29/09/2025
রুকইয়া সেন্টারের ব্যাপারে মুহাক্বিক আলেমদের মধ্যে ইখতেলাফ রয়েছে। এ বিষয়ে দু’ধরনের মত পাওয়া যায়।
⸻
🔹 যারা রুকইয়া সেন্টারকে সীমিত শর্তে জায়েয বলেছেন
• শাইখ ইবনে বায رحمه الله, শাইখ ইবনে উসাইমীন رحمه الله প্রমুখ বলেন—
কুরআন-হাদীস অনুযায়ী বৈধ রুকইয়া করা জায়েয, এবং এর জন্য আলাদা কেন্দ্র করা যদি মানুষের উপকারে আসে, তাহলে অনুমোদিত; তবে এতে কোনো শিরক বা বিদআত থাকা যাবে না।
• তাঁরা আরও বলেন, চিকিৎসকের মতো রাকীও পারিশ্রমিক নিতে পারে, কিন্তু বাণিজ্যিক ব্যবসার রূপ দেওয়া উচিত নয়।
⸻
🔹 যারা রুকইয়া সেন্টারকে অবৈধ বা ঝুঁকিপূর্ণ বলেছেন
• কিছু আলেম (যেমন, শাইখ সালেহ আল-ফাওযান, লাজনা দায়িমাহর কয়েকজন আলেম) সতর্ক করেছেন যে, “রুকইয়া কেন্দ্র” নামক প্রতিষ্ঠান অধিকাংশ ক্ষেত্রে বিভ্রান্তি, ব্যবসায়িক প্রতারণা, নারী-পুরুষের মেলামেশা, জ্বিন ডাকা, তাবিজ-কবচ প্রভৃতির সাথে জড়িয়ে যায়।
তাই তাঁরা বলেন—এ ধরনের সেন্টার খোলা ফিতনার দরজা খুলে দেয়, এজন্য এটি বৈধ নয়।
• তাঁদের মতে, রুকইয়া হওয়া উচিত ব্যক্তিগতভাবে, পরিবারের মধ্যে বা স্থানীয়ভাবে বিশ্বস্ত কারও মাধ্যমে, কিন্তু আলাদা “ক্লিনিক/সেন্টার” বানিয়ে ব্যবসায় পরিণত করা উচিত নয়।
⸻
📌 সারকথা
• যদি “রুকইয়া সেন্টার” একান্তভাবে কুরআন-সুন্নাহ ভিত্তিক, শিরকমুক্ত, সুস্থ আকিদাহ প্রচারকেন্দ্র হয় → অনেক আলেম জায়েয বলেছেন।
• কিন্তু আজকাল অধিকাংশ ক্ষেত্রে শিরক-বিদআত, প্রতারণা, ব্যবসা ও অপব্যবহার হয় → এজন্য বহু আলেম এটাকে অবৈধ বা অন্তত সন্দেহজনক বলেছেন।
⸻
🏥 সুন্নাহ ভিত্তিক চিকিৎসার অনন্য প্রতিষ্ঠান
হিজামা এন্ড রুকইয়া ফাউন্ডেশন
🌐 www.HijamaRuqyahBD.com
যোগাযোগ: 01972-668345
01715525747
01704992056