
09/09/2025
#ডা_ই_বি_(ডেক্স)সেবন_করুন
ু_লিন_মুক্ত_জীবন_গড়ুন।
#ডা_ই_বি_(ডেক্স) যা ইনডেক্স ল্যাবরেটরিস আয়ুঃ এর একটি আয়ুর্বেদিক ঔ_ষু_ধ।
যার প্রধান কাজ শরীরে ইনসুলিন তৈরীতে ভূমিক_ পালনকারী অঙ্গগুলোকে সক্রিয় করা।
ফলাফল, শরীরে ইনসুলিন তৈরী হওয়া এবং শরীর ডায়াবেটিস মুক্ত করা
বিভিন্নজন ডায়া বেটিস নিয়ন্ত্রনে বিভিন্ন প্রচলিত পদ্ধতি গ্রহন করে থাকেন। যথা ইনসুলিন, ট্যাবলেট, ক্যাপসুল ইত্যাদি।
ডায়াবেটিস হয়ে গেছে এমন কেউ যদি এই #ডা_ই_বি_(ডেক্স) ক্যাপসুল নিয়মিত ধৈর্য ধরে সেবন করে যেতে পারেন, তাহলে আপনার শরীরে ইনসুলিন তৈরী হবে স্বাভাবিক হারে_ এবং এক সময় এই ক্যাপসুলটি ও সেবন করতে হবে খুব সামান্য পরিমানে। যেখানে বর্তমান প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে সেবন বা গ্রহনের মাত্রা ক্রমাম্বয়ে বাড়তে থাকে।
#ডা_ই_বি_ডে_ক্স সেবনের ফলে এক সময় ডায়াবেটিসের জন্য আপনার কোন ঔষধ গ্রহনের প্রয়োজন হবে না।
প্রথম দিকে #ডা_ই_বিডে(ক্স) ক্যাপসুলটির পাশাপাশি আপনার নিয়মিত অন্যান্য ঔষধগুলোও চলবে।
যখন আপনার সুগার লেবেল নিয়ন্ত্রন পর্যায়ে অর্থাৎ ৬ বা ৭ বা ৮ হবে এবং তা নিয়মিত হবে, তখন আপনার ঔষধ, তথা ট্যাবলেট বা ক্যাপসুল সেবনের হার কিছুটা কমাতে হবে, আর ইনসুলিন হলে তা কিছু পরিমান, যেমন ২০ থাকলে ১৭ বা ১৮ করতে হবে।
৩ থেকে ৫ দিন যাওয়ার পর যদি ফলাফল একই থাকে, তাহলে আবারও কিছুটা কমাতে হবে ঔষধের পরিমান।
এভাবে ক্রমাম্বয়ে কমাতে কমাতে এক সময় সেই প্রচলিত ঔষুধগুলোও বাদ হয়ে যাবে।
তবে আমরা পরামর্শ দিব, সপ্তাহে অন্ততঃ একটি করে সেবন করতে।
সরবরাহঃ
৩০ টির বক্সের মূল্য ৪০০ টাকা।
৬০ টির কৌটার মূল্য ৭৯০ টাকা।
বিঃ দ্রঃ
#ডা_ই_বি_ডে_ক্স এর পাশাপাশি (অবশ্যই চিকিৎসকের পরামর্শ ক্রমে) কিছু ভেষধ এর প্রয়োজন হতে পারে।
যোগাযোগের ঠিকানা: # #
বেটার লাইফ
মহাখালী ঢাকা ১২১২
মোবাইল ঃ 01911-773801