BloodinfoBD.com

BloodinfoBD.com http://lifecyclebd.org/
Welcome to the Largest Blood Donor Information System in Bangladesh

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
অনলাইন ব্লাড ব্যাংক lifecyclebd.org এর পক্ষ থেকে আপনাকে সু-স্বাগতম।
মানুষ মানুষের জন্য.....
জীবন জীবনের জন্য.....
একটু সহানুভূতি কি.....
মানুষ পেতে পারে না.....!
মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে তাঁর প্রতিনিধি করে মূলতঃ মানুষের কল্যাণের নিমিত্তে এ পৃথিবীতে পাঠিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র আল-কুর

আনে মানুষকে উদ্দেশ্য করে বলেছেন,
كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ
You are the best community that ever emerged for humanity:
অর্থাৎ “তোমরাই সর্ব্বোত্তম জাতি। তোমাদেরকে মানুষের কল্যানে সৃষ্টি করা হয়েছে।” (সূরা: আল-ইমরান, আয়াত-১১০)
মহান আল্লাহ্ আরও বলেন,
وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا
and he who saves a life shall be as if he had given life to all mankind.
অর্থাৎ “যে কেউ কোন এক ব্যক্তির জীবন রক্ষা করলো, সে যেন গোটা মানবজাতির জীবন রক্ষা করল।” (সূরা: আল-মায়েদা, আয়াত-৩২)
মানব রক্তের কোন বিকল্প হয় না - রক্তদানে জীবন বাঁচে। মানুষ মানুষের জন্য যত অবদান রাখতে পারে তার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল রক্তদান। স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে, রক্ত দেয়া স্বাস্থ্যের জন্যে উপকারি শুধু নয়, রক্ত দিলে একজন মানুষ মুক্ত থাকতে পারেন বেশ কয়েকটি মারাতœক রোগের ঝুঁকি থেকে। সুতরাং রক্তদান নিজেকে সুস্থ রাখার পাশাপাশি অপরের জীবনকেও রক্ষা করে। এক গবেষণায় দেখা যায় যে, বাংলাদেশে প্রতিদিন প্রায় ৩০,০০০ (ত্রিশ হাজার) ব্যাগ রক্তের প্রয়োজন হয়। এই প্রয়োজন পূরণে দেশে অনেকগুলি সামাজিক সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গড়ে উঠেছে অনেক ব্লাড ব্যাংক। যেগুলিতে রক্ত সংরক্ষনের ব্যবস্থা রয়েছে। এতকিছুর মাঝেও প্রশ্ন রয়েছে রক্তের মান ও বিশুদ্ধতা নিয়ে। সেজন্য প্রয়োজন এমন একটি প্রতিষ্ঠান যারা তাৎক্ষনিকভাবে ফ্রেশ ও বিশুদ্ধ রক্তের যোগান দিয়ে এ সমস্যার সমাধান দেবে।
আমাদের স্বাতন্ত্র্য :
আমরা প্রচলিত অর্থে ব্লাড ব্যাংক নই। আমাদের সদস্যগণরাই স্ব-স্ব ব্লাড ব্যাংক। অর্র্থ্যাৎ আমরা স্বেচ্ছা-রক্তদাতাদের তথ্য সংরক্ষনকারী একটি প্রতিষ্ঠান বা অনলাইন ডাটাবেইজ। বলতে পারেন, এটি একটি সম্পূর্ণ ক্রিয়েটিভ নিউ কনসেপ্ট। এখানে দেশের যে কোন স্থান থেকে যে কোন ব্যক্তি অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে তার তথ্যাদি প্রদান করে আমাদের সদস্য হতে পারেন। আবার দেশের যে কোন প্রান্ত থেকে যে কোন সময়ে রক্তের প্রয়োজন পূরণে আমাদের তাৎক্ষণিক সহয়োগিতা নিতে পারবেন। আমাদের কাছে আপনার সমস্যাটাই বড়। আমাদের কল সেন্টার দেশবাসীর সেবায় ২৪ ঘন্টা প্রস্তুত বয়েছে। তাহলে আসুন, আর দেরী নয়। আজই আমাদের অনলাইন সার্ভিস গ্রহন করে মানবকল্যাণে নিজেকে নিবেদিত করতে lifecyclebd.org এর সদস্য হই এবং অন্যদেরকেও উৎসাহিত করি।

নিবেদক
কতৃপক্ষ
লাইফসাইকেল বিডি

সাপের কামড়ে প্রথম ১০০ মিনিট খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক জেলা সদরের পাশাপাশি সকল উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এ এন্...
20/08/2023

সাপের কামড়ে প্রথম ১০০ মিনিট খুবই গুরুত্বপূর্ণ

প্রত্যেক জেলা সদরের পাশাপাশি সকল উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এ এন্টিভেনাম প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন। অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখান থেকে হাসপাতাল আসতে আসতে রোগী পথিমধ্যে মারা যাওয়ার উপক্রম হতে পারে।

আসুন নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি।

হৃদয়বিদারক শোক সংবাদ এবং সতর্কবার্তা!!!!ডা: রওশান রাহা এর ছোট বোন লিমার ২ ছেলে ১ মেয়ের মধ্যে ৯ বছরের ছেলেটি পেষ্টকন্ট্রো...
07/06/2023

হৃদয়বিদারক শোক সংবাদ এবং সতর্কবার্তা!!!!

ডা: রওশান রাহা এর ছোট বোন লিমার ২ ছেলে ১ মেয়ের মধ্যে ৯ বছরের ছেলেটি পেষ্টকন্ট্রোল স্প্রের বিষ ক্রিয়ায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলায়হি রাজিউন। ১৫ বছরের বড় ছেলেটিও এভার কেয়ার হাসপাতালের ICU তে ভর্তি অবস্থায় রাত দশটায় ইন্তেকাল করে। তার বোনের মেয়ে এবং বোনও একই হাসপাতালে ভর্তি আছে।

যা ঘটেছিলো---
ঘুমানোর দুই ঘন্টা আগে ওর ছোট বোনের ফ্ল্যাটে তেলাপোকার বিনাশের জন্য কোন পেষ্টকন্ট্রোল কোম্পানীকে অন কল দিলে তারা এসে স্প্রে করে এবং ২ ঘন্টা ঘরের বাইরে অবস্থান করতে বলে। সে হিসেবে তারা এক রাত বাসার বাইরে অন্যত্র অবস্থান করেছিল। আজ মেয়ের পরীক্ষা ছিল বিধায় ১ দিন পর ঘরে ঢুকলে স্প্রের বিষক্রিয়ায় পুরো পরিবারের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। সবাই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়।
তাই যে কোন ধরণের স্প্রে বাসার রুমে ব্যবহার করার সময় সবার সতর্কতা অবলম্বন জরুরি।

আল্লাহ ডা: রওশন রাহা ও তার বোনের পরিবারকে এমন অনাকাঙ্ক্ষিত শোক সইবার ধৈর্য্য দান করুক। বাকি সদস্য সবাইকে সুস্থতা দান করুক। আমীন।

সচেতনতায়: Lifecyclebd

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BloodinfoBD.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to BloodinfoBD.com:

Share

Category

Our Story

বিসমিল্লাহির রাহমানির রাহীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলাইন ব্লাড ব্যাংক http://lifecyclebd.org/এর পক্ষ থেকে আপনাকে সু-স্বাগতম। মানুষ মানুষের জন্য..... জীবন জীবনের জন্য..... একটু সহানুভূতি কি..... মানুষ পেতে পারে না.....! মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে তাঁর প্রতিনিধি করে মূলতঃ মানুষের কল্যাণের নিমিত্তে এ পৃথিবীতে পাঠিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র আল-কুরআনে মানুষকে উদ্দেশ্য করে বলেছেন, كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ You are the best community that ever emerged for humanity: অর্থাৎ “তোমরাই সর্ব্বোত্তম জাতি। তোমাদেরকে মানুষের কল্যানে সৃষ্টি করা হয়েছে।” (সূরা: আল-ইমরান, আয়াত-১১০) মহান আল্লাহ্ আরও বলেন, وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا and he who saves a life shall be as if he had given life to all mankind. অর্থাৎ “যে কেউ কোন এক ব্যক্তির জীবন রক্ষা করলো, সে যেন গোটা মানবজাতির জীবন রক্ষা করল।” (সূরা: আল-মায়েদা, আয়াত-৩২) মানব রক্তের কোন বিকল্প হয় না - রক্তদানে জীবন বাঁচে। মানুষ মানুষের জন্য যত অবদান রাখতে পারে তার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল রক্তদান। স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে, রক্ত দেয়া স্বাস্থ্যের জন্যে উপকারি শুধু নয়, রক্ত দিলে একজন মানুষ মুক্ত থাকতে পারেন বেশ কয়েকটি মারাতœক রোগের ঝুঁকি থেকে। সুতরাং রক্তদান নিজেকে সুস্থ রাখার পাশাপাশি অপরের জীবনকেও রক্ষা করে। এক গবেষণায় দেখা যায় যে, বাংলাদেশে প্রতিদিন প্রায় ৩০,০০০ (ত্রিশ হাজার) ব্যাগ রক্তের প্রয়োজন হয়। এই প্রয়োজন পূরণে দেশে অনেকগুলি সামাজিক সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গড়ে উঠেছে অনেক ব্লাড ব্যাংক। যেগুলিতে রক্ত সংরক্ষনের ব্যবস্থা রয়েছে। এতকিছুর মাঝেও প্রশ্ন রয়েছে রক্তের মান ও বিশুদ্ধতা নিয়ে। সেজন্য প্রয়োজন এমন একটি প্রতিষ্ঠান যারা তাৎক্ষনিকভাবে ফ্রেশ ও বিশুদ্ধ রক্তের যোগান দিয়ে এ সমস্যার সমাধান দেবে। আমাদের স্বাতন্ত্র্য : আমরা প্রচলিত অর্থে ব্লাড ব্যাংক নই। আমাদের সদস্যগণরাই স্ব-স্ব ব্লাড ব্যাংক। অর্র্থ্যাৎ আমরা স্বেচ্ছা-রক্তদাতাদের তথ্য সংরক্ষনকারী একটি প্রতিষ্ঠান বা অনলাইন ডাটাবেইজ। বলতে পারেন, এটি একটি সম্পূর্ণ ক্রিয়েটিভ নিউ কনসেপ্ট। এখানে দেশের যে কোন স্থান থেকে যে কোন ব্যক্তি অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে তার তথ্যাদি প্রদান করে আমাদের সদস্য হতে পারেন। আবার দেশের যে কোন প্রান্ত থেকে যে কোন সময়ে রক্তের প্রয়োজন পূরণে আমাদের তাৎক্ষণিক সহয়োগিতা নিতে পারবেন। আমাদের কাছে আপনার সমস্যাটাই বড়। আমাদের কল সেন্টার দেশবাসীর সেবায় ২৪ ঘন্টা প্রস্তুত বয়েছে। তাহলে আসুন, আর দেরী নয়। আজই আমাদের অনলাইন সার্ভিস গ্রহন করে মানবকল্যাণে নিজেকে নিবেদিত করতে http://lifecyclebd.org/এর সদস্য হই এবং অন্যদেরকেও উৎসাহিত করি। নিবেদক কতৃপক্ষ http://lifecyclebd.org/