Hijama & Ruqyah Foundation Bangladesh

  • Home
  • Hijama & Ruqyah Foundation Bangladesh

Hijama & Ruqyah  Foundation Bangladesh Hjama Cupping Therapy Training & Research n Ruqiya Center @ Dhaka & Sylhet Bangladesh. Dhaka Uttora

15/07/2025

বদ নজর, জিন-শয়তান ও কালোজাদুতে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অসংখ্য জীবন ও পরিবার এর ভুক্তভোগী।

আপনাদের সমস্যার কথা ভেবে আমরা এ বিষয়ে একটি লিফলেট তৈরি করেছি, যেখানে জিন-জাদু ও বদ নজর থেকে আত্মরক্ষা পাওয়ার কুরআন-সুন্নাহভিত্তিক পরামর্শ দেয়া হয়েছে।

আগ্রহীগণ আমাদের আফতাবনগর অফিসে এসে লিফলেটটি সংগ্রহ করতে পারেন। চাইলে পিডিএফ ফাইলও ডাউনলোড করে নিতে পারেন।

পিডিএফ লিংক মন্তব্যের ঘরে।

হিজামা এন্ড রুকইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ১২ জুলাই ২০২৫ শনিবার সকাল ৯টা হতে দুপুর ৩টা পর্যন্ত রাজধানী ঢাকার পল্লবী (মিরপুর...
13/07/2025

হিজামা এন্ড রুকইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ১২ জুলাই ২০২৫ শনিবার সকাল ৯টা হতে দুপুর ৩টা পর্যন্ত রাজধানী ঢাকার পল্লবী (মিরপুর ১২) এলাকায় অবস্থিত ফাউন্ডেশনের ঢাকা ব্রাঞ্চের কার্যালয়ে ফ্রি রুকইয়া ক্যাম্প অনুষ্ঠিত হয়।
২০ জন রুকইয়ার পেসেন্টকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পুরুষ ও মহিলা অংশগ্রহণকারীদেরকে
(১) এসেসমেন্ট
(২) কাউন্সিলিং
(৩) লেকচার
(৪) প্রশ্ন-উত্তর
(৫) রুকইয়া সেশন
(৬) গাইডলাইন
(৭) স্নাক্স
(৮) গিফট
সেবা সমূহ প্রদান করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে দুস্থঅসহায় ও স্বল্প আয়ের লোকদের জন‍্য হিজামা এন্ড রুকইয়া ফাউন্ডেশনের ফ্রি রুকইয়া ক‍্যাম্প মাসিক ভিত্তিতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পাশাপাশি সীমিত পরিসরে আগামীতে ফ্রী হিজামা ক‍্যাম্প করার পরিকল্পনা রয়েছে।

মুহতারাম আব্দুছ ছবুর চৌধুরী (হাফি.) এর পরিচালনায় এ ক‍্যাম্পে রুকইয়ার পর্ব পরিচালনা করেন বিশিষ্ট আলেম ও হাফেজ জুবায়ের বিন হাফিজ (হাফি.)। সহযোগী হিসাবে অংশ নেন আখলাক (সিলেট) ও মাশরাফি (টঙ্গী)

মিডিয়ার দায়িত্ব পালন করেন জনাব শাহরিয়ার ইসলাম শরীফ (টাঙ্গাইল)

প্রোগ্রামে লেকচারা পর্বটি ফাউন্ডেশনের পেইজে লাইভ সম্প্রচার করা হয়।
প্রতিষ্ঠানে পক্ষ হতে অংশগ্রহণকারী, সহযোগীতাকারীদের কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুণ। আমীন॥
-বিজ্ঞপ্তি-

12/07/2025

সরাসরি ফ্রি রুকইয়া ক্যাম্প হতে লাইভ চলছে। তারিখ: ১২ জুলাই ২০২৫। স্থান: পল্লবী, ঢাকা। আয়োজনে: হিজামা এন্ড রুকইয়া ফাউন্ডেশন যোগাযোগ: 01712668345 (Call & whatsApp)
আলোচক: মুহতারাম আব্দুছ ছবুর চৌধুরী

09/07/2025

ইবনে সিনা হাসপাতাল (সিলেট) পরিচালক
জনাব মৌলভী আবদুল কাদের খান Frozen Shoulder pain থেকে কিউর পেতে হিজামা নিলেন।
আল্লাহ সুস্থতা দান করুন আমীন ।

রাসুল (সঃ) বলেছেন-জিবরীল (আঃ) আমাকে জানিয়েছেন
“মানুষ চিকিৎসার যতসব উপায় অবলম্বন করে তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম চিকিৎসা,,।
আল হাকীম হা/৭৪৭০।






Treatment of jinn, Evil eye, Black magic &
Hasad and More in light of Q’auran & Sunnah

(মহিলাদের জন্য পৃথক ব্যাবস্তা এবং মহিলা অভিজ্ঞ থেরাপিষ্ট রয়েছেন)

হিজামার উপকারিতা —-
*শরীরকে ব‍্যথা মুক্ত করে।
* হিজামা-লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।
* হিজামার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
* বড় রক্তনালী পরিষ্কার করে রক্ত সঞ্চালন সক্রিয় করে।
* কোন অঙ্গে রক্ত সঞ্চালন কম হলে তা দূর করে।
* শরীরের জ্বালাপোড়া হৃাস করে শারীরিক শক্তি বৃদ্ধি করে
* ফুসফুস, কিডনি ও লিভারকে পরিস্কার রাখে।
* হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে।

হিজামা থেরাপি এন্ড রুকিয়াহ সেন্টার
এম আর কমপ্লেক্স, (২য় তলা)
শাহপরান(সদর উপজেলা বিপরীতে).সিলেট।
+88 01715 525 747.

হিজামা এন্ড রুকইয়া সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে:
www.hijamaruqyahbd.com
.
wwwfacebook.com/RHSylhet

https://www.facebook.com/share/1BFJc6gQEJ/?mibextid=wwXIfr

Md.Naimul Islam
DAMS.LDMS.Pharmacist
Ayurvedic physician
Hijama Specialist &
Ruqyah Expert

09/07/2025
09/07/2025

শয়তান

🎉 ফ্রি চিকিৎসা ক্যাম্প (রুকইয়া পেশেন্টদের জন্য) 🎉🔮 জ্বিন, যাদু, বদনজরসহ শারীরিক ও মানসিক যেকোনো সমস্যায় আক্রান্তদের জন্য...
07/07/2025

🎉 ফ্রি চিকিৎসা ক্যাম্প (রুকইয়া পেশেন্টদের জন্য) 🎉
🔮 জ্বিন, যাদু, বদনজরসহ শারীরিক ও মানসিক যেকোনো সমস্যায় আক্রান্তদের জন্য

🗓️ ইভেন্ট তারিখ: ১২ জুলাই ২০২৫, শনিবার
📍স্থান: পল্লবী, ঢাকা

✅ ক্যাম্পে যা থাকছে:
🔍 প্রাথমিক এসেসমেন্ট

💬 বিশেষজ্ঞ কনসালটেশন

🧠 ইসলামিক কাউন্সিলিং

🕋 রুকইয়া সেশন (শরঈ নিয়মে)

📖 ব্যক্তিভিত্তিক চিকিৎসা গাইডলাইন

🍪 হালকা স্ন্যাকস

🎁 সারপ্রাইজ গিফট

👥 অংশগ্রহণ: নতুন-পুরাতন সকল রোগী (মহিলারা মাহরামসহ অংশগ্রহণ করতে পারবেন)

📌 রেজিস্ট্রেশন ফি: মাত্র ২০০/- টাকা (দুই শত টাকা)
💳 অগ্রিম পেমেন্ট বিকাশ করুন নিচের নাম্বারে:
📱 01616 440382 (Bkash Payment)
Name: Hijama Therapy and RuqyahCenter

✉️ পেমেন্ট করার পর আপনার নাম ও ট্রানজেকশন আইডি দিয়ে নিচের লিংকে গিয়ে ফরম পূরন করুন।

📌 লিংক: https://forms.gle/3y7yXMKTiiV9TPis9

✅ শুধুমাত্র অগ্রিম পেমেন্টের মাধ্যমে যাদের রেজিস্ট্রেশন কনফার্ম হবে 🔒 তাদেরকেই ফাইনাল লোকেশন (ঠিকানা) জানিয়ে দেওয়া হবে।
📌 আসন সীমিত! আজই আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত করুন।

🎓 সার্বিক তত্ত্বাবধান: মুহতারাম আব্দুছ ছবুর চৌধুরী

📞 যোগাযোগ:

ঢাকা:
📱 01972-668345 (WhatsApp Available)

আয়োজনে:
🕌 হিজামা অ্যান্ড রুকইয়া ফাউন্ডেশন

🔁 এই গুরুত্বপূর্ণ আয়োজনটি শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন — হয়তো কারো জন্য উপকার হবে ইনশাআল্লাহ।

, , #রুকিয়াহ, #জিন_যাদু_চিকিৎসা

25/06/2025

যাদুর চিকিৎসা

25/06/2025

হ্যাঁ, বদনজরের ক্ষেত্রে *কাউকে গোসল করতে বলা হলে সে যেন তা করে—এ মর্মে *সহীহ হাদীস* রয়েছে।
---
✅ *হাদীস: বদনজরের গোসলের আদেশ পালন করা ফরজ

রাসূলুল্লাহ ﷺ বলেন:
‎*«وَإِذَا اسْتَغْسَلْتُمْ فَاغْسِلُوا»*
*“আর যদি তোমাদের কাছে গোসলের পানি চাওয়া হয় (বদনজরের চিকিৎসার জন্য), তবে তোমরা তা করে দাও।”
[সহীহ মুসলিম: ২১৮৮]
---
✅ ব্যাখ্যা:
- যদি প্রমাণ হয় বা সন্দেহ থাকে যে কারো চোখে (বদনজর) অন্যের ক্ষতি হয়েছে,
- তবে আক্রান্ত ব্যক্তির অনুরোধে সেই ব্যক্তিকে শরীয়ত অনুযায়ী পানি দিয়ে *ওজু ও গোসল* করতে বলা যায়
- এবং সেই পানি আক্রান্ত ব্যক্তির গায়ে ঢেলে দেওয়া হয়

এটি *রাসূল ﷺ-এর নির্দেশনা, এবং অনেকে একে *ওয়াজিব* মনে করেন, কারণ এতে অন্য মুসলিমের প্রাণরক্ষা হতে পারে।
---
উপসংহার:
কাউকে বদনজরের আশঙ্কায় গোসল করতে বললে, তার উচিত তা পালন করা। এ থেকে অবহেলা বা অহংকার করা উচিত নয়।

20/06/2025

জ্বীন-শয়তান হতে নিরাপদ হতে চান

জিন দ্বারা চিকিৎসা করা কি জায়েযপ্রশ্ন: জিন, যাদুর সমস্যায় অনেক হুজুর নিজের সাথে থাকা জিন দিয়ে জবাব নিয়ে দেয়। অনেক সময় এই...
04/06/2025

জিন দ্বারা চিকিৎসা করা কি জায়েয
প্রশ্ন: জিন, যাদুর সমস্যায় অনেক হুজুর নিজের সাথে থাকা জিন দিয়ে জবাব নিয়ে দেয়। অনেক সময় এই জিন দিয়ে আল্লাহর ইচ্ছায় সমস্যা ভালোও করে দেয়। এদের কাছ থেকে সাহায্য নেয়া যাবেনা কেন? হুজুর দাবী করেছেন উনার সাথের জিনটি মুসলিম জিন।
উত্তর: জিনরা প্রচুর মিথ্যা কথা বলে। যদি ধরে নেয়া যায় যে সত্যিই জিনটি মুসলিম তাহলে আপনি তার সাহায্য নিবেন কেন? আল্লাহ তো আছেন সাহায্য করার জন্য! সুলাইমান (আ.) কে আল্লাহ জিনদের উপর কর্তৃত্ব দিয়েছিলেন। জিনরা তাঁর কথা মেনে চলত।
সুরা ছ-দের ৩৫ থেকে ৩৮ নাম্বার আয়াতে এটা উল্লেখ আছে,
সে বলল, হে আমার মালিক, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে এমন এক সাম্রাজ্য দান করো, যা আমার পরে আর কেউ কোনদিন পাবে না, নিশ্চয়ই তুমি মহাদাতা। (৩৫) তখন আমি বাতাসকেও তার অধীন করে দিলাম, তা তার ইচ্ছানুযায়ী সেখানেই নিয়ে যেতো যেখানেই সে যেতে চাইতো। (৩৬) শয়তান(জিন)-দেরও, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরী। (৩৭) শৃংখলিত অন্য আরো অনেককেও। (৩৮)
সুলাইমান (আ.) দোয়া করেছিলেন যেন তাঁর পরে আর কেউ এই সাম্রাজ্য না পায়। আল্লাহ জিনদের কন্ট্রোল করার ক্ষমতা সুলাইমান (আ.)কে দিয়েছিলেন। তাঁর পরে অন্য কাওকে নয়।

সম্পূরক প্রশ্ন: তাহলে মসজিদের হুজুর, বড় আলেম, কবিরাজ, যাদুকর যারাই দাবী করে তারা জিনদের কন্ট্রোল করতে পারে তারা কি মিথ্যা বলছে?
উত্তর: হ্যাঁ, মিথ্যা কথা বলছে। মূলত জিনরাই তাদেরকে কন্ট্রোলে রাখে।

আরেকটা প্রশ্ন: জিনদের দিয়ে তারা সবাই অনেক কাজ করে। এটা তাহলে কিভাবে?
উত্তরঃ সহজ, কন্ট্রোল যেহেতু করতে পারছেনা তারমানে এখানে একটা চুক্তি হচ্ছে। তুমি আমাকে খুশি করবে, তাহলে আমি তোমার কাজ করে দিব। এই খুশি করে দেয়ার নামে যাদুকরকে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। জ্বিন-শয়তান সবচেয়ে খুশি হয় কখন? যখন আল্লাহর আইন অমান্য করা হয়। শয়তান চায় আমরাও যাতে তার সাথে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাই। তাই ইসলামকে অবমাননা করলেই শয়তান সবচেয়ে বেশি খুশি হয় এবং নানান কাজ করে দেয়।

আবারও প্রশ্ন: আমাদের হুজুরের জিন মুসলমান এবং হুজুর ইসলাম অবমাননার কোন কাজই করেনা। সে হুজুরকে তাহাজ্জুদ পড়তে বলে, তসবি পড়তে বলে, নামাজ পড়তে বলে। হুজুর জিন দিয়ে অনেক ভালো কাজ করেন। ভালো তদবির করেন।
উত্তর: আপনিতো আর জানেন না সে কিভাবে কি করছে। কিছু রিচুয়াল সে অবশ্যই লুকিয়ে করে। সবকিছু আপনার সামনে করবেনা। তাহলে সে যে একান্ত গোপনে শয়তানকে খুশি করার জন্য আল্লাহর অবাধ্য হচ্ছেনা সেটা আপনি কিভাবে বুঝবেন? জিনদের সাহায্য নিলে কি হবে সেটা আল্লাহ তায়ালা কোরআনে বলে দিয়েছেন। সুরা আন’আমের ৬/১২৮ নাম্বার আয়াত দেখুন,
সেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন, বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা তো অনেক মানুষকেই গোমরাহ করেছো, মানুষের মধ্যে থেকে (যারা) তাদের বন্ধু (তারা) বলবে, হে আমাদের মালিক, আমরা এক একজন এক একজনকে (ব্যবহার করে) দুনিয়ার জীবনে প্রচুর লাভ কামাচ্ছিলাম, আর এভাবেই আমরা চুড়ান্ত সময়ে এসে হাজির হয়েছি, যা তুমি আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছিলে; তিনি (আল্লাহ তায়ালা) বলবেন, তোমাদের ঠিকানা আগুন, সেখানে তোমরা চিরকাল থাকবে, অবশ্য আল্লাহ তায়ালা যা কিছু চাইবেন (তা আলাদা); তোমার মালিক অবশ্যই প্রজ্ঞাময়, সম্যক অবহিত।

প্রশ্ন: আচ্ছা তাহলে এসব জিন, নজর, যাদুর চিকিৎসা করব কিভাবে?
উত্তর: কোরআন দিয়ে। আক্রান্ত ব্যক্তি নিজে কোরআন পড়বে অথবা অন্য কেউ তার সামনে পড়বে। কোরআন পড়ে বরই পাতা মিশ্রিত পানিতে রুকইয়া করে সেটা দিয়ে গোসল করবে, খাবে। রুকইয়া করা যয়তুন তেল, মধু, কালোজিরা, সোনাপাতা ব্যবহার করবে। সুন্নাহসম্মত কিছু দোয়া আছে এগুলোও পড়বে। সুন্নাহসম্মত কোরআন দিয়ে ঝাঁড়ফুককে বলা হয় রুকইয়াহ শারইয়্যাহ।

প্রশ্ন: দীর্ঘদিন রুকইয়াহ এর গাইডলাইন ফলো করেও দেখা যায় অনেকের সমস্যা ভালো হয়না। একটু ভালো হলে দেখা যায় জীন, যাদুর সমস্যা আবার ফিরে আসছে। এর স্থায়ী সমাধান কি হতে পারে?
উত্তর: এই সমস্যাগুলো আসলে আমাদের জীবনের অন্যান্য সমস্যার মতই। এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। দুনিয়া একটা ফিতনার জায়গা। আপনি আল্লাহর উপর ভরসা ছেড়ে অন্য কারো উপর ভরসা করলেই পরীক্ষায় ফেল করবেন। তাই ইসলামসম্মত সকল বৈধ উপায়ে চিকিৎসা করার পরেও যদি আপনার কোন সমস্যা ভালো না হয় তাহলে নিরাশ না হয়ে আল্লাহর উপর ভরসা করে টাইট হয়ে বসেন। আল্লাহর কাছে দোয়া করেন আর বৈধ চিকিৎসা চালিয়ে যান। আল্লাহ চাইলে ভালো হয়ে যাবেন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Hijama & Ruqyah Foundation Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama & Ruqyah Foundation Bangladesh:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share