
07/11/2024
এনডোস্কোপিক স্পাইন সার্জারি একটি আধুনিক স্পাইনসার্জিকাল টেকনিক যার মাধ্যমে ১সেমিএর কম সাইজএর স্কিন কাট করে ডিস্ক সার্জারি করা হয়। এতে অপারেশন পরবর্তী রোগীর নরমাল কাজে ফিরতে কম সময় লাগে, হসপিটাল এ ২ দিন এর বেশি থাকার দরকার পরেনা। অপারেশন এর পরে মেডিসিন ও অনেক কম লাগে। উত্তরার হাইকেয়ার জেনারেল হসপিটালে গত ১ বছর ধরে এই অপারেশন জার্মান টেকনোলজি এর যন্ত্রপাতি ব্যবহার করে করা হয়ে আসছে।
ডাঃ অনন্ত কুমার ভক্ত
অর্থোপেডিক ও স্পাইন সার্জন
এন্ডস্কোপিক স্পাইন সার্জন
হাই কেয়ার জেনারেল হসপিটাল
সেক্টর ৭ , উত্তরা, ঢাকা.