Crescent Gastroliver & General Hospital

Crescent Gastroliver & General Hospital This is a super-specialized hospital providing complete GI & hepatology specialty services, as well

আমাদের সন্মানিত কনসালটেন্ট ও ঢাকা মেডিকেল কলেজ কলোরেক্টাল সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ডা. মো: আহস...
01/09/2025

আমাদের সন্মানিত কনসালটেন্ট ও ঢাকা মেডিকেল কলেজ কলোরেক্টাল সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ডা. মো: আহসান হাবিব অধ্যাপক পদে উন্নীত হওয়ায় ক্রিসেন্ট গ্যাষ্ট্রোলিভার এন্ড জেনারেল হসপিটালের মেডিকেল ডিরেক্টর ডা. আলমগীর হায়দার স্যারকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচছা জানান।

29/08/2025

শোক সংবাদ-
অত্র হাসপাতালের ম্যানেজার এডমিন জনাব এস এম ইফতেখারু়ল ইসলামের আব্বা অদ্য ২৯ আগষ্ট শুক্রবার বেলা ১.৩০ ঘটিকার সময় বি. বাড়িয়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করছি। সকলের কাছে দোয়া কামনা করছি মহান রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতের অফুরন্ত নেয়ামত দান করেন এবং তাঁর পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন।

🏥 নিয়োগ বিজ্ঞপ্তি,পদবী: আয়া (AYA)প্রতিষ্ঠান : ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার এন্ড জেনারেল হাসপাতাল লিঃ
26/08/2025

🏥 নিয়োগ বিজ্ঞপ্তি,

পদবী: আয়া (AYA)

প্রতিষ্ঠান : ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার এন্ড জেনারেল হাসপাতাল লিঃ

দারীদ্রপীড়িত জনগোষ্ঠির স্বাস্থ্য সেবায় আমরা আছি মানবিক সেবায় পরিপাকতন্ত্র ও লিভারের অসুখে সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা সম...
24/08/2025

দারীদ্রপীড়িত জনগোষ্ঠির স্বাস্থ্য সেবায় আমরা আছি মানবিক সেবায় পরিপাকতন্ত্র ও লিভারের অসুখে সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্বলিত বিশেষায়িত স্বাস্থ্য সেবার মহান ব্রত নিয়ে আজ থেকে ২৪ বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল এ হাসপাতালটি। জন্মলগ্ন থেকেই গরীব ও অসহায় রোগিদের জন্য হাসপাতালের সকল ধরনের সেবা থেকে বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রাখা হয়েছিল যা আজ অবধি চালু আছে। জুলাই- ২০২৫- সালের চ্যারিটি।

19/08/2025

🔹 ERCP এর মাধ্যমে সফলভাবে পিত্তনালীর পাথর অপসারণ ।

আব্দুল হাকিম (ছদ্মনাম),৩০ বছর বয়স, সম্প্রতি আমাদের হাসপাতালে ভর্তি হন তীব্র পেট ব্যথা, খাবার হজমে সমস্যা এবং মাঝে মাঝে জন্ডিসের লক্ষণ নিয়ে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা (Ultrasonography ও MRCP) করার পর জানা যায়, রোগীর পিওনালীতে পাথর রয়েছে, যা পিত্তের স্বাভাবিক প্রবাহে বাধা দিচ্ছিল।
পিত্তনালীর পাথরের এই অবস্থাকে আমরা কোলেডোকোলিথিয়াসিস বলি, যা চিকিৎসা না করলে মারাত্মক জটিলতা যেমন প্যানক্রিয়াটাইটিস বা কোলান্জাইটিস হতে পারে।
রোগীর ক্ষেত্রে আধুনিক এন্ডোস্কোপিক প্রযুক্তি Endoscopic Retrograde Cholangiopancreatography বা ERCP এর মাধ্যমে পাথর অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। ইআরসিপি একটি বিশেষ প্রক্রিয়া যেখানে এন্ডোস্কোপ মুখ দিয়ে প্রবেশ করিয়ে খাদ্যনালী ও পাকস্থলী হয়ে ডিওডেনাম এর মাধ্যমে পিত্তনালীর ভেতরে যাওয়া হয় এবং পাথর বের করে আনা হয়।

ইআরসিপি চলাকালীন আমরা লক্ষ্য করি রোগীর পেরিঅ্যাম্পুলারি ডাইভার্টিকুলাম রয়েছে। এটি হল পিওনালী -এর পাশে থলির মতো গঠন, যা ইআরসিপিকে আরও চ্যালেঞ্জিং করে তোলে। এই অবস্থায় ইআরসিপি করা অভিজ্ঞতা ও দক্ষতার ব্যাপার কারন এই ডাইভার্টিকুলাম এর জন্যে ইআারসিপি অনেক সময় করা সম্ভব হয়না।
আমাদের অভিজ্ঞ গ্যাস্ট্রোএন্টারোলজি ও এন্ডোস্কোপি টিমের দক্ষ হাতে ডাইভার্টিকুলাম থাকা সত্যেও পিওনালী থেকে একাধিক পাথর সফলভাবে অপসারণ করা হয়। প্রক্রিয়াটি ন্যূনতম সময়ের মধ্যে এবং নিরাপদভাবে সম্পন্ন হয়।

রোগী ইআরসিপির পর খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং কোন বড় সার্জারির প্রয়োজন হয়নি।
মাত্র কয়েক দিনের মধ্যেই রোগী স্বাভাবিক জীবনে ফিরে আসেন এবং পিত্তনালীর প্রবাহ স্বাভাবিক হয়ে যায়।

ইআরসিপি এমন একটি উন্নত চিকিৎসা পদ্ধতি যা সঠিক স্থানে ও অভিজ্ঞ হাতে হলে বড় ধরনের অপারেশনের প্রয়োজন হয় না। জটিল কেস যেমন Periampullary Diverticulum থাকলেও আমরা নিরাপদ ও সফলভাবে চিকিৎসা দিতে সক্ষম।

📞 আমাদের সাথে যোগাযোগ করুন
[ক্রিসেন্ট গ্যাট্রোলিভার এন্ড জেনারেল হসপিটাল লিঃ]
[০১৯২৬১০০১০০]
[২৫/আই, গ্রীনরোড, ধানমন্ডি, ঢাকা]

আমাদের সন্মানীত কনসালটেন্ট সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী (এফসিপিএস,সার্জারী),কলোরেক্টাল সার্জারীতে এফসিপিএস ডিগ্রী অর্...
13/08/2025

আমাদের সন্মানীত কনসালটেন্ট সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী (এফসিপিএস,সার্জারী),
কলোরেক্টাল সার্জারীতে এফসিপিএস ডিগ্রী অর্জন করায় ক্রিসেন্ট গ্যাষ্ট্রোলিভার এন্ড জেনারেল হসপিটালের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচছা জানানো হয়।

10/08/2025

✅ কোলনিক পলিপ অপসারণ ✅

সম্প্রতি আমাদের গ্যাস্ট্রোএনটেরোলজি টিম দুটি বড় আকারের কোলনিক পলিপ সফলভাবে Colonoscopic Polypectomy-এর মাধ্যমে অপসারণ করেছে—অপারেশন ছাড়াই, কোনো বড় কাটাছেঁড়া ছাড়াই, সম্পূর্ণ এন্ডোস্কপিক পদ্ধতিতে!

🔍 পলিপ কী?
কোলনের (বৃহদান্ত্র) ভিতরে যে অস্বাভাবিক টিস্যুর বৃদ্ধি হয়, তাকে পলিপ বলা হয়। এগুলো অনেক সময় কোলন ক্যান্সারের প্রাথমিক ধাপ হতে পারে, তাই সময়মতো শনাক্ত ও অপসারণ করা খুবই জরুরি।
পলিপ অপসারণের পর রক্তক্ষরণের সম্ভাবনা কমাতে এবং কাটা স্থানের দ্রুত সেরে ওঠা নিশ্চিত করতে আধুনিক হেমোক্লিপ (Hemoclip) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। হেমোক্লিপ কাটা স্থানে স্থাপন করে ক্ষতস্থানের রক্তনালিকে চেপে ধরা হয়, ফলে তাৎক্ষণিকভাবে রক্তপাত বন্ধ হয় এবং ক্ষতকে সুরক্ষা দেয়,পদ্ধতিটি সম্পূর্ণ ব্যথাহীন, দ্রুত কার্যকর। এর ফলে রোগী খুব অল্প সময়েই স্বাভাবিক জীবনে ফিরে যেতে সক্ষম হন।

💡 আমাদের ক্ষেত্রে বিশেষত্ব
আধুনিক হাই-ডেফিনিশন ভিডিও কোলনোস্কপি মেশিন
অভিজ্ঞ গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট টিম
সিডেশন সহ আরামদায়ক ও দ্রুত প্রক্রিয়া
একই দিনে বাড়ি ফেরার সুযোগ।

⚠️ আপনার জন্য বার্তা
আপনার বয়স যদি ৪০-এর বেশি হয়, অথবা পরিবারের কারও কোলন ক্যান্সারের ইতিহাস থাকে, তাহলে দেরি না করে কোলনোস্কপি করান। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে পলিপ অপসারণ সহজ, ব্যথাহীন এবং ক্যান্সার প্রতিরোধে কার্যকর।

📍 আমাদের গ্যাস্ট্রোলিভার হাসপাতালে
☎️ আজই যোগাযোগ করুন: [01926100100]

আপনার সুস্থতা – আমাদের অঙ্গীকার ❤️

আমাদের সন্মানিত কনসালটেন্ট ডা. মো: গোলাম আযম (এমডি,হেপাটো.)বিভাগীয় প্রধান,"জিএইচপিডি" বিভাগ বারডেম হসপিটাল, অধ্যাপক হিস...
09/08/2025

আমাদের সন্মানিত কনসালটেন্ট ডা. মো: গোলাম আযম (এমডি,হেপাটো.)
বিভাগীয় প্রধান,"জিএইচপিডি" বিভাগ বারডেম হসপিটাল, অধ্যাপক হিসাবে পদোন্নতি হওয়ায় ক্রিসেন্ট গ্যাষ্টোলিভার এন্ড জেনারেল হসপিটালের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানানো হয়।

বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৫, ২৮ জুলাই।প্রতিপাদ্য- Hepatitis :-"Let’s Break It Down. চলো ভেংঙে ফেলি"।প্রতিরোধ হোক পরিবার থ...
28/07/2025

বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৫, ২৮ জুলাই।
প্রতিপাদ্য- Hepatitis :-"Let’s Break It Down. চলো ভেংঙে ফেলি"।
প্রতিরোধ হোক পরিবার থেকেই।
হেপাটাইটিস একটি নীরব ঘাতক। এটি এমন একটি ভাইরাসজনিত লিভারের রোগ, যা অনেক সময় লক্ষণ ছাড়াই শরীরের ভেতরে ধীরে ধীরে ক্ষতি করতে থাকে। বিশ্বে প্রতি বছর প্রায় ১৩ লক্ষ মানুষ হেপাটাইটিসজনিত কারণে প্রাণ হারান, অথচ অধিকাংশ ক্ষেত্রেই এটি প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য।
হেপাটাইটিস A, B, C, ও E — এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ধরা হয় হেপাটাইটিস B ও C-কে, কারণ এদের কারণে দীর্ঘস্থায়ী লিভার সিরোসিস, লিভার ফেইলিউর এবং এমনকি ক্যানসার পর্যন্ত হতে পারে।
কেন পরিবার থেকেই প্রতিরোধ শুরু হওয়া জরুরি?
✅ মা থেকে শিশুতে হেপাটাইটিস বি ছড়িয়ে যেতে পারে জন্মের সময়
✅ পরিবারের কেউ আক্রান্ত হলে, অন্য সদস্যদের ঝুঁকি বেড়ে যায়
✅ একই রেজার, ব্রাশ বা ইনজেকশন ব্যবহারের মাধ্যমেও ছড়াতে পারে
✅ পরিবার পর্যায়েই সচেতনতা ও টিকাদান কার্যক্রম শুরু করা গেলে বড় পরিসরে প্রতিরোধ সম্ভব।
এখনই সময় সচেতন হওয়ার।
পরীক্ষা করুন,
টিকা নিন।
নিজে ও পরিবারকে হেপাটাইটিস থেকে সুরক্ষিত রাখুন।
একটি পরিবার সচেতন হলে, একটি সমাজ নিরাপদ হয়।
আসুন- বিশ্ব হেপাটাইটিস দিবসে আমরা সবাই একসাথে বলি —
প্রতিরোধ শুরু হোক পরিবার থেকেই।
-ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার এন্ড জেনারেল হসপিটাল।

Address

25/i, Green Road, Dhanmondi
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Crescent Gastroliver & General Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Crescent Gastroliver & General Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category