23/12/2024
কিউর ফিজিওথেরাপি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি অত্যাধুনিক ও মানসম্মত ফিজিওথেরাপি সেবা সমৃদ্ধ স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান।
রাজধানীর ডেমরায় ২০১২ সালে প্রতিষ্ঠার পর হতে একমাত্র আমরাই সর্বপ্রথম সুনামের সাথে আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান করে আসছি।
কিউর ফিজিওথেরাপি প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে আমাদের নিজস্ব ভবনে। আমাদের এখানে আছেন উন্নত বিশ্বের সর্বোচ্চ ডিগ্রিধারী অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকবৃন্দ, টেকনিশিয়ান ও সেবা প্রদানকারী সুদক্ষ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আমরা দীর্ঘ এই এক যুগেরও বেশি সময় যাবৎ পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইসিস), প্রতিবন্ধী, হাঁড় ক্ষয় ও বাত ব্যথায় জর্জরিত রোগীদের সেবা দিয়ে আসছি।
Committed For Good Health -এই স্লোগানকে পাথেয় করে আমরা কিউর ফিজিওথেরাপি পরিবার মানবকল্যাণে নিয়োজিত আছি।
...............ফিজিওথেরাপি সেবা সমূহ...................
• বিভিন্ন জয়েন্ট ও মেরুদন্ডের হাড়ের ক্ষয়, হাড় বেড়ে যাওয়া ও হাড় সরে যাওয়া রোগের সু-চিকিৎসা।
• ঘাড়, কাঁধ ও কোমরের ব্যথা, হাটুর ব্যথা এবং পায়ের গোড়ালীর ব্যথার সু-চিকিৎসা।
• মেরুদন্ডের ব্যথা, কোমর হতে গোড়ালী পর্যন্ত ব্যথা, কাঁধ শক্ত হয়ে যাওয়া (ফ্রোজেন সোলডার), কনুই ও কবজির ব্যথার সু-চিকিৎসা
• যে কোন ধরনের প্যারালাইসিস (স্ট্রোক- শরীর অবস পালসি) এর সু-চিকিৎসা, জি.বি.এস, মুখ বেকে যাওয়া বা বেলস পালসি রোগের চিকিৎসা
• হাত ও পায়ের ব্যথা, হাত-পা ঝিনঝিন করা ও হাত-পা শুকিয়ে যাওয়া রোগের সু-চিকিৎসা।
• অস্টিওআথ্রাইটিস, রিউমাটয়েড অর্থাইটিস, এনকোলাইজিং স্পন্ডিলাইসিস রোগের সু-চিকিৎসা।
• খেলাধূলা ও দুর্ঘটনাজনিত আঘাতের সু-চিকিৎসা।
• শারীরিক প্রতিবন্ধী শিশুর (জন্মের পর হাত ও পায়ের সমস্যা ও চলাফেরা করতে না পারা) সু-চিকিৎসা।
• প্লাষ্টার পরবর্তী জয়েন্ট (কব্জি, কনুই, হাটু ও গোড়ালী) শক্ত হয়ে যাওয়া। প্যারালাইসিস রোগীর প্রয়োজনে বাসায় গিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করা হয়।
কিউর ফিজিওথেরাপি
ডাঃ এম রফিকুল ইসলাম
কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট
ডা. নুসরাত খানম
কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট
ডা. নাহিদ রোমান
কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট
প্রধান শাখা
স্টাফ কোয়ার্টার, হাজীনগর
ডেমরা, ঢাকা।
২য় শাখা
পশ্চিম সানারপাড়, সরকার বাড়ি মোড়
ডেমরা, ঢাকা।
যোগাযোগঃ
০১৭৭৭৭০০০০৮
০১৮১৯১৫১৮৯২.