03/06/2020
প্রিয় ছাত্র/ছাত্রী এবং অভিভাবকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা। আশাকরি এই করোনাকালীন দুর্যোগে সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন। উচ্চ শিক্ষায় বিদেশ গমন ইচ্ছুকরা এই মুহূর্তে নিঃসন্দেহে অনেক দুঃশ্চিন্তায় আছেন এবং তাদের সাথে তাদের পিতা-মাতা ও অভিভাবকরাও। আগে তো ভালভাবে বেঁচে থাকুন। দু-মাস, একবছর পড়াশোনা পিছিয়ে গেলে এমন কোন ক্ষতি হয়ে যাবেনা।
আমাদের জানামতে বিদেশের বিশ্ববিদ্যালয় গুলো এবং ঐ সমস্ত দেশের আমাদের দেশে অবস্থিত দূতাবাস ও হাই-কমিশন গুলো এ ব্যাপারে ওয়াকিবহাল আছেন এবং ছাত্র/ছাত্রীদের প্রতি তাদের যথেষ্ঠ উদার মন রয়েছে। যাদের পাসপোর্ট নেই পাসপোর্ট তৈরী করে ফেলুন, সব ডকুমেন্ট সংগ্রহ করুন এবং IELTS বা বিকল্প Language Course সম্পন্ন করে ফেলুন। ইউনিভার্সিটি/কলেজের সাথে যোগাযোগ করুন, রেজিঃ করে ফেলুন। তারমানে হলো আপনার দিক থেকে সকল রকম প্রস্তুতি নিয়ে রাখুন। পৃথিবী যখন আবার শান্ত ও স্বাভাবিক হয়ে আসবে তখন যেন মনে না হয় আপনি পিছিয়ে আছেন। আমাদের ধারনা আমেরিকাসহ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, UK বা ইউরোপের ভাল ভাল দেশের সেরা ইউনিভার্সিটি/কলেজ গুলোতে ভিসা প্রাপ্তি অন্যান্য বছরের চেয়ে একটু হলেও এবার সহজ হবে। তাই হতাশ হবেন না! শুধু আপনি নিজেকে প্রস্তুত রাখুন। প্রয়োজনে আমাদের সেবা ও সহায়তা নিতে STEPS Office ভিজিট করুন।
STEPS Education
প্লট # ১/সি, রোড # ০২,
সেক্টর # ০৩, উত্তরা,
ঢাকা-১২৩০
Email: info@steps.com.bd
Mobile: +8801713 204855
Web: www.steps.com.bd