14/10/2025
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, বেদে, হিজড়া, অনগ্রসর ও ছিন্নমূল জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তির আবেদন গ্রহণ।
উপরোক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২৫-২০২৬ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, বেদে, হিজড়া, অনগ্রসর ও ছিন্নমূল জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তি কর্মসূচিতে নতুন উপকারভোগী অন্তর্ভুক্ত করা হবে। উল্লেখ্য, এসব কর্মসূচির আওতাধীন উপকারভোগীদের ভাতা প্রদান করা হয় G2P (Government to Person) পদ্ধতিতে তাদের নিজস্ব ব্যাংক বা মোবাইল ব্যাংক একাউন্টের মাধ্যমে। আবেদন গ্রহণ শুরু হবে ১০-১১-২০২৫ তারিখে এবং শেষ হবে ৩০-১১-২০২৫ তারিখে। আবেদন dss.bhata.gov.bd/online-application লিংকে অনলাইনে জমা দিতে হবে। আবেদন করার পূর্বে ও চলাকালীন সময়ে নিচের নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে।
আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও তথ্য প্রেরণের সময় নিম্নোক্ত নির্দেশাবলীঃ
১. প্রতিটি আবেদনকারীর জন্য অবশ্যই পূর্ণাঙ্গ জাতীয় পরিচয়পত্র নম্বর থাকতে হবে এবং Disability Information System (DIS) এর সাথে যাচাই করতে হবে। ২. আবেদনকারী বাংলাদেশ সরকারের নাগরিক হতে হবে এবং নির্ধারিত বয়সসীমা দিতে নির্ধারিত শর্তাবলী মেনে মোবাইল ফোন/ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে হবে। ৩. ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে এবং স্মারক নং: ৪১.০১.০০০০.০৮৯.১৬.০০২.২৩ এর স্মারকের পরিপ্রেক্ষিতে সরকারি/ব্যাংক একাউন্টের সাথে সংযুক্ত হতে হবে। ৪. আবেদনকারীর জন্য অবশ্যই সরকারি নিয়মে নির্ধারিত ফরমে নিজস্ব ছবি ও স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। ৫. পূর্ববর্তী আবেদনকারীর নাম থাকলে (ডুপ্লিকেট প্রার্থী হিসেবে) যাচাইপূর্বক অনুমোদন প্রদান করতে হবে। ৬. স্থানীয় প্রশাসনের মাধ্যমে যাচাই শেষে উপজেলা নির্বাহী অফিসারের অনুমোদন প্রাপ্ত আবেদনগুলোই গ্রহণযোগ্য হবে। ৭. সকল আবেদন অনলাইনে যাচাই শেষে জেলা সমাজসেবা অফিস কর্তৃক উপজেলা ভিত্তিক চূড়ান্ত তালিকা প্রেরণ করতে হবে। ৮. প্রাপ্ত তালিকা থেকে উপকারভোগীদের মধ্যে ভাতা প্রদান কার্যক্রম সম্পন্ন করতে হবে। ৯. উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে ভাতা প্রদানের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। ১০. চূড়ান্তভাবে তালিকা প্রকাশের তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ হতে কার্যকর হবে।
এতদ্ব্যতীত, জাতীয় সমাজকল্যাণ সংস্থার অধীন ইউনিট অফিসসমূহও উপরোক্ত নির্দেশাবলী অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। কোন রকম প্রয়োজনে সমাজকল্যাণ অধিদপ্তরের টেকনিক্যাল টিম ও সংশ্লিষ্ট শাখার সহায়তা গ্রহণ করা যেতে পারে।
(মোঃ সোহেল রিয়াজ) পরিচালক (সামাজিক নিরাপত্তা) সমাজকল্যাণ অধিদপ্তর সমাজসেবা ভবন, ঢাকা 📞 ০২-৮৮১৬৯১৮ 📧 dir.ss@dss.gov.bd