17/03/2015
এই টেলিমেডিসিন লিন্ক টি বাংলাদেশে প্রথ্ম সি আর পি, সাভারে চালু করে ১৯৯৯ সালে যা এখনো চালু রয়েছে। পরবর্তিতে বাংলাদেশের আরো ১০টি প্রতিষ্টানে এটি ব্যবহারের অনুমতি পায়। আমি ১২তম ব্যবহারকারি হিসাবে গত ফেব্রুয়ারি মাসে এর অনুমোদন পাই। সে জন্য আমি সুয়াইনফেন টেলিমেডিসিন ইউ কে এর প্রতি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।
ডাঃ আশরাফ