Choice Dental, Implant & Maxillofacial Surgery

  • Home
  • Choice Dental, Implant & Maxillofacial Surgery

Choice Dental, Implant & Maxillofacial Surgery This Dental care peovides all sorts of Dental treament as well as Maxillofacial surgery.

 িজ্ঞপ্তি:আগামী  ১৬-১১-২০২৩  থেকে  ২০-১১-২০২৩ পর্যন্ত  আন্তর্জাতিক  খ্যাতিসম্পন্ন  আমেরিকান ম্যাক্সিলোফেসিয়াল সার্জানগন...
05/11/2023

িজ্ঞপ্তি:

আগামী ১৬-১১-২০২৩ থেকে ২০-১১-২০২৩
পর্যন্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমেরিকান ম্যাক্সিলোফেসিয়াল সার্জানগন ঠোঁট কাটা, তালু কাটা এবং মুখের অসামঞ্জস্যতা রোগীদের বিনামূল্যে, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগ, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল, মিরপুর-১৪ তে অপারেশন করবেন।

আগ্রহী রোগীদের আগামী ১২ নভেম্বরের মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

অনেক সময় আক্কেল দাঁত ঠিকমত উঠে আসে না,হাড়ের ভিতরে থেকে যায়, এই দাত কে সার্কেল করে চোয়ালে বিনাইন টিউমার বা সিষ্ট হয়ে থাকে...
27/10/2023

অনেক সময় আক্কেল দাঁত ঠিকমত উঠে আসে না,হাড়ের ভিতরে থেকে যায়, এই দাত কে সার্কেল করে চোয়ালে বিনাইন টিউমার বা সিষ্ট হয়ে থাকে, বিনাইন হওয়ার কারণে রোগী কোন ব্যাথা অনুভব করেন না, চোয়ালের মধ্যে আস্তে আস্তে বড় হতে থাকে এবং হাড়কে নষ্ট করে ফেলে।

তাই আক্কেল দাঁতকে অবহেলা না করে, ইম্প্যাক্টেড ( আঁকাবাঁকা ভাবে চোয়ালে থেকে যাওয়া) থাকলে সার্জিক্যাল এক্সট্রাকশন বা অপসারণ করাই উত্তম।

স্বল্পসময়ে ব্যাথামুক্তভাবে এই অপারেশন এর জন্য আপনাদের পাশে আছেন ডা. ফারজানা সুলতানা এবং চয়েজ ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী সেন্টার।

মুখের ক্যান্সার এর রোগী উনারা, সবাই জীবনের বেশ কিছু বছর পান, সুপারি, সিগারেট খেতেন,  সহজেই ছবি গুলো দেখে বুঝতে পারা যায়।...
27/10/2023

মুখের ক্যান্সার এর রোগী উনারা, সবাই জীবনের বেশ কিছু বছর পান, সুপারি, সিগারেট খেতেন, সহজেই ছবি গুলো দেখে বুঝতে পারা যায়। বাংলাদেশের বিভিন্ন জেলা; চাদপুর, ভোলা, বরিশাল, ঝালকাঠি, খুলনা থেকে আসা রোগী। শেষের ছবি গুলো মুখের ক্যান্সার এর রোগীর অপারেশন এর, কতটা আডভান্স সার্জারীর করতে হয় ( ১.৫ - ২ সে মি মার্জিন সহ পাইমারি সাইট, নেক ডিসেকশন; ঘাড় এ ছড়িয়ে যাওয়া ক্যান্সার টিস্যু অপসারণ করতে হয়) পান, সিগারেট, সুপারি, জর্দাকে না বলুন। তিন স প্তাহের বেশি ঘা থাকলে ডাক্তার এর স্মরণাপর্ণ হোন।

স্বল্প খরচে মুখের ক্যান্সার, চোয়াল ভাংগা, টিউমার সহ সকল চিকিৎসায় চ য়েজ ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী সেন্টার আছে আপনাদের সেবায়।

৫ জন  মহিলা রোগী যারা বহু বছর পান, সুপারি, গুল, জর্দা, সাদা পাতা খেতেন। বর্তমানে মুখের ক্যান্সার এ আক্রান্ত। আপনারা যারা...
19/08/2023

৫ জন মহিলা রোগী যারা বহু বছর পান, সুপারি, গুল, জর্দা, সাদা পাতা খেতেন। বর্তমানে মুখের ক্যান্সার এ আক্রান্ত। আপনারা যারা এই অভ্যাসের মধ্যে আছেন দীর্ঘদিন যাবত, তারা এগুলো সেবন বন্ধ করুন।
মুখের ক্যান্সার থেকে নিজেকে রক্ষা করুন।

স্বল্প খরচে মুখের ক্যান্সার চিকিৎসার আমরা আছি আপনাদের সেবায়।

জন সচেতনতায়; ডা. ফারজানা সুলতানা
চয়েজ ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী।

চোয়ালের ভেতরে থেকে যাওয়া আক্কেল দাত। সাধারণত আক্কেল দাত ১৭ - ২১ বছর বয়সে উঠে আসে। কিন্তু এই রকম ভাবে চোয়ালের হাড়ে থেকে গ...
10/08/2023

চোয়ালের ভেতরে থেকে যাওয়া আক্কেল দাত। সাধারণত আক্কেল দাত ১৭ - ২১ বছর বয়সে উঠে আসে। কিন্তু এই রকম ভাবে চোয়ালের হাড়ে থেকে গেলে উঠার সম্ভব হয় না। এই সময় বারে বারে ব্যথা হয় সাথে ফুলেও যায়। এটার একমাত্র চিকিৎসা সার্জিক্যাল এক্সট্রাকশন।
এউ চিকিৎসার জন্য আপনারা আসতে পারেন Choice Dental, Implant & Maxillofacial Surgery

আপনাদের সেবায় সব সময় পাশে আছি।

মুখের ক্যান্সার এখন এক মহামারি হিসাবে আমাদের দেশে ছড়িয়ে পড়েছে। সঠিক সময়ে চিকিৎসায়  বাচাতে পারে মূল্যবান জীবন।  উনি কিশোর...
06/08/2023

মুখের ক্যান্সার এখন এক মহামারি হিসাবে আমাদের দেশে ছড়িয়ে পড়েছে। সঠিক সময়ে চিকিৎসায় বাচাতে পারে মূল্যবান জীবন।

উনি কিশোরগঞ্জ থেকে আসা একজন রোগী। বহু বছর পান খেতেন।

সঠিক সময়ে রোগ নির্ণয় আর চিকিৎসা, এবং আল্লাহর মেহেরবানীতে তিনি ভালো আছেন।

মুখ ও চোয়ালের ক্যান্সার, টিউমার সহ সকল চিকিৎসার নির্ভর যোগ্য " চয়েজ ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী সেন্টারে" যোগাযোগ করুন।

কোন দুর্ঘটনায় কাম্য নয়। কিন্তু পথ চলতে গিয়ে প্রায়শই  আমাদেরকে দুর্ঘটনার শিকার হতে হয়। এখানে একজন ভদ্রলোক যিনি জামালপুর থ...
06/08/2023

কোন দুর্ঘটনায় কাম্য নয়। কিন্তু পথ চলতে গিয়ে প্রায়শই আমাদেরকে দুর্ঘটনার শিকার হতে হয়। এখানে একজন ভদ্রলোক যিনি জামালপুর থেকে এসেছেন। এই সড়ক দুর্ঘটনায় উনার বাবা শাহাদাত বরণ করেন, মা আহত হন আর উনার মুখ ও চোয়ালের অনেক হাড় ভেংগে গিয়ে, খেতে সমস্যা, কথা বলতে সমস্যা সহ মুখের শেইফ ও পরিবর্তিত হয়ে যায়।
সফল অপারেশনের পর তিনি এখন ভালো আছেন, মুখের শেইফ পুর্বের মত হয়েছে।
আলহামদুলিল্লাহ
মহান রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুক
#ম্যাক্সিলোফেসিয়ালসার্জারী

29/06/2023

Address


Opening Hours

Monday 17:00 - 21:30
Tuesday 17:00 - 09:30
Wednesday 17:00 - 21:30
Thursday 17:00 - 21:30
Friday 17:00 - 21:30
Saturday 17:00 - 21:30
Sunday 17:00 - 21:30

Telephone

+8801816912193

Website

Alerts

Be the first to know and let us send you an email when Choice Dental, Implant & Maxillofacial Surgery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram