Shamim pharmacy

Shamim pharmacy success

ভয়াবহ ভাইরাস জ্বর ছড়িয়ে পড়ছে,নিজেও সতর্ক হোন,ও অপরকেউ সচেতন করুন।এই মুহূর্তে একটি নতুন ধরনের ভাইরাস জ্বর গ্রাম বাংলা...
09/08/2025

ভয়াবহ ভাইরাস জ্বর ছড়িয়ে পড়ছে,
নিজেও সতর্ক হোন,ও অপরকেউ সচেতন করুন।

এই মুহূর্তে একটি নতুন ধরনের ভাইরাস জ্বর গ্রাম বাংলা সহ চারদিকে ছড়িয়ে পড়েছে। এটি ডেংগু এবং চিকুনগুনিয়া না হলেও এর লক্ষণগুলো বেশ ভয়াবহ,এবং অনেকেইআক্রান্ত হচ্ছেন—তবে বিশেষ করে শিশুরা।

বাবা----মায়েদের জন্য বার্তা: যদি আপনার সন্তান এই জ্বরে আক্রান্ত হয়,প্রথমেই মানসিকভাবে ভেঙে পড়বেন না।কারণ আপনার শক্তি আপনার মনোবলই আপনার সন্তানের সাহস আপনি সুস্থ থাকলে সেবা ভালোভাবে করতে পারবেন।

অসুস্থ শিশুদের সেবা করতে হলে তাদের নিয়মিত স্বাস্থ্যকর খাবার দিতে হবে,কারণ খাবারের বিকল্প কোনো ওষুধ নেই।
তারা খাবার খেতে না চাইলে জোর করবেন না,অল্পঅল্পকরে বারবার দিন।

বমি করলে বমির ওষুধ দিয়ে সেটা নিয়ন্ত্রণ করুন।

ভাইরাস জ্বরের সাধারণ লক্ষণ: >

হঠাৎ করে জ্বর (১০৩°–১০৪°F)
শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড ব্যথা (মাথা,চোখ,পিঠ,জয়েন্ট)
মাথা ঘোরা, দুর্বল লাগা,রক্তচাপ কমে যাওয়া।জ্বর চলে যাওয়ার পরও দীর্ঘ সময় ধরে শরীর দুর্বল থাকছে।

কি করবেন ? করণীয় ও পরামর্শ:
খাবারে যা রাখবেন: >
ভিটামিন সি: মাল্টা, কমলা, পেয়ারা, আমলকি।
জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট: কলা, পাকা পেঁপে, ডিমের কুসুম।
প্রোটিন: সিদ্ধ ডিম, চিকেন স্যুপ, ডাল, খিচুড়ি, মাছ।
প্রচুর পানি পান করুন (দিনে অন্তত ৩ লিটার) – স্যালাইন বা লেবুর শরবত খেতে পারেন।
চিনি পরিহার করুন।

ব্যথা ও জ্বর কমাতে: >

✔ ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল
✔ গরম পানির সেঁক বা ম্যাসাজ
✔ আদা, তুলসি, মধু দিয়ে হালকা গরম পানীয়

জ্বরের পর শরীর ব্যথা কমাতে: >

✔ গরম পানিতে লবণ মিশিয়ে শরীর মুছানো
✔ হালকা স্ট্রেচিং বা ধীরে হাঁটা
✔ ম্যাগনেসিয়াম যুক্ত খাবার: কলা, ভেজানো বাদাম
✔ নারকেল তেল বা পুদিনার তেল দিয়ে হালকা মালিশ

যখন চিকিৎসকের শরণাপন্ন হবেন: >
বারবার জ্বর আসছে,রক্তচাপ খুব কমে যাচ্ছে,খাওয়া বন্ধ করে দিয়েছে বা অজ্ঞান ভাব,হৃদস্পন্দনে অস্বাভাবিকতা।

মনে রাখবেন: >
জ্বর কমে গেলেও শরীর সম্পূর্ণরূপে দুর্বল হয়ে পড়ে। তাই পর্যাপ্ত বিশ্রাম, ভালো খাবার ও প্রচুর পানি–এই তিনটাই দ্রুত সেরে ওঠার মূলমন্ত্র।

আপনজন বা আশেপাশে কেউ আক্রান্ত হলে এই পোস্টটি শেয়ার করে তাকে সচেতন করুন।

সচেতন থাকুন, Scabies প্রতিরোধ করুন!Scabies (বাংলায় খোশ/পাচড়া) বর্তমানে বাংলাদেশে একটি ভয়াবহ সংক্রামক ব্যাধি হিসেবে ছড়িয়ে...
19/01/2025

সচেতন থাকুন, Scabies প্রতিরোধ করুন!
Scabies (বাংলায় খোশ/পাচড়া) বর্তমানে বাংলাদেশে একটি ভয়াবহ সংক্রামক ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়েছে।
🔹 এটি Sarcoptes scabiei নামক ক্ষুদ্র পরজীবি দ্বারা সৃষ্ট, যা শরীরের তীব্র চুলকানি, জ্বালাপোড়া, অস্বস্তি, এবং রাতে ঘুমের ব্যাঘাত ঘটায়।
🔹 রোগটি খুব দ্রুত একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে, এমনকি আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকেও সংক্রমিত হয়।
✨ Scabies-এর ভয়াবহতা:
এটি অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে এবং অনেক পরিবার এই রোগের চিকিৎসা পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করতে পারে না।
যদিও চিকিৎসার খরচ কম, তবে পদ্ধতিটি অনেকের জন্য জটিল।
আপনার করণীয়:
✅ ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন।
✅ আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত পোশাক, বিছানার চাদর ইত্যাদি আলাদা রাখুন।
✅ চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত ব্যবস্থা নিন।
✅ আশেপাশের মানুষদের সচেতন করুন।
জাতীয় পর্যায়ে প্রয়োজন:
➡️ সরকারিভাবে জনগণকে সচেতন করা।
➡️ আক্রান্ত পরিবারগুলোকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান।
Scabies প্রতিরোধে আমরা সবাই একসাথে সচেতন হই এবং অন্যদের সহযোগিতা করি।
#স্বাস্থ্যসচেতনতা

ভয় না পেয়ে সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করাই উত্তম ""কেননা প্রান আছে যার তার মৃত্যু অবধারিত এবং মহান আল্লাহ উত্তম ফ...
23/06/2024

ভয় না পেয়ে সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করাই উত্তম ""কেননা প্রান আছে যার তার মৃত্যু অবধারিত এবং মহান আল্লাহ উত্তম ফয়সালাকারী "

সবারই জেনে রাখা ভালো ,,,হয়তোবা কোন একসময় কাজে লাগতে পারে
21/10/2023

সবারই জেনে রাখা ভালো ,,,হয়তোবা কোন একসময় কাজে লাগতে পারে

07/09/2023

ডাক্তার কর্তৃক প্রেসক্রিপশন করা মেডিসিন ফার্মেসী থেকে ক্রয় করার সময় সাবধানতা অবলম্বন করুন,বিশেষ করে শিশুদের ব্যাপারে।

ফার্মেসীতে মেডিসিন প্রদানের সময় ব্যস্ততার কারনে অনেক সময়ই ভুল মেডিসিন দিয়ে ফেলে যা আপনার প্রেসক্রিপশনে ছিলো না।

তাই মেডিসিন খরিদের সময় মেডিসিনের প্যাকেট এবং প্রেসক্রিপশন মিলিয়ে দেখুন,সাথে মেয়াদও দেখুন।

একটু সচেতনতা আপনাকে, আপনার শিশুকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করবে।

আজ থেকে শামীম ফার্মেসীর নতুন সংযোজন শামীম অটোস shamim Auto parts
20/06/2023

আজ থেকে শামীম ফার্মেসীর নতুন সংযোজন শামীম অটোস shamim Auto parts

👍✨✨✨🎉😊👏😁👏😃🎉অভিনন্দন!
14/01/2023

👍✨✨✨
🎉😊👏😁👏😃🎉
অভিনন্দন!

জন সচেতন মূলক পোস্ট...❗নীরবে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে...'চোখ উঠা' বা 'ভাইরাল কনজাংটিভাইটিস'।করণীয়ঃ ✔ আক্রান্ত ব্যক্তি সং...
01/10/2022

জন সচেতন মূলক পোস্ট...❗

নীরবে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে...
'চোখ উঠা' বা 'ভাইরাল কনজাংটিভাইটিস'।

করণীয়ঃ
✔ আক্রান্ত ব্যক্তি সংস্পর্শ এড়িয়ে চলুন।
✔ চোখ লাল হয়ে গেলে জনসমাগম এড়িয়ে চলুন।
✔ চোখে হাত লাগাবেন না।
✔ চোখে পানি দিবেন না।
✔ উজ্জ্বল আলো কিংবা সূর্যালোকে কালো চশমা কিংবা সানগ্লাস ব্যবহার করুন।
✔ চোখের পাতা ফুলে গেলে শুকনো গরম সেঁক দিতে পারেন।
✔ ব্যবহার্য জিনিসপত্র যেমন কাপড়চোপড়, গ্লাস, প্লেট, গরম পানি দিয়ে ধৌত করুন এবং আলাদা রাখুন।
✔ কোনো অবস্থাতেই ফার্মেসী বা ঔষধের দোকান থেকে নিজে নিজে ঔষধ কিনে ব্যবহার শুরু করবেন না। চোখ অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। নিজে নিজে ডাক্তারির ফলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।

সাধারণত জটিল কোনো উপসর্গ না থাকলে ৭-১০দিনের মধ্যেই এটি সেরে যায়।

কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন?
✔ চোখ থেকে অনবরত পানি ঝরতে থাকলে
✔ কেতুরের জন্য চোখ খুলতে অসুবিধা হলে
✔ চোখে পুর্বের চাইতে ঝাপসা দেখলে
✔ চোখে ব্যথা শুরু হলে

ভালো থাকুন এবং সুস্থ থাকুন
07/11/2021

ভালো থাকুন এবং সুস্থ থাকুন

09/06/2021

সুস্থ থাকা আল্লাহ তালার একটি বড় নেয়ামত, সবাই ভালো থাকেন এবং নিরাপদে থাকেন "অসুখে নয় সবাই সুখে থাকুন ""

18/03/2021
নকল ও ভেজাল এড়িয়ে চলুন ""সময়ের সাথে পাল্লা দিয়ে বদলে নিন নিজেকে """?
20/02/2021

নকল ও ভেজাল এড়িয়ে চলুন ""সময়ের সাথে পাল্লা দিয়ে বদলে নিন নিজেকে """?

Address

Kawalipara Bazer Dhamrai Dhaka
Dhamrai
1800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shamim pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram