারো মাঝে দেখা দিলে তাকে সকলের থেকে Isolate করে ফেলতে হবে। যদি বাসায় থেকে সেবা নেওয়া সম্ভব হয়, তাহলে সেটা করতে হবে। তবে এক্ষেত্রে বিশেষজ্ঞ কোন চিকিৎসক এর পরামর্শ ক্রমে চলতে হবে। অক্সিজেন স্যাচুরেশন মনিটর করতে হবে। আর যদি মারাত্মক উপসর্গ এর কোনটা দেখা দেয় অথবা রোগীর অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকে, তাহলে অনতিবিলম্বে নিকটস্থ হাসপাতালে নিতে হবে।
করোনা নির্নয়ে সাধারণত যেসব টেস্ট করাতে হয় -
১। RT PCR Test
২। CBC
৩। D-Dimer
৪। Serum Ferrittin
৫। Chest X-ray (CxR PA View)
৬। CRP
উপরে উল্লেখিত টেস্ট গুলো অবশ্যই কোন চিকিৎসক এর পরামর্শ ক্রমে করাতে হবে।