TEETH An Exclusive Dental Care & Orthodontics

TEETH An Exclusive Dental Care & Orthodontics We are here to give you best and world class treatment ever in Bangladesh. Remember, brushing your teeth regularly keeps you far from Dentist.

05/04/2022

অন্যান্য দেশে রমজান মাসে সকল পন্যের দাম কমে যায়।
কিন্তু আমাদের দেশে বরং উল্টো।
তাই সম্পুর্ন রমজান মাস জুড়ে টিথ ডেন্টাল কেয়ারে সকল চিকিৎসার উপর চলছে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট
তাই দেরি না করে আজই চলে আসুন
সিরিয়ালের জন্য কল করুন - ০১৬৭০৮০৬৩০৩

ফোকলা হাসিতে বাচ্চাদের ভালো লাগে, বড়দের নয়।রোগী আমার অনেক নিকট আত্মীয়। এসেছিলেন হাতে অনেক কম সময় নিয়ে তার ফোকলা হাসি মের...
01/02/2021

ফোকলা হাসিতে বাচ্চাদের ভালো লাগে, বড়দের নয়।
রোগী আমার অনেক নিকট আত্মীয়। এসেছিলেন হাতে অনেক কম সময় নিয়ে তার ফোকলা হাসি মেরামতে। হাসির কিছু অংশই মেরামতে সফল হয়েছি মাত্র।
বাকি কথা ছবিই বলে দিক।
বিঃদ্রঃ - ছবির উপর থেকে নিচে ক্রমান্বয়ে পূর্বে, মধ্যবর্তী ও চিকিৎসা পরবর্তী অবস্থা।

A small gap can make a big difference.
28/10/2019

A small gap can make a big difference.

চাঁদের হাসি কিন্তু বাঁকা তাতেও কিন্তু তার সৌন্দর্যর একটুও কমতি নেই।খেয়াল করলে দেখবেন, আগের ও পরের দুই ছবিতেই হাসিটা সামা...
20/08/2019

চাঁদের হাসি কিন্তু বাঁকা তাতেও কিন্তু তার সৌন্দর্যর একটুও কমতি নেই।

খেয়াল করলে দেখবেন, আগের ও পরের দুই ছবিতেই হাসিটা সামান্য বাঁকা। তবে এ বাঁকা হাসি কিন্তু বিমর্ষতার কারন নয়। আর প্রানবন্ত হাসির রহস্য আশা করি বুঝতে পারছেন।

এভাবেই মানুষের ক্ষয়ে যাওয়া হাসি ফেরত দিতে চাই।
হাসুন প্রানখুলে।

মানুষের হাসি এমনিই সুন্দর।অনেকটা চাঁদের মত।তবে চাঁদের কলঙ্ক কে দূর করতে না পারলেও আমার এই রোগিনীর হাসি কে আরেকটু প্রাণবন...
18/06/2019

মানুষের হাসি এমনিই সুন্দর।
অনেকটা চাঁদের মত।
তবে চাঁদের কলঙ্ক কে দূর করতে না পারলেও আমার এই রোগিনীর হাসি কে আরেকটু প্রাণবন্ত করার প্রচেষ্টা মাত্র।

“রোজার মাসে মুখে অনেক দুর্গন্ধ হয়। অফিসে/মিটিং এ/কলিগদের সাথে/বন্ধুদের সামনে কথা বলতে অসস্থি লাগে”“ঘুম থেকে উঠলে মুখটা আ...
11/05/2019

“রোজার মাসে মুখে অনেক দুর্গন্ধ হয়। অফিসে/মিটিং এ/কলিগদের সাথে/বন্ধুদের সামনে কথা বলতে অসস্থি লাগে”
“ঘুম থেকে উঠলে মুখটা আঁশটে-আঁশটে/ টক-টক লাগে। মাঝে মাঝে দাঁতের গোড়া থেকে রক্ত পড়ে”
“আচ্ছা, আমি কি রোজা অবস্থায় দাঁত মাজতে পারবো?”
রোজা আছি, দাঁতের সমস্যার জন্য কি রোজা অবস্থায় ডাক্তার দেখাতে পারবো?

এমন অনেক প্রশ্ন আমাদের মনের কোনে উকি দিয়ে যায়। আশা করি আজ আপনাদের এমন প্রশ্নের উত্তর এখানে পাবেন।

(সংবিধিবদ্ধ সতরকিকরনঃ- বেশ বড় লেখা। ধৈর্যের সাথে পড়লেই উপকৃত হবেন। কারো ধর্ম বা সংস্কৃতি বা পেশাকে কে আঘাত করার কোন উদ্দেশ্য লেখনিতে নেই। লেখার মাঝে কোন ভুল মার্জনীয়)

চলছে সিয়াম সাধনার মাস রমজান মাস। মুসলমানদের জন্য এ মাসের তাৎপর্য অসীম এবং আমি বলে শেষ করার দুঃসাহস করবো না। স্বভাবতই ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা রোজা রাখার উদ্দেশ্যে সুবহে সাদিকের পূর্ব মুহূর্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত সম্পূর্ণ সময় কিছু না খেয়ে থাকেন (রোজা রাখার বাকি নিয়মাবলি উল্লেখ করলাম না)। প্রায় সাড়ে পনেরো ঘন্টা আমাদের মুখ দিয়ে পানি পর্যন্ত নামে না। তবে আল্লাহর কুদরতে শরীরের গঠন অনুযায়ী আমাদের মুখের ভেতর সবসময় ভেজা থাকে। আমাদের কন্ঠ সহজে শুকিয়ে যায় না। লালাগ্রন্থি সার্বক্ষণিক মুখের ভেতর অংশ আদ্র রাখে। তবে এ সময় ই আমদের মুখে সবথেকে বেশি ব্যক্টেরিয়া তাদের সংসারের বিস্তৃতি ঘটায়। কিভাবে?
আচ্ছা আপনি আলুর (পটেটো) কথা চিন্তা করুন। আলুর চিপ্স এবং আলুর ভর্তা কোনটা আগে পঁচবে?
অবশ্যই আলুর ভর্তা। কারণ? কারণ আলুর ভর্তায় পানির পরিমান আলুর চিপ্স এর থেকে বেশী থাকে। তারমানে পচনে কার্যকরী ব্যক্টেরিয়া পানি ওয়ালা জায়গায় ই বংশ বিস্তার করে।
ঠিক তেমনি আমাদের মুখে ব্যাকটেরিয়া রা রোজার এ সাড়ে পনেরো ঘন্টা বেশি কার্যকরী থাকে। রোজার মাস বাদে অন্য সময় খাওয়া দাওয়া এবং পানি পানের কারনে এ সকল ব্যাকটেরিয়া মুখে বেশি সময় থাকতে পারে না। আর এভাবেই রোজার মাসে আমাদের মুখে ব্যাকটেরিয়া বেশি বেশি বাইপ্রোডাক্ট (মুলত এসিড) নিঃসারণ করে এতে করে দুর্গন্ধ বাড়তে পারে।
করনীয়ঃ-
• আমাদের ইফতারের পরপর (যদি সম্ভব হয়) নাহলে সন্ধ্যা রাতে খাবার খাওয়ার পর দাঁত মাজতে হবে। সেহেরী করার পরপর অর্থাৎ ফজরের নামাজের অজুর আগে বা সাথে সাথে ভালোভাবে দাঁত মাজতে হবে।
• অনেকে প্রশ্ন করেন মিসওয়াক করা যাবে কি না। অবশ্যই মিসওয়াক করা যাবে তবে নিয়ম মত। (মিসওয়াক সম্পর্কে ইনশাল্লাহ পরের কোন পোষ্টে বিস্তারিত বলব)
• সকালে ঘুম থেকে উঠলে গড়গড়া না করে সামান্য পানি দিয়ে কুলি করে ফেলুন।এতে আপনার রোজা ভাংবে না। মনে রাখবেন রোজা অবস্থায়; ওজু এবং ফরজ গোসলের সময় শুধু মাত্র গড়গড়া করার নিষেধ আছে, কিন্তু কুলি করার নিষেধ নেই (তবে শুধুমাত্র মুখ ভেজা রাখার জন্য কুলি করা যাবে না)। তবে মুখে জমে থাকা অবশিষ্ট পানি, থুথুর মাধ্যমে ফেলে দিতে ভুলবেন না।
• অজু অবশ্যই মুখ পরিষ্কারের একটি ভালো মাধ্যম। প্রত্যেক অজুর সময় মিসওয়াক বা দাঁত ব্রাশ করা সুন্নত। মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করলে আশেপাশের মুসল্লিদের কষ্ট হতে পারে, ঠিক যেমনটি ময়লার ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় হয়। আপনার পাশের লোকটি হয়ত কিছু বলতেও পারবে না সইতেও পারবে না।
• যদি প্রয়োজন মনে করেন কোন প্রকার পেস্ট ছাড়া শুধুমাত্র ব্রাশ দিয়ে দাঁত মাজতে পারেন। পেস্ট এর টেস্ট আমাদের রোজা হাল্কা/মাকরুহ বা ভঙ্গের কারণ হতে পারে। রোজারত অবস্থায় মাউথওয়াশ ব্যবহার না করাই শ্রেয়।
• রোজা অবস্থায় বা রোজা ছাড়া অবশ্যই কখোনই কয়লা, ছাই বা পাউডার ব্যাবহার করবেন না। গুল তো কোন ভাবেই সেবন করবেন না।
• ধূমপান পরিহার করুণ। এতে মুখের দুর্গন্ধ বৃদ্ধি পায়।
• ইফতারের পরে প্রচুর পানি পান করুন। সরবতে ইউসুবগুলের ভুসি দিতে পারেন, এতে পেট টাও ভালো থাকবে।
• বারবার হাজার বার বলি ও শুনি কিন্তু মানি না, তেলের জিনিস কম খাবেন।
• প্রচুর শাক সবজি খান। রাতে শাক খাওয়া মানা এটার পিছনে শক্ত কোন যুক্তি নেই। বরং শাকে আঁশ থাকায় দাঁত পরিষ্কার থাকে এবং অনেক ভিটামিন ও মিনারেল আছে। তবে দুপুরের রান্না শাক ভাল করে সংরক্ষন না করে রাতে খেলে পেটে অসুবিধা হতে পারে।
• এত কিছু মানার পরেও সমস্যা না গেলে বিএমডিসি রেজিস্টার্ড ডেন্টিস্ট দেখান। আপনার মুখে অন্য কোন রোগ আগে থেকেই থাকতে পারে। যা থেকে দুর্গন্ধ হয়।
• তার পরেও সমস্যা না গেলে এমবিবিএস ডাক্তার দেখান। কোন কোন ক্ষেত্রেগ্যাস্ট্রো-এন্টেরোলজির (পেটের) অথবা রেসপিরেটরি মেডিসিন (ফুসফুস) ডাক্তার দেখানো লাগতে পারে। আপনার পেটে বা ফুসফুসে সমস্যা থাকতে পারে। এসকল সমস্যা থেকে মুখে দুর্গন্ধ হতে পারে। হেলাফেলা করবেন না।
• রোজা অবস্থায় অবশ্যই ডাক্তার দেখানো যাবে। দাঁতের কিছু কিছু চিকিৎসায় রোজা ভংগ হয় না। যেমন রুট ক্যানাল, কম জটিল অবস্থার দাঁত ফেলানো (জটিল অস্ত্রপচারে রক্তপাত বেশি হয় এবং রোজা ভাংতে পারে) স্কেলিং (স্কেলিং এর পানি পেটে না গেলেই হল)। তবে হাসপাতাল বাদে বেশির ভাগ ডেন্টাল চেম্বার আপনাদের জন্য রাতে খোলা আছে।
• তবে ইমারজেন্সি অবস্থায় যে কোন চিকিৎসা নেয়া যাবে যাতে রোজা ভাংতে পারে এবং পরবর্তীতে কাজা রোজা রেখে নিলেই হবে এবং সওয়াবেও কোন তারতম্য হবে না। ইসলাম এতটা কঠিন ও কঠোর ধর্ম না।
(ছবি সংগ্রহঃ- গুগোল)

ধন্যবাদান্তে।
Dr. Khandoker Asir Intisar (Priom)
BDS (DU)
BMDC Reg No – 7371
Lecturer (Conservative Dentistry & Endodontics)
Saphena Women's Dental College and Hospital
Consultant Dental Surgeon
TEETH An Exclusive Dental Care & Orthodontics

03/01/2019
Happy to made this smile perfect to more perfect
29/06/2018

Happy to made this smile perfect to more perfect

TEETH An Exclusive Dental Care & Orthodontics পরিবারের পক্ষ থেকে, সবাইকে ঈদের শুভেচ্ছা।ঈদ মুবারক
16/06/2018

TEETH An Exclusive Dental Care & Orthodontics পরিবারের পক্ষ থেকে, সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মুবারক

একজন ডেন্টিস্ট কি কেবল ৩২ দাঁতের চিকিৎসক?
07/04/2018
ডেন্টিস্টদের কর্মস্থল কি ৩২ দাঁতের মধ্যেই সীমাবদ্ধ ?

একজন ডেন্টিস্ট কি কেবল ৩২ দাঁতের চিকিৎসক?

একজন ডেন্টিস্ট মুখগহ্বরের সব রোগ নিয়ে কাজ করেন যেমন, - মুখের ক্যান্সার, টিউমার, লালা গ্রন্থি, জিহবা, ঠোঁট ও তালুর স.....

26/03/2018

TEETH An Exclusive Dental Care & Orthodontics এর পক্ষ থেকে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

07/11/2017

প্রায় প্রতিদিনি বিভিন্ন শ্রেনী পেশার মানুষ দাঁতে ব্যাথা নিয়ে এসে ডিরেক্ট বলে দাঁতটা তুলে দ্যান....... অনেকের ৩/৪ টাতে ব্যাথা থাকলে? বলে তিনটাই একবারে তুলে দ্যান! প্রায় এক যুগ থেকে মানুষকে বোঝাতে বোঝাতে মাথার চুল হারায় ফেলতেছি! সকল মানুষের এই ট্রেন্ড বদ্ধমুল ধারনা বা মজ্জাগত হলো কেন? কিভাবে?

দাঁত রেখে সেটাকে মজবুত করে রক্ষনাবেক্ষন করার যে চিকিৎসা সেটা এলাকার কোয়াক/ হাঁতুড়ে কেও পারেনি , এখনো কোয়াকরা সেটা পারেনা... শুধু মিছিলের মতো মানুষের দাঁত তুলে দিছে। এখনো তুলছে। মানুষকে এভাবেই এই ট্রেন্ডের মধ্যে ঢালাওভাবে ছড়িয়ে দিয়েছে যে দাঁতের ব্যাথা মানে দন্ত উৎপাটন ছাড়া কোন উপায় নাই। মানুষও সেটাকে নিয়তি বা সিস্টেম হিসেবে মেনে নিয়েছে।

কিভাবে ম্যানেজ করা হয়?...এই মাঁড়ীর দাঁত উঠালে খাবেন কি দিয়ে? এটি তুল্লে পাশেরটা ধীরে ধীরে ফাঁকা যায়গার দিকে হেলে আসবে!হেলে এসে তার পাশে ফাঁকা বারতে থাকবে!! এটার যায়গায় উপরের যেটা সেটাও ধীরে ধীরে ঝুলে আসবে, কয়েক বছর পরে ঝুলে আসা দাঁতটা ব্যাথা করবে।
যাদের মুখে আগেই দু চারটা ফেলে দেয়া সরাসরি আয়না ধরায়া দেখায়া দেই। মাঁড়ীর দাঁত উঠালে গালটা ভেঁঙ্গে / বসে যাবে। নিচের দুইটা নাই উপরের সবগুলা আছে, লাভ নাই খেতে পারবেন না এপাশে। সুপারীকাটা জাঁতা দেখছেন?? হুম! জাঁতার এক পাট আছে আরেক পাট নাই! সুপারী কাটা যাবে?? বলে না।

যখন বলে একটা দুইটা না থাকলে সমস্যা নাই তখন
হাতের পাঁচ আঙ্গুল দ্যাখায়া থামের দিকে দৃস্টিপাত করায়া বলি এই মোটা আঙুলটা যদি না থাকে? কিছু ধরতে পারবেন? না। কোন কাজ করা যাবে? না। বৃদ্ধাঙুলটা সরায়া সামনের চার আঙুল দিয়ে কিছু ধরে দেখাই! এভাবে ধরা যায়?? না। রোগী হাসে! তাহলে মাঁড়ীর (মেজর) এটা না থাকলে??????হবে???? কয়...
না।
এর পরেও না ম্যানেজ হলে?.... আচ্ছা আজকে সামান্য কয়টা টাকা দিয়ে তুলে গ্যালেন?? কালকে এসে আমাকে ৫ লাখ টাকা দিলে আমি এই দাঁতটা আগের অবস্হায় ফিরিয়ে দিতে পারবো?? বলে না। ১০ লাখে কেও দিতে পারবে?? বলে না। ২০ লাখ হলে??বলে না। তাহলে এটা যেহেতু কোন ফিগারেই আপনি পাচ্ছেন না তাহলে এটা অমূল্য সম্পদ?? বলে হা।
তাহলে আল্লাহর দেয়া মহামূল্যবান নেয়ামত এভাবে হারায়া ফেলবেন?? রোগীর কপালে ভাঁজ! তাছাড়া এই দাঁতটাতো আপনার থেকে ম্যালা জুনিয়র! কোনটা ৭, কোনটা ১২ বছরের ছোট আপনার বয়সের তুলনায়! বলে হয়। আপনি থাকতে এটা হারাবেন কেন??

এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ টপিকস বলা হয়; যেমন মাঁড়ীরগুলো না থাকলে? সামনেরগুলোতে বেশী প্রেসার পড়বে! তারাতারী ক্ষয় হবে সামনের গুলা।সামনে পেছনে না থাকলে মুখের স্যাপ নস্ট হবে, গালের চামড়া কুচকে ভাজ পড়বে, কথা বলার সময় উচ্চারন ভুল হবে! বাইরে থুতু ছিটিয়ে পড়বে। শক্তি কমতে থাকবে শরিরের।
দুই পাটি মিলিয়েই চোয়াল শক্ত করে শক্তি প্রয়োগ করতে হয়।হা করে শক্তির কাজ, বলের কাজ করা যায়না, ভারত্তোলন করা যায়না.... দন্তবিনা আরো অনেক কিছুর শক্তি কমতে থাকে ডে বাই ডে ...........

Case time:- 1/12/2016  - 11/12/2016Case:- nicher shamner char (4) ta teeth nai, ebong upoeer shamner char (4) ta teeth u...
13/12/2016

Case time:- 1/12/2016 - 11/12/2016
Case:- nicher shamner char (4) ta teeth nai, ebong upoeer shamner char (4) ta teeth uchu abong faka-faka.
treatment details:- nicher gap er dui pashe 3 ta - 3 ta kore mot 6 ta teeth rootcanal (RCT) kore support hishabe use, abong niche mot 10 ta (cap/crown) Teeth protisthapon. (6 ta support + 4 ta missing teeth)
upore shamner charta teeth RCT kore, level kore, tader upore 4 ta cap/crown protisthaponn.

Timeline photos
05/03/2016

Timeline photos

A cosmetic filling done in our chamber.....Case no:-1626Date of filling:- 16.1.16Case:- Class 3 cavity on upper both Cen...
17/01/2016

A cosmetic filling done in our chamber.....
Case no:-1626
Date of filling:- 16.1.16
Case:- Class 3 cavity on upper both Central incisors
Filling material:- Composite A2 shade
Doctor:- Dr. Priom Khandoker

A missing tooth replacement...........
10/08/2015

A missing tooth replacement...........

Operating Area.........
25/05/2015

Operating Area.........

Doctors section
25/05/2015

Doctors section

Xray Room
25/05/2015

Xray Room

Waiting Room
25/05/2015

Waiting Room

Address

11/3 Salimullah Road, Ground Floor (Behind Mina Bazar, Opposite Baitur Rahman Ja
Dhaka
1207

Opening Hours

Monday 17:00 - 22:00
Tuesday 17:00 - 22:00
Wednesday 17:00 - 22:00
Thursday 17:00 - 22:00
Friday 17:00 - 22:00
Saturday 17:00 - 22:00
Sunday 17:00 - 22:00

Telephone

8801670806303

Website

Alerts

Be the first to know and let us send you an email when TEETH An Exclusive Dental Care & Orthodontics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to TEETH An Exclusive Dental Care & Orthodontics:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category


Other Doctors in Dhaka

Show All

Comments

4 Wrong Brushing Signs – How To Fix This Problem

👉 Get More Here: https://www.facebook.com/permalink.php?story_fbid=298596118724264&id=112407327343145

হা হা হা বিগ সাকসেচ,,,,,১গুটি আগামী কালকের জন্য,, কার কার লাগবে কল কর তারাতারি,,, মাএ ১গুটি,,, আজও পেয়েছি কার লাগবে জলদি কল কর।।।০১৭১৫২০৮০৮১
মাশাল্লাহ,অনেক সুন্দর হইছে।
শুভ কামনা রইল।
তোর চেম্বার?
All The Best