27/07/2023
🔴চারিদিকে এখন শুধুই ডেঙ্গুর খবর। দিনের পর দিন এই আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এবং সেই সঙ্গেই দেখা দিচ্ছে আরও নতুন রোগের সূত্রপাত। এমনিও করোনা নতুন স্ট্রেন নিয়ে উদ্বেগের শেষ নেই। আর ডেঙ্গু কিন্তু অনেকদিন ধরেই শিশু থেকে বৃদ্ধ সকলকেই কাবু করে তুলছে।
👉ডেঙ্গুর সেরকমভাবে কোনও চিকিৎসা নেই বলেই এর বাড়বাড়ন্ত মারাত্মক। শুধুই খাবার এবং নির্দিষ্ট কিছু ওষুধের ওপর সীমাবদ্ধ এর চিকিৎসা। এমনিতেও ডেঙ্গু মারণ রোগের আওতায়। এতে প্রাণ গেছে বহু মানুষের। কিন্তু ডেঙ্গু পরবর্তীতে ‘ডেঙ্গু শক সিনড্রোম‘ কিন্তু ভীষণ সমস্যা দায়ক। এতে মানুষ নিজে থেকে মানসিকভাবে ভেঙে পড়তে থাকে। এমনিতেও রক্তের প্লেটলেট কমতে থাকলে মানুষের নানা ধরনের শারীরিক অবনতি দেখা যায়।
👉ডেঙ্গু জ্বর সেরে যাওয়ার পরও দীর্ঘদিন শরীর খারাপ, দুর্বলতা, ক্লান্তি, অবসাদ রয়ে যেতে পারে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় পোস্ট ডেঙ্গু অ্যাসথেনিয়া। বাংলায় বলা যায় ‘ডেঙ্গু–পরবর্তী অবসাদগ্রস্ততা’।
👉পোস্ট ডেঙ্গু অ্যাসথেনিয়ার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে ধারণা করা হয়, দেহের রোগপ্রতিরোধ ক্ষমতার সক্রিয়তা এতে কিছুটা ভূমিকা রাখে। এ ছাড়া বয়স, পরিবেশ, পারিবারিক ইতিহাস, মানসিক চাপ ইত্যাদিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
👉ডেঙ্গু পরবর্তী জয়েন্ট ও মাংসপেশীর ব্যথায় ফিজিওথেরাপি অত্যান্ত কার্যকরী চিকিৎসা। জয়েন্ট ও মাংসপেশীর ব্যাথা দূর করতে ফিজিওথেরাপিস্টের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন 📕
এখনই যোগাযোগ করুন এখানে 👇
🏥 তাবশীর ফিজিও এন্ড রিহ্যাব জোন
📌 দনিয়া ব্রাঞ্চঃ- ১৭৪, হাজী কমর আলী সড়ক, দনিয়া, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
☎ চিকিৎসা ও পরামর্শ : 01722528256
📱 হোয়াটস অ্যাপঃ +8801722528256
📧Gmail: sakm77@gmail.com
রোগী দেখার সময়: সকাল ১০:০০ থেকে দুপুর ০১:০০ এবং বিকেল ০৪:০০ থেকে রাত ০৯:০০ পর্যন্ত
❌ (রবিবার বন্ধ )