করবী মহিলা সংস্থা KMS

করবী মহিলা সংস্থা KMS অলাভজনক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমুখী দাতব্য সংস্থা

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্...
14/10/2025

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, বেদে, হিজড়া, অনগ্রসর ও ছিন্নমূল জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তির আবেদন গ্রহণ।
উপরোক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২৫-২০২৬ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, বেদে, হিজড়া, অনগ্রসর ও ছিন্নমূল জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তি কর্মসূচিতে নতুন উপকারভোগী অন্তর্ভুক্ত করা হবে। উল্লেখ্য, এসব কর্মসূচির আওতাধীন উপকারভোগীদের ভাতা প্রদান করা হয় G2P (Government to Person) পদ্ধতিতে তাদের নিজস্ব ব্যাংক বা মোবাইল ব্যাংক একাউন্টের মাধ্যমে। আবেদন গ্রহণ শুরু হবে ১০-১১-২০২৫ তারিখে এবং শেষ হবে ৩০-১১-২০২৫ তারিখে। আবেদন dss.bhata.gov.bd/online-application লিংকে অনলাইনে জমা দিতে হবে। আবেদন করার পূর্বে ও চলাকালীন সময়ে নিচের নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে।
আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও তথ্য প্রেরণের সময় নিম্নোক্ত নির্দেশাবলীঃ
১. প্রতিটি আবেদনকারীর জন্য অবশ্যই পূর্ণাঙ্গ জাতীয় পরিচয়পত্র নম্বর থাকতে হবে এবং Disability Information System (DIS) এর সাথে যাচাই করতে হবে। ২. আবেদনকারী বাংলাদেশ সরকারের নাগরিক হতে হবে এবং নির্ধারিত বয়সসীমা দিতে নির্ধারিত শর্তাবলী মেনে মোবাইল ফোন/ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে হবে। ৩. ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে এবং স্মারক নং: ৪১.০১.০০০০.০৮৯.১৬.০০২.২৩ এর স্মারকের পরিপ্রেক্ষিতে সরকারি/ব্যাংক একাউন্টের সাথে সংযুক্ত হতে হবে। ৪. আবেদনকারীর জন্য অবশ্যই সরকারি নিয়মে নির্ধারিত ফরমে নিজস্ব ছবি ও স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। ৫. পূর্ববর্তী আবেদনকারীর নাম থাকলে (ডুপ্লিকেট প্রার্থী হিসেবে) যাচাইপূর্বক অনুমোদন প্রদান করতে হবে। ৬. স্থানীয় প্রশাসনের মাধ্যমে যাচাই শেষে উপজেলা নির্বাহী অফিসারের অনুমোদন প্রাপ্ত আবেদনগুলোই গ্রহণযোগ্য হবে। ৭. সকল আবেদন অনলাইনে যাচাই শেষে জেলা সমাজসেবা অফিস কর্তৃক উপজেলা ভিত্তিক চূড়ান্ত তালিকা প্রেরণ করতে হবে। ৮. প্রাপ্ত তালিকা থেকে উপকারভোগীদের মধ্যে ভাতা প্রদান কার্যক্রম সম্পন্ন করতে হবে। ৯. উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে ভাতা প্রদানের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। ১০. চূড়ান্তভাবে তালিকা প্রকাশের তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ হতে কার্যকর হবে।
এতদ্ব্যতীত, জাতীয় সমাজকল্যাণ সংস্থার অধীন ইউনিট অফিসসমূহও উপরোক্ত নির্দেশাবলী অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। কোন রকম প্রয়োজনে সমাজকল্যাণ অধিদপ্তরের টেকনিক্যাল টিম ও সংশ্লিষ্ট শাখার সহায়তা গ্রহণ করা যেতে পারে।
(মোঃ সোহেল রিয়াজ) পরিচালক (সামাজিক নিরাপত্তা) সমাজকল্যাণ অধিদপ্তর সমাজসেবা ভবন, ঢাকা 📞 ০২-৮৮১৬৯১৮ 📧 dir.ss@dss.gov.bd

১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবসপ্রবীন বা বয়স্কদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেই। শিশু, তরুণ প্রবীণ সকলে মিলে গড়ে তোলবো নতুন...
01/10/2025

১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস
প্রবীন বা বয়স্কদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেই। শিশু, তরুণ প্রবীণ সকলে মিলে গড়ে তোলবো নতুন যুগের আধুনিক সমৃদ্ধ #বাংলাদেশ।

The International Day of Older People is observed on October 1 each year. On December 14, 1990, the United Nations General Assembly voted to establish October 1 as the International Day of Older People as recorded in Resolution 45/106. The holiday was observed for the first time on October 1, 1991.

#প্রবীণ_দিবস
#বাংলাদেশেরখবর

ডেঙ্গু থেকে বাঁচতে এবং রোগ ছড়ানো প্রতিরোধে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ও পরামর্শ দেওয়া হলো:১️। মশা নিয়ন্ত্রণজমে থাকা পানি ...
18/09/2025

ডেঙ্গু থেকে বাঁচতে এবং রোগ ছড়ানো প্রতিরোধে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ও পরামর্শ দেওয়া হলো:

১️। মশা নিয়ন্ত্রণ

জমে থাকা পানি সরিয়ে ফেলুনঃ ফুলের টব, পুরনো টায়ার, ড্রাম, ছাদ বা ছাদের পাত্রে কোথাও যেন পানি জমে না থাকে।

মশারি ও নেট ব্যবহার করুনঃ ঘুমানোর সময় এবং দিনের বেলা বিশ্রামের সময় মশারি ব্যবহার করুন।

মশারোধক লোশন/স্প্রেঃ গায়ে মশারোধক লোশন বা রিপেলেন্ট ব্যবহার করতে পারেন।

২️। ব্যক্তিগত সুরক্ষা

হালকা রঙের এবং পুরো হাত-পা ঢাকা পোশাক পরুন।

ঘরের জানালায় মশারি বা নেট লাগান।

৩️। উপসর্গ চিনুন

ডেঙ্গুর সাধারণ লক্ষণ:

হঠাৎ জ্বর (১০৪°F বা তার বেশি)

চোখের পিছনে ব্যথা, মাথা ব্যথা

পেশি ও জয়েন্টে ব্যথা

ত্বকে র‌্যাশ (লাল দাগ)

বমি বা বমি বমি ভাব

সতর্ক লক্ষণ (যেগুলো দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে):

তীব্র পেট ব্যথা

বারবার বমি

নাক/মাড়ি থেকে রক্ত

শ্বাসকষ্ট বা অতিরিক্ত দুর্বলতা

৪️। চিকিৎসা

ডেঙ্গুর কোনো নির্দিষ্ট ওষুধ নেই। বিশ্রাম, প্রচুর পানি/ওরস্যালাইন খাওয়া জরুরি।

স্বেচ্ছায় ব্যথার ওষুধ (যেমন অ্যাসপিরিন, আইবুপ্রোফেন) খাবেন না—রক্তক্ষরণের ঝুঁকি বাড়ায়।

শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ওষুধ নিন।

জমা পানি শুকান, মশারি ব্যবহার করুন, জ্বর হলে পরীক্ষা করুন এবং সতর্ক উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যান।

14/09/2025
আমাদের ইউটিউবের সাথেই থাকুন...
10/09/2025

আমাদের ইউটিউবের সাথেই থাকুন...

আবাসন ও স্বাবলম্বী কর্মসূচী Housing and Self-Reliance Program Korobi Foundation This program is an initiative of Korobi Foundation, a non-profit organization...

 #ধনবাড়ী -তে "আবাসন ও স্বাবলম্বী কর্মসূচি" -এর আওতায় ঘরের চাল নির্মাণের কাজ শেষ। বাকী কাজ খুব দ্রুতই শেষ হবে ইংশা-আল্লাহ...
01/09/2025

#ধনবাড়ী -তে "আবাসন ও স্বাবলম্বী কর্মসূচি" -এর আওতায় ঘরের চাল নির্মাণের কাজ শেষ। বাকী কাজ খুব দ্রুতই শেষ হবে ইংশা-আল্লাহ।
অফিসঃ করবী সমাজকল্যাণ সংস্থা -KSS, আমবাগান, হবিপুর রোড, ধনবাড়ী-১৯৯৭, টাঙ্গাইল। ফোনঃ ০১৯ ১৩১৩ ৪৪৫৫।

ঘরের চালের কাঠামোর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। "আবাসন ও স্বাবলম্বী কর্মসূচি" Korobi Foundation, আমবাগান, হবিপুর রোড, ধনবাড়ী-...
30/08/2025

ঘরের চালের কাঠামোর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।
"আবাসন ও স্বাবলম্বী কর্মসূচি"
Korobi Foundation, আমবাগান, হবিপুর রোড, ধনবাড়ী-১৯৯৭, টাঙ্গাইল। ফোনঃ ০১৯ ১৩১৩ ৪৪৫৫।

"আবাসন ও স্বাবলম্বী কর্মসূচি" -এর আওতায় ঘর নির্মাণের জন্য কাঠ চিরাই এর কাজ চলছে।অফিসঃ Korobi Foundation, আমবাগান, হবিপুর...
28/08/2025

"আবাসন ও স্বাবলম্বী কর্মসূচি" -এর আওতায় ঘর নির্মাণের জন্য কাঠ চিরাই এর কাজ চলছে।
অফিসঃ Korobi Foundation, আমবাগান, হবিপুর রোড, ধনবাড়ী-১৯৯৭, টাঙ্গাইল। ফোনঃ ০১৯ ১৩১৩ ৪৪৫৫।
#কাঠ

Address

Ambagan, Hobipur Road
Jamalpur Sadar Upazila
1997

Alerts

Be the first to know and let us send you an email when করবী মহিলা সংস্থা KMS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to করবী মহিলা সংস্থা KMS:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram