Symbiosis Eye care

Symbiosis Eye care এখানে স্বল্প খরচে চোখের উন্নত চিকিৎস?

27/01/2018

""বিনামূল্যে ছানি অপারেশন""
আসছে আগামী ৯ ফেব্রুয়ারি ২০১৮ ইং রোজ শুক্রবার সিমাবায়োসিস বাংলাদেশের উদ্যোগে এক বিশাল চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।উক্ত ক্যাম্পে চোখের যাবতীয় রোগের চিকিৎসা প্রদান ও দ্ররিদ্র বাছাইকৃত ছানি রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।এলাকার চক্ষু রোগীদের প্রেরন করে সহায়তা করার জন্য সবাইকে বিশেষ ভাবে অনুরোধ করা হইলো।

রোগী বাছাই এর স্থান: বীরতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বীরতারা, ধনবাড়ি,টাঙ্গাইল।
যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন:
সিমবায়োসিস আই কেয়ার সেন্টার বীরতারা,ধনবাড়ি,টাঙ্গাইল।
মোবাইল:01911963062

আজকে অফিসে ষ্টাফ ট্রেনিং অনুষ্ঠিত হচ্ছে,,,
20/12/2017

আজকে অফিসে ষ্টাফ ট্রেনিং অনুষ্ঠিত হচ্ছে,,,

আমাদের টিমটি এখন সরিষাবাড়ির " তারাকান্দি ইসলামিয়া আই সেন্টার"  পরিদর্শনে আছে।
02/11/2017

আমাদের টিমটি এখন সরিষাবাড়ির " তারাকান্দি ইসলামিয়া আই সেন্টার" পরিদর্শনে আছে।

সম্মানিত সূধী, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।"সিমবায়োসিস বাংলাদেশ " আমাদের দেশে বহুদিন যাবৎ বিভিন্ন প্রকার সামাজ...
31/10/2017

সম্মানিত সূধী, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
"সিমবায়োসিস বাংলাদেশ " আমাদের দেশে বহুদিন যাবৎ বিভিন্ন প্রকার সামাজিক উন্নয়ন মুলক কাজ করে আসছে।এই প্রতিষ্ঠানে নানামুখী কার্যক্রম রয়েছে।আর সকল কাজই আমাদের ব্যক্তি,সমাজ,জাতি ও দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে পরিচালিত হয়ে আসছে। এ সকল কাজের মাঝে "চোখের সেবা" প্রদান কার্যক্রমটি উল্লেখ্য যোগ্য।আমরা প্রায় সুদীর্ঘকাল (১০বছর) যাবৎ গরীব ও পিছিয়ে পড়া জাতির মাঝে স্বল্প খরচে নানা রকম সেবা প্রদান করে আসছি।এর মধ্যে চোখের রোগ নির্নয়,ঔষধ বিতরণ,চশমা বিতরণ, বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করছি।আর আমাদের এসব সেবার মুলেই আছেন শ্রদ্ধেয় দাতারা।যারা আমাদের দেশের মানুষদের ভালবেসে,আন্তরিকতার সহিত অনেক কষ্ট করে সময়,শ্রম,মেধা ও আর্থিক ভাবে সহায়তা প্রদান করে আসছে।আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি।
আসছে আগামীকাল অস্টেলিয়ান দাতা গোষ্ঠীর একটি দল আমাদের কার্যক্রম প্রত্যক্ষ ভাবে পরিদর্শনের জন্য আসছেন। তারা প্রায় ১২ দিন আমাদের মাঝে থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন।তাই সকলেই আমাদের এই দাতা বন্ধুদের ও প্রতিষ্ঠানের জন্য দোয়া রাখবেন।
""সকলকে ধন্যবাদ""

অবশ্যই যতদিন চোখে ড্রপ আর মলম ব্যবহার করবেন ততদিন চোখে পানি লাগাবেন না।
27/08/2017

অবশ্যই যতদিন চোখে ড্রপ আর মলম ব্যবহার করবেন ততদিন চোখে পানি লাগাবেন না।

27/08/2017
17/08/2017

""আপনার শিশুকে বিদ্যালয়ে ভর্তির পূর্বে অবশ্যই চোখ পরীক্ষা করান।""

চোখের যে কোন সমস্যা দেখা গেলে নিকটস্থ চক্ষু সেবা দান কেন্দ্রে যান,,,,
14/08/2017

চোখের যে কোন সমস্যা দেখা গেলে নিকটস্থ চক্ষু সেবা দান কেন্দ্রে যান,,,,

Address

বীরতারা, ধনবাড়ী
Dhanbari
1997

Telephone

01911963062

Website

Alerts

Be the first to know and let us send you an email when Symbiosis Eye care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram