Samorita Hospital Limited

Samorita Hospital Limited This is the official page of Samorita Hospital Ltd.: The pioneer of private hospitals in Bangladesh. We thrive to care by our acts.

Samorita hospital is the pioneer of privatized hospital care in Bangladesh. We have strict quality maintain to serve our patients with utmost care. Our 31 years of experience in this sector has made us the best option among the people to come to us and receive treatment. We have over 70 doctors and consultants to serve. We got every updated facilities and services we need to serve with the best care and professionalism.

14/07/2025

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

02/04/2025
29/11/2024

শীতে কিভাবে শরীরের যত্ন নেবেন?

১। প্রচুর পরিমানে শীতকালীন শাক সবজি খাবেন।

২। ত্বক শুষ্ক হওয়া প্রতিরোধ করতে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে এবং ত্বক আর্দ্র রাখতে হবে।

৩। ঠান্ডা লাগা থেকে বাঁচতে উষ্ণ কাপড় পরতে হবে।

৪। শীতে সর্দিকাশি এবং জ্বর হবার প্রবণতা বেশী থাকে, বিশেষ করে বয়স্ক ও শিশুদের। তাই তাদের স্বাস্থের প্রতি যত্নশীল হতে হবে।

৫। ডাক্তারের পরামর্শ ব্যতিত ঔষধ সেবন থেকে বিরত থাকুন।

জরুরী প্রয়োজনে কল করুন ১০৬৭৪

শমরিতা হাসপাতাল লিমিটেড
৮৯/১, পান্থপথ, ঢাকা।

21/05/2024

স্বল্প খরচে শমরিতায় লিভার ও পরিপাকতন্ত্রজনিত রোগের চিকিৎসা।
লিভার ও পরিপাকতন্ত্রজনিত বিভিন্ন সমস্যাঃ-
• পেট ব্যাথা,
• পেট ফুলে যাওয়া,
• খাওয়ার অরুচি,
• ওজন কমে যাওয়া,
• রুক্ত বমি,
• পায়ুপথে রক্ত যাওয়া,
• কালো পায়খানা,
• কোষ্টকাঠিন্য,
• পাতলা পায়খানা,
শমরিতা হাসপাতাল লিমিটেড, ৮৯/১, পান্থপথ, ঢাকা-১২১৫
হটলাইন ১০৬৭৪
বিস্তারিত জানতে ভিজিট করুন www.samoritahospital.org

বাংলাদেশের স্বনামধন্য নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ কাজী দ্বীন মোহাম্মদ। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে...
26/03/2024

বাংলাদেশের স্বনামধন্য নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ কাজী দ্বীন মোহাম্মদ। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক। শমরিতা হাসপাতাল লিমিটেডে ভর্তি রুগীদের নিয়মিত চিকিৎসা প্রদান করছেন অধ্যাপক ডাঃ কাজী দ্বীন মোহাম্মদ।

সেবা সম্পর্কিত যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন: 10674
ভিজিট করুন https://samoritahospital.org/

শমরিতা হাসপাতাল লিমিটেড
৮৯/১, পান্থপথ, ঢাকা-১২১৫।

নিয়োগ বিজ্ঞপ্তি।
29/02/2024

নিয়োগ বিজ্ঞপ্তি।

স্বল্প খরচে শমরিতায় চক্ষু চিকিৎসা সেবা.চক্ষু চিকিৎসায় ব্যবহৃত অত্যাধুনিক যন্ত্রসামগ্রী সম্বলিত শমরিতা হাসপাতালে সব ধরনের...
04/02/2024

স্বল্প খরচে শমরিতায় চক্ষু চিকিৎসা সেবা.

চক্ষু চিকিৎসায় ব্যবহৃত অত্যাধুনিক যন্ত্রসামগ্রী সম্বলিত শমরিতা হাসপাতালে সব ধরনের চোখের চিকিৎসা ও স্বল্প খরচে যত্ন সহকারে চোখের অপারেশন করা হয়।

শমরিতা মডার্ণ আই কেয়ার সেন্টারের সেবাসমূহঃ
• চোখের সেলাই বিহীন ছানি অপারেশন।
• ইনজেকশন ও সেলাইবিহীন ফ্যাকো অপারেশন।
• স্বল্পমূল্যে চোখের ছোট বড় সব ধরনের অপারেশন।
• বায়োমেট্রি. নেত্রনালী পরীক্ষা ও চোখের প্রেসার মাপার ব্যবস্থা।
• প্রতিদিন বিকালে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা কনসালটেশন চেম্বার।
• ন্যায্যমূল্যে ঔষধ সরবরাহ।

শমরিতা হাসপাতাল লিমিটেড,
৮৯/১, পান্থপথ, ঢাকা-১২১৫
হটলাইন ১০৬৭৪

শমরিতা হাসপাতালে রক্তরোগ ও ক্যান্সারের সেরা চিকিৎসা. রক্ত হল শরীরের একটি বিশেষ জলীয় অংশ। এটিতে বিভিন্ন ধরনের কণিকা রয়েছ...
02/02/2024

শমরিতা হাসপাতালে রক্তরোগ ও ক্যান্সারের সেরা চিকিৎসা.

রক্ত হল শরীরের একটি বিশেষ জলীয় অংশ। এটিতে বিভিন্ন ধরনের কণিকা রয়েছে। উদাহরণস্বরূপ, লোহিত রক্তকণিকা (RBC), শ্বেত রক্তকণিকা (WBC), এবং প্লাটিলেট। এগুলি অস্থি মজ্জা দ্বারা উত্পাদিত হয় এবং শরীরের বিভিন্ন অংশে পরিপক্ক হয়। হিমোগ্লোবিনের কারণে রক্তের রঙ লাল হয়। রক্তের কোষগুলি তাদের প্রকারের উপর নির্ভর করে বিভিন্ন ভূমিকা পালন করে।
শরীরে এই রক্ত অনেক সময় নানা সংক্রমণ, জ্বীনগত এবং পরিবেশগত কারনে সংক্রমিত হয়। এদের মধ্যে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, এপ্লাস্টিক এনিমিয়া, ব্ল্যাড ক্যান্সার ইত্যাদি।

বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারী হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত শমরিতা হাসপাতাল লিমিটেডে রক্তরোগ ও ক্যান্সারের সেরা চিকিৎসা দেওয়া হয়।

শমরিতা হাসপাতাল লিমিটেড, ৮৯/১, পান্থপথ, ঢাকা-১২১৫
হটলাইন ১০৬৭৪

ডায়াবেটিস ও হরমোন সমস্যার মানসম্মত চিকিৎসায় শমরিতা হাসপাতাল..ডায়াবেটিস একটি জীবনব্যাপী শারীরিক অবস্থা যা প্রতি বছর বিশ্...
01/02/2024

ডায়াবেটিস ও হরমোন সমস্যার মানসম্মত চিকিৎসায় শমরিতা হাসপাতাল..

ডায়াবেটিস একটি জীবনব্যাপী শারীরিক অবস্থা যা প্রতি বছর বিশ্বব্যাপী ১০ লাখেরও বেশি লোককে মৃত্যু হয়। প্রত্যেকেরই ডায়াবেটিস হতে পারে, যখন শরীরের ডায়াবেটিস হয় তখন শরীরে রক্তের সমস্ত চিনি (গ্লুকোজ) ভেঙে ফেলতে ব্যর্থ হয়। এমনকি অবস্থাভেদে এই জটিলতার কারণে কারো কারো হার্ট অ্যাটাক বা স্ট্রোক পর্যন্ত হতে পারে।

ডায়াবেটিস ও হরমোন সমস্যার মানসম্মত চিকিৎসায় শমরিতা হাসপাতাল!
শমরিতা হাসপাতাল লিমিটেড, ৮৯/১, পান্থপথ, ঢাকা-১২১৫
হটলাইন ১০৬৭৪

28/01/2024

স্বল্পমূল্যে অত্যাধুনিক চিকিৎসা সেবা প্রদানে পাশে আছে শমরিতা হাসপাতাল লিমিটেড।

৮১/১ পান্থপথ, ঢাকা ১২১৫। হট লাইন ১০৬৭৪

শীতে অন্তঃসত্ত্বার বাড়তি যেসব যত্ন দরকার। ঝেঁকে বসেছে শীত। প্রচন্ড হিমশীলত বাতাস বাইরে। শীতের দাপটে ঘরের বাইরে বেরোনো দা...
30/12/2023

শীতে অন্তঃসত্ত্বার বাড়তি যেসব যত্ন দরকার।
ঝেঁকে বসেছে শীত। প্রচন্ড হিমশীলত বাতাস বাইরে। শীতের দাপটে ঘরের বাইরে বেরোনো দায়।

এই সময়টায় অন্তঃসত্ত্বাদের বিশেষ যত্ন নেওয়া জরুরি। শীতের প্রভাবে মা ও শিশুর যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেজন্য কিছু সাবধানতা অবলম্বন করতে হবে।

* সুষম খাবার খেতে হবে।

অন্তঃসত্ত্বাদের পুষ্টি সমৃদ্ধ খাবার বেশি খেতে হয়। এর ইতিবাচক প্রভাব পড়ে গর্ভের সন্তানের ওপরও। এ সময় মা যদি নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হয় তবে সন্তানও সুস্থ থাকবে এবং প্রসবকালীন জটিলতা কমে যাবে ৯৫ ভাগ। শীতকালে বাজারে শিম, মুলা গাজর, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লালশাক, পালংশাক সুলভমূল্যে কিনতে পাওয়া যায়। গর্ভবতী মায়েদের ভাত কম খেয়ে এ খাবারগুলো বেশি বেশি খাওয়া উচিত। আলু একটু কম খাওয়াই ভালো। কারণ, এতে শর্করার মাত্রা বেশি থাকে। ফলের মধ্যে পেয়ারা, বরই, কদবেল, জলপাই, কামরাঙ্গা, কমলালেবু, আনার একটু বেশি পরিমাণে খাওয়া দরকার। এসব ফলে রয়েছে প্রচুর পরিমাণ ফসফরাস, লোহা, ক্যালসিয়াম, ভিটামিন এ বি ও সি।

* পরিমিত পানি পান করতে হবে।

শীতকালে যেহেতু ঘাম কম হয় এবং পিপাসা কম পায় তাই স্বাভাবিকভাবে আমরা এ সময় পানি কম খাই। গর্ভবতীদের এ সময়ে স্বাভাবিকের চেয়ে বেশি পানি পান করা উচিত। পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে ত্বক শুষ্ক হয়ে যাওয়া, অ্যামনিওটিক ফ্লুইড কমে যাওয়া, মাথা ব্যথা ও প্রিটাম লেবারের মতো জটিলতা কমবে।

* ত্বকের যত্ন নিতে হবে।

গোসল করার সময় গায়ে অনেকক্ষণ পানি ঢালবেন না। কিংবা অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না। এতে ত্বকের শুষ্কতা আরও বেড়ে যায়। চেষ্টা করবেন চার থেকে পাঁচ মিনিটের মধ্যে গোসল শেষ করতে এবং উষ্ণ গরম পানি ব্যবহার করতে। গোসলের সময় গ্লিসারিন সমৃদ্ধ সাবান ব্যবহার করুন। গোসলের পর ত্বক ভেজা থাকা অবস্থায় ময়েশ্চারাইজার ব্যবহার করুন। হাতে পায়ে মুখে ও শরীরে মাখুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ময়েশ্চারাইজার মেখে নিন। ত্বকের শুষ্কতা দূর করতে গ্লিসারিন কিংবা অলিভ অয়েল নিয়মিত মাখতে পারেন। ঠোঁটে ভেসলিন ব্যবহার করবেন। ঠোঁটের উপরিভাগের পাতলা শুষ্ক ত্বক কখনো টেনে তোলার চেষ্টা করবেন না, তাতে ক্ষতির পরিমাণ বেড়ে যাবে। নিয়মিত মেসেজ করতে পারেন, এতে রক্ত চলাচল ভালো থাকে যা ত্বকের জন্য উপকারী।

* আরামদায়ক গরম পোশাক পরা ভালো।

শীতে সোয়েটার কিংবা গরম কাপড় পরিধান করুন। এমন কিছু পরবেন না যাতে পেটের ওপর চাপ পড়ে এবং চলাফেরা করতে সমস্যা হয়। লম্বা ও সামনের দিকে বোতাম আছে এমন সোয়েটারগুলো এ সময় গর্ভবতী মায়েদের আরাম দিতে পারে। শীতের কাপড়ের সঙ্গে জুতার দিকেও নজর রাখতে হবে। পা থেকে ঠান্ডা লেগে মা এবং সন্তানের সমস্যা হতে পারে। পা ঢাকা জুতা এবং ঘরে-বাইরে মোজা পরে থাকবেন।

* সর্দি কাশি হলে নিরাময়ের ব্যবস্থা নিন।

অনেক গর্ভবতীরা সন্তানের ক্ষতি হবে ভেবে সর্দি কাশিতে ওষুধ খেতে চান না। সর্দি কাশি যদি দুই তিন দিনের বেশি থাকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে এবং চিকিৎসা নিতে হবে। এসব সর্দি কাশি সংক্রমণ এবং জীবাণুবাহিত রোগের লক্ষণ হতে পারে এবং অনেক সময় এসব থেকে নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। ডাক্তার এসময় গর্ভকালীন অবস্থায় নিরাপদ ওষুধই রোগীকে দেবেন। যদি মায়ের ঠান্ডার সমস্যা আগে থেকেই থাকে তবে ঠান্ডা পানি ব্যবহার এবং ঠান্ডা কিছু খাওয়ার আগে সাবধানতা অবলম্বন করাই শ্রেয়।

Address

Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when Samorita Hospital Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Samorita Hospital Limited:

Share

Category