27/09/2024
সেদিন একজন এর সাথে কথা হচ্ছিল। কথার একপর্যায়ে যেয়ে উনি বললেন , মেয়েরা এখন এতো বেশি বাইরে কাজ করে যে দিন দিন মেয়েদের মধ্য থেকে সফটনেস চলে যাচ্ছে।মেয়েরা ঘরে থাকলেই ভালো লাগে।
ভেবে দেখলাম, আরেহ, কথা তো ভুল বলেনি। তাই তো।ঘরে থাকা পুতুল পুতুল একটা মেয়ের সাথে একটা কর্মজীবি মেয়ের কি আসলেই তুলনা হয়? যে মেয়ে সকাল ৬ টায় ঘুম থেকে উঠে বাসার সব কাজ করে রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে বাস এ ঝুলে অফিস যায় , সারাদিন অফিসে তার পুরুষ কলিগের সমান কাজ করেও "বাদ দেন মহিলা মানুষ" টাইপ কথা ডিল করে আবার বাসায় এসে ঘরের সব কাজ করে তার পক্ষে আর যাই হোক সফট হওয়া সম্ভব না। এই হাঁপিয়ে ওঠা মানুষটাকে দেখে যে প্রেম জেগে উঠবে না, এটাই খুব স্বাভাবিক না? তার মধ্যকার প্রেমিকা তো অলরেডি নাই হয়ে গেছে। মেয়েদের মধ্যে আজকাল কি যেন একটা জেদ, কি যেন ওরা জয় করতে চায়। ওরা সব পেতে চায়। সাফল্য, সম্মান সব। কিন্তু আদতেই কি এসব পাবার জন্য বাইরে যেতে হতো , যদি সে ঠিক এই জিনিসগুলো ঘরেই পেয়ে যেতো। পুরুষ ইসলামে নারীর ঘরে থাকার হাদিস জানে, জানেনা একজন নারীকে ঘরে কতটা সম্মান দিয়ে রাখতে হয় ।জানেনা নিজের ঘরে কতটা সম্মান , কতটা প্রশংসায় মেয়েরা পাহাড় জয় করতে এতদূর যেতো না। এই যে আজকের মেয়েরা ঘর থেকে বাইরে ব্যাবসা করতে চায়, জয়ী হতে চায়, এর পেছনে আমার মনে হয় প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা ভয়টাই মুল চালিকাশক্তি হিসেবে কাজ করে। যে মেয়ে নিজের মাকে ঘরে সবটুকু দেয়ার পরেও এবিউজড হতে দেখেছে, সে আর্থিকভাবে স্বচ্ছল হতে চাইবেই। পুরুষ দিতে চায়। নারী নিতে গেলেই হয়ে যায়, গোল্ড ডিগার, বিলাসী, লোভী,অলস । যে সমাজে ৯০% পুরুষ সম্মানের সাথে দিতেই জানে না , সে সমাজে নারীরা যে নেয়াটাকে ভয় পাবে তাই স্বাভাবিক না? অথচ আজকের মেয়েরা ৬ মাস এর ম্যাটারনিটি লিভ কাটিয়েই ছুটছে ব্যাগ কাঁধে, অফিসে। কি ভাবছেন অর্থ উপার্জনের জন্য? ভুল ভাবছেন, এই র্যাট রেস শুধু সম্মানের জন্য। নিজের ঘরে সবচেয়ে সম্মানিত মেয়েটাও ভাবে, কাল যদি আমাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে, কাল যদি আমাকে ঠকায়, এমন কিছু বলে বসে যা আমার সম্মানহানি করে? এই যে অপমানিত হবার ভয়, এই যে নিগৃহীত হবার ভয় আমাদের মধ্য থেকে সফটনেস কেড়ে নিলো, নারীত্ব কেড়ে নিলো , আপনারা জানতেই পারলেন না।মেয়েরা পাগলের মতো ছুটছে। এতো এতো শক্তিশালী যে মেয়ে সে আইডেন্টিটি ক্রাইসিস এ না ভুগতে কত কি করছে। এই দায়ভার আসলে কার?