Shojib Bapari

Shojib Bapari We are for vulnerable & street children to change their current position with light of education.

24/07/2025

বার্ন শিশুদের বাঁচাতে স্কিন ডোনেশনের জন্য প্রস্তুত থাকুন,
উরুর অংশ থেকে স্কিন নেওয়া হবে, যেটা ১৪ দিনে আপনার রিকভারি হয়ে যাবে ❣️

🩸 Zoom Bangladesh Blood Donation Team -এর পক্ষ থেকে "Zone Coordinator" নিয়োগ 🩸রক্তই জীবন — মানবতার টানে এগিয়ে আসুন!এই মু...
23/07/2025

🩸 Zoom Bangladesh Blood Donation Team -এর পক্ষ থেকে "Zone Coordinator" নিয়োগ 🩸
রক্তই জীবন — মানবতার টানে এগিয়ে আসুন!
এই মুহূর্তে আমাদের দেশ এক কঠিন সময় পার করছে। হাসপাতালের বেডে অসুস্থ মানুষ অপেক্ষা করছে এক ব্যাগ রক্তের জন্য। আর সেই রক্তের সন্ধানে ছুটে বেড়ানো অসহায় পরিবারগুলোর কান্না আজ যেন আমাদের বিবেক নাড়িয়ে দেয়।
আমরা বিশ্বাস করি — মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই মানবতা।
আর সেই মানবতার ডাকেই Zoom Bangladesh Blood Donation Team এগিয়ে এসেছে, এক নতুন উদ্যোগ নিয়ে।
🔴 আমরা ঢাকা শহরের ১০টি জোনে নিয়োগ দিচ্ছি “Zone Coordinator”
জোন ১. উত্তরা – টঙ্গী
জোন ২. গুলশান – বনানী – নিকেতন
জোন ৩. মিরপুর – পল্লবী – রূপনগর – কচুক্ষেত
জোন ৪. মোহাম্মদপুর – শ্যামলী – আদাবর
জোন ৫. ধানমন্ডি – কলাবাগান – নিউ মার্কেট – হাজারীবাগ
জোন ৬. তেজগাঁও – কারওয়ান বাজার – ফার্মগেট
জোন ৭. রামপুরা – বাড্ডা – মালিবাগ – খিলগাঁও
জোন ৮. পুরান ঢাকা – সূত্রাপুর – চকবাজার – লালবাগ – ইসলামপুর
জোন ৯. মতিঝিল – পল্টন – রাজারবাগ – আরামবাগ
জোন ১০. জুরাইন – ডেমরা – যাত্রাবাড়ী – কদমতলী – শ্যামপুর
যারা তাদের নিজ নিজ এলাকার প্রতিনিধি হিসেবে কাজ করবেন।
তাদের কাজ হবে –
✅ ওই জোন থেকে রক্তদাতা (ডোনার) সংগ্রহ করা
✅ রক্ত প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা করা
✅ মানবতার বার্তাকে ছড়িয়ে দেওয়া
এই পদে আমরা খুঁজছি –
❤️ মানবতার জন্য পাগল কিছু সাহসী হৃদয়
❤️ যারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াতে চায়
❤️ যারা শুধু পোস্ট নয়, প্রাণ দিয়ে কাজ করতে চায়
Zoom Bangladesh Blood Donation Team হওয়ার জন্য প্রয়োজনীয়তা (Requirements):
✅ নূন্যতম বয়স ১৮ বছর (ছাত্র/ছাত্রী, চাকরিজীবী বা ব্যবসায়ী সবাই আবেদন করতে পারবেন)।
✅ নিজ এলাকার প্রতি ভালো জানাশোনা ও সংযোগ থাকা (অর্থাৎ নিজের জোনে পরিচিত/নেটওয়ার্ক থাকতে হবে)।
✅ রক্তদানের বিষয়ে আগ্রহ ও সচেতনতা থাকতে হবে।
✅ যোগাযোগ দক্ষতা থাকতে হবে – প্রয়োজনে রক্তদাতা ও রোগীর পরিবারকে সমন্বয় করতে হবে।
✅ মানবিক ও স্বেচ্ছাসেবী মনোভাব – কাজটি স্বেচ্ছায় করতে হবে, কোনো আর্থিক লাভের উদ্দেশ্যে নয়।
✅ নিয়মিত Zoom Bangladesh Blood Donation Team -এর সঙ্গে যোগাযোগ রাখতে আগ্রহী হতে হবে।
✅ ফেসবুক বা হোয়াটসঅ্যাপে সক্রিয় থাকতে হবে, কারণ যোগাযোগের বেশিরভাগ হবে অনলাইনে।
✅ দলবদ্ধভাবে কাজ করতে ইচ্ছুক ও নেতৃত্ব দিতে পারার সক্ষমতা থাকতে হবে।
✅ রক্তদানের প্রয়োজন হলে, দ্রুত ব্যবস্থা করতে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
✅ বিশ্বস্ত, সময়নিষ্ঠ ও দায়িত্ববান হওয়া বাধ্যতামূলক।
এই টিমে যুক্ত হওয়া মানে শুধু একটি দায়িত্ব নয় —
এটি একটি চেতনা, একটি আন্দোলন, একটি ভালোবাসার নাম।
👉 যদি মনে করেন, আপনি এই মহান কাজে অংশ নিতে প্রস্তুত —
তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
Registration Link : https://forms.gle/Gv1cYyoMEr4RSATcA
তোমার দেওয়া এক ব্যাগ রক্ত কারো মায়ের মুখে ফিরিয়ে দিতে পারে হাসি,
বাঁচিয়ে দিতে পারে কারো জীবন।
Zoom Bangladesh Blood Donation Team —
মানবতার জন্য, মানুষের পাশে।

যারা ব্লাড দিতে পারবেন, তারা নিচের হাসপাতাল গুলোতে চলে যান....১. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট২. কুর্মিটোলা জেনারেল হাসপাতা...
21/07/2025

যারা ব্লাড দিতে পারবেন, তারা নিচের হাসপাতাল গুলোতে চলে যান....

১. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
২. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৩. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
৪. কুয়েত মৈত্রী হাসপাতাল
৫. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
৭. মনসুরআলী মেডিকেল কলেজ
৮. উত্তরা বাংলাদেশ মেডিক্যাল
৯. ক্রিসেন্ট হাসপাতাল

07/03/2025

আস-সালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু"
B+ Blood আছে কারো কাছে??
emergency, ICU রোগী।
ঢাকা ন্যাশনাল হাসপাতাল।

অনুগ্রহ করে কারো থাকলে জানাবেন বা পরিচিত কেউ থাকে তার নম্বর টা দিবেন।

রোগী আমার কাজীন ইমারজেন্সি দরকার।
যোগাযোগ :+8801620485160

07/03/2025

:★একটি মানবিক আবেদন.......

💁রোগীর সমস্যা: প্রেগন্যান্ট
🔴রক্তের গ্রুপ:b+
💉রক্তের পরিমাণ:২
👉হিমোগ্লোবিন : জানি না
📆রক্তদানের তারিখ: আজ (৭/০৩/২০২৫)
⌚রক্তদানের সময়ঃ- আনুমানিক সকাল ১০টা
🏥রক্তদানের স্থান: ঢাকা মেডিকেল
☎যোগাযোগ: 01883653539
👨‍👨‍👧‍👦রেফারেন্স :রায়হান

Happy Birthday to you "FOUNDER"
09/02/2025

Happy Birthday to you "FOUNDER"

Address

Sugunbagicha
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shojib Bapari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shojib Bapari:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram